পাঞ্জশির প্রদেশ

স্থানাঙ্ক: ৩৫°২৪′ উত্তর ৭০°০০′ পূর্ব / ৩৫.৪° উত্তর ৭০.০° পূর্ব / 35.4; 70.0
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাঞ্জশির
پنجشیر
প্রদেশ
পাঞ্জশির উপত্যকা, পাঞ্জশির নদী, আহমাদ শাহ মাসউদ-এর সমাধি এবং পাঞ্জশির বায়ু খামারের একটি দৃশ্য
পাঞ্জশির উপত্যকা, পাঞ্জশির নদী, আহমাদ শাহ মাসউদ-এর সমাধি এবং পাঞ্জশির বায়ু খামারের একটি দৃশ্য
পাঞ্জশিরসহ আফগানিস্তানের মানচিত্র
পাঞ্জশিরসহ আফগানিস্তানের মানচিত্র
স্থানাঙ্ক (সদর): ৩৫°২৪′ উত্তর ৭০°০০′ পূর্ব / ৩৫.৪° উত্তর ৭০.০° পূর্ব / 35.4; 70.0
দেশআফগানিস্তান
সদর বাজারক
সরকার
 • গভর্নরআসরার আজিজি
আয়তন
 • মোট৩,৬১০ বর্গকিমি (১,৩৯০ বর্গমাইল)
জনসংখ্যা (২০২১)
 • মোট১,৭২,৮৯৫
 • জনঘনত্ব৪৮/বর্গকিমি (১২০/বর্গমাইল)
সময় অঞ্চলআফগানিস্তান সময় (ইউটিসি+৪:৩০)
আইএসও ৩১৬৬ কোডAF-PAN
প্রধান ভাষাদারি
নিয়ন্ত্রণ আফগানিস্তান ইসলামি প্রজাতন্ত্র

পাঞ্জশির প্রদেশ (দারি/পশতু: پنجشیر, অর্থ "পাঁচ সিংহ"), বিকল্প বানান পানশির, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের একটি। পাঞ্জশির নদীর উপত্যকা এখানে অবস্থিত। এটির রাজধানী শহরের নাম বাজারক। প্রদেশটি সাতটি জেলায় বিভক্ত এবং এতে ৫১২টি গ্রাম রয়েছে। ২০২১ সালের হিসেবে পাঞ্জশির প্রদেশের জনসংখ্যা প্রায় ১,৭৩,০০০ জন।

পাঞ্জশির ২০০৪ সালে প্রতিবেশী পারওয়ান প্রদেশ থেকে আলাদা হয়ে একটি স্বাধীন প্রদেশে পরিণত হয়। এটির উত্তরে বাঘলান ও তখর প্রদেশ, পূর্বে বাদাখশন প্রদেশনুরিস্তান প্রদেশ, দক্ষিণে লাঘমান প্রদেশকাপিসা প্রদেশ এবং পশ্চিমে পারওয়ান প্রদেশ রয়েছে।

জনপ্রিয় সংস্কৃতিতে[সম্পাদনা]

সৈয়দ মুজতবা আলী লিখিত রম্য ভ্রমণকাহিনী দেশে বিদেশে গ্রন্থে “পানশির” নামে এই অঞ্চলের উল্লেখ পাওয়া যায়, যেখানে আফগানিস্তানে অবস্থানকালে লেখকের ভৃত্য আবদুর রহমানের বাড়ি ছিল।[১]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "প্রবাস বন্ধু"। সৈয়দ মুজতবা আলীবাংলা সাহিত্য - নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা, বাংলাদেশ