উইকিপিডিয়া আলোচনা:কেন একটি অ্যাকাউন্ট তৈরি করবেন?

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মূল ইংরেজি থেকে আনুবাদ-এর একটি চেষ্টা মাত্র, ভুল ত্রুটি ঠিক করতে সম্পাদনা করুন।

আপনার অ্যাকাউন্ট কোথায়? :-) --অর্ণব (আলাপ | অবদান) ০৪:৫২, ১৭ এপ্রিল ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
আমি আসলে খুজছিলাম কেন এখানে একাউন্ট খুলব। সুবিধা কি, আর অসুবিধাই বা কি।এখনো ভালো কোন কারণ পাই নি :) । লিঙ্ক টা খালি দেখে ভাবলাম আগে চেষ্টা করেই দেখি। --41.207.125.155 ১০:৩৮, ১৮ এপ্রিল ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
এটা কোন কথা হল? আপনি উইকিপিডিয়ার প্রশাসন সংক্রান্ত পাতা লিখছেন, তাও আবার অ্যাকাউন্ট খোলা বা না খোলার উপর, আর আপনার নিজেরই কোন অ্যাকাউন্ট নেই? অ্যাকাউন্ট খোলার কোন বিশেষ সুবিধা বা অসুবিধা নেই। আপনার অবদানগুলি আপনার ব্যবহারকারী নামের অধীনে লগ হবে (সেটা ছদ্ম বা আসল নাম যেকোনটা হতে পারে), এই আর কি। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:৫৩, ২০ এপ্রিল ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

একত্রিকরণ[সম্পাদনা]

উইকিপিডিয়া:কেন অ্যকাউন্ট তৈরি করবেন? এই নামে একটি পাতা রয়েছে, যা একই বিষয়বস্তু সম্পর্কিত। যেকোনো একটি পাতা মুছে ফেলা যায় ও দু'টি পাতা একত্রীত করা যায়।--তানভির (আলাপ | অবদান) ১৬:৩১, ৩ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]