আলাপ:কুর্ট গ্যোডেল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রায় আধা ঘন্টা ইংলিশ উইকিতে ঘোরাঘুরি করে বুঝলাম, আমি যা জানতাম ওরাও তাই মনে করে...

কুর্ট গাড্‌ল এর নামের উচ্চারণ গোয়েডল হবার কোন ভালো কারণ নেই, বরং গাআড্‌ল হবার আছে, যদি কোন ভাবে বুঝানো যায় যে আ-টা মুখ পুরা খুলে উচ্চারণ করার দরকার নেই।

বরং শুরুর গ্যডল-টা খারাপ ছিলো না... বদলাবার কারণ?

ধরে নিচ্ছি এই বিষয়ে আমি এক্সপার্ট, :-)

--ইমাম তাশদীদ উল আলম ০৫:০৩, ১০ ডিসেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

Actually গাআড্‌ল would not be a good representation of his name either. The IPA transcription of his name in his native German would be [gøːdl], which on bn-wiki we would transliterate গ্যোড্‌ল্‌, but only as a guide to the native pronunciation of his name. Using Bengali letters to make non-Bengali sounds (like [গ্যো] for [gøː]) is not to be considered the new Bengali spelling for a foreign name. It's very confusing to the average reader to deal with such combinations, and it would make no difference in the average Bengali's pronunciation of the name, assuming he or she is not familiar with sounds like [ø]. Anyhow, I know there is no reason for his name to be written গোয়েডল (which looks as if it should be [goedl]), but it's no better as গাআড্‌ল (which looks like it suggests [gaadl]) or গ্যোড্‌ল্‌ (which uses non-Bengali combinations). --সামীরুদ্দৌলা ০১:৫৭, ১১ ডিসেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাঁ, নামটার বানান লেখাটা বেশ কঠিন। আমি শুরুতে গ্যডল-ই লিখছিলাম, কিন্তু সম্ভবত পরে বানান সহজ করার জন্য গোয়েডল-এ সরিয়ে নেই। কারণটা ছিল এরকমঃ জার্মানে ö উচ্চারণ করা হয় ঠোঁটটাকে বাংলা "ও" উচ্চারণের মত position-এ রেখে simultaneously "এ" বলার চেষ্টা করার মাধ্যমে। এটা একজন native বাংলাভাষীর পক্ষে ঠিকমত উচ্চারণ করাটা অত্যন্ত কষ্টের, অনেকটা অসম্ভব। কিন্তু এখন মনে হচ্ছে গোয়েডল বানানটাও ঠিক জিনিসটা capture করছে না। আবার, "গ্য"-এর য-ফলাটাই বা ö ঠিকমত নির্দেশ করতে পারে কি না, সে ব্যাপারেও আমার সন্দেহ। তবে আমরা যদি ঠিক একটা নীতি ঠিক করে নেই যে সমস্ত জার্মান শব্দে ব্যঞ্জনের পরে ö নির্দেশ করার জন্য য-ফলা ব্যবহার করব, সেক্ষেত্রে "গ্য" লিখতে আমার কোন আপত্তিও নেই। ব্যাপারটা প্রতিবর্ণীকরণ পাতায় ঠিক করে codify করে ফেলতে হবে। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:৩০, ১১ ডিসেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]