ক্যাথরিন ডি. সলিভ্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্যাথরিন সলিভ্যান
জন্ম
ক্যাথরিন ডোয়ায়ার সলিভ্যান

(1951-10-03) ৩ অক্টোবর ১৯৫১ (বয়স ৭২)
প্যাটারসন, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র
অবস্থাঅবসরপ্রাপ্ত
মহাকাশযাত্রা
নাসার মহাকাশচারী
ক্রমক্যাপ্টেন, মার্কিন নৌবাহিনী
মহাকাশে অবস্থানকাল
২২ দিন ০৪ ঘন্টা ৪৯ মিনিট
মনোনয়ক১৯৭৮ নাসা দল
সর্বমোট অভিযান
সর্বমোট অভিযানের সময়কাল
৩ ঘন্টা ২৯ মিনিট
অভিযানএসটিএস-৪১-জি, এসটিএস-৩১, এসটিএস-৪৫
অভিযানের প্রতীক
মহাসাগর ও বায়ুমণ্ডলের জন্য আন্ডার সেক্রেটারি অব কমার্স
জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের ১০তম প্রশাসক
কাজের মেয়াদ
১ মার্চ ২০১৩ – ২০ জানুয়ারি ২০১৭
ভারপ্রাপ্ত: ১ মার্চ ২০১৩ – ৬ মার্চ ২০১৪
রাষ্ট্রপতিবারাক ওবামা
পূর্বসূরীজেন লুবচেনকো
উত্তরসূরীবেঞ্জামিন ফ্রিডম্যান (ভারপ্রাপ্ত)
ব্যক্তিগত বিবরণ
শিক্ষাক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান্টা ক্রুজ (বিএস)
ডালহৌসি বিশ্ববিদ্যালয় (এমএস, পিএইচডি)
পুরস্কারনাসার অসামান্য নেতৃত্ব পদক
নাসার ব্যতিক্রমী সেবা পদক (২)
নাসা স্পেস ফ্লাইট মেডেল (৩)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রভূতত্ত্ব
সমুদ্রবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহনাসা
রাইস বিশ্ববিদ্যালয়
সিওএসআই কলম্বাস
ওহাইও স্টেট ইউনিভার্সিটি
এনওএএ
অভিসন্দর্ভের শিরোনামদ্য স্ট্রাকচার অ্যান্ড ইভোল্যুশন অব দ্য নিউফাউন্ডল্যান্ড বাসিন, অফশোর ইস্টার্ন কানাডা (১৯৭৮)
ডক্টরাল উপদেষ্টামাইকেল জন কিন

ক্যাথরিন ডোয়ায়ার সলিভ্যান (জন্ম ৩ অক্টোবর, ১৯৫১) একজন আমেরিকান ভূতত্ত্ববিদসমুদ্রবিজ্ঞানী এবং একজন প্রাক্তন নাসা মহাকাশচারীমার্কিন নৌবাহিনীর কর্মকর্তা। তিনি তিনটি স্পেস শাটল মিশনে একজন ক্রু সদস্য অংশগ্রহণ করেছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে সান্তা ক্রুজের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ও কানাডায় নোভা স্কোশিয়ার ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক—যেখানে তিনি ১৯৭৮ সালে ভূতত্ত্বে ডক্টর অব ফিলোসফি ডিগ্রি অর্জন করেছিলেন—সলিভ্যান ৩৫ জন মহাকাশচারীর মধ্যে ছয় মহিলার একজন হিসাবে মহিলাদের অন্তর্ভুক্ত করা প্রথম দল নাসা মহাকাশচারী দল ৮-এর প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। তার প্রশিক্ষণের সময়, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স প্রেসার স্যুট পরিধান করার জন্য প্রত্যয়িত প্রথম মহিলা হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি ১৯৭৯ সালের ১লা জুলাই মহিলাদের জন্য একটি অনানুষ্ঠানিক টেকসই আমেরিকান এভিয়েশনের উচ্চ রেকর্ড স্থাপন করেছিলেন। সলিভ্যান তার প্রথম মিশন এসটিএস-৪১-জি-এর সময় একজন আমেরিকান মহিলা হিসাবে সর্বপ্রথম অতিরিক্ত যানবাহন কার্যকলাপ (ইভিএ) সঞ্চালন করেছিলেন। তিনি তার দ্বিতীয় অভিজান এসটিএস-৩১-এ হাবল স্পেস টেলিস্কোপ স্থাপনে সহায়তা করেছিলেন। তৃতীয় অভিযান , এসটিএস-৪৫-এ, তিনি নাসার প্ল্যানেট আর্থ মিশনে নিবেদিত প্রথম স্পেসল্যাব মিশনে পেলোড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

প্রারম্ভিক জীবন ও শিক্ষা[সম্পাদনা]

পল সলিভ্যান এবং তার স্ত্রী বারবারা, নে কেলির কন্যা ক্যাথরিন ডোয়ায়ার সলিভ্যান ডোনাল্ড ১৯৫১ সালের ৩ই অক্টোবর নিউ জার্সির প্যাটারসনে জন্মগ্রহণ করেছিলেন।[১][২] তার একটি ভাই ছিল, যার নাম গ্রান্ট।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; NASAbiography নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. "Barbara Kelly Married; Bride of Donald Paul Sullivan, Graduate Assistant at N. N. U."The New York Times। আগস্ট ২১, ১৯৪৯। পৃষ্ঠা 63। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২২ 
  3. Sullivan 2019, পৃ. 16।

বহিঃসংযোগ[সম্পাদনা]