২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া – পুরুষদের হাতুড়ি ছোঁড়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
XXIX অলিম্পিয়াড খেলায়
পুরুষদের হাতুড়ি ছোঁড়া
স্থানবেইজিং ন্যাশনাল স্টেডিয়াম
তারিখ১৫ই আগস্ট ২০০৮ (যোগ্যতানির্ণায়কপর্ব)
১৭ই আগস্ট ২০০৮ (ফাইনাল)
প্রতিযোগী২৬ টি দেশের ৩৩জন প্রতিযোগী
জয়ের দূরত্ব৮২.০২
পদকবিজয়ী
স্বর্ণ পদক   স্লোভেনিয়া
রৌপ্য পদক   বেলারুশ
ব্রোঞ্জ পদক   বেলারুশ
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী
ট্র্যাক বিভাগ
১০০ মিটার   পুরুষ   মহিলা
২০০ মিটার পুরুষ মহিলা
৪০০ মিটার পুরুষ মহিলা
৮০০ মিটার পুরুষ মহিলা
১৫০০ মিটার পুরুষ মহিলা
৫০০০ মিটার পুরুষ মহিলা
১০০০০ মিটার পুরুষ মহিলা
১০০ মিটার
বাধাদৌড়
মহিলা
১১০ মিটার
বাধাদৌড়
পুরুষ
৪০০ মিটার বাধাদৌড় পুরুষ মহিলা
৩০০০ মিটার
স্টিপলচেজ
পুরুষ মহিলা
৪ x ১০০ মিটার রিলে পুরুষ মহিলা
৪ x ৪০০ মিটার রিলে পুরুষ মহিলা
রোড বিভাগ
ম্যারাথন পুরুষ মহিলা
২০ কিমি হাঁটা পুরুষ মহিলা
৫০কিমি হাঁটা পুরুষ
ফিল্ড বিভাগ
লং জাম্প পুরুষ মহিলা
ট্রিপল জাম্প পুরুষ মহিলা
হাই জাম্প পুরুষ মহিলা
পোল ভল্ট পুরুষ মহিলা
শট পাট পুরুষ মহিলা
ডিসকাস থ্রো পুরুষ মহিলা
বর্শা নিক্ষেপ পুরুষ মহিলা
হাতুড়ি ছোঁড়া পুরুষ মহিলা
সম্মিলিত বিভাগ
হেপ্টাথলন মহিলা
ডেকাথলন পুরুষ

২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের হাতুড়ি ছোঁড়া প্রতিযোগিতা আগস্টের ১৫ (যোগ্যতানির্ণায়ক পর্ব) ও ১৭ (ফাইনাল) তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে[২]

যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ৭৮.৫০ মিটার (২৫৭.৫ ফু)(A মান) এবং ৭৪.০০ মিটার (২৪২.৭৮ ফু) (B মান)।[৩]

প্রতিযোগিতার সময় বেলারুসের ভাদিম দেভ্যাতোভস্কি ও ইভান সিখান যথাক্রমে রূপো ও ব্রোঞ্জ পদক লাভ করলেও ডোপ টেস্টে রক্তে অস্বাভাবিক মাত্রায় টেস্টোস্টেরন পাওয়া যাওয়ায় ২০০৮ সালের ডিসেম্বর মাসে তাদের এই পদক কেড়ে নেওয়া হয়। পরিবর্তে এই পদক দুটি দেওয়া হয় যথাক্রমে হাঙ্গেরির ক্রিশ্চিয়ান পার্স ও জাপানের কোজি মুরোফুশিকে। সিখান পরে ঘোষণা করেন যে তিনি দেভ্যাতোভস্কির সাথে যুগ্ম ভাবে আইওসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন।[১] শেষ পর্যন্ত ২০১০-এর জুনে ক্রীড়া সালিশি আদালত (Court of Arbitration for Sport) সিদ্ধান্তে আসে চীনা মেডিক্যাল ল্যাবের ভুল হয়েছিল। সুতরাং ঐ দুই বেলারুশিয়ানের পদক ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়।[৪]

সময়তালিকা[সম্পাদনা]

সমস্ত সময় চীন প্রমাণ সময় (UTC+8)

তারিখ সময় রাউন্ড
শুক্রবার, ১৫ই আগস্ট ২০০৮ ১০:৪০ যোগ্যতানির্ণায়ক পর্ব
রবিবার, ১৭ই আগস্ট ২০০৮ ১৯:১০ ফাইনাল

রেকর্ড[সম্পাদনা]

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড সোভিয়েত ইউনিয়ন য়ুরি সেডিখ (URS) ৮৬.৭৪ মিটার স্টুটগার্ট, জার্মানি ৩০শে আগস্ট ১৯৮৬
অলিম্পিক রেকর্ড  সের্গেই লিটভিনভ (URS) ৮৪.৮০ মিটার সিওল, দক্ষিণ কোরিয়া ২৬শে সেপ্টেম্বর ১৯৮৮

এই অলিম্পিকে কোনো নতুন বিশ্ব বা অলিম্পিক রেকর্ড সৃষ্টি হয়নি।

ফলাফল[সম্পাদনা]

যোগ্যতানির্ণায়ক পর্ব[সম্পাদনা]

ন্যূনতম যোগ্যতার মাপকাঠি: ন্যূনতম ৭৮.০০ মিটার (Q) বা সেরা ১২জন (q) ফাইনালে যাবে।

ক্রম গ্রুপ প্রতিযোগী রাষ্ট্র #১ #২ #৩ ফলাফল টিকা
A ক্রিশ্চিয়ান পার্স  হাঙ্গেরি x ৮০.০৭ ৮০.০৭ Q
B জিমোন জিওলকোস্কি  পোল্যান্ড ৭৯.৫৫ ৭৯.৫৫ Q, SB
B প্রিমোজ কজমাস  স্লোভেনিয়া ৭৯.৪৪ ৭৯.৪৪ Q
B ইভান সিখান  বেলারুশ ৭৯.২৬ ৭৯.২৬ Q
A কোজি মুরোফুশি  জাপান ৭৮.১৬ ৭৮.১৬ Q
A মার্কাস এসার  জার্মানি x ৭৭.০০ ৭৭.৬০ ৭৭.৬০ q
A আন্দ্রাস হ্যাকলিটস  ক্রোয়েশিয়া ৭৪.২৭ ৭৭.১২ ৭৬.২৩ ৭৭.১২ q
B ওলি-পেক্কা কার্জালেইনেন  ফিনল্যান্ড ৭৫.৪৯ x ৭৭.০৭ ৭৭.০৭ q
B ভাদিম দেভ্যাতোভস্কি  বেলারুশ ৭৩.৩৯ ৭৬.৫৬ ৭৬.৯৫ ৭৬.৯৫ q
১০ B লিবর শারফ্রেইট্যাগ  স্লোভাকিয়া ৭৬.০৩ x ৭৬.৬১ ৭৬.৬১ q
১১ B জেমস স্টেসি  কানাডা ৭৬.৩২ x ৭৫.০১ ৭৬.৩২ q
১২ A দিলশদ নাজারভ  তাজিকিস্তান ৭৪.৬৭ ৭৫.৩৪ ৭২.৪৭ ৭৫.৩৪ q
১৩ B নিকোলা ভিজ্জোনি  ইতালি ৭২.৮২ x ৭৫.০১ ৭৫.০১
১৪ A ইয়েভেন ভিনোরাডভ  ইউক্রেন ৭৩.৪১ ৭৪.৪৯ x ৭৪.৪৯
১৫ B আর্টেম রুবাঙ্কো  ইউক্রেন ৭৪.৪৭ ৭৩.৮৯ x ৭৪.৪৭
১৬ B এসরেফ আপাক  তুরস্ক x ৭৪.৪৫ x ৭৪.৪৫
১৭ A ভ্যালেরি ভিয়াতোখা  বেলারুশ ৭৪.৪১ x x ৭৪.৪১
১৮ A আলেক্সান্দ্রোস পাপাদিমিত্রিউ  গ্রিস x ৭৪.৩৩ ৭৩.৮৩ ৭৪.৩৩
১৯ A ইগর্স সোকোলভস  লাতভিয়া ৭৩.৭২ ৭১.৫০ x ৭৩.৭২
২০ B আলি আল-জিঙ্কাউয়ি  কুয়েত x ৭৩.৬২ x ৭৩.৬২
২১ A কিরিল ইকোনিকভ  রাশিয়া x ৭২.০৪ ৭২.৩৩ ৭২.৩৩
২২ B ইগর ভিনিশেঙ্কো  রাশিয়া x ৭২.০৫ x ৭২.০৫
২৩ A মিলোস্লাভ কোনোপকা  স্লোভাকিয়া ৭১.৭৬ ৭১.৯৬ x ৭১.৯৬
২৪ A ইহর টুহায়  ইউক্রেন ৭১.৮৯ x ৭০.৫৬ ৭১.৮৯
২৫ A বের্গুর ইঙ্গি পিটারসন  আইসল্যান্ড ৬৯.৭৩ x ৭১.৬৩ ৭১.৬৩
২৬ B রোমান রোজনা  মলদোভা ৭১.৩৩ ৬৯.৯৯ ৭০.২৩ ৭১.৩৩
২৭ B এ. জি. ক্রুগার  মার্কিন যুক্তরাষ্ট্র ৭০.৫৮ ৭১.২১ x ৭১.২১
২৮ B ডোরিয়ান কোলাকু  আলবেনিয়া ৬৯.১৪ ৬৯.৮৪ ৭০.৯৮ ৭০.৯৮
২৯ A লুকাস মেলিচ  চেক প্রজাতন্ত্র ৬৯.৩১ ৭০.৫৬ ৬৯.০৩ ৭০.৫৬
৩০ B হুয়ান ইগনাসিও সেরা  আর্জেন্টিনা x ৭০.১৬ x ৭০.১৬
A মোহসেন এল আনানি  মিশর x x x NM
B আমানমুরাদ হোমাডভ  তুর্কমেনিস্তান x x x NM
A মার্কো লিঙ্গুয়া  ইতালি x x x NM
AR অঞ্চলভিত্তিক রেকর্ড | CR চ্যাম্পিয়নশিপ রেকর্ড | GR গেমস রেকর্ড | NR জাতীয় রেকর্ড | OR অলিম্পিক রেকর্ড | PB ব্যক্তিগত সেরা | SB মৌসুম সেরা | WL সেই মৌসুমে বিশ্বে অগ্রণী
DNS = শুরু করতে পারেননি | DQ = অযোগ্য | NM = কোনো স্থান পাননি (অর্থাৎ কোনো স্বীকৃত ফলাফল নেই) | Q = হিটে নির্দিষ্ট স্থানের ভিত্তিতে যোগ্যতাঅর্জনকারী | q = হিটে সামগ্রিক ভিত্তিতে যোগ্যতাঅর্জনকারী

ফাইনাল[সম্পাদনা]

আগস্টের ১৭ তারিখ ফাইনাল অনুষ্ঠিত হয়। তিন রাউন্ডের পর ক্রমানুসারে প্রথম আটজন ফাইনালের জন্য নির্বাচিত হন; সেখানে আরও তিন বার ছুঁড়ে তারা পদকের দাবীদার নির্ধারণ করেন।

ক্রম প্রতিযোগী রাষ্ট্র ফলাফল টিকা
১ প্রিমোজ কজমাস  স্লোভেনিয়া ৮০.৭৫ ৮২.০২ ৮০.৭৯ ৮০.৬৪ ৮০.৯৮ ৮০.৮৫ ৮২.০২ SB
২ ভাদিম দেভ্যাতোভস্কি  বেলারুশ ৭৯.০০ ৮১.৬১ x x ৮০.৮৬ x ৮১.৬১ [১]
৩ ইভান সিখান  বেলারুশ ৭৮.৪৯ ৮০.৫৬ ৭৯.৫৯ ৭৮.৮৯ ৮১.৫১ ৮০.৮৭ ৮১.৫১ [১]
ক্রিশ্চিয়ান পার্স  হাঙ্গেরি ৭৮.০৫ ৮০.৯৬ x ৮০.১৬ ৮০.১১ ৭৯.৮৩ ৮০.৯৬
কোজি মুরোফুশি  জাপান ৭৯.৪৭ ৮০.৭১ ৭৯.৯৪ ৭৭.৯৬ ৭৮.২২ ৭৭.২৬ ৮০.৭১
ওলি-পেক্কা কার্জালেইনেন  ফিনল্যান্ড ৭৭.৯২ ৭৯.৫৯ ৭৮.৯৯ x ৭৮.৮৮ x ৭৯.৫৯ SB
জিমোন জিওলকোস্কি  পোল্যান্ড ৭৫.৯২ ৭৯.২২ ৭৯.০৭ ৭৯.০৪ ৭৬.১৬ x ৭৯.২২
লিবর শারফ্রেইট্যাগ  স্লোভাকিয়া x ৭৭.৬২ ৭৬.৮৩ ৭৭.২৬ ৭৮.৬৫ x ৭৮.৬৫
মার্কাস এসার  জার্মানি ৭৪.৫৬ x ৭৭.১০ ৭৭.১০
১০ আন্দ্রাস হ্যাকলিটস  ক্রোয়েশিয়া x ৭৫.৭৮ ৭৬.৫৮ ৭৬.৫৮
১১ দিলশদ নাজারভ  তাজিকিস্তান ৭২.৯৭ ৭৬.৫৪ x ৭৬.৫৪
১২ জেমস স্টেসি  কানাডা ৭৫.৭২ ৭৫.৫৪ ৭৪.০৬ ৭৫.৭২

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Belarusian hammer throwers stripped of medals"। ২০০৮-১২-১১। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১১ 
  2. "Olympic Athletics Competition Schedule"IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪ 
  3. "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪ 
  4. এঞ্জেলার, এলেইন (১০ জুন ২০১০)। "CAS Reinstates Medals for Hammer Throwers"। এসোসিয়েটেড প্রেস। 

বহি:সংযোগ[সম্পাদনা]