উন্মাদ (রম্য পত্রিকা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উন্মাদ
সম্পাদকআহসান হাবীব
বিভাগরম্য পত্রিকা
প্রকাশনা সময়-দূরত্বমাসিক
সংবহন১০,০০০-১২,০০০
প্রতিষ্ঠাতাইশতিয়াক হোসেন, কাজী খালীদ আশরাফ
প্রথম প্রকাশনভেম্বর ১৯৭৮; ৪৫ বছর আগে (1978-11)
কোম্পানিরম্য পত্রিকা
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ওসিএলসি নম্বর948759641

উন্মাদ বাংলাদেশে প্রকাশিত একটি মাসিক রম্য পত্রিকা। উন্মাদ পত্রিকার সম্পাদককে উন্মাদক নামে অভিহিত করা হয়। বাংলাদেশে প্রকাশিত অদ্যাবধি টিকে থাকা রম্য পত্রিকাগুলোর মধ্যে এটিই সর্বপ্রাচীন। উন্মাদের প্রথম সংখ্যাটি প্রকাশিত হয় ১৯৭৮ সালের মে মাসে।[১] ২ টাকা দামের ৬৪ পৃষ্ঠার ছিল কার্টুন পত্রিকাটির প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটি বের হয় ঠিক তিন মাস পর। যাদের প্রচেষ্টায় উন্মাদের জন্ম, তাঁরা হলেন ইশতিয়াক হোসেন, কাজী খালিদ আশরাফ এবং সাইফুল হক। এর বর্তমান উন্মাদক জনপ্রিয় কার্টুনিস্ট আহসান হাবীব

ঢাকার দৃক গ্যালারিতে বিজয়ী কার্টুনিস্টদের সাথে উন্মাদের ৪০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে উন্মাদ দলের সদস্যরা

উন্মাদ বর্তমানে কার্টুন পত্রিকার পাশাপাশি বিভিন্ন কার্টুন ভিত্তিক উপজাতও তৈরি করছে। বুটিক হাউজ় RGB'র সহায়তায় উন্মাদ কার্টুন টি-শার্ট ও বইমেলা ভিত্তিক কার্টুন স্টিকার ও পোস্টারের প্রচলনও উন্মাদই বাংলাদেশে প্রথম শুরু করে। বর্তমানে এই ৪০ বছর বয়সী কার্টুন পত্রিকাটি বাংলাদেশের নবীন প্রবীণ কার্টুনিস্টদের একত্রিত করবার লক্ষ্যে 'বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন' গঠন করেছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "উন্মাদের ৩০ বছর"। বিডিনিউজ২৪.কম। ২০১৩-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-২৫