আলাপ:মানিক বন্দ্যোপাধ্যায়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

copyvio

Some reliable reference[সম্পাদনা]

  • অঞ্জন আচার্যর প্রকাশিতব্য গ্রন্থ- আমি মানিক বন্দ্যোপাধ্যায়,
  • কিশোর রচনা সমগ্র,মানিক বন্দ্যোপাধ্যায়- (সম্পা- সৈয়দ আজিজুল হক),
  • মানিক বন্দ্যোপাধ্যায় জন্মশতবর্ষ সংখ্যা-উত্তরাধিকার,
  • সাহিত্য করার আগে-মানিক বন্দ্যোপাধ্যায়,
  • বাংলাদেশে মানিক চিন্তা- বৈশাখী,
  • মানিক সংখ্যা- মুখাবয়ব,
  • মানিক চিন্তা- কোরক,
  • মানিক বন্দ্যোপাধ্যায় সংখ্যা-আলোর পাখি,
  • শঙ্খ ঘোষ, মুহিত হাসান, কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র

বহিসংযোগ[সম্পাদনা]

বহিসংযোগে লিংক যোগ করতে পারছি না। Salim (আলাপ) ০২:৫১, ১৯ মে ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

মানিক নয় মাণিক বন্দ্যোপাধ্যায় লিখুন[সম্পাদনা]

লেখক প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা চিনি মাণিক বন্দ্যোপাধ্যায় হিসেবে, তিনি কখনো তাঁর নাম মানিক বন্দ্যোপাধ্যায় লেখেন নি, প্রমাণ হিসেবে তাঁর সিগনেচার যাচাই করতে দেখতে পারেন, তিনি সর্বদা সর্বত্র মাণিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। সুতরাং বিভিন্ন প্রকাশনীর অত্যুৎসাহী লোকেদের মত মানিক বন্দ্যোপাধ্যায় লেখা বর্জন করাই সমুচীন মনে করি। তাহের আলমাহদী ০৭:১৪, ২৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]