উইকিপিডিয়া আলোচনা:সম্মিলন/ঢাকা ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সময়, কর্মসূচি[সম্পাদনা]

তারিখের ব্যাপারে আমার কোন আপত্তি নেই। শনিবার আমাদের বন্ধ থাকে। কিন্তু সমস্যা হবে বুয়েটের জন্য। বুয়েটের যারা অংশ নিতে চান এক্ষেত্রে তাদের মতামত নেয়া আবশ্যক। তবে শনিবার করলেই ভাল হয়। শনিবার সকালে সবচেয়ে ভাল। নির্দিষ্ট সময়: সকাল ১০:৩০।

ঢাকায় যারা উইকিপিডিয়ান আছেন তাদের সবাইকে জানাতে হবে। আশাকরি অনেকেই অংশ নিবেন। ঐ দিনের একটি কর্মসূচি নির্ধারণ করা যেতে পারে। অবশ্য পারষ্পরিক পরিচয় ও আলাপটিই হতে হবে মুখ্য। কারণ আমরা একসাথে গঠনমূলকভাবে বাংলা উইকিপিডিয়ার উন্নতির ব্যাপারে আশাবাদী। আমি একটি কর্মসূচির খসড়া দিচ্ছি:

  • উদ্বোধন ও সম্মিলনের উদ্দেশ্য বর্ণনা। (উদ্দেশ্য হচ্ছে: উইকিপিডিয়ায় যেহেতু অনেক সদস্য হয়েছেন কিন্তু সিংহভাগই সক্রিয় হচ্ছেননা, সেহেতু এর কারণ অনুসন্ধান; সম্পাদনা করতে যেয়ে যে সমস্যাগুলো রয়েছে তার সমাধানের চেষ্টা এবং উইকিপিডিয়াকে সম্পূর্ণ নির্ভরযোগ্য করার জন্য নেয়া পদক্ষেপের ব্যাপারে আলোচনা)
  • আগতদের উপস্থিতি পর্যালোচনা, পারষ্পরিক পরিচয় ও আলাপচারিতা।
  • উইকিপিডিয়ার বর্তমান অবস্থা তুলে ধরা এবং ভবিষ্যৎ লক্ষ্য বর্ণনা।
  • সিডি প্রকাশনার অগ্রগতি পর্যালোচনা
  • উইকিপিডিয়াতে কোন ধরণের তথ্যসূত্র সর্বোচ্চ নির্ভরযোগ্যতা পাবে তা উল্লেখ ও সে ধরণের তথ্যসূত্র প্রাপ্তির উপায়-উপকরণের সন্ধান প্রদান।
  • উইকিপিডিয়া সম্প্রদায়ের কর্মসূচী নির্ধারণ। যেমন: পরবর্তী সম্মিলন, কাজ ভাগ করে নেয়ার ব্যাপারে আলোচনা, বটের সুনির্দিষ্ট কার্যকারিতা বৃদ্ধি।
  • প্রজেক্টরের মাধ্যমে একটি অ্যাডভান্স্‌ড টিউটোরিয়াল ক্লাস নেয়া যেতে পারে।

এ ধরণের কর্মসূচী নির্ধারণ করতে হলে আমাদের কাছে বেশ কিছু উপাত্ত ও নোট থাকতে হবে। যেমন: উইকিপিডিয়ার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সুনির্দিষ্ট লক্ষ্য, সিডি প্রকাশনা প্রকল্পের অগ্রগতি ইত্যাদি। এই বিষয়গুলো নিয়ে আলাদা অনুচ্ছেদ এখানে সংযোজন করা যেতে পারে। -- মুহাম্মদ ০৬:৪৯, ২৬ জুন ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

পাতাটি সবার আলোচনার জন্য উন্মুক্ত। তাই কারও যদি তারিখ সময় সহ অন্যান্য ব্যাপারে মতামত থাকে তাহলে এ পাতায় তা ব্যাক্ত করতে পারেন। সময় ব্যাপারটা আরও আলোচনার প্রয়োজন। আশা করছি অন্যরা আলোচনায় অংশ নিবেন। সম্মিলনের জন্য পরিচিত সব উইকিপিডিয়ানদের নিমন্ত্রন করুন। উইকিপিডিয়ান ছাড়া যারা সম্মিলনে আগ্রহী তাদেরকে আগে উইকিপিডিয়া সম্পর্কে অবহিত করুন এবং উইকিপিডিয়ায় রেজিস্টার করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে বলুন।--বেলায়েত ১০:৩৩, ২৬ জুন ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ বেলায়েত ভাইকে For the invitation. আমার অংশ নেবার খুব ইচ্ছা আছে। কিন্তু সেই সাথে আমার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে। তারপরও যদি সময় পাই, তবে চেষ্টা করব অংশ নিতে। ধন্যবাদ। ১০:২৮, ১ জুলাই ২০০৭ (ইউটিসি)

সম্মিলন[সম্পাদনা]

উইকি সহকর্মিবৃন্দ,

আপনারা আর এক ঘন্টা পর সম্মিলন শুরু করবেন। সম্মিলনের সফলতা কামনা করছি। এইবার পরীক্ষা জনিত কারনে অংশ না নিতে পারলেও , ভবিষ্যতে আর মিস করবনা, ইনশাল্লাহ্‌। আশা করি, সম্মিলনের সামগ্রিক অবস্থা জানতে পারব।

ধন্যবাদ। মুনতাসির ১২:৩০, ১৪ জুলাই ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

মুনতাসির, সম্মিলন পাতার তথ্যানুসারে এটা কিন্তু আগামী সপ্তাহে হবে। --রাগিব (আলাপ | অবদান) ১০:০০, ৭ জুলাই ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
সময়ের তেমন একটা বাধ্যবাধকতা এবার নাই।:) আপনারা আসবেন এটুকু ভরসাই আমাদের এ বারের সম্মিলনের সফলতা মনে করবো। তবে আপনাদের সাহায্য পেলে ভবিষ্যৎ সম্মিলনগুলো আরও আনুষ্ঠানিক করার চেষ্টা করবো।--বেলায়েত ১৭:০০, ৭ জুলাই ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
দূঃখিত!! আমি হয় ভুল দেখেছিলাম, বা খেয়াল করি নাই। যাই হোক আমি আগাম বলে ফেললাম। যদিও ১৪ জুলাইও আমার পরীক্ষা আছে। যদি না থাকত তাহলে এখন খুব খুশি হতাম। মুনতাসির ১৭:০৭, ৭ জুলাই ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকি গ্রুপ অফিস?[সম্পাদনা]

এ ধরনের আয়োজন সবসময়ই ভাল। কিন্তু "বাংলা উইকি গ্রুপ অফিস" মানে? এ জাতীয় কথাবার্তা না লেখাই ভাল। কেউ মনে করতে পারেন বাংলা উইকিপিডিয়ার একটি লোকাল অফিস আছে, যেখানে বাংলা উইকিপিডিয়া সংক্রান্ত "অফিসিয়াল" কথাবার্তা হয়। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:১৩, ১১ জুলাই ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

কোথাও লেখা নাই যে "বাংলা উইকিপিডিয়ার অফিস। স্পষ্ট অক্করে লেখা আছে "বাংলা উইকি গ্রুপ অফিস"। বলেন তো ফন্টের সাইজ বড় করে দেই? দেখতে এবং বুঝতে দুটোই সুবিধা হবে। আর বাংলা উইকিপিডিয়ার অফিস থাকলেই বা কি? থাকতেই পারে, নাকি কোন দিন ই সম্ভব না, আপনার কোথায় কি এমন কিছু প্রকাশ করতে চাচ্ছেন? আমার মনে হয় না এই পাতায় কোন অদাপ্তরিক কোন কথা লেখা আছে। আপনার মতামতের সাথে একমত পোষণ করতে পারলাম না বলে দুঃখিত।--বেলায়েত ০৭:৪৮, ১১ জুলাই ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
ফন্ট বড় করে দেবেন মানে? এ রকম অভদ্রতা করা উচিত না। "বাংলা উইকি গ্রুপ অফিস"-টা কী -- আগে বুঝিয়ে বলুন। এটা কি বাংলা উইকির ইয়াহু গ্রুপ মেইলিং লিস্টের অফিস, নাকি বাংলা উইকিপিডিয়াকে প্রতিনিধিত্বকারী কোন অফিস? আর "বাংলা উইকিপিডিয়া অফিস" যদি কখনো করতেই হয়, তা বাংলা উইকিপিডিয়াতে বসে আলোচনা করে তবেই করা উচিত। উইকিপিডিয়া একটা "উন্মুক্ত" এবং ওয়েব-ভিত্তিক কনসেপ্ট, যে কেউ এখানে নিয়ম মেনে অবদান রাখতে পারেন। কোন নির্দিষ্ট প্রতিষ্ঠান বা গ্রুপ (তার নামে যতই "ওপেন সোর্স" লেবেল লাগানো থাকুক না কেন) রাতারাতি এর দখল নিয়ে নিতে পারেন না বা এর "অফিস" ঘোষণা করতে পারেন না। আর বাংলা উইকিপিডিয়াতে ইতিমধ্যেই একটা প্রশাসন চালু আছে। সেখানে এগুলি আলোচনা না করে হঠাৎ করে এসব জিনিস দাবী করা ঠিক না। এমন কোন কাজ করা উচিত না যাতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, আর কেউ প্রশ্ন করলে এরকমভাবে উত্তর দেয়াও ভদ্রতা নয়। --অর্ণব (আলাপ | অবদান) ১১:১৫, ১১ জুলাই ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি যদি ব্যাপারটাকে অভদ্রতা মনে করেন তাহলে সে জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনার ব্যক্তিগত ভাবে কোন গ্রুপ বা ব্যক্তির সাথে বিরোধ রয়েছে সে ব্যাপারটা বাংলা উইকিপিডিয়াতে প্রকাশ না করলেও পারেন। আর কোন প্রশ্নে যদি অনেক লুকানো অর্থ থাকে তাহলে সে উত্তরগুলোই আগে দেওয়া উচিত বলে আমি মনে করি এবং তাই করেছি। বাংলা উইকিপিডিয়া কোন ব্যক্তি বা গ্রুপের নয়, এটাও নয়, যে কেউ বাংলা উইকিপিডিয়ার বিকাশ ও উন্নয়নের জন্য কাজ করলে তা ব্যক্তিগত ভাবে কাউকে জিজ্ঞেস করে নিতে হবে। অর্ণব ভাই বেয়াদবি নিবেন না, আমি নিজেও বাংলা উইকিপিডিয়ার উত্থান পতন দুটোই দেখেছি। এবং বাংলা উইকিপিডিয়াতে আমি রেজিষ্টার করার পর কি হয়েছে এবং কি হয়নি তা সম্পর্কে আমি খুব ভাল ভাবেই জানি। দয়া করে বাংলা উইকিপিডিয়াকে নিয়ে অযথা সংকায় থাকবেন না। এটা এমন না যে কেউ আপনার ক্রেডিট চুরি করে নিয়ে গেল। বাংলা উইকিপিডিয়া সব সময় সতন্ত্র ছিল এবং তা থাকবে। যা করা হবে বা হচ্ছে তা অবশ্যই বাংলা উইকিপিডিয়ার ভালর জন্যই। এটা কেউ অস্বীকার করতে পারবেন না। আর বাংলা উইকি গ্রুপ এবং অফিস সম্পর্কে জানতে চাইলে বাংলা উইকি গ্রুপে দয়া করে মেইল করবেন।--বেলায়েত ১৪:৫১, ১১ জুলাই ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
এটা শঙ্কার ব্যাপার না, আর আমার কারও সাথে কোন বিরোধ নেই। "বাংলা উইকি গ্রুপ"-এর কাজ যদি বাংলা উইকিপিডিয়া ভিত্তি করেই হয়, তবে সংগঠনটা কী সেটার পূর্ণ বিবরণ বাংলা উইকিপিডিয়াতেই বিস্তারিত থাকা উচিত, অন্য কোন ওয়েবসাইটে বা কোন মেইলিং লিস্টে নয়। সেই বিবরণটা এখনো বাংলা উইকিপিডিয়াতে নেই; আপনি যেহেতু এ ব্যাপারে আগ্রহী, আপনার উচিত এই গ্রুপের ব্যাপারে বিস্তারিত তথ্য যোগ করা (উইকিপিডিয়া নেমস্পেসে)। তাহলে প্রশ্নের অবকাশ থাকবে না। আর বাংলা উইকিপিডিয়ার উত্থান-পতন কিছুই এখনো হয়নি। বাংলা উইকিপিডিয়া এখনও কোন বড় মাপের বিশ্বকোষই নয়, বরং চলমান একটা প্রক্রিয়া। আপনাকে আরও দূরদৃষ্টি দিয়ে ব্যাপারটা দেখতে হবে।--অর্ণব (আলাপ | অবদান) ০২:১২, ১৩ জুলাই ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

পরিচয়[সম্পাদনা]

ঢাকা সম্মিলন ১ এর অংশগ্রহণকারীরা

ছবিতে সবার পরিচয় উল্লেখ করলে ভালো হয়। --নাহি ০৮:৫৯, ২৬ জুলাই ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

যদিও সবার পরিচয় আমার মনে নেই, তারপরও যেটুকুন মনে আছে তা বলি, বাম থেকে দাড়ানো তারিফ এজাজ, সাজিদ, অভিষেক বাকি দুজনের কথা মনে নেই, বসা ডান থেকে মুহাম্মদ, তানিন, আমি, সজল, রাজিবুল। আরও যারা ছিলেন মুনির হাসান, আনির চৌধুরী।--বেলায়েত ১৬:১৩, ২৬ জুলাই ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]