২০২২–২৩ আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাত সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২–২৩ আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাত সফর
 
  সংযুক্ত আরব আমিরাত আফগানিস্তান
তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৩ – ১৯ ফেব্রুয়ারি ২০২৩
অধিনায়ক চুণ্টঙ্গপোয়িল রিজওয়ান রাশিদ খান
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে আফগানিস্তান ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান মুহাম্মদ ওয়াসিম (১৯৯) করিম জানাত (১০৮)
সর্বাধিক উইকেট জহুর খান (৫) রাশিদ খান (৪)

আফগানিস্তান পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য সংযুক্ত আরব আমিরাত সফর করে।[১] ২০২৩ সালের জানুয়ারি মাসে সফরের সূচি নিশ্চিত করা হয়।[২]

সিরিজে আফগানিস্তান ২–১ ব্যবধানে জয়লাভ করে।[৩]

দলীয় সদস্য[সম্পাদনা]

 সংযুক্ত আরব আমিরাত[৪]  আফগানিস্তান[৫]

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

১৬ ফেব্রুয়ারি ২০২৩
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১৪২/৫ (২০ ওভার)
 আফগানিস্তান
১৪৬/৫ (১৯.১ ওভার)
আফগানিস্তান ৫ উইকেটে জয়ী
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও আসিফ ইকবাল (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: করিম জানাত (আফগানিস্তান)
  • আফগানিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মদ জাওয়াদউল্লাহ (সংযুক্ত আরব আমিরাত)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

১৮ ফেব্রুয়ারি ২০২৩
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান 
১৩৭/৬ (২০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১৩৮/১ (১৮.২ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৯ উইকেটে জয়ী
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুহাম্মদ ওয়াসিম (সংযুক্ত আরব আমিরাত)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

১৯ ফেব্রুয়ারি ২০২৩
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১৬৩/৬ (২০ ওভার)
 আফগানিস্তান
১৬৬/৪ (১৯.১ ওভার)
ইব্রাহিম জাদরান ৬০* (৫১)
জহুর খান ২/২৮ (৪ ওভার)
আফগানিস্তান ৬ উইকেটে জয়ী
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
আম্পায়ার: আসিফ ইকবাল (সংযুক্ত আরব আমিরাত) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: করিম জানাত (আফগানিস্তান)
  • আফগানিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জাহির খান (আফগানিস্তান)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Afghanistan to tour UAE for three T20Is in February"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৩ 
  2. "Afghanistan and Emirates Cricket announce February dates for UAE T20I Tour"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৩ 
  3. @ACBofficials (২০ ফেব্রুয়ারি ২০২৩)। "Congratulations on a splendid triumph in the deciding game, which led AfghanAtalan to a 2-1 series victory!" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  4. "ECB announce the team to represent the UAE in the upcoming 'Abu Dhabi Friendship Series' against Afghanistan"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৩ 
  5. "Nabi left out of Afghanistan squad for UAE T20Is; Zahir Khan, Rahmat Shah included"ইএসপিএনক্রিকইনফা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]