ঘাসফড়িং (দাবার গুটি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
abcdefgh
8
a8 কালো নৌকা
b8 কালো ঘোড়া
c8 কালো গজ
d8 কালো মন্ত্রী
e8 কালো রাজা
f8 কালো গজ
g8 কালো ঘোড়া
h8 কালো নৌকা
a7 কালো উল্টানো মন্ত্রী
b7 কালো উল্টানো মন্ত্রী
c7 কালো উল্টানো মন্ত্রী
d7 কালো উল্টানো মন্ত্রী
e7 কালো উল্টানো মন্ত্রী
f7 কালো উল্টানো মন্ত্রী
g7 কালো উল্টানো মন্ত্রী
h7 কালো উল্টানো মন্ত্রী
a6 কালো বোড়ে
b6 কালো বোড়ে
c6 কালো বোড়ে
d6 কালো বোড়ে
e6 কালো বোড়ে
f6 কালো বোড়ে
g6 কালো বোড়ে
h6 কালো বোড়ে
a3 সাদা বোড়ে
b3 সাদা বোড়ে
c3 সাদা বোড়ে
d3 সাদা বোড়ে
e3 সাদা বোড়ে
f3 সাদা বোড়ে
g3 সাদা বোড়ে
h3 সাদা বোড়ে
a2 সাদা উল্টানো মন্ত্রী
b2 সাদা উল্টানো মন্ত্রী
c2 সাদা উল্টানো মন্ত্রী
d2 সাদা উল্টানো মন্ত্রী
e2 সাদা উল্টানো মন্ত্রী
f2 সাদা উল্টানো মন্ত্রী
g2 সাদা উল্টানো মন্ত্রী
h2 সাদা উল্টানো মন্ত্রী
a1 সাদা নৌকা
b1 সাদা ঘোড়া
c1 সাদা গজ
d1 সাদা মন্ত্রী
e1 সাদা রাজা
f1 সাদা গজ
g1 সাদা ঘোড়া
h1 সাদা নৌকা
8
77
66
55
44
33
22
11
abcdefgh
ঘাসফড়িং দাবায় ঘাসফড়িংয়ের (উল্টানো মন্ত্রী হিসেবে দেখানো হয়েছে) প্রারম্ভিক অবস্থান

ঘাসফড়িং এক ধরনের অপ্রচলিত দাবার গুটি বিশেষ।

ইতিহাস[সম্পাদনা]

চেল্টেমহ্যাম একজামিনার পত্রিকায় প্রকাশিত এক দাবা সংক্রান্ত সমস্যার সমাধানে ১৯১৩ খ্রিষ্টাব্দে টমাস রেনার ডসন ঘাসফড়িং গুটিকে প্রথম উদ্ভব করেন । এই গুটিকে ইংরেজি G বর্ণ এবং উল্টানো মন্ত্রী দিয়ে সূচিত করা হয়।

প্রারম্ভিক অবস্থান[সম্পাদনা]

ঘাসফড়িং যে দাবাতে খেলা হয়, তাকে ঘাসফড়িং দাবা বলে। এই দাবার কোন কোন ক্ষেত্রে বোড়েকে এক সারি এগিয়ে রেখে আটটি করে ঘাসফড়িং গুটিকে দ্বিতীয় ও সপ্তম সারিতে রাখা হয়,[১] আবার কোন কোন ক্ষেত্রে মন্ত্রীর বদলেীকটি করে ঘাসফড়িংকে রাখা হয়। [২]

চাল[সম্পাদনা]

abcdefgh
8
h8 কালো পারাপার
a7 কালো বোড়ে
d7 কালো পারাপার
g7 কালো রাজা
b6 কালো বোড়ে
d6 সাদা বোড়ে
d4 সাদা উল্টানো মন্ত্রী
e4 সাদা বোড়ে
f4 সাদা বোড়ে
c3 সাদা বোড়ে
b2 কালো পারাপার
d2 সাদা রাজা
d1 কালো পারাপার
8
77
66
55
44
33
22
11
abcdefgh
ঘাসফড়িং এর চাল - সবসময় অন্য গুটিকে টপকে পেরোতে পারে।

ঘাসফড়িং দাবার মন্ত্রীর মতো সোজাসুজি বা আড়াআড়ি ভাবে যে কোন দিকে যেতে পারে। কিন্তু সেটা করতে গেলে তাকে নিজের দলের বা প্রতিপক্ষের কোন একটি গুটিকে টপকে ঐ গুটির ঠিক পরের ঘরে যেতে হয়। যদি টপকে যাওয়ার মতো কোন গুটি না থাকে বা পরপর একাধিক গুটি থাকে, তবে ঘাসফড়িংকে নড়ানো যায় না। ঘাসফড়িং যে গুটিকে টপকে যায়, তার ওপর কোন রকম প্রভাব ফেলে না। কিন্তু টপকে যাওয়ার পরে যে ঘর পৌঁছয়, সে ঘরে বিপক্ষের গুটি থাকলে তাকে উচ্ছেদ করতে পারে। উদহারণ স্বরূপ, প্রথম চিত্রে d4 এ থাকা সাদা ঘাসফড়িং b2, d1, d7 ও h8 ঘরে যেতে পারবে এবং a7 ঘরে গিয়ে কালো বোড়েকে উচ্ছেদ করতে পারবে। কিন্তু g4 যেতে গেলে দুইটি গুটি টপকাতে হবে বলে যেতে পারে না।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. J. Boyer (১৯৫১)। Les Jeux D'Echecs Non Orthodoxes 
  2. ডেভিড প্রিচার্ড (১৯৯৪)। The Encyclopedia of Chess Variants। Games & Puzzles Publications। আইএসবিএন 0-9524142-0-1 

বহিঃসংযোগ[সম্পাদনা]