আলাপ:সালোয়ার-কামিজ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের নাম ও বিষয়[সম্পাদনা]

সালোয়ার-কামিজ দুটি ভিন্ন পোশাকের সমন্বয়। সালোয়ার থেকে কামিজ (শেমিজ) পৃথক করাই শ্রেয়। যেমন শার্ট-প্যান্ট একসঙ্গে করার যুক্তি নেই, সে রকম আর কি।-- Faizul Latif Chowdhury (talk) ০২:৩৯, ৭ জানুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

আসলে সালোয়ার আর কামিজ দুটো মিলেইতো পুরো পোষাক সেট। তাই আমার মনে হয় না এটি আলাদা করার কিছু আছে। যদি সালোয়ার সম্পর্কে আলাদা করে বিশেষ কিছু তথ্য থাকে তাহলে তার জন্য আলাদা অনুচ্ছেদ এবং খুব বেশি কিছু থাকলে আলাদা নিবন্ধ করা যেতে পারে। আর অন্যান্য দেশে এ পোষাক সেটটি এ নামেই ডাকা হয়।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:০৮, ৭ জানুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

সালোয়ার কামিজের ইতিহাস[সম্পাদনা]

ঠিক কবে থেকে উপমহাদেশে সালোয়ার কামিজের আবির্ভাব ঘটে তা জানা যায় না।মহারাষ্ট্রে এর প্রচলন দেখা যায়। Asma Ul Husna khan (আলাপ) ০৭:০৪, ১১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]