উইকিপিডিয়া:নতুন ব্যবহারকারীর জন্য সাহায্য/প্রাজিপ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাহায্য ও নির্দেশনা ৪টি অতি পরিচিত প্রশ্নের উত্তর!
১। আপনি কেনো উইকিপিডিয়ায় লিখবেন?

  • আপনার-আমার প্রাণপ্রিয় বাংলা ভাষায় মুক্ত জ্ঞান ছড়িয়ে দিতে। ইন্টারনেটে ইংরেজি ভাষায় প্রচুর তথ্য পাওয়া যায়, কিন্তু আমাদের মাতৃভাষায় নয়। কিন্তু বাংলাভাষী জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষ ইংরেজি জানেন না বা পড়ে বুঝতে পারেন না। বাংলা ভাষায় তাঁদের কাছে প্রয়োজনীয় তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য উইকিপিডিয়ায়-ই হতে পারে সবচেয়ে কার্যকরী মাধ্যম।
  • উইকিপিডিয়ায় লেখার ফলে আপনার জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হয়। আমরা সবাই জানি জ্ঞান প্রসার ঘটে চর্চার মাধ্যমে। তাই ব্যক্তিগত তথ্য ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধিতে উইকিপিডিয়া আপনাকে সহায়তা করতে পারে।
  • ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করার ফলে আপনার ইংরেজির দক্ষতা বৃদ্ধি পায়, শব্দভাণ্ডারের প্রসার ঘটে, যা পরিশেষে আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনের জন্য অত্যন্ত সহায়ক।
  • উইকিপিডিয়া আপনার লেখার স্বত্ত্ব স্বীকার করে। অ্যাকাউন্ট খুলে (বা নিবন্ধনের মাধ্যমে) করা সকল সম্পাদনায় আপনার ব্যবহারকারী নাম ইতিহাসে সংরক্ষিত থাকে, ও তা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় আপনার স্বত্ব সংরক্ষণ করে।

২। উইকিপিডিয়ায় আপনি কি লিখবেন?

  • উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, তাই অন্যান্য বিশ্বকোষের মতোই বিভিন্ন উল্লেখযোগ্য বিষয়েই আপনি এখানে নিবন্ধ লিখতে পারেন।
  • উইকিপিডিয়ায় সমৃদ্ধ করা যায় এমন বেশ কিছু নিবন্ধের একটি তালিকা পাবেন এর আবশ্যকীয় নিবন্ধের তালিকায়
  • এ নিবন্ধগুলো ছাড়াও এরকম বিভিন্ন উল্লেখযোগ্য বিষয়ে আপনি নতুন নিবন্ধ লিখতে পারেন। এ বিষয়ে ইংরেজি উইকিপিডিয়ার সাহায্যও আপনি নিতে পারেন। ৪০ লক্ষেরও বেশি নিবন্ধ থাকা ইংরেজি উইকিপিডিয়ায় আপনার পছন্দের বিষয়টি থাকা স্বাভাবিক, আর সেক্ষেত্রে আপনি সেখান থেকেই অনুবাদ করে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করতে পারেন।
  • নতুন নিবন্ধ লেখা ছাড়াও আপনি ইতিমধ্যেই থাকা নিবন্ধগুলো সমৃদ্ধ করতে পারেন। নিবন্ধ সমৃদ্ধকরণ অত্যন্তু গুরুত্বপূর্ণ ও মর্যাদাসম্পন্ন একটি বিষয়। কারণ অনেকগুলো অসম্পূর্ণ নিবন্ধের চেয়ে একটি সম্পূর্ণ নিবন্ধের দাম ও গ্রহণযোগ্যতা সবসময়ই অনেক বেশি। নিবন্ধ সম্পাদনার জন্যও আপনি ইংরেজি উইকিপিডিয়ার ঐ নিবন্ধটির সাহায্য নিতে পারেন।

৩। উইকিপিডিয়ায় আপনার কি লেখা উচিত নয়?

  • অন্য ওয়েবসাইট থেকে লেখা কপি-পেস্ট করে পোস্ট করা। উইকিপিডিয়া কপিরাইটকে সম্মান করে।
  • ব্যক্তিগত জীবনী বা প্রতিষ্ঠানের প্রচারণামূলক লেখা। উইকিপিডিয়া বিজ্ঞাপন দেয় না, মুক্ত জ্ঞান ও তথ্য সরবরাহ করে
  • ব্লগ বা পত্রিকা ধরনের আবেগ সম্বলিত লেখা। উইকিপিডিয়া বিশ্বকোষ, তাই সরাসরি সত্য তুলে ধরে সূত্রের মাধ্যমে।

৪। কেনো ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ-ই বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা শুরু করার জন্য সহজ?

  • ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখা শুরু করলে, আপনি প্রথম থেকেই যেমন গঠনমূলকভাবে এই উইকিপিডিয়ায় অবদান রাখতে পারবেন, তেমনি উইকিপিডিয়ার ধারাটিও অল্প দিনেই বুঝে যাবেন ফলে পরবর্তীতে আপনার নিজের নিবন্ধ তৈরি করতে সুবিধা হবে।
  • ইংরেজি নিবন্ধ অনুবাদ করলে, আপনার নিবন্ধের উল্লেখযোগ্যতা ও সর্বোপরি কপিরাইট নিয়ে ভাবার বেশি প্রয়োজন হবে না।
  • এভাবে অনুবাদ করলে আপনার রেফারেন্স বা তথ্যসূত্র খোজার প্রয়োজন হবে না, বরং ইংরেজি নিবন্ধে থাকা তথ্যসূত্রই ব্যবহার করতে পারবেন।
  • খুব অল্প সময়েই আপনি বাংলা উইকিপিডিয়া অত্যন্ত গঠনমূলক অবদান রাখতে পারবেন।
  • সর্বোপরি আপনার ইংরেজির দক্ষতা আরও বৃদ্ধি পাবে, যা আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে সহায়ক হবে।