রোসেনবরি দূর্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোসেনবরি দূর্গ
দূর্গের বাগান থেকে তোলা রোসেনবরি দূর্গ
মানচিত্র
সাধারণ তথ্য
স্থাপত্য রীতিওলন্দাজ রেনেসাঁ
শহরকোপেনহেগেন
দেশডেনমার্ক
নির্মাণকাজের আরম্ভ১৬০৬
নির্মাণকাজের সমাপ্তি১৬২৪
গ্রাহকচতুর্থ ক্রিশ্চিয়ান
নকশা এবং নির্মাণ
স্থপতিহান্স ভ্যান স্টিনউইঙ্কেল, বের্টেল ল্যাং

রোসেনবরি দুর্গ (ডেনীয়: Rosenborg Slot) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত একটি দুর্গ। দুর্গটি মূলত ডেনমার্কের রাজা চতুর্থ ক্রিশ্চিয়ানের গ্রীষ্মকালীন বাড়ি হিসেবে ১৬০৬ সালে নির্মিত হয়েছিল। ওলন্দাজ রেনেসাঁ স্থাপত্যশৈলীতে নির্মিত দুর্গটি পরে বেশ কয়েকবার পুনঃবর্ধন করা হয় এবং ১৬২৪ সালে বর্তমান অবস্থায় আসে। স্থপতি বের্টেল ল্যাং ও হান্স ভ্যান স্টিনউইঙ্কেল দুর্গের নকশা প্রণয়ন করেন।