সাইফউদ্দিন হামজা শাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাইফউদ্দিন হামজা শাহ (শাসনকাল ১৪১০-১৪১২ খ্রিষ্টাব্দ) ছিলেন বাংলার প্রথম ইলিয়াস শাহি রাজবংশের চতুর্থ সুলতান। তার পিতা সুলতান গিয়াসউদ্দিন আজম শাহর মৃত্যুর পর তিনি ক্ষমতালাভ করেন এবং সুলতানুস সালাতিন উপাধি ধারণ করেন।[১]

ইতিহাস[সম্পাদনা]

হামজা শাহর রাজত্বকালে বাংলায় গৃহযুদ্ধ দেখা দেয়। ১৪১২ সালে তিনি তার দাস শিহাবউদ্দিন কর্তৃক নিহত হন।

আরও দেখুন[সম্পাদনা]

পূর্বসূরী
গিয়াসউদ্দিন আজম শাহ
বাংলার সুলতান
১৪১০–১৪১২
উত্তরসূরী
শিহাবউদ্দিন বায়েজিদ শাহ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সাইফুদ্দীন হামজাহ শাহ"বাংলাপিডিয়া। ২০১৭-০৯-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৯