২০২২ নামিবিয়া ত্রিদেশীয় সিরিজ (রাউন্ড ১৭)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ নামিবিয়া ত্রিদেশীয় সিরিজ
২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর অংশ
তারিখ১৯ নভেম্বর ২০২২ – ২৬ নভেম্বর ২০২২
স্থাননামিবিয়া
সিরিজ সেরা খেলোয়াড়পাপুয়া নিউগিনি আসাদুল্লাহ ভালা
দলসমূহ
 নামিবিয়া  পাপুয়া নিউগিনি  মার্কিন যুক্তরাষ্ট্র
অধিনায়কবৃন্দ
খেরহার্ট এরাসমাস আসাদুল্লাহ ভালা মোনংক প্যাটেল
সর্বাধিক রান
খেরহার্ট এরাসমাস (১৫২) আসাদুল্লাহ ভালা (২২৬) মোনংক প্যাটেল (১৫৩)
সর্বাধিক উইকেট
তাংগেনি লুংগামেনি (৯)
রুবেন ট্রুম্পেলমান (৯)
আসাদুল্লাহ ভালা (৪) ইয়ান হল্যান্ড (৮)
জসদীপ সিং (৮)

২০২২ নামিবিয়া ত্রিদেশীয় সিরিজ ছিল ২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ ক্রিকেট টুর্নামেন্টের ১৭শ পর্ব যা ২০২২ সালের নভেম্বর মাসে নামিবিয়ায় অনুষ্ঠিত হয়।[১][২] সিরিজটি ছিল নামিবিয়া, পাপুয়া নিউ গিনিমার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজ,[৩] এবং সিরিজের ম্যাচগুলো খেলা হয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে।[৪] আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টটি ছিল ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ।[৫][৬]

প্রাথমিকভাবে সিরিজটি ২০২০ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[৭] কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের জুলাই মাসে সিরিজটি স্থগিত করা হয়।[৮][৯]

দলীয় সদস্য[সম্পাদনা]

 নামিবিয়া[১০]  পাপুয়া নিউগিনি[১১]  মার্কিন যুক্তরাষ্ট্র[১২]
  • মোনংক প্যাটেল (অধি.) (উই.)
  • অ্যারন জোনস (সহ-অধি.)
  • ইয়ান হল্যান্ড
  • উসমান রফিক
  • ক্যামেরন স্টিভেনসন
  • গজানন্দ সিং
  • জসদীপ সিং
  • নোস্তুশ কেনজিগে
  • নিসর্গ প্যাটেল
  • শায়ান জাহাঙ্গীর (উই.)
  • সাইদীপ গণেশ
  • সুশান্ত মোদানি
  • সৌরভ নেত্রাবলকর
  • স্টিভেন টেলর (উই.)

সূচি[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

১৯ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
১০৭ (৩৮.৫ ওভার)
 নামিবিয়া
১০৮/২ (১৫.১ ওভার)
আসাদুল্লাহ ভালা ৪৪ (৯০)
তাংগেনি লুংগামেনি ২/৯ (৬ ওভার)
লো-আন্দ্রে লাউরেনস ৩৬ (২৪)
চার্লস আমিনি ১/২৪ (৩ ওভার)
নামিবিয়া ৮ উইকেটে জয়ী
ওয়ান্ডারারস ক্রিকেট মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: ক্লড থরবার্ন (নামিবিয়া) ও বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: তাংগেনি লুংগামেনি (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় ওডিআই[সম্পাদনা]

২০ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
 নামিবিয়া
১৭৩ (৪৩.৪ ওভার)
গজানন্দ সিং ৬৬ (৬৫)
বার্নার্ড স্‌খোলৎজ ৩/৩১ (৯ ওভার)
মার্কিন যুক্তরাষ্ট্র ৭১ রানে জয়ী
ওয়ান্ডারারস ক্রিকেট মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: ক্লাউস শুমাখার (নামিবিয়া) ও বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: গজানন্দ সিং (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শায়ান জাহাঙ্গীর (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর ওডিআই অভিষেক হয়।

৩য় ওডিআই[সম্পাদনা]

২২ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
১৪৯ (৪৭.৫ ওভার)
 মার্কিন যুক্তরাষ্ট্র
১৫২/৪ (৩০.৩ ওভার)
আসাদুল্লাহ ভালা ২৯ (৩৫)
নোস্তুশ কেনজিগে ২/১৮ (১০ ওভার)
মোনংক প্যাটেল ৫০ (৬৫)
আসাদুল্লাহ ভালা ২/২৫ (৭ ওভার)
মার্কিন যুক্তরাষ্ট্র ৬ উইকেটে জয়ী
ওয়ান্ডারারস ক্রিকেট মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: ক্লড থরবার্ন (নামিবিয়া) ও ক্লাউস শুমাখার (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোনংক প্যাটেল (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ ওডিআই[সম্পাদনা]

২৩ নভেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
২৩৬ (৪৯.২ ওভার)
 নামিবিয়া
২৪১/৭ (৪৮ ওভার)
আসাদুল্লাহ ভালা ৫৯ (৫৩)
তাংগেনি লুংগামেনি ৬/৪২ (৯ ওভার)
নামিবিয়া ৩ উইকেট জয়ী
ওয়ান্ডারারস ক্রিকেট মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: ক্লড থরবার্ন (নামিবিয়া) ও বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: তাংগেনি লুংগামেনি (নামিবিয়া)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তাংগেনি লুংগামেনি (নামিবিয়া) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

৫ম ওডিআই[সম্পাদনা]

২৫ নভেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
 পাপুয়া নিউগিনি
২৩১ (৪৮.২ ওভার)
মোনংক প্যাটেল ৬৬ (৬৯)
কাবুয়া ভাগি মোরেয়া ২/৪৯ (৯ ওভার)
আসাদুল্লাহ ভালা ৯৪ (৯৭)
জসদীপ সিং ৪/৩২ (৯.২ ওভার)
মার্কিন যুক্তরাষ্ট্র ৩৫ রানে জয়ী
ওয়ান্ডারারস ক্রিকেট মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও ক্লাউস শুমাখার (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্টিভেন টেলর (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৬ষ্ঠ ওডিআই[সম্পাদনা]

২৬ নভেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
 নামিবিয়া
২১২/৪ (৪৪.৪ ওভার)
ইয়ান হল্যান্ড ৪০ (৪৯)
বার্নার্ড স্‌খোলৎজ ৩/২৬ (১০ ওভার)
ডিফান ল কোক ৫৯ (৮৪)
ইয়ান হল্যান্ড ২/৩৬ (৭ ওভার)
নামিবিয়া ৬ উইকেটে জয়ী
ওয়ান্ডারারস ক্রিকেট মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইয়ান নিকোল লফটি-ইটন (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Men's Cricket World Cup 2023 qualifying matches rescheduled"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০ 
  2. "Cricket bonanza in store"দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২২ 
  3. "Cricket Namibia to host home CWC League 2 Tri-series in November/December 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ 
  4. "ICC Men's Cricket World Cup League 2 series announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯ 
  5. "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
  6. "Jaskaran Malhotra dropped from USA ODI squad for Namibia tour"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২২ 
  7. "Action galore awaits Namibian sports"দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২০ 
  8. "Two more ICC qualifying events postponed due to Covid-19"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২০ 
  9. "Two African ICC qualifying events postponed due to COVID-19"ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২০ 
  10. "2022 Ends off with Exciting Castle Lite Series"ক্রিকেট নামিবিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ 
  11. "📣KUMUL PETROLEUM PNG BARRAMUNDIS SQUAD ANNOUCEMENT📣"ক্রিকেট পাপুয়া নিউ গিনি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  12. "Team USA Squad Named for Final ICC Cricket World Cup League 2 Series in Namibia"যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]