ব্যবহারকারী আলাপ:Yahia.barie/সংগ্রহশালা ৩

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উইকিপদক[সম্পাদনা]

উইকিপদক
ইয়াহিয়া ভাই, বাংলা উইকিতে আপনি ১৫ হাজারেরও বেশি সম্পাদনা করেছেন এবং উৎসাহের সাথে নিরলসভাবে অবদান রেখে চলেছেন। আপনার এই কাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই উইকিপদকটি দিলাম। আশা করি সামনের দিনগুলোতেও আপনি এভাবে বাংলা উইকির উন্নয়নে কাজ করে যাবেন। :) - - – তানভির মোর্শেদ (আলাপ) ১৭:৩৯, ১৫ আগস্ট ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাকে অসংখ্য ধন্যবাদ তানভির ভাই। --- ইয়াহিয়া (আলাপ)

শুদ্ধিকরণ[সম্পাদনা]

ইয়াহিয়া ভাই, ইংরেজি State of Palestine এর বাংলা প্যালেস্টাইন লেখা আছে, প্যালেস্টাইন এর বদলে এটি ঠিক করে ফিলিস্তিন লেখার জন্য অনুরোধ করছি। কারণ, ইংরেজিতে palestine লিখলেও বাংলায় আমরা ফিলিস্তিন ব্যাবহার করি। বিষয়টি দেখার অনুরধ রইল। (Mohd. Toukir Hamid (আলাপ) ১৩:৫৮, ১৬ আগস্ট ২০১২ (ইউটিসি))[উত্তর দিন]

পরিবর্তন করা হয়েছে। --- ইয়াহিয়া (আলাপ)

Request, wrote an article for Corbin Bleu in Bengali Wikipedia[সম্পাদনা]

Thank you for your contribution in Wikipedia, please, you can write an article for Corbin Bleu in the Bengali Wikipedia. please. --2.91.84.0 (আলাপ) ১৯:২৪, ৩০ আগস্ট ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

নির্বাচিত নিবন্ধের ধাপ[সম্পাদনা]

ইয়াহিয়া ভাই, অমর একুশে (ভাস্কর্য), জাগ্রত চৌরঙ্গী, সংশপ্তক (ভাস্কর্য) এই নিবন্ধগুলো দীর্ঘ নয় বিধায় অতিসত্বর নির্বাচিত নিবন্ধের ধাপ হিসেবে ভালো নিবন্ধতে স্থান দেয়া যায় কিনা তা দেখার অনুরোধ রইল।ধন্যবাদ।(Mohd. Toukir Hamid (আলাপ) ১৪:২২, ২ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি))[উত্তর দিন]

দেরিতে উত্তর দেওয়ার জন্য দুঃখিত। আপনার লেখা নিবন্ধসমূহ খুবই ছোট এবং একটি ভালো নিবন্ধের জন্য নিবন্ধের গভীরতা বা ব্যপ্তি থাকা অতি প্রযোজনীয় যা আপনার নিবন্ধে নেই। তাই আপনার নিবন্ধটিকে ভালো নিবন্ধে স্থান না দিতে পেরে আমি দুঃখিত। --- ইয়াহিয়া (আলাপ) ১৭:৫৩, ৩ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

নির্বাচিত নিবন্ধের ধাপ হিসেবে শবে কদর[সম্পাদনা]

ইয়াহিয়া ভাই, শবে কদর নিবন্ধটি অতিসত্বর নির্বাচিত নিবন্ধের ধাপ হিসেবে ভালো নিবন্ধতে স্থান দেয়া যায় কিনা তা দেখার অনুরোধ রইল।ধন্যবাদ।(Mohd. Toukir Hamid (আলাপ) (Mohd. Toukir Hamid (আলাপ) ০৭:০০, ৫ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি))[উত্তর দিন]

আপনার নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে নির্বাচিত হওয়ার জন্য প্রস্তাবিত ভালো নিবন্ধে আবেদন করুন। এখানে আবেদন করার আগে এটি একটি ভাল নিবন্ধের গুণাবলীর শর্তপূরণ করে কিনা তা জেনে নিন। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ)

কাশ্মীর[সম্পাদনা]

ইয়াহিয়া ভাই, আমি ইংরেজি Kashmir এর বাংলা করতে চাচ্ছি কিন্তু জম্মু ও কাশ্মীর বারবার আসছে। এটা একটু ঠিক করে দেন।(Mohd. Toukir Hamid (আলাপ) ১৭:১১, ৯ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি))[উত্তর দিন]

আপনি কাশ্মীর নিবন্ধটি প্রথমে ব্যবহারকারী:Mohd. Toukir Hamid/কাশ্মীর এখানে সংরহ্মণ করুন। পরে আমি তা ঠিক করে দিচ্ছি। --- ইয়াহিয়া (আলাপ)
কাশ্মীর নিবন্ধটিকে আলাদা করা হয়েছে। এই নিবন্ধটিকে মানসম্মত অবস্থায় আনতে একে পরিচ্ছন্ন করা প্রয়োজন। আমি কিছুটা করেছি, এখন ট্যাগের নিচের অংশটি বাকি। আর অনুগ্রহ করে, নিবন্ধে যান্ত্রিক অনুবাদ সংযোগ করবেন না। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ)

যান্ত্রিকভাবে অনুবাদ সংশোধন[সম্পাদনা]

নিবন্ধে যান্ত্রিক অনুবাদ আমি সবসময় সংশোধন করে দেই। সময় স্বল্পতার কারণে অনেক সময় করতে পারিনা কিন্তু সেগুলু পরে সংশোধন করে দেই ।দুশ্চিন্তার কিছু নেই, আমি খেয়াল রাখবো। (Mohd. Toukir Hamid (আলাপ) ১২:১৫, ১১ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি))[উত্তর দিন]

কোন নিবন্ধের কাজ চলাকালীন অবস্থায় অনুগ্রহ করে {{কাজ চলছে}} tag টি ব্যবহার করুন। তাহলে আগামীতে এ রকম সমস্যা হবে না। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ)

তাই চি রেখাচিত্র এর সংশোধন এবং কাশ্মীর নিবন্ধ[সম্পাদনা]

তাই চি রেখাচিত্র নিবন্ধটিতে তথ্যসূত্র গুলোতে কোন লিঙ্ক সংযোগ অনেক চেষ্টা করেও মিলাতে পারছি না। লিঙ্কসমূহ বারবার লাল দেখাচ্ছে। যদি পারেন একটু কষ্ট করে ঠিক করে দিয়েন। আর কাশ্মীর নিবন্ধটি আমি কষ্ট করে শুরু করলেও আমার নামতো দেখাচ্ছে না কারণটা কি জানতে পারি? (Mohd. Toukir Hamid (আলাপ) ১৪:৩৬, ১১ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি))[উত্তর দিন]

কারণ, কাশ্মীর নিবন্ধটি Sumangal ব্যবহারকারী জম্মু ও কাশ্মীর এ পুনর্নির্দেশ করে ছিলেন। আমি সেই পুনর্নির্দেশটি বাতিল করে দিয়েছি এবং ব্যবহারকারী:Mohd. Toukir Hamid/কাশ্মীর থেকে নিবন্ধটি নিয়ে কাশ্মীর নিবন্ধটিতে পেষ্ট করেছি। তাই ইতিহাসে আপনার নাম দেখাচ্ছে না। --- ইয়াহিয়া (আলাপ) ১৭:২০, ১১ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

আয়াতুল কুরসী[সম্পাদনা]

আয়াতুল কুরসীর ডিজাইনটা সুন্দর হয়েছে। ইন্দোনেশিয়ান উইকিপেডিয়া থেকে একটা ছবি অ্যাড করেছি, প্রদর্শন করছে না। কষ্ট করে একটু ঠিক করে দিয়েন।(Mohd. Toukir Hamid (আলাপ) ১৬:৫১, ১৪ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি))[উত্তর দিন]

কুরআনের টেম্পলেট[সম্পাদনা]

কুরআন নিবন্ধে একটি টেম্পলেট ছিল। কিন্তু আমি একটা বানিয়েছি। তাই, দুটোর মধ্যে সমন্বয় ঘটিয়ে দেয়ার অনুরোধ রইলো। ডিজাইনটা একটু সুন্দর করে দিয়েন।(Mohd. Toukir Hamid (আলাপ) ১৭:১৩, ১৪ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি))[উত্তর দিন]

সুপ্রিয়, Yahia.barie। Subrata Roy-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

আবেদন[সম্পাদনা]

মোহাম্মাদ ইয়াহিয়া বারী আমি কিছুদিন হোলো "হাঙ্গর" নিয়ে লেখা শুরু কোরেছি। ভাবছি সব প্রজাতি নিয়েই লিখবো। বাট আমার বানান ভুল যায় খুব আর ঠিকভাবে সাজিয়ে লিখতেও পারিনা। এর কারোন হয়তো অমি সবে সুরু কোরেছি তাই। আমি অপনার কাছে ওনুরোধ কোরছি আপনি আমার লেখা গোলো একটু গুছিয়ে দিন। --- Bhaskar Roy123 (আলাপ) ১২:৩২, ১৩ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই, আপনার ইউজার প্রোফাইল পড়তে গিয়ে আবেদন অংশটি আমার নজর কেড়েছে। সেখানে কিছু শব্দ ও বাক্যগঠনগত ভুল ছিলো বলে আমার মনে হয়েছে। কিন্তু আমি আপনার অনুমতি ছাড়াই সেটি শুদ্ধ করে ফেলেছি। তাই আপনার নিকট ক্ষমা প্রার্থী। আপনি ইচ্ছে করলে সেটি মুছে দিতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ। Ashiq Shawon (আলাপ) ১৬:০০, ২১ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
আসলে আপনি যেটি সংশোধন করেছেন তা ছিল ভাস্কর রায় সাহেবের আবেদন। তিনি ভুল বশত আমার আলাপে না লিখে আমার প্রোফাইলে লিখেছেন। --- ইয়াহিয়া (আলাপ)

সমস্যা[সম্পাদনা]

আমি ভূগোলবিদ শিরোনামে একটি বিষয়শ্রেণী তৈরী করে তাতে কিছু উপশ্রেণী, যেমনঃ জার্মান ভূগোলবিদ, মার্কিন ভূগোলবিদ, ইংরেজ ভূগোলবিদ, মুসলিম ভূগোলবিদ, ভারতীয় ভূগোলবিদ, বাংলাদেশী ভূগোলবিদ প্রভৃতি তৈরী করতে চাচ্ছি। কিন্তু মনে হচ্ছে ভজ-ঘট পেঁকে গ্যাছে! সাহায্য প্রয়োজন!!! - Ashiq Shawon (আলাপ) ১৫:৪২, ২৪ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

যতটুকু দেখতে পেলাম আপনার বিষয়শ্রেণী:ভূগোলবিদ তৈরি হয়েছে এবং উপবিষয়শ্রেণীসমূহে শুধু বিষয়শ্রেণী:জার্মান ভূগোলবিদ‎ দেখা যাচ্ছে। এখন বিষয়শ্রেণী:মার্কিন ভূগোলবিদ, বিষয়শ্রেণী:ইংরেজ ভূগোলবিদ, বিষয়শ্রেণী:মুসলিম ভূগোলবিদ, বিষয়শ্রেণী:ভারতীয় ভূগোলবিদ, বিষয়শ্রেণী:বাংলাদেশী ভূগোলবিদ ইত্যাদি কে ভূগোলবিদ বিষয়শ্রেণীর উপবিষয়শ্রেণীসমূহে যোগ করতে হলে, আপনাকে সে গুলোর বিষয়শ্রেণীতে ভূগোলবিদ (বিষয়শ্রেণী:ভূগোলবিদ) যোগ করলেই হবে। --- ইয়াহিয়া (আলাপ)
সমস্যার সমাধান করে দিয়েছে মাইনুল ভাই। ধন্যবাদ আপনাকে। - Ashiq Shawon (আলাপ) ০৪:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
সুপ্রিয়, Yahia.barie। Mohd. Toukir Hamid-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

জলমোরগ বিষয়ক নিবন্ধে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে অগ্রসর হবার জন্যে অনুরোধ করছি। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৬:৪০, ২ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

গোছানো সম্পর্কীয়[সম্পাদনা]

ভাই, লক্ষ্য করলাম, এডিট করছেন। প্রাণ ফিরে পেলাম; অর্থাৎ মনে মনে আপনাকে খুঁজছিলাম! অথচ সম্পাদনা সারাংশে তুলেও ধরেছিলাম [(বর্ত | পূর্ব) ২০:৪১, ২ নভেম্বর ২০১২‎ Subrata Roy (আলোচনা | অবদান)‎ . . (১৩,২১৫ বাইট) (+১৩৫)‎ . . (টেমপ্লেট; সংশোধন করা প্রয়োজন!) (বাতিল)]; কিন্তু দুঃখজনকভাবে কেউ-ই সাড়া দেননি। অথচ [সাম্প্রতিক পরিবর্তনসমূহে] তা স্পষ্ট ফুঁটে ওঠে। স্বতঃস্ফূর্তভাবে নিবন্ধে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করি। সে যাই হউক -

একটু দেখবেন কি - টেমপ্লেট:২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ ওয়েস্ট ইন্ডিজ দল-এর [টেমপ্লেট:Country data flagicon/core] অংশটি! এর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ পতাকা প্রয়োজন। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৮:১৯, ৩ নভেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

সুব্রতদা, আমাকে মনে করার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করছি এখন থেকে নিয়মিত উইকিতে সময় দিতে পারবো। [টেমপ্লেট:Country data flagicon/core] এর সমস্যাটি সমাধান করতে না পারায় আমি অত্যান্ত দুঃখিত। ইংরেজি বা অন্য কোন ভাষায় এর লিঙ্ক আমি পাইনি। যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আমাকে জানাবেন। আমি তা ঠিক করে দেওয়া চেষ্ঠা করবো। ধন্যবাদ সহযোগে। --- ইয়াহিয়া (আলাপ)
ইয়াহিয়া ভাই, আসলে স্বতঃস্ফূর্ততাই উইকির প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। সব সমস্যাই যে আপনি-আমি সমাধান করতে পারবো এ ধারণা ভুল। আমি যদি সমাধান করতাম তাহলে কি আপনার দ্বারে ছুটে আসতাম? আর আপনি যে সবই পারবেন, তারও কোন ভিত্তি নেই। কিন্তু টেমপ্লেট বিষয়ে আশা-ভরসার কেন্দ্রস্থল হিসেবেই আপনাকে আমি ব্যক্তিগতভাবে জানি। আর অন্য কে যে এ সমস্যার সমাধান করতে পারবেন তাও বুঝতে পারছি না। ধারণা করছি, প্রশাসকদের কেউ হয়তো স্বয়ংক্রিয়ভাবেই এ সমস্যার সমাধান করবেন! আপনার চেষ্টার জন্যে ধন্যবাদ। প্রয়োজনে নতুন কোন সমস্যা নিয়ে যে কোন সময় হাজির হবো আপনার আলাপ পাতায়, এ প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১২:৫২, ৪ নভেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

একটু দেখবেন কি - গ্যারি কার্স্টেন নিবন্ধের ইনফোবক্সের লাল লিঙ্কযুক্ত শ্রীলঙ্কা cricket team বিষয়টি; যা হবে শ্রীলঙ্কা ক্রিকেট দল অর্থাৎ ইংরেজি দৃশ্যমান হবে না। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৯:২৫, ৫ নভেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ঠিক করে দেওয়া হয়েছে। --- ইয়াহিয়া (আলাপ)

একগুচ্ছ টেমপ্লেট ও সমাধান[সম্পাদনা]

ইয়াহিয়া ভাই, শুভেচ্ছা জানবেন। সৃষ্ট টেমপ্লেটে অনেকগুলো টেমপ্লেট রয়েছে যা বিশ্বকাপের সাথে সংশ্লিষ্ট ও তৈরী করা প্রয়োজন। আপনার ওপর ছেড়ে দিলাম লাল লিঙ্ক দূর করার জন্যে। পাশাপাশি বিশ্বকাপ নিবন্ধে তথ্যসূত্র দুইবার এসেছে। টেমপ্লেটে তথ্যসূত্র না দিলে রেফারেন্স ত্রুটি আসবে; সমাধানের আশায় রইলাম। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৮:১৪, ৬ নভেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ঠিক করে দেওয়া হয়েছে। --- ইয়াহিয়া (আলাপ)

টেমপ্লেট দ্য গ্রেট[সম্পাদনা]

টেমপ্লেট দ্য গ্রেট পদক
বাংলা উইকিপিডিয়াকে গ্রহণযোগ্য করে তুলতে নেপথ্যে অংশগ্রহণ, লাল লিঙ্ক দূরীকরণ, টেমপ্লেট প্রস্তুতকরণ, নিবন্ধ সৃষ্টি ইত্যাদি বহুবিধ ক্ষেত্রে প্রশংসনীয় ও উজ্জ্বীবিতমূলক কাজ করার পাশাপাশি 'ভালোবেসে ভালোবাসায়' - প্রথমবারের ইয়াহিয়া ভাইকে আমার তরফ থেকে আন্তরিকপূর্ণ উপহারস্বরূপ "টেমপ্লেট দ্য গ্রেট" পদকে ভূষিত করলাম। আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১১:৩৬, ৭ নভেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
পদকটি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ)

নিবন্ধে ট্যাগ সংযোজনে টুইংকল ব্যবহার[সম্পাদনা]

অনেকদিন ধরেই আপনি উইকিপিডিয়ায় আপনি নিয়মিতভাবে অবদান রেখে চলেছেন, সেজন্য প্রথমেই অভিনন্দন জানাচ্ছি। সম্প্রতি আপনি বেশ কিছু নিবন্ধে দ্রুত অপসারণের ট্যাগ যুক্ত করেছেন। এই ধরনের ট্যাগ সংযোজন সহ আরও বেশ কিছু কাজ সহজে এবং কার্যকরভাবে সম্পন্ন করার জন্য টুইংকল টুলটি ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে নিবন্ধে ট্যাগ সংযোজনের পাশাপাশি নিবন্ধটি যিনি শুরু করেছিলেন তাকেও একই সাথে জানানে পারবেন। আর এই টুলটি বেশিরভাগ অংশ অনুবাদ সম্পন্ন হয়েছে এবং ব্যবহারের পদ্ধতিও বেশ সহজ। তবে ট্যাগ সংস্লিষ্ট বেশ কিছু টেমপ্লেট অনুবাদ করা বাকি রয়েছে। আশা করছি টুলটু আপনার কাজে লাগবে। --নাসির খান সৈকতআলাপ ০৯:৫৪, ৯ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতে আমার কাজটি অনেক সহজ হয়ে গিয়েছে। আসলে টুইংকলটি আমি দেখেছিলাম কিন্তু পাশে বলা আছে যে ব্যবহারের চেষ্টা না করার জন্য। তাই সেটি আমি ব্যবহার করিনি। যাইহোক এখন থেকে টুইংকলটি ব্যবহার করা যাবে। --- ইয়াহিয়া (আলাপ)

নোটিশ[সম্পাদনা]

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভায় একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় নিবন্ধের মান উন্নয়ন/নতুন নিবন্ধ তৈরী। আপনাকে ধন্যবাদ। নাসির খান সৈকতআলাপ ১৫:৫০, ২০ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Yahia.barie। Leemon2010-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

--Leemon2010 (আলাপ) ২২:৩৯, ২৪ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেট[সম্পাদনা]

আপনি এই টেমপ্লেট:For year month day টিতে ইংরেজি উইকি অনুযায়ী নতুন কোড দেওয়ায়, এই টেমপ্লেট:User Wikipedian For কাজ করছে না। আমি টেমপ্লেট:For year month dayটি ঠিক করার চেষ্টা করছি কিন্তু পারিনি, আপনি চেষ্টা করে দেখেন, ঠিক হয় কিনা! (•আমার মনে হয়, টেমপ্লেটটির আগের সংস্করণে ফিরত যাওয়া লাগবে।) --Leemon2010 (আলাপ) ১৭:০১, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

link=ব্যবহারকারী আলাপ:Nasir8891‎#Infobox space telescopes-এ এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন ক্যারেক্টার "�"
link=ব্যবহারকারী আলাপ:Nasir8891‎#Infobox space telescopes-এ এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন ক্যারেক্টার "�"
সুপ্রিয়, Yahia.barie। [[ব্যবহারকারী আলাপ:Nasir8891‎#Infobox space telescopes-এ এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন ক্যারেক্টার "�"|Nasir8891-এর আলাপ পাতায়]] আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৯:২৩, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

বারি ভাই, একটু দৃষ্টি চাচ্ছি:  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:২৩, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

সমস্যাটি সমাধান করা হয়েছে। --- ইয়াহিয়া (আলাপ)
অনেক ধন্যবাদ। এটা কি এটা দিয়ে করা হলো? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ২০:৪৭, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাঁ --- ইয়াহিয়া (আলাপ)

স্বাগতম, আমি Nasir8891। যদিও উইকিপিডিয়া যে কেউই সম্পাদনা করতে পারেন, কিন্তু আমি  টেমপ্লেট:Infobox football biography/doc-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ! নাসির খান সৈকতআলাপ ১৭:০৯, ১৮ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেট:Film date সমস্যা[সম্পাদনা]

নিবন্ধে ত্রুটি আসার কারণে টেমপ্লেট:Film date এর ভিতরের ১টি লাইন আমি বন্ধ করে রেখেছিলাম। যেটি আপনি বাতিল করেছেন। আবহমান নিবন্ধটি দেখুন, একি রকম অন্যান্য নিবন্ধ যেখানে এই টেমপ্লেট ব্যবহৃত হয়েছে সবখানে একি ত্রুটি আসে। আমার মতে, আপাতত সমস্যা যেহেতু সমাধান হচ্ছে না, সেহেতু ভিতরের ওই লাইনটি বন্ধ করে রাখা দরকার। লিমন ২২:০২, ১৪ মে ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ঠিক আছে। টেমপ্লেটটি এই লাইনটির বন্ধ করে রাখা হল।--- ইয়াহিয়া (আলাপ)

এর বাংলা কি দিব? আপনি কি এক্তু দেখতে পারেন?--প্রত্যয় (স্বাগতম) ১৩:০৮, ২ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

"সফট পুনর্নির্দেশ" দিতে পারেন। --- ইয়াহিয়া (আলাপ)

পাতা ইম্পোর্ট[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়ায় যেকোনো পাতা যদি অন্য কোনো ভাষার উইকিপিডিয়া থেকে ইম্পোর্ট বা আনার প্রয়োজন হয় তাহলে উইকিপিডিয়া:পাতা ইম্পোর্টের অনুরোধ পাতায় অনুরোধ রাখতে পারেন। ইম্পোর্ট অধিকারধারীরা আপনার অনুরোধে যথাসম্ভব দ্রুত সাড়া দিবেন। তাতে হয়তো প্রাথমিক সময় বেশি লাগবে কিন্তু ইম্পোর্টে সময় এবং শ্রম দুটোই বেঁচে যাবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৯:৫৯, ৩ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ বেলায়েত ভাই। --- ইয়াহিয়া (আলাপ)

ইউটিসি টেমপ্লেট[সম্পাদনা]

১.টেমপ্লেট:Tz/utc-meridian-east ২.টেমপ্লেট:Tz/utc-meridian-west ৩.টেমপ্লেট:Tz/utc-meridian-central -এই টেমপ্লেটগুলিতে আপনি পশ্চিম=প এবং পূর্ব=পূ করেছেন। ১ও২ এর পরিবর্তন নিয়ে সহ/দ্বিমত না থাকলেও ৩নং টেমপ্লেটে পরিবর্তন নিয়ে আমার দ্বিমত রয়েছেন। ৩নং টেমপ্লেটি ইউটিসি পাতাগুলিতে অন্য নিবন্ধের নির্দেশ হিসেবে ব্যবহৃত হয়েছে। উদা: ইউটিসি+০১:০০ নিবন্ধ দেখুন, ৩নং টেমপ্লেটে পরিবর্তনের ফলে এটি এখন ১৫ ডিগ্রি পূ দ্রাঘিমাংশ-এ নির্দেশ করছে। সমস্যা হল বাংলাতে পূ দ্রাঘিমাংশ কথা ব্যবহৃত হয় না (পূর্ব দ্রাঘিমাংশ হবে, এই জন্য আপনি জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের বই কিংবা গুগল দেখতে পারেন)। আমি ৩নং পরিবর্তন বাতিল করতে চাচ্ছি (আপনার অমত থাকলে জানান)। উত্তরের অপেক্ষায়--লিমন ১৪:১৫, ২২ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আমিও আপনার সাথে একমত যে, পূ দ্রাঘিমাংশ জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের বই কিংবা গুগল দেখতে এটি দেখা যায় না। কিন্তু এর জন্য কোন সমস্যা হবে বলে, আমি মনে করি না। কারণ, ১৫ ডিগ্রি পূ দ্রাঘিমাংশ পাতাটিকে ১৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ-তে পুনর্নির্দেশ করলে আপনি যে সমস্যাটির কথা বলছেন, তা থাকবে না। যাইহোক আমি সে পাতাটি তৈরি করে দিচ্ছি। এ বিষয়ে আপনার মতামত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ)
ধন্যবাদ। তবে একটি টেমপ্লেটে ভুল করে শুধুশুধু অতিরিক্ত ৩২টি (টেমপ্লেটের সবগুলি ধরে) পুনর্নির্দেশের দরকার কি, তার থেকে টেমপ্লেটির পূর্ববর্তী সংস্করণে ফেরত যাওয়াটা উত্তম নয় কি! :) আপনি যেহেতু একমত, অতএব আমি তা বাতিল করে দিচ্ছি --লিমন ১৮:৩৫, ২২ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
ঠিক আছে করুন।

অজস্র লাল লিংকে ভরপুর কনটেন্ট যোগ[সম্পাদনা]

আপনি বেশ কিছু নিবন্ধে (যেমন পালমে দোর, আবদুল্লাতিফ কাশিশ) টেমপ্লেট যোগ করেছেন যেগুলোর ইংরেজি থেকে প্রতিবর্ণীকরণ করা হয়নি, টেমপ্লেটের কোন লিংক নিয়ে কোন পাতা তৈরি করা হয়নি। টেমপ্লেট তৈরি করা হয় উইকির অনেকগুলো পরষ্পর সম্পর্কিত নিবন্ধকে এক সূতোয় গাঁথতে। সেই নিবন্ধগুলোই যদি না থাকে তাহলে আপনি কাদেরকে এক সূতোয় গাঁথছেন? একটা টেমপ্লেটের ২০ টা নিবন্ধের মধ্যে ২-৩ টা লাল লিংক থাকতে পারে, কিন্তু ১৯ টাই লাল লিংক থাকলে সেটা পাতায় যোগ করার পক্ষে আমি নই। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে: আপনি নিজের ব্যবহারকারী পাতায় (ব্যবহারকারী:Yahia.barie/খেলাঘর) টেমপ্লেটটি তৈরি করুন, তারপর লাল লিংকগুলোর প্রতিটির জন্য উইকি মানের নিবন্ধ তৈরি করুন, সবকিছু বাংলা করুন এবং তারপর মূল নিবন্ধে যোগ করুন। আমি যেহেতু আপনার লাল লিংক সংযোজনের (সেটা টেমপ্লেট, বিষয়শ্রেণী, সাধারণ লিংক যাই হোক না কেন) পক্ষে নই সেহেতু আমি সেই নিবন্ধগুলোর আলাপ পাতায় সেগুলো যোগ করার প্রতিবাদ জানাব এবং পাশাপাশি যদি লিংকগুলো খুবই অকার্যকর ও ২০ টির মধ্যে ১৫ টিই ডেড লিংক থাকে তাহলে মুছে দেয়ার চেষ্টা করছি। আশাকরি কিছু মনে করবেন না, কিংবা আপনার দ্বিমত থাকলে আলাপ পাতায় মন্তব্য করতে পারেন। -- মুহাম্মদ (আলাপ) ২২:১০, ২৩ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

মুহাম্মদ ভাই, টেমপ্লেট:César Award for Best Director টেমপ্লেটিতে সব বাংলা করা হয়নি কারণ এর সব কয়টি নিবন্ধ বাংলা ইউকিতে নেই। আর আস্তে আস্তে সেগুলো তৈরি হওয়া মাত্রই তা বাংলা করা হবে। এখানে যে কয়টি লিংক ছিল তা আমি বাংলা করে দিয়েছি। আর আপনি লহ্ম্য করলে দেখতে পারবেন যে বাংলা ইউকিতে এমন অজস্র টেমপ্লেট রয়েছে যাতে একটা কি দুইটা লিংক ছাড়া সবই লাল লিংক। তার জন্য তো সেই টেমপ্লেট গুলোকে বাদ দেওয়া যায় না। যদি সবই বাদ দেওয়া হয়, তাহলে বাংলা ইউকিতে টেমপ্লেট থাকবে না। --- ইয়াহিয়া (আলাপ)
ব্যাক্তিগতভাবে আমিও নিবন্ধে এমন নেভিগেশন টেমপ্লেট যুক্ত করার বিরোধী। এ ধরনের টেমপ্লেটের উদ্দেশ্য হচ্ছে একটি নিবন্ধ থেকে যেন উইকিপিডিয়ায় থাকা একই ধরনের নিবন্ধগুলোর লিঙ্ক পাওয়া যায়। যদি উইকিপিডিয়ায় এমন ধরনের নিবন্ধ তৈরি না হয়ে থাকে অর্থ্যাৎ প্রায় সবই লাল লিঙ্ক থাকে তাহলে এই টেমপ্লেটের প্রয়োজনীয়তা নাই। আমি স্বীকার করছি যে এ ধরনের অজস্র টেমপ্লেট বাংলা উইকিপিডিয়ায় রয়েছে। এবং শুধুমাত্র এ ধরনের টেমপ্লেটকে ভিত্তি করে বহু খালি নিবন্ধ তৈরি করা হয়েছে। আমরা এ অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই এবং সেমত আমরা কাজও করে যাচ্ছি। আমরা এখন খালি বা ছোট নিবন্ধ তৈরি অনুৎসাহিত করি এবং পুরনো এ ধরনের নিবন্ধ আমরা উইকিপিডিয়া থেকে অপসারণ করে থাকি। পূর্বে কারও ভুলের কারণে পুনরায় আবার ভুলভাবে চলার কোনো মানে হয় না।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:৫৩, ২৪ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
আমারও ব্যক্তিগত মতামত হচ্ছে বেশি লাল লিংক হলে সে টেমপ্লেট আপাতত না করাই ভালো..--নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৬:১১, ২৪ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
আমারও তাই মত। লাল লিংকে পরিপূর্ণ টেমপ্লেট তৈরি করা উচিত না। টেমপ্লেট:César Award for Best Director-এর অধিকাংশ নিবন্ধ নেই বলেই আমি সেটা তৈরির বিরোধিতা করেছি। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটাও আমি ইতিমধ্যে বলেছি: আপাতত আপনার ব্যবহারকারী পাতায় টেমপ্লেটটা রাখুন, তারপর টেমপ্লেটের প্রতিটা ব্যক্তিকে নিয়ে যথেষ্ট মানসম্পন্ন নিবন্ধ তৈরি করুন (প্রত্যেকের নামের সঠিক উচ্চারণও জানতে হবে, সেক্ষেত্রে আমি সাহায্যও করতে পারি), সবশেষে সেটা প্রতিটি ব্যক্তির নিবন্ধে যোগ করুন, তার আগে নয়। এটা না করলে যা হবে তা হল, আপনি অকার্যকর টেমপ্লেট যোগ করে চলে যাবেন এবং সেটা আজীবন তেমনই থেকে যাবে, যেটা উইকির অধিকাংশ টেমপ্লেটের বেলাতেই হয়েছে এবং হচ্ছে। -- মুহাম্মদ (আলাপ) ০৮:৪৯, ২৪ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
ঠিক আছে। আর একটা বিষয়, তা হচ্ছে বিষয়শ্রেণীকরণ ব্যাপারটা। আমি মনে করি যে, বাংলা নতুন বিষয়শ্রেণী তৈরির পরে তার ইংরেজি লিংকের সাথে যুক্ত করা উচিত। কারণ, এতে পরবর্তি এই বিষয়শ্রেণী নিবন্ধের জন্য সহজ হয়। বাংলা ইউকিতে অনেক বিষয়শ্রেণী রয়েছে যারা একই বিষয়শ্রেণীতে অন্তভূক্ত কিন্তু এদের উচ্চরণ বা অনুবাদ ভিন্ন থাকার কারণে, এর ২টি কি ৩টি বিষয়শ্রেণী তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আমি তা দেখাতে পারছি না। কারণ, সেই লিংকগুলো মুহূর্তে আমার কাছে নেই। তবে যারা নতুন বিষয়শ্রেণী তৈরি করছেন তারা হয়তো ব্যপারটা লহ্ম্য করেছেন। এ বিষয়গুলো আমাদের লহ্ম্য করা উচিত। --- ইয়াহিয়া (আলাপ)

নোটিশ[সম্পাদনা]

প্রিয় সুধি, প্রশাসকদের আলোচনা সভার এই আলোচনায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১০:৩১, ৬ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

কোস্কো নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

কোস্কো নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ বিসাবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। প্রত্যয় (স্বাগতম) ১২:৫২, ৮ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেট প্রয়োজন[সম্পাদনা]

ব্রাসেল্‌স নিবন্ধটি সম্প্রসারন করতে গিয়ে দেখলাম টেমপ্লেটে কিছু সমস্যা আছে। অনুগ্রহ করে একটু নজর দিন। আসিফ মুকতাদির (আলাপ) ১৬:২৩, ৯ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

সমস্যা সমাধন করা হয়েছে। --- ইয়াহিয়া (আলাপ)

ফায়ারফক্স অপারেটিং সিস্টেম[সম্পাদনা]

সালাম! আমার মনে হয় ফায়ারফক্স অপারেটিং সিস্টেম টি বাংলা উইকিপিডিয়াতে গ্রহনীয়।--Buzzzman (আলাপ) ০৯:৫৫, ১১ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ওলাইকুম-আস-সালাম। আপনার তৈরি নিবন্ধটি ২৫টি শব্দ বা ৮৪টি অক্ষরবিশিষ্ট। আপনি লহ্ম্য করলে দেখতে পারবেন যে, দ্রুত অপসারণ প্রস্তাবনার ট্যাগে যে সমস্ত নিবন্ধ পরে না, তার দৈর্ঘ হচ্ছে ১৫০টি শব্দ, বা ১,২০০টি অক্ষরবিশিষ্ট। তবে এগুলোকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়। আপনাকে আমি অনুরোধ করবো যে নিবন্ধটিতে আরো কিছু তথ্য যোগ করা জন্য। যাতে নিবন্ধটি একটি পূর্ণ নিবন্ধের রূপ গ্রহন করতে পারে। এতে আপনার কোন প্রকারের সাহায্য লাগলে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ)

বিষয়শ্রেণী[সম্পাদনা]

বিষয়শ্রেণীগুলিতে তে না দিয়ে ব্যবহার করার অনুরোধ করছি। বিশেষ করে ক্রীড়া বিষয়শ্রেণীতে (ক্রিকেটের বিষয়শ্রেণীগুলিতে পূর্বে থেকে ব্যবহার করা হচ্ছে)। --লিমন ১৭:৫৬, ১৫ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

পূর্বে ভুল করেছে বলে তা অনুসরণ করা উচিত নয়। আর আমি যে বিষয়শ্রেণী তৈরি করেছি তা পূর্বে তৈরি হয়নি। অনুগ্রহ করে তা পরিবর্তন করবেন না।--- ইয়াহিয়া (আলাপ)
ব্যাপারটা এমন হয়ে গেল না যে → বিষয়শ্রেণী:১৯৪৩-তে ক্রীড়া কিংবা বিষয়শ্রেণী:২০১০-তে ক্রিকেট (হিসাব করে দেখুন সংখ্যার সাথে (১-১০০) তে এর থেকে বেশি সামঞ্জস্যপূর্ণ)। এছাড়া বাংলা উইকিতে সাল বিষয়ক বেশির ভাগ বিষয়শ্রেণীতে ব্যবহার করেছে। যেমন: -এ জন্ম অথবা -এ মৃত্যু। তাই এ ব্যবহার করার কথা বলেছি। --লিমন ১৮:১৫, ১৫ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
ঠিক আছে। সব পরিবর্তন করে দিয়েছি। --- ইয়াহিয়া (আলাপ)
একটি ছোট্ট পরামর্শ দিন: বিষয়শ্রেণী:২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহনকারী রাষ্ট্র বিষয়শ্রেণীটি বদলাতে হবে (গ্রহন বানান ভুল, "গ্রহণ" হবে) যেটি Nations at the 2008 Summer Olympics এর অনুবাদ। নতুন বিষয়শ্রেণীটি ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণকারী দেশ না রাষ্ট্র কোনটি দিলে ভাল হবে? --লিমন ১৩:২৯, ৯ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
উইকিতে দেশ নিবন্ধসমূহ ছাড়া সব বিষয়শ্রেণীতে রাষ্ট্র পরিবর্তীতে দেশ ব্যবহার করা হয়েছে। তাছাড়া রাষ্ট্রের পরিবর্তীতে দেশটাই ব্যবহার এ হ্মেত্রে আমি প্রযোজ্য বলে মনে করি। ধন্যবাদ। ---ইয়াহিয়া (আলাপ)
ইয়াহিয়া ভাই, বিভিন্ন টেমপ্লেট কিংবা বিষয়শ্রেণীর মধ্যে en:decade বা দশক ব্যবহার নিয়ে আপনার একটি ভুল আমার চোখে পড়েছে। ইংরেজিতে যেটিকে 2010s বলছে আপনি সেটির অনুবাদ ২০১০শ করছেন। সমস্যা হল: "শ" দ্বারা শতক, শতাব্দী বুজায় (এখানে আপনি "শ" দ্বারা কি বুজিয়েছেন আমি তা বুজতে পারিনি)। এটি (2010s) আসলে হবে "২০১০-এর দশক" (উদা: ২০১০-এর দশকে বাংলাদেশ, ২০১০-এর দশকে জন্ম)। অন্যদিকে শতাব্দীর ক্ষেত্রে "২১শ শতাব্দী" (21st century) যা দ্বারা সহজে বুজা যায় "একবিংশ শতাব্দী"। আশা করি দশকের ব্যাপারটি আমি বুঝাতে পেরেছি।--লিমন ১৪:২৮, ১১ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি পরবর্তী টেমপ্লেট কিংবা বিষয়শ্রেণী তৈরির বেলায় বিষয়টি মনে থাকবে। --- ইয়াহিয়া (আলাপ)
ইং "Category:(সাল) establishments" এর অনুবাদ "বিষয়শ্রেণী:(সাল)-এর প্রতিষ্ঠান" না করে বিষয়শ্রেণী:(সাল)-এ প্রতিষ্ঠিত করার অনুরোধ করছি। কারন বাংলা উইকিতে পূর্বে থেকেই ((সাল)-এ চালু,(সাল)-এ শুরু, (সাল)-এ প্রতিষ্ঠা ইত্যাদি ব্যবহার না করে) "বিষয়শ্রেণী:(সাল)-এ প্রতিষ্ঠিত" ব্যবহার হয়ে আসছে। আপনি "বিষয়শ্রেণী:(সাল)-এর প্রতিষ্ঠান" অনুসন্ধান করে দেখুন, একটি বিষয়শ্রেণীও পাবেন না। --লিমন ১২:৫৩, ২৩ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
শতক ও শতাব্দী নিয়ে একটি সমস্যা তৈরি হচ্ছে(বা হতে যাচ্ছে)। উইকির বেশ কিছু বিষয়শ্রেণী শতক নামে (যেমন:বিষয়শ্রেণী:১৯শ-শতকের দার্শনিক) আবার কিছু শতাব্দী নামে (যেমন:বিষয়শ্রেণী:খ্রিস্টপূর্ব ১ম শতাব্দী) তৈরি হয়েছে। তবে এর সংখ্যা অনেক কম। এখন উদ্যোগ নিলে সহজেই ঠিক করা সম্ভব। অর্থাৎ যেকোন একটি ব্যবহার করা। আমি শতাব্দীর পক্ষে মত দিব (অন্যটির থেকেও শতাব্দী বেশি ব্যবহৃত হয়;উদাহরণস্বরূপ, পাঠ্য বইয়ের একপ্র: শত অব্দের সমাহার=শতাব্দী)। আপনি কি বলেন, শতক না শতাব্দী? --লিমন ২০:১৫, ৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
বিষয়টি আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। যদিও আমি নিজেই পূর্বে অনেক স্থানে শতাব্দী জাগায় শতক ব্যবহার করেছি, করণ পূর্বে অনেক স্থানে আমি তাই পেয়েছিলাম, তবে এখন শতাব্দী ব্যবহার করেছি। তাই আমার মতেও শতাব্দী ব্যবহার করা উচিত। তবে একটা বিয়ষ বুঝতে পারছি না আপনি ২০শ-শতাব্দীর ভূমিকা এর পরির্বতে ২০শ-শতকের ভূমিকা করলেন কেন? যেহেতু, আপনিও শতাব্দীর পহ্মে। আর ভূমিকা বিষয়শ্রেণীটি সংশোধন করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ)
তাহলে, যে বিষয়শ্রেণীগুলিতে শতক আছে সেগুলি আমি শতাব্দী নামে স্থানান্তর করছি। আপনার চোখে পড়লেও ঠিক করে দিয়েন (বিষয়শ্রেণী তৈরির সময় ভুলে আবার শতক দিয়েন না)। --লিমন ১৫:২২, ৪ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যালো[সম্পাদনা]

উচ্চ, আপনাকে ধন্যবাদ, এই নিবন্ধটি সংশোধন করতে সহায়তা করে; তেনেরিফে অডিটোরিয়াম. --79.159.240.188 (আলাপ) ০৯:২২, ২৪ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার সহায়তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আপনি হিন্দি কথা বলতে জানেন? এই নিবন্ধটি উন্নত করতে হবে: तेनरीफ़ सभागार.--81.37.85.183 (আলাপ) ১১:১৯, ২৪ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
দুঃখিত। আমি হিন্দি ভাষা জানি না। আপনাকে অন্য কোন সাহায্য করতে পারলে জানাবেন। আর অনুগ্রহ করে, উইকিপিডিয়াতে রেজিট্রেশন করে কাজ করুন, তাতে দুই জনেরই সুবিধা হবে।ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ)
আপনাকে ধন্যবাদ.--81.37.85.183 (আলাপ) ১২:১৭, ২৪ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
তেনেরিফে অডিটোরিয়াম: এই শিরোনামটি সঠিক বা ভাল হয় আউডিতোরিও দে তেনেরিফে.--81.37.85.183 (আলাপ) ১৩:০১, ২৪ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

"তেনেরিফে অডিটোরিয়াম" কে আউডিতোরিও দে তেনেরিফে-তে পুনর্নির্দেশ করা হয়েছে। --- ইয়াহিয়া (আলাপ)

আপনাকে ধন্যবাদ.--81.37.85.183 (আলাপ) ১৩:৩৩, ২৪ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
আপনার সহায়তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আমি দীর্ঘ সরানো হয়েছে মনে করি যে এই নিবন্ধটি চেক সান্তা ক্রুজ দে তেনেরিফে (en: Santa Cruz de Tenerife). আপনি আমাকে সঠিকভাবে নতুন করে তৈরি করতে সাহায্য করতে পারে. তেনেরিফে; এবং আমি এই নিবন্ধটি সঠিক মনে হয়. আপনার সহায়তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ.--81.37.85.183 (আলাপ) ১৪:১৭, ২৪ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
এই নিবন্ধটি ভাবে সৃষ্টি করতে হবে: সান্তা ক্রুজ দে তেনেরিফে (en: Santa Cruz de Tenerife).--81.35.203.54 (আলাপ) ১২:৫১, ২৫ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
আমি নিবন্ধ সৃষ্টি করেছেন: সান্তা ক্রুজ দে তেনেরিফে.--81.35.203.54 (আলাপ) ১৪:৪৮, ২৫ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
আপনার সহায়তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ. অবশেষে, আপনি, আপনাকে ধন্যবাদ এই ব্যাপারে সাহায্য করতে পারে; খ্রিস্টীয় উৎসববিশেষ মধ্যে রাজপ্রাসাদ.--81.35.203.54 (আলাপ) ১৭:৪১, ২৫ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার সহায়তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ.--81.35.203.54 (আলাপ) ১৮:০৫, ২৫ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

এখানে ধন্যবাদ দেবার কোন প্রয়োজন নেই, আমরা শুধু আমার কাজ করছি। অনুগ্রহ করে, উইকিপিডিয়াতে রেজিট্রেশন করুন। আপনার সম্পর্কে আমরা জানতে আগ্রহী। --- ইয়াহিয়া (আলাপ) ১৮:১৮, ২৫ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
সুপ্রিয়, Yahia.barie। Suvray-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Yahia.barie। B. Mandal-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
সুপ্রিয়, Yahia.barie। B. Mandal-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

শবে কদর নিবন্ধ[সম্পাদনা]

ভাই, শুভেচ্ছা নিন। শবে কদর নিবন্ধটি নির্বাচিত নিবন্ধের ধাপ অনুযায়ী ভাল নিবন্ধে স্থান দেয়া যায় কিনা তা দেখবার অনুরোধ রইল। বেশি বড় নয় তাই দেখতে খুব সমস্যা হবেনা বলে মনে করি। বাংলা উইকিপিডিয়ায় ভাল বা নির্বাচিত নিবন্ধের সংখ্যা খুব কম তাই তৈরি করা জরুরী। নিবন্ধে কোন সমস্যা থাকলে আমাকে জানাবেন। আমি ঠিক করে দিব। নিবন্ধটি অনেক আগেই ভাল নিবন্ধ পর্যালোচনা পাতায় রয়েছে। আপনার পরামর্শ কাম্য।(Mohd. Toukir Hamid (আলাপ) ১২:৫৮, ১২ আগস্ট ২০১৩ (ইউটিসি))[উত্তর দিন]

সুপ্রিয়, Yahia.barie। Suvray-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Yahia.barie। Jayantanth-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১০:১৯, ২৪ আগস্ট ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

--জয়ন্ত (আলাপ - অবদান) ১০:১৯, ২৪ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

প্রবেশদ্বার প্রসঙ্গে[সম্পাদনা]

শুভেচ্ছা নিন। আপনার অবদান অবিস্মরণীয়। আপনি নিবন্ধ লেখা ছাড়াও অন্যান্য নিবন্ধ ঠিকঠাক ও তথ্যসূত্র যোগ করে নিবন্ধের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আপনি নিবন্ধ লেখার পর কষ্ট করে সেই নিবন্ধের প্রবেশদ্বার টেমপ্লেটটি যুক্ত করে দিয়েন। যেটার প্রবেশদ্বার থাকবেনা সেটাও দিয়েন। পরবর্তীতে তৈরি করে দিব। ধন্যবাদ।(Mohd. Toukir Hamid (আলাপ) ১৫:৪৪, ৩১ আগস্ট ২০১৩ (ইউটিসি))[উত্তর দিন]

ঠিক আছে। --- ইয়াহিয়া (আলাপ)

টেমপ্লেট:Trans-Siberian Railway[সম্পাদনা]

ইয়াহিয়া ভাই, আপনি কী টেমপ্লেট:Trans-Siberian Railway-এর সবগুলা লাল লিঙ্ককে নীল বানাবেন? মানে এতগুলো নিবন্ধ তৈরী করছেন? আমি এতগুলা নিবন্ধ দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। তাই টেমপ্লেটটা সংক্ষিপ্ত করেছিলাম। আপনার সাহসী পদক্ষেপে আমি অভিভূত! :-)  – তানভির (আলাপ) ১৩:৪৯, ৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আসলে আপনি যে সাহস করে টেমপ্লেটটি বানিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। পূর্বে এটিকে বানানোর ইচ্ছা থাকা সর্তেও কোন একটা কারণে তা সম্ভব হয়ে উঠেনি। রাশিয়ার রেল পরিবহনের টেমপ্লেটকে পূর্ণতা অর্থাৎ লাল লিংকগুলোকে নীল করার এবং তা অনুবাদের জন্য চেষ্টা করছি। একদিনে সব লাল লিংকগুলোকে নীল করা সম্ভব নয়। কারণ এতে অনেক সময়ের প্রয়োজন। তবে আশা করছি অতি শীঘ্রহী তা সে করতে পারবো। আর আপনাকেও এতে স্বাগতম রইলো। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ)

উইকিতে আসলে এই টেমপ্লেটটা হালনাগাদ করে দিয়েন পারলে। অনুগ্রহ করে আগে টেমপ্লেট:তথ্যছক রাষ্ট্র/খেলাঘর এ অনুবাদ করিয়েন, তারপর মূল টেমপ্লেটে স্থানান্তর করিয়েন।--আফতাবুজ্জামান (আলাপ) ২১:২৩, ২৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ঠিক আছে। আমি এখনি করে দিচ্ছি। --- ইয়াহিয়া (আলাপ) ১৩:১২, ১২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আরেকটি টেমপ্লেট:তথ্যছক বাঁধ। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:৩০, ১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
হালনাগাদ করে দিয়েছি। --- ইয়াহিয়া (আলাপ) ১৬:০৩, ১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আশা করি এই দুর্যোগের সময় ভালো আছেন। যদি উইকিতে আসেন, সম্ভব হলে অনুগ্রহ করে টেমপ্লেট:তথ্যছক নির্বাচনটেমপ্লেট:তথ্যছক ফুটবল জীবনী টেমপ্লেট দুটি হালনাগাদ করে দিবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ০০:৩৮, ৩০ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
হালনাগাদ করে দিয়েছি। --- ইয়াহিয়া (আলাপ) ১৩:০০, ১৩ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ঈদ মোবারক[সম্পাদনা]

প্রিয় ইয়াহিয়া ভাই, আপনাকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা৷ আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি। ঈদ মোবারক ~ নাহিয়ান আলাপ ১৪:৩৯, ২৪ মে ২০২০ (ইউটিসি) [উত্তর দিন]

সংগ্রহশালা তৈরিতে সাহায্যের প্রস্তাব[সম্পাদনা]

প্রিয় ইয়াহিয়া ভাই,

আশা করি ভালই আছেন। আপনি সম্ভবত জেনে থাকবেন যে আলাপ পাতার সংগ্রহশালা ব্যবস্থাপনার জন্য আমার তৈরি স্ক্রিপ্ট কাজের অনুমতি পেয়েছে। তাই যদি আপনি আপনার আলাপ পাতার পুরনো বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তরিত করতে চান, তবে আপনার আলাপ পাতার (এই পাতাটিতেই) সবার উপরে {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা|max-day=7|current-index=1}} যুক্ত করুন। টেমপ্লেটটির অন্যান্য সেটিং সম্পর্কে জানতে টেমপ্লেট:স্বয়ংক্রিয় সংগ্রহশালা/নথি দেখুন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৬:৪৬, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ। ---- ইয়াহিয়া (আলাপ) ২০:০৭, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় Yahia.barie,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় Yahia.barie,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

স্থানান্তর প্রসঙ্গে[সম্পাদনা]

ভূগোল সম্পর্কিত বিভিন্ন নিবন্ধ লেখার সময় আপনার তৈরি করা কিছু নিবন্ধ এবং টেমপ্লেট ও বিষয়শ্রেণিকে ভূগোল বিষয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রচলিত বাংলায় স্থানান্তর করি - নিবন্ধের প্রণেতা হিসাবে বিষয়টি আপনাকে জানানো দরকার মনে করছি বিধায় এখানে এই বার্তাটি দেয়া। উল্লেখ্য, আপনার তৈরি করা শিরোনাম অক্ষুন্ন রাখা হচ্ছে - কেবল প্রচলিত বানান/শব্দে পরিবর্তন/পুনর্নির্দেশ তৈরি করছি। ধন্যবাদান্তেঃ -- Ashiq Shawon (আলাপ) ১৬:৩১, ২৩ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]