২০২২–২৩ ভারত পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২–২৩ ভারত পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফর
 
  বাংলাদেশ ভারত
তারিখ ৪ ডিসেম্বর ২০২২ – ২৬ ডিসেম্বর ২০২২
অধিনায়ক সাকিব আল হাসান (টেস্ট)
লিটন কুমার দাস (ওডিআই)
লোকেশ রাহুল (টেস্ট)
রোহিত শর্মা (ওডিআই)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে ভারত ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান জাকির হাসান (১৮৬) চেতেশ্বর পুজারা (২২২)
সর্বাধিক উইকেট মেহেদী হাসান মিরাজ (১১) কুলদীপ যাদব (৯)
অক্ষর প্যাটেল (৯)
সিরিজ সেরা খেলোয়াড় চেতেশ্বর পুজারা (ভারত)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান মেহেদী হাসান মিরাজ (১৪১) ইশান কিশন (২১০)
সর্বাধিক উইকেট সাকিব আল হাসান (৯)
এবাদত হোসেন (৯)
ওয়াশিংটন সুন্দর (৬)
মোহাম্মদ সিরাজ (৬)
সিরিজ সেরা খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)

ভারত পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের ডিসেম্বর মাসে দুটি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফর করে।[১][২] টেস্ট সিরিজটি ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[৩] ২০২২ সালের অক্টোবর মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।[৪]

ওডিআই সিরিজে বাংলাদেশ ২–১ ব্যবধানে জয়ী হয়।[৫] টেস্ট সিরিজে ভারত ২–০ ব্যবধানে জয়লাভ করে।[৬][৭]

দলীয় সদস্য[সম্পাদনা]

 বাংলাদেশ  ভারত
টেস্ট[৮] ওডিআই[৯] টেস্ট[১০] ওডিআই[১১]

সিরিজ শুরুর আগে ভারতের ওডিআই দল থেকে রবীন্দ্র জাদেজা ও যশ দয়াল ছিটকে গেলে তাঁদের বদলি হিসেবে শাহবাজ আহমেদ ও কুলদীপ সেনকে দলে নেয়া হয়।[১২] সিরিজ শুরুর আগে তাসকিন আহমেদ চোট পাওয়ায় শরিফুল ইসলামকে বাংলাদেশের ওডিআই দলে যোগ করা হয়।[১৩] ২০২২ সালের ১ ডিসেম্বর তামিম ইকবাল চোটের কারণে বাংলাদেশের ওডিআই দল থেকে ছিটকে যান।[১৪] তাঁর পরিবর্তে লিটন কুমার দাসকে বাংলাদেশের ওডিআই দলের অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়।[১৫] ১ম ওডিআই ম্যাচের আগের দিন মোহাম্মদ শামি চোট পেয়ে ভারতের ওডিআই দল থেকে ছিটকে যান।[১৬] তাঁর বদলি হিসেবে উমরান মালিককে দলে নেয়া হয়।[১৭] ২০২২ সালের ৪ ডিসেম্বর ঋষভ পন্তকে ভারতের ওডিআই দল থেকে অব্যাহতি দেয়া হয়।[১৮] ৩য় ওডিআই ম্যাচের আগে ভারতের ওডিআই দলে কুলদীপ যাদবকে যোগ করা হয়।[১৯] ২০২২ সালের ৯ ডিসেম্বর অভিমন্যু ঈশ্বরনকে ভারতের টেস্ট দলে যোগ করা হয়।[২০] মোহাম্মদ শামি টেস্ট সিরিজেও খেলতে অসমর্থ বলে গণ্য হওয়ায় তাঁর পরিবর্তে ভারতের টেস্ট দলে জয়দেব উনাদকটকে নেয়া হয়।[২১] রবীন্দ্র জাদেজাও পরবর্তীতে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলে নবদীপ সাইনি ও সৌরভ কুমারকে ভারতের টেস্ট দলে যোগ করা হয়।[২২] ২য় টেস্ট ম্যাচের আগে নাসুম আহমেদকে বাংলাদেশের টেস্ট দলে যোগ করা হয়; একই সাথে এনামুল হক বিজয়শরিফুল ইসলামের দল থেকে ছিটকে যাওয়া নিশ্চিত করা হয়।[২৩] ১ম টেস্ট ম্যাচে অংশগ্রহণ না করার পর রোহিত শর্মা ২য় টেস্ট ম্যাচের আগে ভারতের টেস্ট দল থেকে ছিটকে যান।[২৪] একই সাথে চোটের কারণে নবদীপ সাইনিও চোটের কারণে ২য় টেস্ট ম্যাচে অংশগ্রহণে অসমর্থ বলে গণ্য হন।[২৫]

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

৪ ডিসেম্বর ২০২২
১২:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
১৮৬ (৪১.২ ওভার)
 বাংলাদেশ
১৮৭/৯ (৪৬ ওভার)
লোকেশ রাহুল ৭৩ (৭০)
সাকিব আল হাসান ৫/৩৬ (১০ ওভার)
লিটন কুমার দাস ৪১ (৬৩)
মোহাম্মদ শামি ৩/৩২ (১০ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কুলদীপ সেন (ভারত)-এর ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই[সম্পাদনা]

৭ ডিসেম্বর ২০২২
১২:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
২৭১/৭ (৫০ ওভার)
 ভারত
২৬৬/৯ (৫০ ওভার)
শ্রেয়াস আইয়ার ৮২ (১০২)
এবাদত হোসেন ৩/৪৫ (১০ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[২৬]

৩য় ওডিআই[সম্পাদনা]

১০ ডিসেম্বর ২০২২
১২:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
৪০৯/৮ (৫০ ওভার)
 বাংলাদেশ
১৮২ (৩৪ ওভার)
ইশান কিশন ২১০ (১৩১)
সাকিব আল হাসান ২/৬৮ (১০ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইশান কিশন (ভারত) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[২৭]

টেস্ট সিরিজ[সম্পাদনা]

১ম টেস্ট[সম্পাদনা]

১৪–১৮ ডিসেম্বর ২০২২
স্কোরকার্ড
৪০৪ (১৩৩.৫ ওভার)
চেতেশ্বর পুজারা ৯০ (২০৩)
মেহেদী হাসান মিরাজ ৪/১১২ (৩১.৫ ওভার)
১৫০ (৫৫.৫ ওভার)
মুশফিকুর রহিম ২৮ (৫৮)
কুলদীপ যাদব ৫/৪০ (১৬ ওভার)
২৫৮/২ঘো (৬১.৪ ওভার)
শুভমান গিল ১১০ (১৫২)
খালেদ আহমেদ ১/৫১ (১৩ ওভার)
৩২৪ (১১৩.২ ওভার)
জাকির হাসান ১০০ (২২৪)
অক্ষর প্যাটেল ৪/৭৭ (৩২.২ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জাকির হাসান (বাংলাদেশ)-এর টেস্ট অভিষেক হয়।
  • শুভমান গিল (ভারত) ও জাকির হাসান (বাংলাদেশ) টেস্ট ক্রিকেটে নিজেদের প্রথম শতরানের ইনিংস খেলেন।[২৮][২৯]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ভারত ১২, বাংলাদেশ ০।

২য় টেস্ট[সম্পাদনা]

২২–২৬ ডিসেম্বর ২০২২
স্কোরকার্ড
২২৭ (৭৩.৫ ওভার)
মমিনুল হক ৮৪ (১৫৭)
উমেশ যাদব ৪/২৫ (১৫ ওভার)
৩১৪ (৮৬.৩ ওভার)
ঋষভ পন্ত ৯৩ (১০৪)
তাইজুল ইসলাম ৪/৭৪ (২৫ ওভার)
২৩১ (৭০.২ ওভার)
লিটন কুমার দাস ৭৩ (৯৮)
অক্ষর প্যাটেল ৩/৬৮ (১৯.২ ওভার)
১৪৫/৭ (৪৭ ওভার)
রবিচন্দ্রন অশ্বিন ৪২* (৬২)
মেহেদী হাসান মিরাজ ৫/৬৩ (১৯ ওভার)
ভারত ৩ উইকেটে জয়ী
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচসেরা: রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম দিনে আলোকস্বল্পতার কারণে ৬ ওভার খেলা সম্ভব হয়নি।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ভারত ১২, বাংলাদেশ ০।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "India to tour Bangladesh for two Tests and three ODIs in 2022"ক্রিকট্র্যাকার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২১ 
  2. "রোহিত-কোহলিকে নিয়েই বাংলাদেশে আসছে ভারত"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ 
  3. "Bangladesh name stand-in captain for India ODIs"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২২ 
  4. "India tour of Bangladesh to begin on December 4"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২২ 
  5. "তৃতীয় ওয়ানডের মোমেন্টাম টেস্টেও ধরে রাখার প্রত্যয় ভারতের"বিডিক্রিকটাইম। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২ 
  6. "Ashwin, Shreyas Iyer star in India's heist"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২২ 
  7. "R Ashwin and Shreyas Iyer make it 2-0 for India in close finish"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২২ 
  8. "Key players return as Bangladesh name 17-member squad for first Test against India"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২২ 
  9. "Shakib Al Hasan returns to Bangladesh squad for ODIs against India"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২২ 
  10. "India name squads for New Zealand and Bangladesh series"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ 
  11. "Ravindra Jadeja returns for Bangladesh tour in December"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ 
  12. "Jadeja, Dayal ruled out of Bangladesh ODIs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২২ 
  13. "ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে তামিমকে পাচ্ছে না বাংলাদেশ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২২ 
  14. "Tamim Iqbal out of Bangladesh's ODI series against India, in doubt for Tests"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২২ 
  15. "ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়ক লিটন দাস"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২২ 
  16. "এবার বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন শামি, বদলি উমরান মালিক"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২ 
  17. "Injured Shami ruled out of ODIs against Bangladesh, doubtful for Tests"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২ 
  18. "Rishabh Pant released from ODI squad in Bangladesh"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২২ 
  19. "BCCI issues update on Rohit Sharma's finger injury"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২২ 
  20. "Easwaran to join India's Test squad in Chattogram"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২২ 
  21. "Unadkat replaces Shami for Tests in Bangladesh"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২ 
  22. "Team India updates for the Test series"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২২ 
  23. "প্রথমবারের মতো টেস্ট দলে নাসুম"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০২২ 
  24. "Injured Rohit and Saini ruled out of Dhaka Test"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২ 
  25. "Rohit Sharma and Navdeep Saini ruled out of second Test"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২ 
  26. "Stats - Mehidy equals highest score by a No. 8 in ODIs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২২ 
  27. "Ishan Kishan hits fastest ODI double hundred, breaks multiple records"বিডিক্রিকটাইম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২ 
  28. "Gill, Pujara centuries and Kuldeep five-for put India in firm control"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২২ 
  29. "Debutant Zakir Hasan seizes his chance after years of domestic toil"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]