কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা
ধরনমাদ্রাসা
স্থাপিত১ জানুয়ারি ১৯৬৭; ৫৭ বছর আগে (1967-01-01)
অধিভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান)
অধ্যক্ষনূর বখত
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৫৯ জন
শিক্ষার্থী২৬৯০
ঠিকানা, ,
বাংলাদেশ
ইআইআইএন১২২৩০২
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল

কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার একটি আলিয়া মাদ্রাসা[১][২] মাদরাসাটি মোট ৪ একর জমির উপর প্রতিষ্ঠিত।[৩] ১৯৬৭ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পরে অধ্যক্ষ রংপুর বিভাগে এবং ছাত্ররা জাতীয় পর্যায়ে পুরুস্কৃত হয়েছে।[৪][৫] মাদ্রাসাটি বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আলিয়া মাদ্রাসা।

ইতিহাস[সম্পাদনা]

মাদরাসাটি ১-১-১৯৬৭ সালে শুরু হয়। পরে ০১-জানুয়ারি-১৯৬৭ সালে দাখিল, ১৯৭৪ সালে আলিম, ফাযিল ১৯৭৬, কামিল ১৯৮৪, অনার্স ২০১৬ (আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি)[৬] এবং দাখিল ৯ম ও ১০ম শ্রেনিতে ভকেশনাল কোর্স খোলার অনুমতি পায়। কামিল হাদীস, তাফসির, আদব ও ফিকহ বিভাগ চালু আছে। এ মাদরাসাটি স্থানীয় কয়েকজন বিদ্যানুরাগী প্রতিষ্ঠা করে। সর্বপ্রথম সুপারের দায়িত্ব পালন করেন মাওলানা মোজাম্মেল হক। ২০১৮ সালে বজ্রপাতে এ মাদরাসার ৪টি কক্ষ ভস্মিভূত হয়। এ সময় প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ কাগজপত্র, জমির দলিলসহ রুমের আসবাবপত্রও পুড়ে যায়। কিন্তু কোরআন ও আল্লাহু লেখা অক্ষত রয়ে যায়।[৭]

পোশাক[সম্পাদনা]

ছেলেদের সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি এবং সাদা টুপি। আর মেয়েদের জন্য সাদা পায়জামা, সাদা ওড়না, নেভি ব্লু রঙের বোরখা।[৮]

অবকাঠামো[সম্পাদনা]

এখানে ৪টি ভবন আছে। একটি চারতলা এবং দুটো ৩ তলা, ১টা দোতলা। মসজিদ দোতলা। মাদরাসায় রয়েছে অফিস কক্ষ, শ্রেনি কক্ষ, বিজ্ঞানাগার, লাইব্রেরী, শিক্ষক মিলনায়তন, কম্পিটার ল্যাব, ছাত্রী কমরুম।[৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কুড়িগ্রাম জেলা"সরকারি ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২২ 
  2. Bangladesh, Review Network। "KURIGRAM KAMIL MADRASA (Address, EIIN, Mobile Number)"amar-school.com (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২২ 
  3. সাক্ষাৎকার, অধ্যক্ষ (নুর বখত), কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা, তাং-২২-৬-২০২১ইং।
  4. "প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল কুড়িগ্রাম আলিয়া কামিল (এম.এ) মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী এ.এস.এম আব্দুস শাফী"BanglaPostBD (ইংরেজি ভাষায়)। ২০১৭-০২-১৫। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২২ 
  5. "কুড়িগ্রাম আলিয়া মাদরাসার অধ্যক্ষ নূর বখ্ত শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) নির্বাচিত"The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২২ 
  6. "আরো ২১টি মাদরাসায় অনার্স কোর্স চালু | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২২ 
  7. "কুড়িগ্রামে বজ্রপাতে আলিয়া কামিল মাদ্রাসার ৪টি কক্ষ ভুষ্মীভূত | আমাদের সময়.কম – AmaderShomoy.com"আমাদের সময়.কম - AmaderShomoy.com। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২২ 
  8. সাক্ষাৎকার, অধ্যক্ষ (নুর বখত), কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা, তাং-২২-৬-২০২১ইং।
  9. সাক্ষাৎকার, অধ্যক্ষ (নুর বখত), কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা, তাং-২২-৬-২০২১ইং।