ব্যবহারকারী আলাপ:Ibrahim Husain Meraj/সংকলন ০১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লক্ষ্য করুন, এটি আমার মূল আলাপ পাতা নয়, বরং আমার পুরোনো আলাপের একটি সংগ্রহশালা। সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার বর্তমান আলাপ পাতা ব্যবহার করুন। ধন্যবাদ।


বর্তমান আলাপ পাতাসংকলন ০১সংকলন ০২সংকলন ০৩সংকলন ০৪সংকলন ০৫সংকলন ০৬

অনুচ্ছেদ যুক্ত করা প্রসঙ্গে[সম্পাদনা]

মেরাজ ভাই, উইকিতে অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। আসলে বাংলা উইকির ব্যবহারকারী অনেক কম, নিয়মিত ব্যবহারকারী যারা রয়েছেন তারা এক এক জন ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকে। তাই বাংলা উইকিতে কোন ব্যবহারকারী কিছু শুরু করলে, সেই ব্যবহারকারীকেই মূলত সেটি শেষ করতে হয় (বাধ্যতামূলক নয় তবে, বাংলা উইকির প্রেক্ষাপটে)। আপনি বিভিন্ন নিবন্ধে বিভন্ন অনুচ্ছেদ যুক্ত করছেন কিন্তু আমার যুক্তি হলো যেহেতু সবাই বাংলা উইকিকে একটু সম্বৃদ্ধ করতেই এসেছি তাই এরকম খালি অনুচ্ছেদ যুক্ত না করে আসুন অনুচ্ছেদে কিছু লেখা যুক্ত করি (আপনি নিয়মিত থাকলে দেখতে পারবেন, এরকম অনুচ্ছেদগুলো অধিকাংশ সময় খালিই পরে থাকে যদিনা সংশ্লিষ্ঠ বিষয়ে কোন ব্যবহারকারী আগ্রহ প্রকাশ করেন)। যাইহোক, খালি অনুচ্ছেদ যুক্ত না করে (তথ্যসূত্র ও বহিঃসংযোগ হলে ভিন্ন কথা) নিবন্ধ সম্প্রসারণের অনুরোধ। কোন সাহায্যের প্রয়োজন হলে আমার আলাপ পাতায় স্বাগতম :) আপনার উইকি সম্পাদনা শুভ হোক। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৩০, ১৫ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

জবা ও হিবিস্কাস[সম্পাদনা]

ইব্রাহিম ভাই, আমার মনে হল একটা জায়গায় আপনার একটু ভুল হল। হিবিস্কাস আর জবা একত্রীভয়ত করা ঠিক হয়নি। হিবিস্কাস একটি গণের নাম, যার মধ্যে অনেকগুলি প্রজাতির ফুল রয়েছে, তাঁর মধ্যে জবা বা হিবিশকাস রোজা সাইনেন্সিস একটি। আপনি দয়া করে ইংরেজী উইকি থেকে ব্যাপারটা খতিয়ে দেখে নিয়ে ব্যাপারটা ঠিক করে নিলে খুব ভালো হয়। আপনার বাংলা উইকি সম্পাদনা শুভ হোক। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৯:২২, ১৭ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

বোধিসত্ত্ব ভাই, আপনাকে ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জন্য। এবং তা ঠিক করে দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৯:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধের আলাপ পাতা তৈরি সম্পর্কে[সম্পাদনা]

আপনি আজকে প্রায় ৪০০টি নিবন্ধের আলাপ পাতা তৈরি করেছেন। এভাবে গণহারে নিবন্ধের আলাপ পাতা তৈরি করার কোন প্রয়োজন নেই। উপরন্তু, এভাবে আলাপ পাতা তৈরি করায় সাম্প্রতিক পরিবর্তনসমূহ পেট্রোলে প্রচুর চাপ সৃষ্টি করেছে। এই কাজটি বট দিয়ে স্বয়ংক্রিয়ভাবে সাম্প্রতিক পরিবর্তনসমূহের পেট্রোলে কোন রকম চাপ সৃষ্টি করা ছাড়াই খুব সহজে করা যায়। তাই আপনাকে অনুরোধ করব, এভাবে গণহারে নিবন্ধের আলাপ পাতা তৈরি না করে উইকিপিডিয়ার অন্য কাজগুলি করতে। আপনাকে ধন্যবাদ। Aftab1995 (আলাপ) ০০:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

বিষয়শ্রেণী যোগ[সম্পাদনা]

আমি আপনার ৩টি সম্পাদনা রোলব্যাক করেছি। কারণ সেখানে যে বিষয়শ্রেণী যোগ করেছেন তা ঠিক ছিল না। যেমন এটি ধরুন। এখানে "ফুটবল" "ফুটবল লীগ" নিবন্ধের সাথে সম্পর্ক যুক্ত। কিন্তু এখানে মূল বিষয়শ্রেণী যোগ না করে উপবিষয়শ্রেণী যোগ করা উচিত ছিল। অর্থাৎ আপনি "বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লীগ" যোগ করতে পারতেন। আপনি প্রশ্ন করতে পারেন, কেন মূল বিষয়শ্রেণী সব ক্ষেত্রে যোগ করা যাবে না। উত্তর এখানে দেখুন (Why is an article not in the categories I would expect?)। আপনাকে একটি পরামর্শ দিতে পারি, তা হল: বিষয়শ্রেণী যোগ করায় সময় যে নিবন্ধে করবেন সে নিবন্ধের ইংরেজি নিবন্ধ দেখে বিষয়শ্রেণী যোগ করুন। (ইংরেজি উইকিতে ব্যবহারকারী বেশি হওয়ায় তারা নিয়মিত এই সব মনিটর করে থাকে) --Aftab1995 (আলাপ) ১৪:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নরেন্দ্র মোদি[সম্পাদনা]

নিবন্ধটিতে আপনি সম্পাদনা করতে গিয়ে তথ্য ভিত্তিক লেখা মুছে দিয়াছেন। আক্রমনাত্বক লেখা মুছেলেন, তাও ঠিক ছিল কিন্তু মুসলমান নিধনের সর্বজনজ্ঞাত তথ্যটিও সম্পূর্নরুপে মুছে দিয়েছেন।--নেংটা (আলাপ) ১৫:০৮, ১ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নেংটার পবিত্র যাত্রার সম্পাদক পদক[সম্পাদনা]

চিত্র:Ganges River Naga sadhu bathing.png নেংটার পবিত্র যাত্রার সম্পাদক পদক

সঠিক পথে একজন নতুন সম্পাদক
নরেন্দ্র মোদি নিবন্ধে অনেক ভালো অবদান রেখেছেন। তাই আপনার কাজের স্বীকৃতিস্বরুপ আমার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনার উইকি সম্পাদনা অব্যাহত থাকুক নেংটা (আলাপ) ১৫:২৩, ১ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

অভিনন্দন![সম্পাদনা]

নিরলস অবদানের জন্য পদক
বাংলা উইকিপিডিয়াতে আপনার নিরলস অবদানের স্বীকৃতি স্বরূপ এই পদক দেওয়া হল। ধন্যবাদ। শ্রামণীক { কেন?, কোনগুলি } ১৬:৫০, ৩ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

স্বকৃত নোমান[সম্পাদনা]

লেখক বর্তমান সময়ে ভালো লিখেন এবং HSBC পুরস্কার পেয়েছেন । তাই মূলত আমার নিবন্ধটি লেখা । আর পরবর্তীতে লেখকের লেখা সম্পর্কিত পত্রিকার বেশকিছু লিংক আমি সংযুক্ত করেছি । ধন্যবাদ । নাজমুল হাসান মজুমদার (আলাপ) ০৭:৫৯, ১৪ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

অপসারণের প্রস্তাবনা স্ট্যান্ডারাইজ[সম্পাদনা]

মেরাজ ভাই, শুভেচ্ছা নেবেন। আপনি হয়তো খেয়াল করে থাকবেন নিবন্ধ অপসারণের প্রস্তাবনা পাতাটি স্ট্যান্ডারাইজ করার চেষ্ঠা করে যাচ্ছি, যদিও এখানে ব্যবহারকারীরা কমই মতামত দেন তবু মন্দের ভালো। আপনি সম্প্রতি এদিকে নজড় দিয়েছেন দেখতে পাচ্ছি, অনুগ্রহ করে কোন নিবন্ধ অপসারণের প্রস্তাব করলে তার উপপাতাটি বর্তমান মাসের ভুক্তিতে যুক্ত করে দিবেন যেমন, উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/২০১৪ মার্চ এখানে আমি করছি। ভালো থাকবেন। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০০:০৪, ১৯ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ স্থানান্তর[সম্পাদনা]

আপনি সম্প্রতি, আলোচনা না করেই প্রচুর নিবন্ধ স্থানান্তর করা শুরু করেছেন। আপনি "আরোও উপযোগী শিরোনাম" কারণ দেখিয়ে স্থানান্তর করছেন। আপনি যেটি করছেন তা মূলত একই নামে ২/৩ টি পাতা থাকলে দ্ব্যর্থতা নিরসন-এর লক্ষে তখন এই কাজটি করা হয়। কোন নিবন্ধ স্থানান্তর করার আগে স্থানান্তরের প্রস্তাব করে নিবন্ধের আলাপ পাতায় আগে আলোচনা করুন। Aftab1995 (আলাপ) ১৩:৩৩, ২৩ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

খাজা আহসান উল্লাহ পাতা অপসারণ প্রসঙ্গে[সম্পাদনা]

ধন্যবাদ। আমি ঐ পাতাটি তৈরি করতে গিয়েই টের পাই, আগেই ওটি আছে। অনভিজ্ঞ হওয়ায় ডিলিট করতে পারছিলাম না। পরে ব্যাবহারকারীর পাতায় সরিয়ে নেই। এখন এটি অপসারিত হয়েছে, আপনাকে ধন্যবাদ।Ibrahimmuddasser (আলাপ) ২১:৪৯, ৩১ মার্চ ২০১৪ (ইউটিসি)ibrahimmuddasser[উত্তর দিন]

জঁ কে - ভুল পদক্ষেপ সংশোধনের পরামর্শ[সম্পাদনা]

তথ্যসমৃদ্ধ, সঠিক শিরোনাম সম্বলিত জঁ কে নিবন্ধটি জ্যঁ ক্যুয়ে নিবন্ধটির সঙ্গে একীভূত করা হয়েছে। যা করা উচিৎ ছিল তা হলো জ্যঁ ক্যুয়ে নিবন্ধটিকে জঁ কে নিবন্ধটির সঙ্গে একীভূত করা। এখন দয়া করে un-merge করুন এবং সঠিক redirect করুন। - Faizul Latif Chowdhury (আলাপ) ১৫:১৯, ৩ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

শুভ নববর্ষ ১৪২১ এর শুভেচ্ছা[সম্পাদনা]

আজকের এই শুভ নববর্ষের শুভক্ষনে; বাঙালির সাজ সাজ রবে আপনাকে রাঙাতে আমার পক্ষ থেকে আপনাকে শুভ নববর্ষের বাঙালিয়ানা শুভেচ্ছা জানাচ্ছি এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সবার জন্য পান্না ভাত আর ইলিশ মাছ পাঠালাম। তাই পরিবারের সবাই মিলে খুব মজা করে খাবেন এবং ভাল থাকবেন সবসময় এই শুভ কামনায় ; ---- মাসুম ইবনে মুসা  কথোপকথন ১৮:১০, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

দ্ব্যর্থতা নিরসন[সম্পাদনা]

পাতার দ্ব্যর্থতা নিরসন করা নিয়ে লিখছি। আপনি সম্প্রতি কিছু বাংলা চলচ্চিত্রের নিবন্ধ সাল দিয়ে স্থানান্তর করছেন। আপনি যেটি করছেন সেটি মূলত একই নামে একাধিক নিবন্ধ থাকলে দ্ব্যর্থতা নিরসন করার লক্ষ্যে করা হয়। কিন্তু উইকিপিডিয়ায় একই নামে একাধিক নিবন্ধ না থাকলে দ্ব্যর্থতা নিরসনের কোন প্রয়োজন নেই। আপনি যদি উপযোগী শিরোনাম দেয়ার লক্ষ্য থেকেও করেন, তাহলেও বলব প্রয়োজন নেই। কেননা, কেউ নিবন্ধটির পাতা দেখলেই বুঝবে এটি কিসের উপর তৈরি। আশা করি, দ্ব্যর্থতা নিরসন সম্পর্কে বুঝেছেন। আর আপনাকে নিবন্ধ স্থানান্তর করার পূর্বে সেই সম্পর্কে আলাপ পাতায় আলোচনার অনুরোধ করছি। আপনাকে ধন্যবাদ --Aftab1995 (আলাপ) ১২:১৩, ১৭ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

সৈয়দ আলী হায়দার রিজভী নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

সৈয়দ আলী হায়দার রিজভী নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা দিয়েছেন ঠিক আছে। কিন্তু, ট্যাগ লাগানোর সঙ্গে সঙ্গে তা প্রশাসকের মাধ্যমে ডিলিট করার অর্থ কি?? কোন কথাই তো জানানো গেল না।--আশা (আলাপ) ০৭:১৯, ২০ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

[১] একটু দেখবেন কি? আমার মনে হয়, আপনার উত্তর ইতোমধ্যেই দেয়া হয়েছে। আমি তো আর প্রশাসক না!!! আমি শুধু ট্যাগ লাগিয়েছি, আর প্রশাসক তা মুছে ফেলেছে। Ibrahim Husain Meraj (আলাপ) ০৮:০৭, ২০ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

অপ্রাসঙ্গিক অপসারণ ট্যাগ![সম্পাদনা]

মেরাজ, আপনি সম্প্রতি নায়লা নাঈম নিবন্ধে দ্রুত অপসারণ প্রস্তাবনা ট্যগ সংযুক্ত করছেন, যা আমি এর পূর্বে কয়েকবার বাতিল করেছি। নিবন্ধের নিচে বিভিন্ন দৈনিক, অনলাইন নিউজ এবং নির্ভরযোগ্য ওয়েবসাইটের তথ্যসূত্র সংযুক্ত রয়েছে। এ ব্যাপারে দ্বিমত থাকলে নিবন্ধের আলাপ পাতার আলোচনা করতে পারেন। ভালো থাকুন। --মহীন রীয়াদ (আলাপ) ১৭:৩১, ১৮ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

মহীন রীয়াদ ভাই, কথাগুলো তো আপনার জন্য প্রযোজ্য। অযথা ট্যাগ অপসারণ না করে, আপনার দ্বিমত, উক্ত নিবন্ধের আলাপ পাতা করুন। আপনি যেহেতু একজন অভিজ্ঞ সম্পাদক, আপনার তো তা জানারি কথা। Ibrahim Husain Meraj (আলাপ) ১৭:৪৪, ১৮ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

sheik abdul qayum[সম্পাদনা]

assalamualaykum, sorry i can not write bangla. Sheikh Abdul Qayum shudu ekti londoner imam noe, she ekjon scholar. Tar english wikite onek kisu likha silo, historyte dekte parben, kintu gorgecostes.. ei user tir shob kisu delete kore felese. Kintu italian wikite tar upor shob shotto kotha likha, ase, so apni english wikite na gie, italian wikir gulo banglae translate koren, tahole onek upokarito hobe, inshallah. 109.157.151.43 (আলাপ) ১২:০৪, ২৪ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ছোট নিবন্ধ তৈরি[সম্পাদনা]

সুপ্রিয় মেরাজ, আপনি সম্প্রতি কয়েকটি ছোট নিবন্ধ তৈরি করেছেন। এই নিবন্ধগুলি ঠিক ১ বছর আগে অপসারণ করা হয়েছিল পর্যাপ্ত তথ্য না থাকায় (ডাঃ মুনসীর ডায়রি, ভূস্বর্গ ভয়ংকর, হত্যাপুরী, গোরস্থানে সাবধান! ইত্যাদি)। আপনাকে অনুরোধ করব, নিবন্ধগুলি যত তাড়াতাড়ি সম্ভব বড় করার জন্য।--আফতাব (আলাপ) ১১:৩৫, ১০ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

While some of your deletion tags may be ok, many are outrageous. You tagged the page অহমদাবাদ for speedy deletion; however the page clearly states it is the capital of the Indian state of Gujarat. So, it provided appropriate context. Yes, the article is extremely small, but that is no reason for speedy deletion. So, please be diligent in using such tags (speedy deletion). --Dwaipayanc (আলাপ) ১৯:১৮, ১০ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

I am sorry I do not have any Bengaly font now, so cannot write in Bengali font.
Please read the উইকিপিডিয়া:দ্রুত অপসারণের জন্য বিচারধারা properly. It says, articles can be speedily deleted if there is no context (Articles lacking sufficient context to identify the subject of the article), and also any article with no content (consisting only of external links, category tags and "see also" sections, a rephrasing of the title, attempts to correspond with the person or group named by its title, chat-like comments, template tags and/or images). However, a very short article may be a valid stub if it has context, in which case it is not eligible for deletion under this criterion.
For অহমদাবাদ, the context is clear (it is about a city in Gujarat state in India), and there is a single sentence content. So, technically it is not eligible for speedy delete. If you still think this needs to be deleted, you should try Articles for deletion.
Now, coming to your comment, "কিন্তু ১১:৪৫, ৫ এপ্রিল ২০০৬ -এর শুরু করা নিবন্ধ কেন দীর্ঘ আট বছর পরও এক লাইনের বেশি নয়?? তাই, দ্রুত অপসারণ ট্যাগ তুলে ফেলার আগে, যে কারোও উচিত হবে, নিবন্ধটিকে সম্প্রসারণ করা।". It is very unfortunate that the article has so little content. But again, that is not a reason for speedy deletion. Before such tagging, it is normally the responsibility of the editor who is tagging to ensure that the problem is beyond fixing. For example, in this case, it is implied that before such tagging, you have tried to address the issue. It is very easy to detroy things, but tough to create. So, you could have easily addded a few sentences to the article, rather than tagging it for deletion. Even if you cannot add any sentence, you technically acnnot add speedy deletion tag. Deletion of such articles (which has appropriate context and importance) is not the way in which an encyclopedia/eikipedia can be improved. --Dwaipayanc (আলাপ) ১৭:৪৪, ১১ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের পাতার ইতিহাস দেখুন। আশা করি পয়েন্টটি ধরতে পারবেন --যুদ্ধমন্ত্রী আলাপ ২২:৫১, ১৪ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধের নাম[সম্পাদনা]

আপনার তৈরি রাশিয়ান সাম্রাজ্য নিবন্ধকে আমি রুশ সাম্রাজ্য নামে স্থানান্তর করেছি। আপনি নিশ্চই জানেন, ইংরেজি Russian কে বাংলায় রুশ বলে, রাশিয়ান নয়। উদা: বিষয়শ্রেণী:রুশ সাহিত্য, বিষয়শ্রেণী:রুশ লেখক, বিষয়শ্রেণী:রুশ ইতিহাসবিদ ইত্যাদি। কোন প্রশ্ন থাকলে জানাবেন :) --Aftab1995 (আলাপ) ২২:৪১, ২২ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ[সম্পাদনা]

প্রিয় মেরাজ ভাই বাংলা উইকিপিডিয়ার মান নিয়ন্ত্রণে চমৎকার কিছু কাজ করেছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেদৌ (টক শো) ১৫:০৩, ১০ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Recently some changes has been made to the bn:ভবানীপুর_শক্তিপীঠ article which contains/contained reliable and verified references. Some of those edits has falsely been termed as vandalism. Those edits conformed to the policies and guidelines of Wikipedia. It is being proposed to have an open discussion on those edits on the talk page of the article and let the article contain facts. Thank you. বাবু (আলাপ) ০৪:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Ibrahim Husain Meraj। উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আফরান নিশো পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

--অংকন (আলাপ) ১৬:২৩, ১৬ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নিরীক্ষক অধিকার[সম্পাদনা]

আপনার আবেদনের ভিত্তিতে আপনাকে নিরীক্ষক অধিকার প্রদান করা হয়েছে। আমি আন্তরিকভাবে আশাবাদী যে, বাংলা উইকিপিডিয়ার সম্প্রসারণে অব্যাহতভাবে গঠনমূলক উন্নয়ন, অবদান রাখার পাশাপাশি নিরীক্ষক হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। নিরীক্ষক হিসেবে আপনাকে স্বাগত জানাচ্ছি।--আফতাব (আলাপ) ১৩:৪০, ২৪ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আফতাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আমি আমার দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারবো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৩:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকেও অনেক ধন্যবাদ । আমি উইকিপিডিয়ায় নতুন । নিউ গভঃ ডিগ্রি কলেজ, রাজশাহীতে পড়ি ।

দশম প্রতিষ্ঠাবার্ষিকী-বৃত্তি[সম্পাদনা]

ধন্যবাদ[সম্পাদনা]

আপনাকেও অনেক ধন্যবাদ| আপনার সহযোগিতা একান্তই কাম্য--ইকবাল হোসেন (আলাপ) ১২:৩৯, ১৩ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

সম্মাদনা ফিরিয়ে নেয়া প্রসঙ্গে![সম্পাদনা]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ নামে একটি আলাদা নিবন্ধ থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাতার উক্ত হলসমূহের তালিকা পূনরায় দেয়ার প্রয়োজন পড়ে না। তালিকা এই নিবন্ধ থেকে সরিয়ে নেয়া মানেই কি অপ্রাসঙ্গিক? --মহীন রীয়াদ (আলাপ) ০৫:১৭, ৪ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সাফসুতরো পদক[সম্পাদনা]

সাফসুতরো পদক
বাংলা উইকিতে সাহস ও ধৈর্য্যের সাথে ধ্বংসপ্রবণতা রোধে কাজ করার জন্য এই সাফসুতরো পদক দিলাম।-- বোধিসত্ত্ব (আলাপ) ১৯:১৫, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

পদকের জন্য ধন্যবাদ[সম্পাদনা]

একসময় উইকিপিডিয়ায় অনেক সময় দিতাম। ইদানীং মারাত্মক অসুস্থ। তাই বিশেষ সময় দিতে আর পারি না। তাও আপনি পদকটির জন্য আমাকে নির্বাচিত করেছেন। আপনাকে কি বলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো ভেবে পাচ্ছি না। --Jonoikobangali (আলাপ) ১৫:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

অর্ণব দা এখন কেমন আছেন? দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। Ibrahim Husain Meraj (আলাপ) ১৮:১৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

যৌনসঙ্গম পাতা[সম্পাদনা]

যৌনসঙ্গম পাতায় 'নাভিলেহন আর নাভির গন্ধ শুকা ............' এটি লেখার প্রয়োজন নেই

সালাম[সম্পাদনা]

আস্সালামু আলাইকুম।আমি উইকিতে নতুন এর নিয়ম কানুন সম্পর্কে কমই জানি। আমি স্থায়ী নিবন্ধ লিখতে চাই।কিন্তু আমার বিরুদ্ধে অপসারনের দাবি উঠছে যে।কীভাবে কী করব বললে ভাল হয়।

ওয়ালাইকুম আস সালাম, ভাই। আপনার আলাপ পাতায় উত্তর দেয়া আছে। কষ্ট করে দেখে ও পড়ে নিবেন , তারপরও কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করবেন। আর আলাপ পাতায় কোনো কিছু লেখার পর চারটি টিন্ডা ~~~~ দিবেন, এর ফলে আপনার স্বাক্ষর যুক্ত হবে। আপনার আগ্রহের জন্য ধন্যবাদ, বাংলা উইকিতে আপনার যাত্রা শুভ হোক। Ibrahim Husain Meraj (আলাপ) ১৮:৫৪, ১৩ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ

আলাপ পাতায় কোনো কিছু লেখার পর চারটি টিন্ডা ~~~~ দিবেন, এর ফলে আপনার স্বাক্ষর যুক্ত হবে। Ibrahim Husain Meraj (আলাপ) ১৯:২৪, ১৩ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সালাম,শুভ সকাল ও একটি প্রশ্ন[সম্পাদনা]

আস্সালামু আলাইকুম! শুভ সকাল! আমি আরবী ও ইংরেজি ভাষা থেকে অনুবাদ কাজ করতে চাই। কীভাবে আমার নামে তা চালু করব? ধন্যবাদ।মুহাম্মদ নাহীদুল ইসলাম ০১:৫৩, ১৪ মার্চ ২০১৫ (ইউটিসি)

বলতে চাই যে,আমি কীভাবে একটা আরবী অথবা ইংরেজি পাতা অনুবাদ করব ঐ পাতা থেকেই।

ভাইয়া , কোন নিবন্ধে যদি কোন তথ্যসূত্র দেয়া না থাকে তখন সেই নিবন্ধে কোন ট্যাগ বসাতে হবে? Shahadat.natore6400 (আলাপ) ১২:৩১, ১৭ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

এই লিঙ্কে গিয়ে টুইংকল নামের অপশনটি টিক দিন। তারপর আপনি যে কোনো নিবন্ধের উপরে টুইংকল দেখতে পাবেন। সেখানে গিয়ে অনেক গুলো ট্যাগের মধ্যে আপনি আপনার প্রয়োজনমত ট্যাগগুলো টিক দিয়ে ওকে করলেই হবে। Ibrahim Husain Meraj (আলাপ) ১৩:৫০, ১৭ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

অপসারণের আপত্তি[সম্পাদনা]

এই পাতাটি দ্রুত অপসারণ করা উচিত নয় কারণ... (এখানে মাটিরাংগা উপজেলা সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে, যা আমাদের ব্যবহারকারীদের উপকারে আসতে পারে। তাছাড়া এই পাতাটিতে মাটিরাংগা উপজেলা সম্পর্কে অনেক তথ্য দেয়া হয়েছে, যেগুলো অনেক ব্যবহারকারীই জানে না। অতএব, আমার মতে এই পাতাটি সম্প্রসারণ করা উচিত হবে বলে আমি মনে করিনা। এখন বাকীটা আপনাদের ইচ্ছা। আপনারা যেহেতু এ্যডমিন, সেহেতু আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন।) --PhotographerZahidHasan (আলাপ) ১৩:৩৯, ১৭ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় জাহিদ ভাই, বাংলা উইতে স্বাগতম। আপনি ঠিকই বলেছেন, কিন্তু মাটিরাঙ্গা বিষয়ে সকল তথ্য উপযুক্ত তথ্যসূত্র সহকারে মাটিরাঙ্গা উপজেলা পাতায় যুক্ত করুন। একই বিষয়ের উপর দুটি নিবন্ধ থাকাটা নিশ্চয়ই যুক্তিযুক্ত নয়। যে কোনো সমস্যা আমার আলাপ পাতায় স্বাগতম। বাংলা উইকিতে আপনার পথচলা শুভ হোক। Ibrahim Husain Meraj (আলাপ) ১৩:৫৮, ১৭ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ[সম্পাদনা]

ভাই মন্তব্যের জন্য ধন্যবাদ। --PhotographerZahidHasan (আলাপ) ০৪:৫০, ১৮ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আবেদন[সম্পাদনা]

জনাব আমাকে জানাবেন কি উইকিপিডিয়ার আর কি কি নিতিমালা গ্রহন করলে উইকিপিডিয়াতে আমার সম্পাদিত পাতা সমুহ স্থায়ি ভাবে সংরক্ষন করতে পারব।--Armin Siddiky Romin (আলাপ) ১০:৩৪, ১৮ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ইব্রাহীম ভাইয়া আপনাকে ধন্যবাদ।--Minister of Welfare CHAT০৩:০১, ২০ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

You are welcome. Ibrahim Husain Meraj (আলাপ) ০৩:০৪, ২০ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

বহুমূত্র নিবন্ধ প্রসঙ্গে[সম্পাদনা]

ভাইয়া, একটু এই নিবন্ধটি দেখুন। সমস্যা মনে হচ্ছে। (আমার এই বিষয়ে পরিষ্কার ধারণা না থাকায় সম্পাদনা করলাম না)--Sayom Shakib (আলাপ) ১২:৪৩, ২১ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সাকিব ভাই, ঠিক করেছি, বহুমূত্র রোগ নামে আরেকটি নিবন্ধই আছে, সেটাতে পুনঃনির্দেশ করে দিয়েছি। Ibrahim Husain Meraj (আলাপ) ১৬:৪৭, ২১ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ মেরাজ ভাইয়া। --Sayom Shakib (আলাপ) ১৭:০০, ২১ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য প্রয়োজন[সম্পাদনা]

আচ্ছা ভাইয়া, আমি যদি চাই অ্যান্টি ডাইইউরেটিক হরমোন পাতাটি এডিএইচ এবং ADH এর জন্য পুনঃনির্দেশিত হোক তাহলে নতুন করে এডিএইচADH পাতা শুরু করে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন Redirect করা ছাড়াও কি অন্য কোন উপায় আছে? আর আপনার পূর্বের Thanks এর welcome টা দিয়ে দিলাম! :D --Sayom Shakib (আলাপ) ১০:৩৫, ২২ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

এই বিষয়ের নিবন্ধ পূর্বেই ভ্যাসোপ্রেসিন নামে তৈরি করা আছে, এখন আপনি শুধু উপরের লিঙ্কগুলো পুনঃনির্দেশ করলেই হবে। আর এই নিবন্ধটি আরোও সম্প্রসারণ করা কিন্তু দরকার। Ibrahim Husain Meraj (আলাপ) ১০:৪৮, ২২ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
Opsss... :( একমত পুনঃনির্দেশিত হল --Sayom Shakib (আলাপ) ১১:০২, ২২ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আপসারণের কারণ ?[সম্পাদনা]

আমার পাতাটি অপসারণ করেছেন কেন ?

(Pritom (আলাপ) ০৯:৪২, ২৬ মার্চ ২০১৫ (ইউটিসি))[উত্তর দিন]

ভাইয়া , আমার নিজের ফেসবুক একাউন্টে যে ফটো আছে তা উইকিপিডিয়াতে ব্যবহার অর্থাৎ আপলোড করতে চাইলে কি করতে হবে ? একটু জানাবেন প্লিজ | -- Shahadat.natore6400 (আলাপ) ০৪:২৯, ৩০ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপ্রকল্প ইসলামে আপনাকে আমন্ত্রণ![সম্পাদনা]

উইকিপ্রকল্প ইসলামে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটি ইসলামমুসলমানদের সাথে সম্পর্কিত নিবন্ধসমূহের মানোন্নয়ন ও সংস্কারের জন্য উৎসর্গীকৃত একটি প্রকল্প।

বর্তমানে আমরা এ প্রকল্পের উন্নতিকল্পে কাজ করছি; আপনিও আমাদের সাথে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে ইসলামী নিবন্ধগুলিকে মানসম্মত পর্যায়ে আনতে সাহায্য করতে পারেন। ধন্যবাদ আপনাকে; আপনার উইকি সম্পাদনা শুভ হোক।

ইসলাম প্রবেশদ্বার মাসুম (আলাপ)

১৩:২১, ২৬ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

Creating new page[সম্পাদনা]

School-er ekti pata toiri korte chai. Kivabe shuru korbo bujhte parchian. Please help me.

ধ্যনবাদ[সম্পাদনা]

টুলটির লিঙ্ক দেয়ার জন্য ধ্যনবাদ মেরাজ ভাই :) --masum (আলাপ) ১১:৪৭, ৬ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন পেজ করার রুল[সম্পাদনা]

প্লিজ ভাই সরাসরি নতুন পেজ তৈরী করার লিংক দিলে উপকৃত হবো। মোঃ নাজমুল ইসলাম (আলাপ) ১৫:৪৫, ৮ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

টেবিল[সম্পাদনা]

প্রিয় Ibrahim Husain Meraj, কিভাবে টেবিল অথবা ছক করতে হয়? নমুনার জন্য ১টি ছবির URL সাথে দিলাম ।

https://commons.wikimedia.org/wiki/File:%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2.JPG

ধন্যবাদ --মোমিনুর রশিদ (আলাপ) ১৩:৩৬, ১৭ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আমি আমার নিজের পাতা কিভাবে লিখব?[সম্পাদনা]

আমার নিজের পাতায় আমার তথ্যসমূহ লিখতে চাই। কিভাবে লিখব প্লিজ জানাবেন। Imrul009 (আলাপ) ১২:০৪, ২৬ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

শৃঙ্গার[সম্পাদনা]

যোনীতে লিঙ্গ প্রবিষ্টকরণের পূর্বে কামোদ্দীপক কার্যকলাপকে বলা হয় শৃঙ্গার। আলিঙ্গন, চুম্বন, অঙ্গমর্দন, লেহন, দংশন প্রভৃতি স্বাভাবিক শৃঙ্গার হিসেবে পরিগণিত। বাৎসায়নের কামসূত্রে ৬৪টি কলার কথা উল্লিখিত আছে যা শৃঙ্গারের অন্তর্ভূত। এছাড়া মুখমৈথুন বা মুখে শিশ্ন প্রবিষ্টকরণ, যোনী বা পায়ুপথে আঙ্গুলি চালনা ইত্যাদিও শৃঙ্গারের অন্তর্ভূত। এখানে শেষ লাইনটা কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে , মুখমৈথুন বা মুখে শিশ্ন প্রবিষ্টকরণ, যোনী বা পায়ুপথে আঙ্গুলি চালনা এগুলো অস্বাভাবিক যৌন আচরণ কিনা এই বিষয়ে গবেষণা করা দরকার , পশ্চিমা রাষ্ট্রগুলোতে স্বাভাবিক হতে পারে, তবে আমাদের বাংলাদেশ এবং ভারতে এগুলো দম্পতিরা করে থাকেন কিনা সেটি বের করতে হবে ।Farzana zardari (আলাপ) ০৯:৫৯, ৫ জুলাই ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য চাই[সম্পাদনা]

ভাইয়া, আমার প্রণীত নিবন্ধগুলো দেখার জন্য আমি আমার অবদান > প্রণীত নিবন্ধে - ক্লিক করেছি কিন্তু দেখতে পারছি না | এটা কেন কাজ করছে না ? Shahadat.natore6400 (আলাপ) ১১:৩৯, ২৬ জুলাই ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার সমস্যার সঠিক সমাধান না জানায় আমি দুঃখিত, কিন্তু এখানে আপনার বাংলা ও ইংরেজি পাতা (closed wiki) দেখাচ্ছে। এই কারণেও হতে পারে। যাই হোক, আরোও জানতে চাইলে আপনি আফতাব বা নাহিদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। Ibrahim Husain Meraj (আলাপ) ০৫:০১, ২৭ জুলাই ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

অভ্যর্থনা কমিটি[সম্পাদনা]

ভাইয়া, আমি যদি অভ্যর্থনা কমিটিতে যোগ দিই তবে কিভাবে বুঝব কে কে নতুন নিবন্ধিত হয়েছে? কিভাবে তাদের খুজব? Shahadat.natore6400 (আলাপ) ০১:৩২, ২৮ জুলাই ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

এখানে নতুন নিবন্ধিতদের তালিকা রয়েছে। Ibrahim Husain Meraj (আলাপ) ০১:৪৩, ৩০ জুলাই ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ইটালিক ফ্রন্ট[সম্পাদনা]

ভাইয়া, শুভেচ্ছা নিবেন | আমি একটি সমস্যায় পড়েছি, তা হল আমি কোন লেখাকে ইটালিক অর্থাৎ বাঁকা করে প্রদর্শন করতে পারছি না | এক্ষেত্রে আমি কি কোড ব্যবহার করব? -- Shahadat.natore6400 (আলাপ) ০৩:১৭, ১৮ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

@Shahadat.natore6400: লেখাকে বাঁকা করে প্রদর্শন করতে লেখার আগে পরে দুটি ঊর্ধকমা ('') দিতে হবে। উদা: ''আমি'' ফলাফল → আমি। সম্পাদনার জন্য আরো কিছু প্রয়োজনীয় কোড উইকিপিডিয়া:কীভাবে একটি পৃষ্ঠা সম্পাদনা করবেন পাতায় পাবেন। --আফতাব (আলাপ) ১৪:১৮, ১৮ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
শাহাদাত ভাই, আপনি এভাবে (''এভাবে'') দুইটি করে ইনভার্টেড কমা দিয়ে যে কোনো লেখা ইটালিক করতে পারবেন, তাছাড়া আপনি এই লিঙ্ক থেকে উইকিএড-এ টিক চিহ্ন দিয়ে সংরক্ষণ করে আরোও সহজে সম্পাদনা করতে পারবেন। Ibrahim Husain Meraj (আলাপ) ১৪:২৫, ১৮ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য প্রয়োজন[সম্পাদনা]

ভাইয়া আমি 50px আপডেট আপলোড করেছি কিন্তু নিবন্ধে আপডেট দেওয়া চিত্রটি নিবন্ধে প্রদশন করছে না | সাহায্য করুন Shahadat.natore6400 (আলাপ) ০৭:৫৯, ৪ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই, আমি কেন কুমিল্লা জেলা পাতাটি সম্পাদন করতে পারছি না?

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৫:০১, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

উপল তালুকদার[সম্পাদনা]

উপল তালুকদারের নিবন্ধন বাতিল করার প্রস্তাব দিচ্ছেন কেন? জাহিদুল ইসলাম সবুজ ১৩:৪৯, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

বানান[সম্পাদনা]

সঠিক বানানের কথা বলে সব একই বানানে স্থানান্তর করবেন না। যে পলিটেকনিক প্রতিষ্ঠান যেভাবে বানান ব্যবহার করেছে সেভাবেই আমাদের রেখে দেয়া উচিত। --আফতাব (আলাপ) ১৬:০২, ২৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ঠিক আছে। তা দেখেই করবো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৬:১৭, ২৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]