ধর্মনিরপেক্ষ রাষ্ট্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
  ধর্মনিরপেক্ষ দেশসমূহ
  রাষ্ট্রধর্ম আছে এমন দেশসমূহ
  অস্পষ্ট বা কোনো তথ্য নেই

একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হল ধর্মনিরপেক্ষতার সাথে সম্পর্কিত একটি ধারণা, যেখানে একটি রাষ্ট্র ধর্মের বিষয়ে সরকারীভাবে নিরপেক্ষ হতে চায় এবং ধর্ম বা ধর্মকে সমর্থন করে না। [১] একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দাবি করে যে সেই রাষ্ট্রে, ধর্ম নির্বিশেষে তার সমস্ত নাগরিকের সাথে সমান আচরণ করা হয় এবং দাবি করে যে একজন নাগরিকের ধর্মীয় বিশ্বাস, সংযুক্তি বা অন্য পরিচয়ের উপর ভিত্তি করে অগ্রাধিকারমূলক আচরণ এড়ানো সেই রাষ্ট্র এড়িয়ে চলে। [২]

ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলোর কোনো রাষ্ট্রধর্ম না থাকলেও একটি প্রতিষ্ঠিত রাষ্ট্রধর্মের অনুপস্থিতির অর্থ এই নয় যে সে রাষ্ট্র সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ বা সমতাবাদী।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Madeley, John T. S.; Enyedi, Zsolt (২০০৩)। Church and State in Contemporary Europe: The Chimera of Neutrality। Psychology Press। পৃষ্ঠা 14। আইএসবিএন 978-0-7146-5394-5 
  2. "What is Secularism?"www.secularism.org.uk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৮