রবি নিয়োগী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রবি নিয়োগী
জন্ম২৯ এপ্রিল, ১৯০৯
মৃত্যু১০ মে ২০০২(2002-05-10) (বয়স ৯৩)
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 পাকিস্তান (১৯৭১ সাল পর্যন্ত)
পেশারাজনীতিবিদ
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তি
রাজনৈতিক দলস্বাধীনতার পুর্বে যুগান্তর দল, ভারতের কমিউনিস্ট পার্টি, স্বাধীনোত্তর কালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
আন্দোলনভারতের স্বাধীনতা আন্দোলন, টঙ্ক আন্দোলন
পিতা-মাতা
  • রমেশ চন্দ্র নিয়োগী (পিতা)
  • সুরবালা নিয়োগী (মাতা)

বিপ্লবী রবি নিয়োগী (জন্ম:২৯ এপ্রিল, ১৯০৯ - মৃত্যু: ১০ মে, ২০০২) বাংলাদেশের একজন বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ। [১]

জন্ম[সম্পাদনা]

রবি নিয়োগী ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুরে এক বিখ্যাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। পুরো নাম রবীন্দ্র চন্দ্র নিয়োগী। শেরপুর জেলায় গৃদানারায়ণপুর (পুরাতন গরুহাটী) গ্রামে এক জমিদার পরিবারে তাঁর  জন্ম। পিতা রমেশ চন্দ্র নিয়োগী ও মাতা সুরবালা নিয়োগী কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

রবি নিয়োগী শেরপুর গোবিন্দ কুমার পিস মেমোরিয়াল হাইস্কুল (বর্তমানে জি. কে পাইলট স্কুল) থেকে ১৯২৬ সালে ম্যাট্রিক পাস করে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে আইএ ক্লাসে ভর্তি হন। কিন্তু ১৯২৭ সালে ঐ কলেজের ছাত্রদের সঙ্গে পুলিশের এক সংঘর্ষের ফলে রবি নিয়োগীসহ কিছুসংখ্যক ছাত্র কলেজ থেকে বহিস্কৃত হয়। এরপর তিনি কলকাতার বিদ্যাসাগর কলেজে ভর্তি হন। ১৯২৯ সালে তিনি আই. এ পাস করেন।

পারিবারিক জীবন[সম্পাদনা]

তিনি ১৯৪১ সালে বিক্রমপুরের যোগেশ মুজমদারের কন্যা জ্যোৎস্না রানী নিয়োগীকে বিয়ে করেন। তখন রবি নিয়োগীর বয়স ৩১ বছর। তিনি ছিলেন রবি নিয়োগীর যোগ্য সহধর্মিনী। জ্যোৎস্না নিয়োগী বিপ্লবী রবি নিয়োগীর ঘরে এসেছিলেন একজন সাধারণ মেয়ে হিসেবে। [২]

কর্ম জীবন[সম্পাদনা]

কলকাতার বিদ্যাসাগর কলেজে অধ্যয়নকালেই তিনি বিপ্লবী যুগান্তর দলের সান্নিধ্যে আসেন। ১৯৩৭ সালে তিনি কৃষক সমিতিতে যুক্ত হন এবং টঙ্ক আন্দোলন-এ বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করেন।[৩]

মৃত্যু[সম্পাদনা]

২০০২ সালের ১০ মে বিপ্লবী রবি নিয়োগী মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নিয়োগী, রবি - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৩ 
  2. "বিপ্লবী রবি নিয়োগী"আওয়ার শেরপুর। ১৮ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২৩ 
  3. দাশ, সুস্নাত (জানুয়ারি ২০০২)। "সংযোজন ২"। অবিভক্ত বাঙলার কৃষক সংগ্রাম: তেভাগা আন্দলোলনের আর্থ-রাজনৈতিক প্রেক্ষিত-পর্যালোচনা-পুনর্বিচার (প্রথম প্রকাশ সংস্করণ)। কলকাতা: নক্ষত্র প্রকাশন। পৃষ্ঠা ২৮৮। 

বহি:সংযোগ[সম্পাদনা]