২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – মহিলাদের ২০০ মিটার বাটারফ্লাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
XXIX অলিম্পিয়াড খেলায়
মহিলাদের ২০০মিটার বাটারফ্লাই
স্থানবেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার
তারিখ১১ই আগস্ট (হিট)
১৩ই আগস্ট (ফাইনাল)
প্রতিযোগী২৭ টি দেশের ৩৬জন প্রতিযোগী
পদকবিজয়ী
স্বর্ণ পদক   চীন
রৌপ্য পদক   চীন
ব্রোঞ্জ পদক   অস্ট্রেলিয়া
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
সাঁতারের বিভাগসমূহ
প্রতিযোগিতার নমুনাচিত্র (বেসরকারী)
ফ্রিস্টাইল
৫০মিটার   পুরুষ   মহিলা
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
৮০০মিটার মহিলা
১৫০০মিটার পুরুষ
ব্যাকস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্রেস্টস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
বাটারফ্লাই
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্যক্তিগত মেডলি
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
ফ্রিস্টাইল রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
৪×২০০মিটার পুরুষ মহিলা
মেডলি রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
ম্যারাথন
১০কিমি পুরুষ মহিলা

২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ২০০মিটার বাটারফ্লাই বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১২১৪ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগ একটি বাটারফ্লাই স্ট্রোক প্রতিযোগিতা। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি চারবার পার করতে হয়।

সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট পাঁচটি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে ভাল সময় করা প্রথম ষোলজন সাঁতারুকে সেমিফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর দুটি সেমিফাইনাল হিটে সেই ষোলজন প্রতিযোগীকে ৮ জন করে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেমিফাইনালদ্বয়ের সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বিতা করে।

২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ২:১০.৮৪সেকেন্ড(A মান) এবং ২:১৫.৪২সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।

রেকর্ড[সম্পাদনা]

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড  জেসিকা শিপার (AUS) ২:০৫.৪০ ভিক্টোরিয়া, কানাডা ১৭ই আগস্ট ২০০৬ [১]
অলিম্পিক রেকর্ড  মিস্টি হাইম্যান (USA) ২:০৫.৮৮ সিডনি, অস্ট্রেলিয়া ২০শে সেপ্টেম্বর ২০০০ -

এই অলিম্পিকে যে সব বিশ্ব ও অলিম্পিক রেকর্ড গড়া হয়, সে গুলি নিচে দেওয়া হল।

তারিখ বিভাগ নাম রাষ্ট্র সময় OR WR
১৪ই আগস্ট ফাইনাল লিউ জিগ  চীন ২:০৪.১৮ OR WR

হিট[সম্পাদনা]

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
[২] লিউ জিগ  চীন ২:০৬.৪৬ Q
[৩] অরোরে মোঙ্গেল  ফ্রান্স ২:০৬.৪৯ Q, NR
য়ুকো নাকানিশি  জাপান ২:০৬.৬২ Q
জিয়াও লিউইয়াং  চীন ২:০৬.৮৯ Q
ওটিলিয়া জাড্রেজাক  পোল্যান্ড ২:০৬.৯১ Q
নাতশুমি হোশি  জাপান ২:০৭.০২ Q
[৪] ক্যাথলিন হার্শে  মার্কিন যুক্তরাষ্ট্র ২:০৭.৬৫ Q
মিচা ক্যাথরিন অয়েস্টার্গার জেনসেন  ডেনমার্ক ২:০৭.৭৭ Q
এলেন ব্রিডেন  মার্কিন যুক্তরাষ্ট্র ২:০৭.৯২ Q
১০ জেমা লোউই  গ্রেট ব্রিটেন ২:০৮.০৭ Q
১১ জেসিকা শীপার  অস্ট্রেলিয়া ২:০৮.১১ Q
১২ অড্রে ল্যাক্রোইক্স  কানাডা ২:০৮.৫৪ Q
১৩ সামান্থা হামিল  অস্ট্রেলিয়া ২:০৮.৮৩ Q
১৪ পেট্রা গ্র্যানলুন্ড  সুইডেন ২:০৮.৯৭ Q
১৫ এলিন গ্যান্ডি  গ্রেট ব্রিটেন ২:০৮.৯৮ Q
১৬ [৫] ক্যাথেরিন মিকলিম  দক্ষিণ আফ্রিকা ২:০৯.৪১ Q
১৭ নিনা ডিট্রিচ  অস্ট্রিয়া ২:০৯.৮৫ NR
১৮ বিয়াট্রিক্স বৌলসেভিচ  হাঙ্গেরি ২:১০.০০
১৯ সারা অলিভিয়েরা  পর্তুগাল ২:১০.১৪ NR
২০ স্টেফালি হর্নার  কানাডা ২:১০.৩৩
২১ পাওলা ক্যাভালিনো  ইতালি ২:১০.৪৬
২২ জোয়ানা মারানহো  ব্রাজিল ২:১০.৬৪
২৩ চোই হিরা  দক্ষিণ কোরিয়া ২:১১.৪২
২৪ তাতিয়ানা খালা  ইউক্রেন ২:১২.১৬
২৫ য়ানা মার্তিনোভা  রাশিয়া ২:১২.৪৭
২৬ লি তাও  সিঙ্গাপুর ২:১২.৬৩
২৭ এমিস কোভাক্স  হাঙ্গেরি ২:১২.৭৩
২৮ ম্যাগালি রুসো  ফ্রান্স ২:১৩.১২
২৯ ইয়াং চিন-কিউই  চীনা তাইপেই ২:১৩.২৬
৩০ [৬] এলেফথেরিয়া ইভজেনিয়া এফস্তাথিউ  গ্রিস ২:১৩.২৭
৩১ ডেনিস স্মোলেনোভা  স্লোভাকিয়া ২:১৩.৮১
৩২ গুলশাহ গুনেঙ্ক  তুরস্ক ২:১৪.৪৪ NR
৩৩ ইঙ্গভিল্ড স্নিল্ডেল  নরওয়ে ২:১৪.৫৩
৩৪ ক্রিস্টিনা লেনক্স-সিলভা  পুয়ের্তো রিকো ২:১৭.২৭
- জর্জিনা বার্ডাখ  আর্জেন্টিনা DNS
- সারা ইসাকোভিচ  স্লোভেনিয়া DNS

সেমিফাইনাল[সম্পাদনা]

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
সেমিফাইনাল ২[৭] লিউ জিগ  চীন ২:০৬.২৫ Q, AS
সেমিফাইনাল ২ জেসিকা শীপার  অস্ট্রেলিয়া ২:০৬.৩৪ Q
সেমিফাইনাল ১[৮] জিয়াও লিউইয়াং  চীন ২:০৬.৪২ Q
সেমিফাইনাল ২ ওটিলিয়া জাড্রেজাক  পোল্যান্ড ২:০৬.৭৮ Q
সেমিফাইনাল ২ য়ুকো নাকানিশি  জাপান ২:০৬.৯৬ Q
সেমিফাইনাল ২ ক্যাথলিন হার্শে  মার্কিন যুক্তরাষ্ট্র ২:০৬.৯৬ Q
সেমিফাইনাল ১ অরোরে মোঙ্গেল  ফ্রান্স ২:০৭.২১ Q
সেমিফাইনাল ২ এলেন ব্রিডেন  মার্কিন যুক্তরাষ্ট্র ২:০৭.৭৩ Q
সেমিফাইনাল ১ জেমা লোউই  গ্রেট ব্রিটেন ২:০৭.৮৭
১০ সেমিফাইনাল ১ নাতশুমি হোশি  জাপান ২:০৭.৯৩
১১ সেমিফাইনাল ১ মিচা ক্যাথরিন অয়েস্টার্গার জেনসেন  ডেনমার্ক ২:০৯.২৯
১২ সেমিফাইনাল ২ সামান্থা হামিল  অস্ট্রেলিয়া ২:০৯.৫৮
১৩ সেমিফাইনাল ১ অড্রে ল্যাক্রোইক্স  কানাডা ২:০৯.৭৪
১৪ সেমিফাইনাল ১ পেট্রা গ্র্যানলুন্ড  সুইডেন ২:০৯.৭৯
১৫ সেমিফাইনাল ২ এলিন গ্যান্ডি  গ্রেট ব্রিটেন ২:১০.৬০
১৬ সেমিফাইনাল ১ ক্যাথেরিন মিকলিম  দক্ষিণ আফ্রিকা ২:১১.৭৪

ফাইনাল[সম্পাদনা]

ক্রম লেন নাম দেশ সময় টিকা
১ লিউ জিগ  চীন ২:০৪.১৮ ডব্লিউআর
২ জিয়াও লিউইয়াং  চীন ২:০৪.৭২
৩ জেসিকা শীপার  অস্ট্রেলিয়া ২:০৬.২৬
ওটিলিয়া জাড্রেজাক  পোল্যান্ড ২:০৭.০২
য়ুকো নাকানিশি  জাপান ২:০৭.৩২
অরোরে মোঙ্গেল  ফ্রান্স ২:০৭.৩৬
এলেন ব্রিডেন  মার্কিন যুক্তরাষ্ট্র ২:০৭.৫৭
ক্যাথলিন হার্শে  মার্কিন যুক্তরাষ্ট্র ২:০৮.২৩

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "শীপার ২০০মিটার বাটারফ্লাই রেকর্ড ভাঙলেন WR"ABC News। ২০০৭-০৮-১৮। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৬ 
  2. "ফলাফল - মহিলাদের ২০০মিটার বাটারফ্লাই হিট ৩"। ১৫ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০০৮ 
  3. "ফলাফল - মহিলাদের ২০০মিটার বাটারফ্লাই হিট ৫"। ১৫ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০০৮ 
  4. "ফলাফল - মহিলাদের ২০০মিটার বাটারফ্লাই হিট ৪"। ১৫ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০০৮ 
  5. "ফলাফল - মহিলাদের ২০০মিটার বাটারফ্লাই হিট ২"। ১৫ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০০৮ 
  6. "ফলাফল - মহিলাদের ২০০মিটার বাটারফ্লাই হিট ১"। ১৫ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০০৮ 
  7. "ফলাফল - মহিলাদের ২০০মিটার বাটারফ্লাই সেমিফাইনাল ২"। ১৬ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০০৮ 
  8. "ফলাফল - মহিলাদের ২০০মিটার বাটারফ্লাই সেমিফাইনাল ১"। ১৬ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০০৮