অঘোষ পশ্চাত্তালব্য স্পর্শধ্বনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অঘোষ পশ্চাত্তালব্য স্পর্শধ্বনি হল এক ধরনের ব্যঞ্জনধ্বনি। এটি বিশ্বের অনেকগুলো কথ্য ভাষায় ধ্বনিমূলক হিসেবে ব্যবহার করা হয়।

আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় এই ধ্বনির প্রতীক হল [k]

বেশিরভাগ ইন্দো-আর্য ভাষার মত বাংলা লিপিতে এই ধ্বনিমূলক অক্ষর হল ক্‌‌‌‌। যেমন "কাল", "কে", "কম" ইত্যাদি।