'বা'-রোম-পা-দার-মা-দ্বাং-ফ্যুং
'বা'-রোম-পা-দার-মা-দ্বাং-ফ্যুং (ওয়াইলি: 'ba' rom pa dar ma dbang phyug) (১১২৭-১১৯৪) ছিলেন তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় ব্কা'-ব্র্গ্যুদ ধর্মসম্প্রদায়ের 'বা'-রোম-ব্কা'-ব্র্গ্যুদ (ওয়াইলি: 'ba' rom bka' brgyud) ধর্মীয় গোষ্ঠীর প্রতিষ্ঠাতা।
জন্ম
[সম্পাদনা]তিব্বতের 'ফান-য়ুল অঞ্চলের ব্রান-কা পরিবারগোষ্ঠীতে ১১২৭ খ্রিষ্টাব্দে 'বা'-রোম-পা-দার-মা-দ্বাং-ফ্যুং জন্মগ্রহণ করেন। জন্মের সময় তার নাম রাখা হয় 'বুম-স্ক্যাব্স (ওয়াইলি: 'bum skyabs)। তার পিতার নাম ছিল স্তোন-পা-'ব্যুং-গ্নাস-ব্লো-গ্রোস (ওয়াইলি: ston pa 'byung gnas blo gros) এবং মাতার নাম ছিল জো-মো-লো-ছুং-মা (ওয়াইলি: jo mo lo chung ma)[১]
শিক্ষা
[সম্পাদনা]'বুম-স্ক্যাব্স মাত্র সাত বছর বয়সে ম্খান-পো-পো-স্কা-বা-দার-মা-সেং-গে (ওয়াইলি: Khenpo Pokawa Darma Sengge) এবং দ্বাং-ফ্যুং-গ্ঝোন-নু (ওয়াইলি: dbang phyug gzhon nu) নামক দুইজন বৌদ্ধভিক্ষুর নিকট দীক্ষা নিয়ে দার-মা-দ্বাং-ফ্যুং নামগ্রহণ করেন। তিনি ব্যা-য়ুল-বা-ছেন-পো-গ্ঝোন-নু-'ওদ (ওয়াইলি: bya yul ba chen po gzhon nu 'od) নামক বিখ্যাত বৌদ্ধ পন্ডিতের নিকট অতীশ দীপঙ্করের ব্কা'-গ্দাম্স তত্ত্বের শিক্ষালাভ করেন। এরপর তিনি স্গাম-পো অঞ্চলে গিয়ে ব্কা'-ব্র্গ্যুদ ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা স্গাম-পো-পা-ব্সোদ-নাম্স-রিন-ছেনের নিকট ব্কা'-ব্র্গ্যুদ মতের শিক্ষা লাভ করেন। [১][২]
পরবর্তী জীবন
[সম্পাদনা]১১৫৩ খ্রিষ্টাব্দে স্গাম-পো-পা-ব্সোদ-নাম্স-রিন-ছেনের মৃত্যু হলে দার-মা-দ্বাং-ফ্যুং গুরুর আদেশে তিব্বতের 'বা'-রোম অঞ্চলে গিয়ে সেখানে সাত বছর সাধনা করেন। এইসময় তিনি খাম্স অঞ্চলের শাসকদের পৃষ্ঠপোষকতা লাভ করেন। তিনি 'বা'-রোম অঞ্চলের লামাদের প্রধান হয়ে 'বা'-রোম-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর প্রতিষ্ঠা করেন। তার প্রধান শিষ্য ছিলেন তি-শ্রি-রাস-পা-শেস-রাব-সেং-গে (ওয়াইলি: ti shri ras pa shes rab seng ge), র্ত্শে-ব্রোম-দ্বাং-ফ্যুং-সেং-গে ওয়াইলি: rtse brom dbang phyug seng ge) এবং ব্রাগ-কা-ল্হা-স্তোন (ওয়াইলি: brag ka lha ston)। [১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ Martin, Dan (আগস্ট ২০০৮)। "Barompa Darma Wangchuk"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৩।
- ↑ Gardne, Alexander (ডিসেম্বর ২০০৯)। "Gampopa Sonam Rinchen"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৩।
আরো পড়ুন
[সম্পাদনা]- Karl Brunnholzl. 2007. Straight From The Heart: Buddhist Pith Instructions. Ithaca: Snow Lion, pp. 231–233.
- Puchung Tsering. 2001. The Early History of the Barom Kagyu School and the Biography of Darma Wangchuk. MA thesis, University of Oslo.
- Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, pp. 469–70.
- Sperling, Elliot. 2004. “Further Remarks Apropos of the ’Ba’-rom-pa and the Tanguts.” Acta Orientalia Hungarica, vol. 57, no. 1, pp. 1–26.
- ত্শে-দবাং-র্গ্যাল (ওয়াইলি: Tshe dbang rgyal). ১৯৯৪. ল্হো-রোং-ছোস-'ব্যুং (ওয়াইলি: Lho rong chos ’byung). লাসা: বোদ-লজোংস-বোদ-ইয়িগ-দপে-র্ন্যিং-দপে-স্ক্রুন-খাং (ওয়াইলি: Bod ljongs bod yig dpe rnying dpe skrun khang), পৃষ্ঠা. ২০৭-২০৯ (তিব্বতি)