হেদায়েতুল্লাহ আল মামুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হেদায়েতুল্লাহ আল মামুন এনডিসি
চেয়ারম্যান, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন
কাজের মেয়াদ
১৪ জুন ২০১৮ – ১৩ জুন ২০২২
পূর্বসূরীএ এফ এম ইয়াহিয়া চৌধুরী
উত্তরসূরীরেজাউল আহসান
সিনিয়র সচিব, অর্থ বিভাগ
কাজের মেয়াদ
২০১৭ – ২০১৭
পূর্বসূরীমাহবুব আহমেদ
উত্তরসূরীমোহাম্মদ মুসলিম চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1958-10-05) ৫ অক্টোবর ১৯৫৮ (বয়স ৬৫)
নবাবগঞ্জ, ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
ন্যাশনাল ডিফেন্স কলেজ
পেশাসচিব, সরকারি কর্মকর্তা

হেদায়েতুল্লাহ আল মামুন এনডিসি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব। তিনি বাণিজ্য মন্ত্রণালয়অর্থ বিভাগের সিনিয়র সচিব এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[১][২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

মামুন ১৯৫৮ সালের ৫ অক্টোবর ঢাকা জেলার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা জালাল উদ্দিন মোল্লা এবং মা ফাতেমা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালনা প্রক্রিয়াজননীতি (গভর্নেন্স অ্যান্ড পাবলিক পলিসি) বিষয়ে জন-বিষয়াবলী শাস্ত্রে স্নাতকোত্তর উপাধি (মাস্টার্স ইন পাবলিক এফেয়ার্স বা এমপিএ ডিগ্রি) অর্জন করেন।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

হেদায়েতুল্লাহ আল মামুন বিসিএস ১৯৮২ (স্পেশাল) ব্যাচের কর্মকর্তা হলেও পরে একই ব্যাচে নিয়মিত হন। তিনি ২০০৯ সালে সচিব এবং ২০১৪ সালে সিনিয়র সচিব পদে পদোন্নতি লাভ করেন। প্রশাসনের বিভিন্ন স্তরে তিনি কাজ করেছেন। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, বাণিজ্য মন্ত্রণালয়অর্থ বিভাগের সিনিয়র সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন। অবসরের গ্রহণের পর তিনি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[৩][৪][৫][৬][৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অর্থ সচিব হলেন হেদায়েতুল্লাহ আল মামুন"রাইজিংবিডি.কম। ১ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২ 
  2. "এনজিও ফাউন্ডেশনে থাকছেন হেদায়েতুল্লাহ আল মামুন"জাগোনিউজ২৪.কম। ২৬ মে ২০২০। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২ 
  3. "হেদায়েতুল্লাহ আল মামুন - জীবনবৃত্তান্ত" (পিডিএফ)অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় (ইংরেজি ভাষায়)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৯ মার্চ ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২ 
  4. "নতুন বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন"রাইজিংবিডি.কম। ৬ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২ 
  5. "অর্থ সচিব হচ্ছেন হেদায়েতুল্লাহ আল মামুন"সমকাল। ৩০ জানুয়ারি ২০১৭। ১২ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২ 
  6. "অবসরে গেলেন সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন"ঢাকাটাইমস। ৪ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২ 
  7. "হেদায়েতুল্লাহ আল মামুন, এনডিসি - জীবনবৃত্তান্ত" (পিডিএফ)বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন। ১২ নভেম্বর ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২