আয়দিন রুস্তিচ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আয়দিন রুস্তিচ
২০২২ সালে আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে রুস্তিচ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আয়দিন রুস্তিচ
জন্ম (1996-07-05) ৫ জুলাই ১৯৯৬ (বয়স ২৭)
জন্ম স্থান ডান্ডেনং, অস্ট্রেলিয়া
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
এল্লাস ভেরোনা
জার্সি নম্বর ১০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:০৯, ২৬ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আয়দিন রুস্তিচ (বসনীয়: Ajdin Hrustic; জন্ম: ৫ জুলাই ১৯৯৬) হলেন একজন অস্ট্রেলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালীয় ক্লাব এল্লাস ভেরোনা এবং অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৮ সালে, রুস্তিচ অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। এরপূর্বে ২০১৭ সালে তিনি অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; অস্ট্রেলিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২০ ম্যাচে ৩টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

আয়দিন রুস্তিচ ১৯৯৬ সালের ৫ই জুলাই তারিখে অস্ট্রেলিয়ার ডান্ডেনংয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

রুস্তিচ কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ৮ই নভেম্বর তারিখে ঘোষিত অস্ট্রেলিয়ার ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

২৬ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
অস্ট্রেলিয়া ২০১৭
২০১৯
২০২১ ১০
২০২২
সর্বমোট ২০

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২ 
  2. "Socceroos squad announced: FIFA World Cup Qatar 2022"Football Australia। ৮ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]