বার্ণপুর রেলওয়ে স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বার্ণপুর রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্ণপুরের একটি রেলওয়ে স্টেশন। এর কোড হল BURN । এটি আসানসোলের পার্শ্ববর্তী এলাকা বার্ণপুর অঞ্চলের জন্য ব্যবহৃত হয়। স্টেশনটি তিনটি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত। প্ল্যাটফর্মগুলো ছাউনিযুক্ত। মূল্য পরিশোধপূ্বক এবং মূল্য ছাড়াই মুক্ত ব্যবহার করার মত উভয় ধরনের পরঃনিষ্কাশন পরিষেবা রয়েছে এখানে। আগস্ট ২০২২ এর তথ্য অনুযায়ী একটি লিফট নির্মাণাধীন রয়েছে।

প্রধান ট্রেন[সম্পাদনা]

বার্ণপুর থেকে কিছু গুরুত্বপূর্ণ ট্রেন চলাচল করে:

  • গুয়াহাটি-চেন্নাই এগমোর এক্সপ্রেস
  • দিঘা-আসানসোল এক্সপ্রেস
  • পুরী বৈদ্যনাথ ধাম এক্সপ্রেস
  • টাটানগর-ছাপড়া এক্সপ্রেস
  • টাটানগর-আসানসোল এক্সপ্রেস
  • ডিব্রুগড়-চেন্নাই এগমোর এক্সপ্রেস
  • টাটানগর-দানাপুর এক্সপ্রেস
  • হলদিয়া-আসানসোল এক্সপ্রেস
  • দক্ষিণ বিহার এক্সপ্রেস
  • বারাউনি-কাটিহার স্লিপ এক্সপ্রেস
  • এর্নাকুলাম-পাটনা এক্সপ্রেস (চেন্নাই হয়ে)

তথ্যসূত্র[সম্পাদনা]