জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া বনানী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(জামিআ মুহাম্মাদিয়া ইসলামিয়া থেকে পুনর্নির্দেশিত)
জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া বনানী
ধরনকওমি মাদ্রাসা
স্থাপিত১৯৯৪ ইং
মূল প্রতিষ্ঠান
দারুল উলুম দেওবন্দ
অধিভুক্তিআল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
আচার্যমুহাম্মদ নোমান
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৩০ (২০১৪)
শিক্ষার্থী৭০০ (২০১৪)
অবস্থান
বিটিসিএল কলোনী, বনানী, ঢাকা
শিক্ষাঙ্গনশহর

জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া বনানী ঢাকার বনানীস্থ বিটিসিএল কলোনীর স্যাটেলাইট অফিস সংলগ্ন এলাকায় অবস্থিত একটি কওমি মাদ্রাসা। ১৯৯৪ সালে উক্ত স্যাটেলাইট প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার প্রচেষ্টায় এটি প্রতিষ্ঠা লাভ করে। ২০১৪ সালে এই মাদ্রাসার ছাত্র সংখ্যা ছিল ৭০০ ও শিক্ষক ৩০ জন। আজিজুল হক জীবদ্দশায় এখানে নিয়মিত সহীহ বুখারীর পাঠদান করতেন। মাদ্রাসাটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত। মাদ্রাসার বর্তমান মহাপরিচালক মুহাম্মদ নোমান।

মাদ্রাসার প্রকল্প সমূহ[সম্পাদনা]

শিক্ষা প্রকল্প

এ প্রকল্পে বর্তমানে তিনটি বিভাগ রয়েছে:[১]

  1. মক্তব বিভাগ
  2. হিফজ বিভাগ
  3. কিতাব বিভাগ
সেবা প্রকল্প

এ প্রকল্পের কয়েকটি বিভাগ রয়েছে:

  1. ফতওয়া বিভাগ
  2. গণপ্রশিক্ষণ বিভাগ
  3. দাওয়াত ও তবলিগ বিভাগ
  4. আর্তমানবতার সেবা বিভাগ
জামিয়ার পরিকল্পনাসমূহ
  1. তাখাসসুসাত ফিল হাদিস
  2. তাখাসসুসাত ফিল ফিকহ

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. আলম, মো. মোরশেদ (২০১৪)। হাদীস শাস্ত্র চর্চায় বাংলাদেশের মুহাদ্দিসগণের অবদান (১৯৭১-২০১২)বাংলাদেশ: ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ২২২।