চাঁদের নিকটপৃষ্ঠ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চাঁদের নিকটপৃষ্ঠস্থ প্রধান মারিয়া এবং কিছু খাদের নাম ।

চাঁদের নিকটপৃষ্ঠ হল চাঁদের সেই গোলার্ধ যা দূরপৃষ্ঠের বিপরীতে সর্বদা পৃথিবীর দিকে মুখ করে থাকে । পৃথিবী থেকে চাঁদের শুধুমাত্র একটি দিক দেখা যায় কারণ চাঁদ তার অক্ষের উপর একই হারে ঘোরে যে হারে এটি পৃথিবীকে প্রদক্ষিণ করে - এ পরিস্থিতিটি মহাকর্ষীয় প্রবাহাবদ্ধতা নামে পরিচিত।