আলাপ:শামসুন নাহার মাহমুদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মন্ত্রী পরিষদ বিভাগের ওয়েব সাইটে বেগম শামসুন নাহার মাহমুদ লেখা। তবে আর সর্বত্রই শামসুন নাহার মাহমুদ। --মুনতাসির ২১:০৫, ১৮ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

সম্মানসূচক উপাধি হিসাবে সব খানেই হয়তো "বেগম" লেখা হবে। খালেদা জিয়াকেও অনেক জায়গাতেই "বেগম খালেদা জিয়া" বলা হয়। কিন্তু এসব উপাধির কোনোটিই নামের অংশ না। অনেক ক্ষেত্রেই "জনাব অমুক" লেখা হয়, ইংরেজিতে Mr. ABCD, কিন্তু সেই উপাধি গুলো নামের অংশ না। --রাগিব (আলাপ | অবদান) ২১:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]


"হবীবুল্লাহ বাহার" - এটা হাবীবুল্লাহ বাহার হবে, তাই না? ঢাকার কাকরাইলের "হাবীবুল্লাহ বাহার কলেজ" (নাকি রোড) এর নামে সম্ভবত হাবীবুল্লাহ বানান দেখেছি। --রাগিব (আলাপ | অবদান) ০৬:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

আমিও দেখেছি কাকরাইলে। কিন্তু যে বইটা থেকে শামসুন নাহার মাহমুদের তথ্য নিলাম সেখানে হবীবুল্লাহ বাহার লেখা আছে। অন্যকোন রেফারেন্স ঘেটে দেখি, কি বানান আছ!! --মুনতাসির ০৭:০৮, ১৯ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]