ব্যবহারকারী আলাপ:Adib Khaled

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রিয় আদিব খালেদ, আসসালামু 'আলাইকুম। এ এম হারুন-অর-রশিদ-এর মতো উল্লেখযোগ্য ব্যক্তি সম্পর্কে আপনার নিবন্ধটির উদ্যোগ প্রশংসার দাবি রাখে। কিন্ত আপনি যেভাবে কপি পেস্ট করে লেখা যোগ করা শুরু করেছেন, তা উইকিপিডিয়ার নীতিবিরোধী। উইকিপিডিয়ায় শুধুমাত্র মুক্ত লেখা কপি-পেস্ট করা যায়, অন্যথায় উৎস থেকে মুখ্য বিষয়টি বা নির্যাসটি তথ্যসূত্রসহ যোগ করতে হয়। সাক্ষাৎকার, মন্তব্য ইত্যাদি বিষয়াদি বিশ্বকোষীয় নয়। কিভাবে ব্যক্তির জীবনী লেখা যায়, এব্যাপারে এই নিয়মগুলো দেখে নেবার অনুরোধ থাকলো। কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় জানাতে পারেন। কিন্তু দয়া করে নিয়ম ভঙ্গ করে সম্পাদনা করবেন না। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:২১, ২৬ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

সহজিয়া কথা[সম্পাদনা]

প্রিয় আদিব খালেদ, ঈদ মোবারক! আশা করি ভালো আছেন এবং ঈদ আপনার মঙ্গলময় কাটুক -এই প্রত্যাশা। সম্প্রতি মিথিলা, তাহসান নিবন্ধে আপনার কিছু সম্পাদনা গ্রহণযোগ্য নয় বা নিয়মবহির্ভূত। কোনো নিবন্ধে রক্ষণাবেক্ষণ ট্যাগ সাঁটা হয় উইকিপিডিয়ার নিয়মানুযায়ী এবং সেই ট্যাগের উদ্দেশ্য যতক্ষণনা সফল হচ্ছে, ততক্ষণ সেই অপসারণ নিয়মবিরুদ্ধ কাজ। তাও আবার নিজের নিবন্ধ থেকে নিজে সেই ট্যাগ অপসারণ করা যায় না, ট্যাগের শর্ত পূরণ হলে অন্য একজন ব্যবহারকারী তা অপসারণ করে নিবেন। তাছাড়া মুহম্মদ জাফর ইকবাল নিবন্ধে আপনি যেভাবে তথ্য যোগ করছেন, তা আসলে গ্রহণযোগ্য নয়। তথ্যকে বদলে দিতে হলে চাই তথ্যসূত্রসহ সঠিকতর তথ্য। দয়া করে আগের কোনো তথ্য বদলে দিতে অবশ্যই তথ্যসূত্র বা রেফারেন্সসহ তথ্য দিয়েই তা প্রতিস্থাপন করুন। তাহলে তা প্রশ্নের উর্ধ্বে রাখবে আপনার সম্পাদনাকে আর মান বৃদ্ধি করবে ঐ নিবন্ধের। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:২৮, ৬ নভেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় খালেদ, খুব সুন্দর কাজ হয়েছে তাহসান নিবন্ধে। আরেকটু পরিশ্রম করলে কাজটা পূর্ণতা পাবে। :) ধরা যাক, প্রথম আলো'র তথ্যসূত্রের লিংকটা কিভাবে দেয়া যায় একটু উদাহরণ দিই:

<ref>''[http://archive.prothom-alo.com/detail/date/2011-09-29/news/189547 গান আর অভিনয়ের যুগলবন্দী]'', মেহেদী মাসুদ; আনন্দ, দৈনিক প্রথম আলো, ঢাকা থেকে প্রকাশিত; ২৯ সেপ্টেম্বর ২০১১ খ্রিস্টাব্দ; পৃষ্ঠা ২৫; সংগ্রহের তারিখ: ৯ নভেম্বর ২০১১ খ্রিস্টাব্দ।</ref>

তাহলে এখানে তথ্যসূত্র অংশে পুরো তথ্যসূত্রটার একটা পরিষ্কার রূপ ফুটে উঠবে, যেখানে সব রকম প্রয়োজনীয় তথ্য দেখা যাবে কোনো লিংক ব্রাউজ না করেই, এভাবে:
_____________________
তথ্যসূত্র
1. গান আর অভিনয়ের যুগলবন্দী, মেহেদী মাসুদ; আনন্দ, দৈনিক প্রথম আলো, ঢাকা থেকে প্রকাশিত; ২৯ সেপ্টেম্বর ২০১১ খ্রিস্টাব্দ; পৃষ্ঠা ২৫; সংগ্রহের তারিখ: ৯ নভেম্বর ২০১১ খ্রিস্টাব্দ।
খুব সুন্দর কাজ হচ্ছে। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৭:০৬, ৯ নভেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]


আপনাকে বারবার বিরক্ত করি। আপনার সুবিধার জন্য অসম্পূর্ণ নিবন্ধের বিচারধারা শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। ভালো থাকুন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:২৯, ৯ নভেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

অনুগ্রহ করে এভাবে নিবন্ধে তথ্যযোগ করবেন না। আপনি ব্যক্তির নাম উল্লেখ করে পাশে ref ট্যাগ দিয়ে তথ্যসূত্রটি বিস্তারিত লিখুন। এভাবে বাইরের পাতায় উইকিফাই করার মাধ্যমে ভালো নিবন্ধে তথ্যসূত্র দেয়া হয় না। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:৩৭, ১৯ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

দেবেন্দ্র মোহন বসু মেশিন ট্র্যান্সলেশন[সম্পাদনা]

প্রিয় আদিব খালেদ, আপনার শুরুকৃত দেবেন্দ্র মোহন বসু নিবন্ধটি ভালো হয়েছে, তবে আপনি নিজেও জানেন নিবন্ধটির আরো উন্নয়ন করা প্রয়োজন। লক্ষ করলে দেখবেন, নিবন্ধের তথ্যসূত্রগুলো মেশিন ঠিকমতো অনুবাদ করে দেয়নি। তাই দয়া করে মূল নিবন্ধ থেকে আপনি যথাযথ তথ্যসূত্রগুলো স্থানমতো যোগ করুন। যেহেতু নিবন্ধটি এখনও raw অবস্থায় আছে, এবং আপনি এটিতে আরো কাজ করতে আগ্রহী, তাই এজাতীয় নিবন্ধ সম্পাদনায় আপনি নিবন্ধের একেবারে উপরে {{কাজ চলছে}} ট্যাগটি লাগিয়ে নিয়ে কাজ করতে পারেন। যখন আপনার মতে নিবন্ধটি মানসম্পন্ন অবস্থায় চলে এলো কিংবা আপনি মনে করলেন আপনার পক্ষ থেকে কাজ শেষ, তখন ট্যাগটি তুলে নিলেন। ব্যস। তাহলে এর অন্তর্বর্তিকালীন সময়ে নিবন্ধের বেহাল দশা দেখে কেউ ট্যাগ সেঁটে আপনাকে অযথা বিরক্ত করবেন না।
আপনার ব্যবহারকারী পাতায় আপনার সম্পর্কে পরিচিতিমূলক তথ্য যোগ করুন, তাহলে অন্যান্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবেন। আপনার কাজ সুন্দর হচ্ছে, এবং আরো ভালো কাজ আপনি দিবেন -এমনটা আশা আমরা করতেই পারি। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:৩৫, ২২ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

দেবেন্দ্র মোহন বসু নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এর অনুবাদ গ্রহণযোগ্য নয়। ধারণা করা হচ্ছে নিবন্ধের অনুবাদটি অসম্পূর্ণ বা আড়ষ্ট, যা বিষয়বস্তুর মানসম্পন্ন বোধগম্যতা নিশ্চিত করেনি। অনুগ্রহপূর্বক এর অনুবাদের মান উন্নয়ন করে, বোধগম্যতা নিশ্চিত করুন। অন্যথায় এই ট্যাগ লাগানোর সাত দিন পর এই পাতাটি অপসারণ করা হবে।

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার নীতি অনুসারে নয়। অনুগ্রহ করে উইকিপিডিয়ার নিবন্ধের জন্য প্রণীত সাধারণভাবে গ্রহণযোগ্য নীতিমালাটি দেখুন, এবং আপনি চাইলে আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের প্রতি আপত্তি জানাতে পারেন। সেই সাথে ব্যাখ্যা করুন কেনো আপনি বিশ্বাস করেন যে, এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{আপত্তি}} ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনার যুক্তি প্রদান করার অনুরোধ করা হচ্ছে। তবে অনুগ্রহ করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ্য করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যাক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়া অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি নির্বিঘ্নে আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন।— তানভিরআলাপ১৩:০৩, ২৪ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

ওরাকল কর্পোরেশন নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। অন্যথায় ট্যাগ লাগানোর দশ দিন পর এই পাতাটি অপসারণ বা একীকরণ করা হবে।

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার নীতি অনুসারে নয়। অনুগ্রহ করে উইকিপিডিয়ার নিবন্ধের জন্য প্রণীত সাধারণভাবে গ্রহণযোগ্য নীতিমালাটি দেখুন, এবং আপনি চাইলে আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের প্রতি আপত্তি জানাতে পারেন। সেই সাথে ব্যাখ্যা করুন কেন আপনি বিশ্বাস করেন যে, এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{আপত্তি}} ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনার যুক্তি প্রদান করার অনুরোধ করা হচ্ছে। তবে অনুগ্রহ করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন।— তানভিরআলাপ১৩:০৩, ২৪ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

কম্প্যাক দ্রুত অপসারণ[সম্পাদনা]

কম্প্যাক নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। অন্যথায় ট্যাগ লাগানোর দশ দিন পর এই পাতাটি অপসারণ বা একীকরণ করা হবে।

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার নীতি অনুসারে নয়। অনুগ্রহ করে উইকিপিডিয়ার নিবন্ধের জন্য প্রণীত সাধারণভাবে গ্রহণযোগ্য নীতিমালাটি দেখুন, এবং আপনি চাইলে আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের প্রতি আপত্তি জানাতে পারেন। সেই সাথে ব্যাখ্যা করুন কেন আপনি বিশ্বাস করেন যে, এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{আপত্তি}} ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনার যুক্তি প্রদান করার অনুরোধ করা হচ্ছে। তবে অনুগ্রহ করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন।— তানভিরআলাপ১৫:০৯, ২৪ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

সিসকো সিস্টেমস নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। অন্যথায় ট্যাগ লাগানোর দশ দিন পর এই পাতাটি অপসারণ বা একীকরণ করা হবে।

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার নীতি অনুসারে নয়। অনুগ্রহ করে উইকিপিডিয়ার নিবন্ধের জন্য প্রণীত সাধারণভাবে গ্রহণযোগ্য নীতিমালাটি দেখুন, এবং আপনি চাইলে আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের প্রতি আপত্তি জানাতে পারেন। সেই সাথে ব্যাখ্যা করুন কেন আপনি বিশ্বাস করেন যে, এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{আপত্তি}} ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনার যুক্তি প্রদান করার অনুরোধ করা হচ্ছে। তবে অনুগ্রহ করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন।— তানভিরআলাপ১৫:০৯, ২৪ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিন্সটন বিশ্ববিদ্যালয় নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। অন্যথায় ট্যাগ লাগানোর দশ দিন পর এই পাতাটি অপসারণ বা একীকরণ করা হবে।

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার নীতি অনুসারে নয়। অনুগ্রহ করে উইকিপিডিয়ার নিবন্ধের জন্য প্রণীত সাধারণভাবে গ্রহণযোগ্য নীতিমালাটি দেখুন, এবং আপনি চাইলে আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের প্রতি আপত্তি জানাতে পারেন। সেই সাথে ব্যাখ্যা করুন কেন আপনি বিশ্বাস করেন যে, এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{আপত্তি}} ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনার যুক্তি প্রদান করার অনুরোধ করা হচ্ছে। তবে অনুগ্রহ করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন।— তানভিরআলাপ১৫:০৯, ২৪ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। অন্যথায় ট্যাগ লাগানোর দশ দিন পর এই পাতাটি অপসারণ বা একীকরণ করা হবে।

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার নীতি অনুসারে নয়। অনুগ্রহ করে উইকিপিডিয়ার নিবন্ধের জন্য প্রণীত সাধারণভাবে গ্রহণযোগ্য নীতিমালাটি দেখুন, এবং আপনি চাইলে আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের প্রতি আপত্তি জানাতে পারেন। সেই সাথে ব্যাখ্যা করুন কেন আপনি বিশ্বাস করেন যে, এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{আপত্তি}} ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনার যুক্তি প্রদান করার অনুরোধ করা হচ্ছে। তবে অনুগ্রহ করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন।— তানভিরআলাপ১৫:০৯, ২৪ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

শুভেচ্ছাসহ পরামর্শ[সম্পাদনা]

প্রিয় আদিব খালেদ, আশা করি ভালো আছেন। আপনার কাজগুলো অনেক উন্নত হয়েছে, আশা করি আরো উন্নত হবে আপনার ভবিষ্যত সম্পাদনাগুলো। সম্প্রতি আপনি বিভিন্ন নিবন্ধে তথ্যছক যোগ করে চলেছেন। একটু কষ্ট করে ওগুলোকে যদি বাংলা করে দিতেন, তবে আর কাজ থাকতো না। আপনি লক্ষ করবেন দীর্ঘদিন থেকে ইয়াহিয়া ভাই বিভিন্ন নিবন্ধে টেমপ্লেট, তথ্যছক, আন্তঃউইকি সংযোগ ইত্যাদিতে কাজ করে আসছেন, এবং তিনি যখন সেখানে কাজ করেন অধিকাংশ সময়ই তিনি তা সম্পূর্ণ করেন, ফলে বাকিরা নিশ্চিন্ত থাকেন যে, ইয়াহিয়া যখন ওখানে হাত দিয়েছে, তাহলে ওটা সম্পূর্ণই হয়েছে। আমরা আসলে ইংরেজি তথ্যছকই যদি এখানে রেখে দিই, তাহলে ইংরেজি উইকি'র সাথে আমাদের ফারাকটা কোথায় থাকলো? যেকেউই তো চাইলে ইংরেজি উইকিতে গিয়ে একই কথা দেখতে পারে... ঠিক না? তাই অনুরোধ থাকলো, তথ্যছকগুলোকে বাংলায় করে যোগ করার জন্য। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৪৬, ২৭ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

অনুগ্রহ করে ফোরাম থেকে তথ্যসূত্র দেয়া থেকে বিরত থাকুন। কেননা ব্লগ, ফোরাম, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ইত্যাদি কোনো নির্ভরযোগ্য, ও যাচাইযোগ্য তথ্যউৎস নয়। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:২৭, ২৮ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

File:তাহসান.jpg-এর উন্নততর উৎস নির্দেশের অনুরোধ[সম্পাদনা]

File:তাহসান.jpg আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি একটি উৎস দিয়েছেন, কিন্তু এর দ্বারা চিত্রটির কপিরাইট পরীক্ষা করা কষ্টসাধ্য কেননা উৎসটি অসম্পূর্ণ। অনুগ্রহ করে নিখুঁত উৎস দেবার বিষয়টি বিবেচনা করুন, যাতে সহজে কপিরাইট যাচাই করা যায়। এটা সবচেয়ে ভালো হয়, যদি শুধু উৎস ডোমেইন ঠিকানা অথবা ছবির ফাইলটির ইউআরএল না দিয়ে প্রকৃত ওয়েব পেজটার লিংক দেয়া যায়, যেখানে আপনি চিত্রটি পেয়েছেন। অনুগ্রহ করে ছবিটির বিবরণ বিস্তারিত তথ্য দিয়ে পূর্ণ করুন, যাতে অন্য আরেকজন অবদানকারী এর কপিরাইট অবস্থা সম্পর্কে সহজে নিশ্চিত হতে পারেন।

আপনি যদি আরো ফাইল আপলোড করে থাকেন, অনুগ্রহ করে যাচাই করুন যে, সেগুলোর উৎসও বিস্তারিত বিবৃত হয়েছে কিনা। আপনার আপলোডকৃত ফাইলগুলোর একটি তালিকা আপনি দেখতে পাবেন এখানে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অনুগ্রহ করে সেগুলো মিডিয়া কপিরাইট প্রশ্নাবলী পাতায় জিজ্ঞাসা করুন অথবা আমার আলাপ পাতায় বার্তা রাখুন। ধন্যবাদ।  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৫১, ১ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

চিত্র আপলোড সম্পর্কিত কিছু পরামর্শ[সম্পাদনা]

উইকিপিডিয়াতে চিত্র আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। এই বার্তাটি কেবলমাত্র আপনার জন্য সাহায্য ও নীতিবার্তা। সাবধানতার সাথে ছবি বা চিত্র আপলোড করুন। চিত্র বা কোনো মিডিয়া আপলোড করার আগে এটা নিশ্চিত হয়ে নিন যে, আপনি উইকিপিডিয়া ছবি ব্যবহারের নীতি ভালো করে পাঠ করেছেন ও সেগুলিকে অনুসরণ করছেন। দয়া করে জেনে রাখুন আপনি যে চিত্র বা মিডিয়াকে ইন্টারনেটে পাবেন তার স্বত্ব সংরক্ষিত বা কপিরাইটযুক্ত এবং তা উইকিপিডিয়ায় আপলোড করার উপযুক্ত নয়। তাই কপিরাইট সংরক্ষিত ছবি বা ওয়েবসাইট থেকে প্রাপ্ত কপিরাইটকৃত ছবি আপলোড করা থেকে বিরত থাকুন। আপনি যে চিত্র বা মিডিয়া আপলোড করতে চাইছেন তা কি মুক্ত (Free)? (যা আপনার ক্যামেরায় তোলা ও উইকিপিডিয়াতে মুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন বা ১০০ বছর আগের ছবি।) তবে দয়া করে উইকিমিডিয়া কমন্সে অ্যাকাউন্ট তৈরি করে অথবা লগইন করে চিত্রটিকে সেখানে আপলোড করার চেষ্টা করুন।

{{Information
|Description=
|Source=
|Date=
|Author=
|Permission=
|other_versions=
}}

উইকিপিডিয়াতে চিত্র আপলোড অবশ্যই উৎস ও সারাংশ এবং কপিরাইট ট্যাগ ড্রপ-ডাউন মেনু থেকে উল্লেখ করতে হবে। যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন, তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিকে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। সেগুলিকে যথাযথ ঠিক করুন। সারাংশ বর্ণনা দেবার জন্য আপনাকে পাশের সারাংশ ফর্মটি কপি পেস্ট করতে হবে আপলোডের সারাংশে। উইকিপিডিয়াতে বিভিন্ন প্রকারের সারাংশ ফর্ম আছে। এটি একটি আদর্শ সারাংশ ফর্ম। আপনি ফাইল আপলোড করার সময় ব্যবহার করার চেষ্টা করুন যেখানে...

  • Description আপনার ফাইলের যতোটা সম্ভব বিস্তারিত বর্ণনা দিন
  • Source উৎস হিসাবে ওয়েবলিঙ্ক দিন অথবা আপনার নিজের কাজ হলে লিখুন "নিজস্ব কাজ"
  • Date এই কাজে তৈরি অথবা প্রকাশের তারিখ দিন
  • Author এর প্রণেতার নাম দিন

উৎসবিহীন ও কপিরাইট ট্যাগবিহীন চিত্রগুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে (দ্রুত অপসারণ নীতিমালা মতে)। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পড়ে তবে ৪৮ ঘন্টার মধ্যে চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে, দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় বা আমার আলাপ পাতায় জানান। আপনাকে আবারো ধন্যবাদ।


জয়ন্ত (আলাপ | অবদান) ০৯:১০, ১৫ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

নানা জায়গা থেকে ছবি ও লেখা চুরি করে উইকিতে ডাম্প করার দায়ে আপনাকে অসীম সময়ের জন্য ব্লক করা হলো। সর্বশেষ সংযোজন হলো এই ছবিটিবহু জায়গাতে এই ছবিটি আছে, অথচ আপনি নিজেই এই ছবির ফটোগ্রাফার বলে দাবি করছেন। এহেন কাজ আগেও বাংলা ও ইংরেজি উইকি দুইখানেই আপনি করেছেন। --রাগিব (আলাপ | অবদান) ০৯:২৩, ১৯ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ডঃ আতাউল করিমের এই ছবিটি আদৌ আপনার তোলা নয়, অথচ তার পরেও আপনি নিজে এই ছবির ফটোগ্রাফার সেজে মিথ্যা দাবি করেছেন। আপনার আপলোড করা সব ছবিই নানা জায়গা থেকে চুরি করা বলে আমার সন্দেহ হচ্ছে। --রাগিব (আলাপ | অবদান) ০৯:২৫, ১৯ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

রাগিব (আলাপ | অবদান) উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য উইকিপিডিয়াতে সম্পাদনা ও নতুন নিবন্ধ লেখা শুরু করেছিলাম। ছবিগুলো অবশ্যই আমার তোলা নয়, আমি সেটা স্বীকার করছি। কিন্তু ছবির লাইসেন্স কেমন হবে, ফর্ম কীভাবে পূরণ করতে হবে, সেটা আমার জানা নেই। তাই আমার তোলা বলে চালিয়ে দিয়েছি।Adib Khaled (আলাপ) ০৫:৪৬, ২০ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]


রাগিব (আলাপ | অবদান) আশা করি আমাকে আরেকবার সুযোগ দিবেন। আমার ব্লকটা শুধুমাত্র আরেকবার বিবেচনা করে দেখুন।User:Adib Khaled (আলাপ | অবদান)

আপনি যদি আরও অবদান রাখতে চান, আপনার এই বাধাদান তুলে নিতে {{unblock|reason=''এখানে কারণ ''}} সহ আপনার আবেদন জানাতে পারেন। বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় আলোচনার ভিত্তিতে আপনার এই বাধাদান তুলে নিতেও পারে। ----জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:১৫, ২০ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
এই ব্যবহারকারীর বাধা অপসারণের অনুরোধ অপেক্ষমাণ রয়েছে কারণ, পর্যালোচনাকারী প্রশাসক বাধাদানকারী প্রশাসকের মন্তব্যের অপেক্ষায় রয়েছেন

Adib Khaled (block logactive blocksglobal blocksautoblockscontribsdeleted contribsabuse filter logcreation logchange block settingsunblock)


বাধাপ্রদানকারী প্রশাসক: Ragib (আলাপ)

পর্যালোচনাকারী প্রশাসক: --জয়ন্ত (আলাপ - অবদান) ০৯:০৭, ৯ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

অনুরোধের কারণ:

আমি উইকিপিডিয়ায় নিবন্ধ সম্পাদনা এবং ছবি আপলোডের ক্ষেত্রে ক্ষেত্রে আরো সতর্ক হব। আশা করি আমাকে আনব্লক করা হবে।

নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পে আপনার মতামত প্রয়োজন[সম্পাদনা]

প্রিয় অবদানকারী,

বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী বৃদ্ধি ও নতুন ব্যবহারকারীদের জন্য সম্পাদনার পরিবেশ উন্নয়নের উদ্দেশ্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্প সফল করতে আপনার মতামত প্রয়োজন। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারী তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের মতামতের প্রেক্ষিতে আমরা একটি সারকথায় উপনীত হয়েছি, যা এখানে পাওয়া যাবে

সেই সাথে সুনিশ্চিতভাবে কতোগুলো বিষয় নির্ধারণ করার উদ্দেশ্যে আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। অনুগ্রহ করে এই আইডিয়াগুলোর ওপর আপনার মতামত প্রদানসহ ঐ পাতায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করে আমাদের এই প্রকল্পটি এগিয়ে নিতে সহায়তা করুন। বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় অবদানকারী হিসেবে আপনার মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই সাথে এই প্রকল্প সম্পর্কিত যে-কোনো জিজ্ঞাসায় নিঃসঙ্কোচে আমার আলাপ পাতায় বার্তা রাখুন। এছাড়াও tanvir@wikimedia.org ঠিকানায় আমাকে ই-মেইলও করতে পারেন। আপনাদের সবার অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হোক ও দ্রুত গতিতে এগিয়ে যাক! — তানভির রহমানআলাপ১০:২৯, ৩ জুন ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় Adib Khaled,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় Adib Khaled,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]