২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্ব একটি ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ হিসেবে খেলা হয়।[১] ২০২২ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) উপআঞ্চলিক টুর্নামেন্টসমূহের সূচি ও আয়োজনস্থল নিশ্চিত করে।[২]

২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টের ইউরোপ বাছাইপর্বের উপআঞ্চলিক টুর্নামেন্টসমূহ কোভিড-১৯ মহামারির কারণে বাতিল করা হয়েছিল।[৩] সে কারণে আঞ্চলিক ফাইনাল থেকে উত্তরণের সুযোগ হয় শুধু চারটি দলের।[৪] জার্সিজার্মানি সে টুর্নামেন্টটি থেকে মূল বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করায় ২০২৪ সালের বিশ্বকাপের ইউরোপ বাছাইপর্বের আঞ্চলিক ফাইনালে তারা সরাসরি উত্তীর্ণ হয়।[৫] ২০২২ সালের বিশ্বকাপের ফলাফলের মাধ্যমে আয়ারল্যান্ডস্কটল্যান্ড সরাসরি ২০২৪ সালের আসরে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় তারাও ইউরোপ বাছাইপর্বের আঞ্চলিক ফাইনালে সরাসরি খেলার সুযোগ পায়।[৬][৭]

২০২২ সালের জুন ও জুলাই মাসে অনুষ্ঠিত হওয়া বাছাইপর্বের এ চক্রে ইউরোপ অঞ্চলের ২৮টি দল তিনটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।[৮] বাছাইপর্ব সি ২০২২ সালের জুন মাসে বেলজিয়ামে অনুষ্ঠিত হয়।[৯][১০] এর পর ২০২২ সালের জুলাই মাসে ফিনল্যান্ডে বাছাইপর্ব এ ও বি অনুষ্ঠিত হয়।[১১] প্রতিটি উপআঞ্চলিক বাছাইপর্বের বিজয়ী দল আঞ্চলিক ফাইনালে উত্তীর্ণ হয়,[২] যেখান থেকে সেরা দুটি দল ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।[১২] ২০২৩ সালের জুলাই মাসে স্কটল্যান্ডে আঞ্চলিক ফাইনাল অনুষ্ঠিত হয়।[১৩][১৪][১৫]

বাছাইপর্ব সি টুর্নামেন্টের ফাইনালে পর্তুগালকে হারিয়ে বিজয়ী হয় ডেনমার্ক[১৬] বাছাইপর্ব এ টুর্নামেন্টের ফাইনালে আইল অব ম্যানকে হারিয়ে বিজয়ী হয় ইতালি[১৭][১৮] বাছাইপর্ব বি টুর্নামেন্টের ফাইনালে নরওয়েকে হারিয়ে বিজয়ী হয় অস্ট্রিয়া[১৯][২০]

আঞ্চলিক ফাইনালের সেরা দুই দল হিসেবে মূল বিশ্বকাপে উত্তীর্ণ হয় আয়ারল্যান্ডস্কটল্যান্ড[২১] আঞ্চলিক ফাইনালে অপরাজিত চ্যাম্পিয়ন হয় স্কটল্যান্ড।[২২]

দলসমূহ[সম্পাদনা]

বাছাইপর্ব এ বাছাইপর্ব বি বাছাইপর্ব সি আঞ্চলিক ফাইনালে সরাসরি উত্তীর্ণ

বাছাইপর্ব এ[সম্পাদনা]

২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্ব এ
তারিখ১২ জুলাই ২০২২ – ১৯ জুলাই ২০২২
তত্ত্বাবধায়কইউরোপীয় ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ রাউন্ড-রবিন ও ফাইনাল
আয়োজক ফিনল্যান্ড
বিজয়ী ইতালি
রানার-আপ আইল অব ম্যান
অংশগ্রহণকারী দলসংখ্যা১০
খেলার সংখ্যা২৪
সর্বাধিক রান সংগ্রহকারীআইল অব ম্যান জর্জ বারোজ (২১০)
সর্বাধিক উইকেটধারীসুইডেন জাকির তাকাউই (১১)

দলীয় সদস্য[সম্পাদনা]

 আইল অব ম্যান[২৩]  ইতালি[২৪]  ক্রোয়েশিয়া[২৫]  গ্রিস[২৬]  তুরস্ক[২৭]  ফিনল্যান্ড[২৮]  রোমানিয়া[২৯]  সাইপ্রাস[৩০]  সার্বিয়া[৩১]  সুইডেন[৩২]
  • ম্যাথিউ অ্যানসেল (অধি.)
  • অ্যাডাম ম্যাকঅলে
  • এডওয়ার্ড বিয়ার্ড
  • কার্ল হার্টমান (উই)
  • কিরান কট
  • ক্রিস্টোফার ল্যাংফোর্ড
  • জর্জ বারোজ
  • জশ ক্লো
  • জেকব বাটলার
  • জোসেফ বারোজ
  • ডলিন ইয়ানসেন
  • নাথান নাইটস
  • ফ্রেজার ক্লার্ক
  • স্যামুয়েল বার্নেট
  • গ্যারেথ বার্গ (অধি.)
  • জয় পেরেরা (সহ-অধি.)
  • অ্যান্থনি মোস্কা
  • আলি হাসান
  • ইশান বিজয়তুঙ্গ
  • কৃশান কালুগামাগে
  • জসপ্রীত সিং
  • জান-পিয়েরো মিড (উই.)
  • জাস্টিন মোস্কা
  • দামিথ বর্ণকুলসূর্য
  • বলজিৎ সিং
  • বাশার খান
  • মনপ্রীত সিং (উই.)
  • মার্কাস কাম্পোপিয়ানো
  • হ্যারি মানেন্তি
  • জেফ গ্র্‌জিনিচ (অধি.) (উই.)
  • ড্যানিয়েল টার্কিখ (সহ-অধি.)
  • আমান মহেশ্বরী
  • ওয়াসাল কামাল
  • ক্রিস্টোফার টার্কিখ
  • জন ভুয়িনোভিচ
  • জেসন নিউটন
  • দানিয়েল মারসিচ
  • নাসিম খান
  • নিকোলা দাভিদোভিচ
  • বোরো ইয়ের্কোভিচ
  • মাতে ইউকিচ
  • শেল্ডন ভালিয়ালো
  • সোহেল আহমদ
  • আনাস্তাসিওস মানুসিস (অধি.) (উই.)
  • স্পিরিদোন বোগদোস (সহ-অধি.) (উই.)
  • অমরপ্রীত সিং
  • আন্দ্রেয়াস গাস্তেরাতোস
  • আরিস্তিদিস কারভেলাস
  • আলি আবদুল্লাহ পোপলজাই
  • আলেক্সান্দ্রোস কারভেলাস
  • আসলাম মোহাম্মদ
  • ইয়েরাসিমোস ফাতুরোস
  • ইলিয়াস ভার্দিস
  • এয়োরিওস গালানিস
  • খ্রিস্তোদুলুস বোগদানোস
  • টমাস জোতোস
  • পানাইওতিস মাগাফাস
  • মোয়াজ আলি
  • গোকখান আলতা (অধি.)
  • আমিন কুয়ুমজু
  • আলি তুর্কমেন
  • ইলিয়াস আতাউল্লাহ (উই.)
  • ইসহাক এলেচ
  • জাফর দুরমাজ
  • জায়রি বেরকদার
  • তুনাখান উলুতুনা
  • তুনাখান তুরান
  • দেনিজ মুতু
  • মাজিদ ওজতুর্ক
  • রোমিও নাথ (উই.)
  • শামসুল্লাহ এহসান
  • হাসান জাকির
  • নাথান কলিনস (অধি.)
  • অরবিন্দ কুমার মোহন (উই.)
  • আতিফ রশিদ
  • আমজাদ শের
  • জোনাথান স্ক্যামানস (উই.)
  • নাভিদ শহিদ
  • পিটার গ্যালাগার
  • বনরাজ সিং পাড়াল
  • মহেশ তাম্বে
  • মোহাম্মদ আসাদুজ্জামান
  • মোহাম্মদ জিয়াউর রহমান
  • ম্যাথিউ জেনকিনসন
  • রাজ মোহাম্মদ
  • স্বপন মেহতা
  • রমেশ সতীশন (অধি.)
  • আব্দুল শুকুর (উই.)
  • ইজাজ হুসেইন
  • কোসমিন জাভোইউ
  • গৌরব মিশ্র
  • তরনজিৎ সিং
  • বসু সাইনি
  • মনমীত কোলি
  • মারিয়ান গেরাসিম
  • রোহিত কুমার (উই.)
  • লাউরেন্‌ৎসিউ গেরাসিম
  • শান্তনু বশিষ্ট
  • শিবকুমার পেরিয়ালওয়ার (উই.)
  • সাত্বিক নাদিগোটলা (উই.)
  • গুরপ্রতাপ সিং (অধি.)
  • আকিলা দে সিলভা
  • ইফতেখার জামান
  • চামাল মহামালাগে সদুন
  • তেজবিন্দর সিং
  • নিরাজ কুমার তিওয়ারি
  • মোহাম্মদ ফারুক
  • রিয়াজ কাজলওয়ালা
  • রুওয়ান আরচ্চিলাগে
  • রোমান মজুমদার (উই.)
  • শোয়েব আহমেদ
  • সচিত্র পতিরণ (উই.)
  • সৈয়দ হোসেন
  • স্কট অস্টিন (উই.)
  • রবিন ভাইটাস (অধি.)
  • অ্যালিস্টার গায়িচ
  • আয়ো মেনে-এজেগি
  • আলেকজান্ডার দিজিয়া
  • আলেক্‌সা জোরোভিচ
  • উইন্টলি বার্টন (উই.)
  • নিকোলাস জনস-উইকবার্গ
  • ভুকাশিন জিমোন্‌য়িচ
  • মাতিয়া শারেনাৎস
  • মার্ক পাভলোভিচ
  • ম্যাথিউ কোস্তিচ
  • লেসলি ডানবার (উই.)
  • সিমো ইভেতিচ
  • স্লোবোদান তোশিচ
  • অভিজিত ভেংকটেশ (অধি.)
  • উমর নওয়াজ (সহ-অধি.)
  • অঙ্কিত দুবে
  • আজম খলিল
  • আব্দুল নাসের বালুচ
  • ইমল সুভাক
  • ইসমাইল জিয়া (উই.)
  • ওয়াইনান্ড বোসহফ (উই.)
  • খালিদ আহমেদ জাহিদ
  • জাকির তাকাউই
  • তাসাদুক হোসেন
  • ফাসিহ চৌধুরী
  • বাজ আইয়ুবি
  • লিয়াম কার্লসন
  • লেমার মোমন্দ
  • সামিউল্লাহ খলিল
  • সৈয়দ ওয়াকাস হায়দার
  • হামিদ মাহমুদ

গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ ১[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 ইতালি +৪.৫১৭
 ফিনল্যান্ড (H) +১.০০৮
 সুইডেন +০.৮৪৮
 ক্রোয়েশিয়া −৩.৭৩৩
 গ্রিস −২.৬৪৮
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     ফাইনালে উত্তীর্ণ
     ৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
     ৫ম স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
     ৭ম স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]
১২ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
গ্রিস 
৬৭/৬ (২০ ওভার)
 ইতালি
৬৯/১ (১১.১ ওভার)
স্পিরিদোন বোগদোস ১৯ (৩৮)
কৃশান কালুগামাগে ৩/১১ (৪ ওভার)
অ্যান্থনি মোস্কা ৩৪* (৩৩)
আলেক্সান্দ্রোস কারভেলাস ১/১৩ (২ ওভার)
ইতালি ৯ উইকেটে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: আদনান খান (স্পেন) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: কৃশান কালুগামাগে (ইতালি)
  • ইতালি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যান্থনি মোস্কা, আলি হাসান, কৃশান কালুগামাগে, জাস্টিন মোস্কা, বাশার খান, মার্কাস কাম্পোপিয়ানো, হ্যারি মানেন্তি (ইতালি), আন্দ্রেয়াস গাস্তেরাতোস, আরিস্তিদিস কারভেলাস, আলেক্সান্দ্রোস কারভেলাস, ইয়েরাসিমোস ফাতুরোস, খ্রিস্তোদুলুস বোগদানোস, পানাইওতিস মাগাফাস ও স্পিরিদোন বোগদোস (গ্রিস)-এর টি২০আই অভিষেক হয়।

১২ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
ফিনল্যান্ড 
১১৫ (১৯.৩ ওভার)
 সুইডেন
১০৩/৭ (২০ ওভার)
জোনাথান স্ক্যামানস ২২ (১৮)
লিয়াম কার্লসন ৪/২০ (৪ ওভার)
অভিজিত ভেংকটেশ ৩৫ (৪৩)
রাজ মোহাম্মদ ৩/১৭ (৪ ওভার)
ফিনল্যান্ড ১৫ রানে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: আদনান খান (স্পেন) ও আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাজ মোহাম্মদ (ফিনল্যান্ড)
  • সুইডেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ম্যাথিউ জেনকিনসন (ফিনল্যান্ড) ও সৈয়দ ওয়াকাস হায়দার (সুইডেন)-এর টি২০আই অভিষেক হয়।

১৩ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
ক্রোয়েশিয়া 
৬৯ (১৯.৫ ওভার)
 সুইডেন
৭০/২ (৯.১ ওভার)
ক্রিস্টোফার টার্কিখ ১৫ (৪১)
জাকির তাকাউই ৫/১৭ (৪ ওভার)
উমর নওয়াজ ২৯ (২০)
জন ভুয়িনোভিচ ২/২৬ (২ ওভার)
সুইডেন ৮ উইকেটে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস) ও শ্রীহর্ষ কুচিমানচি (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: জাকির তাকাউই (সুইডেন)
  • সুইডেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আমান মহেশ্বরী, ওয়াসাল কামাল, ক্রিস্টোফার টার্কিখ, জন ভুয়িনোভিচ, জেফ গ্র্‌জিনিচ, জেসন নিউটন, ড্যানিয়েল টার্কিখ, দানিয়েল মারসিচ, বোরো ইয়ের্কোভিচ, শেল্ডন ভালিয়ালো ও সোহেল আহমদ (ক্রোয়েশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৩ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
ফিনল্যান্ড 
১৪১/৬ (২০ ওভার)
 ইতালি
১৪৪/৫ (১৭.২ ওভার)
অরবিন্দ কুমার মোহন ৬১ (৫৬)
হ্যারি মানেন্তি ২/৩০ (৪ ওভার)
মার্কাস কাম্পোপিয়ানো ৫০ (৩৩)
পিটার গ্যালাগার ২/২৮ (৪ ওভার)
ইতালি ৫ উইকেটে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: গ্যারেথ বার্গ (ইতালি)
  • ইতালি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
ইতালি 
১৬৯/৭ (২০ ওভার)
 সুইডেন
৭৮ (১৫.৩ ওভার)
মার্কাস কাম্পোপিয়ানো ৬২ (৪৯)
অভিজিত ভেংকটেশ ৩/৩২ (৪ ওভার)
সৈয়দ ওয়াকাস হায়দার ১৯ (৬)
হ্যারি মানেন্তি ৪/২৯ (৪ ওভার)
ইতালি ৯১ রানে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: আদনান খান (স্পেন) ও আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: মার্কাস কাম্পোপিয়ানো (ইতালি)
  • সুইডেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
ক্রোয়েশিয়া 
১০৪/৬ (২০ ওভার)
 গ্রিস
১০১ (২০ ওভার)
ড্যানিয়েল টার্কিখ ২৯ (২৯)
ইয়েরাসিমোস ফাতুরোস ১/১৩ (৪ ওভার)
পানাইওতিস মাগাফাস ৩০ (৩২)
বোরো ইয়ের্কোভিচ ৩/১৯ (৩ ওভার)
ক্রোয়েশিয়া ৩ রানে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ড্যানিয়েল টার্কিখ (ক্রোয়েশিয়া)
  • গ্রিস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নিকোলা দাভিদোভিচ (ক্রোয়েশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৬ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
ফিনল্যান্ড 
১৮৩/৭ (২০ ওভার)
 গ্রিস
১৪৬ (১৯ ওভার)
নাথান কলিনস ৪৫ (৩৬)
এয়োরিওস গালানিস ২/১৬ (৩ ওভার)
ইয়েরাসিমোস ফাতুরোস ৫০ (২৮)
পিটার গ্যালাগার ৩/৩৩ (৪ ওভার)
ফিনল্যান্ড ৩৭ রানে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: আদনান খান (স্পেন) ও আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: পিটার গ্যালাগার (ফিনল্যান্ড)
  • গ্রিস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইলিয়াস ভার্দিস (গ্রিস)-এর টি২০আই অভিষেক হয়।

১৬ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
ইতালি 
২১০/৫ (২০ ওভার)
 ক্রোয়েশিয়া
৪৪/৭ (২০ ওভার)
অ্যান্থনি মোস্কা ৭৮ (৪৯)
ড্যানিয়েল টার্কিখ ২/২৭ (৪ ওভার)
বোরো ইয়ের্কোভিচ ১১* (৩২)
জসপ্রীত সিং ২/৯ (৪ ওভার)
ইতালি ১৬৬ রানে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস) ও আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যান্থনি মোস্কা (ইতালি)
  • ইতালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নাসিম খান (ক্রোয়েশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৮ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
সুইডেন 
১৫০/৬ (২০ ওভার)
 গ্রিস
৪৩ (১১.৫ ওভার)
হামিদ মাহমুদ ৬৯ (৫৮)
আলি আবদুল্লাহ পোপলজাই ৩/২১ (৩ ওভার)
আলেক্সান্দ্রোস কারভেলাস ২৪ (২৪)
অঙ্কিত দুবে ৩/১০ (৩ ওভার)
সুইডেন ১০৭ রানে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: আদনান খান (স্পেন) ও শ্রীহর্ষ কুচিমানচি (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: হামিদ মাহমুদ (সুইডেন)
  • গ্রিস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আলি আবদুল্লাহ পোপলজাই (গ্রিস) ও অঙ্কিত দুবে (সুইডেন)-এর টি২০আই অভিষেক হয়।

১৮ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
ক্রোয়েশিয়া 
৮৫/৮ (২০ ওভার)
 ফিনল্যান্ড
৮৭/৫ (১৩.১ ওভার)
দানিয়েল মারসিচ ২২ (৪২)
রাজ মোহাম্মদ ২/৯ (৪ ওভার)
বনরাজ সিং পাড়াল ২৩* (২২)
ড্যানিয়েল টার্কিখ ৩/৭ (৪ ওভার)
ফিনল্যান্ড ৫ উইকেটে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: আদনান খান (স্পেন) ও আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ড্যানিয়েল টার্কিখ (ক্রোয়েশিয়া)
  • ক্রোয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মাতে ইউকিচ (ক্রোয়েশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

গ্রুপ ২[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 আইল অব ম্যান +৩.২৩৮
 সাইপ্রাস +১.৪৫১
 রোমানিয়া +০.১৩৬
 সার্বিয়া −০.৮২৬
 তুরস্ক −৩.৭৫৪

     ফাইনালে উত্তীর্ণ
     ৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
     ৫ম স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
     ৭ম স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]
১২ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
সাইপ্রাস 
১২০ (১৯.২ ওভার)
 আইল অব ম্যান
১২২/২ (১৪.৩ ওভার)
শোয়েব আহমেদ ২৫ (২৩)
জোসেফ বারোজ ৪/১৬ (৪ ওভার)
জর্জ বারোজ ৬৯* (৪৫)
চামাল মহামালাগে সদুন ১/১২ (২ ওভার)
আইল অব ম্যান ৮ উইকেটে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও শ্রীহর্ষ কুচিমানচি (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: জোসেফ বারোজ (আইল অব ম্যান)
  • আইল অব ম্যান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কিরান কট (আইল অব ম্যান), আকিলা দে সিলভা, রিয়াজ কাজলওয়ালা, রুওয়ান আরচ্চিলাগে ও শোয়েব আহমেদ (সাইপ্রাস)-এর টি২০আই অভিষেক হয়।

১২ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
রোমানিয়া 
১৪৭/৫ (২০ ওভার)
 তুরস্ক
৯৬/৮ (২০ ওভার)
বসু সাইনি ৫২* (৪৪)
আলি তুর্কমেন ১/১৭ (৪ ওভার)
ইলিয়াস আতাউল্লাহ ২৬* (১৮)
শান্তনু বশিষ্ট ২/১০ (৪ ওভার)
রোমানিয়া ৫১ রানে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড) ও শ্রীহর্ষ কুচিমানচি (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: বসু সাইনি (রোমানিয়া)
  • তুরস্ক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আমিন কুয়ুমজু, আলি তুর্কমেন, ইলিয়াস আতাউল্লাহ, ইসহাক এলেচ, গোকখান আলতা, জাফর দুরমাজ, জায়রি বেরকদার, মাজিদ ওজতুর্ক, রোমিও নাথ, শামসুল্লাহ এহসান (তুরস্ক), মনমীত কোলি ও রোহিত কুমার (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৩ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
সাইপ্রাস 
১৫৪/৮ (২০ ওভার)
 রোমানিয়া
১৩৪/৯ (২০ ওভার)
স্কট অস্টিন ৩৪ (২৯)
সাত্বিক নাদিগোটলা ৩/৩০ (৪ ওভার)
বসু সাইনি ২৭ (২৬)
গুরপ্রতাপ সিং ৩/২৬ (৪ ওভার)
সাইপ্রাস ২০ রানে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: শোয়েব আহমেদ (সাইপ্রাস)
  • রোমানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
আইল অব ম্যান 
১৬৫/৭ (২০ ওভার)
 সার্বিয়া
৯৭/৭ (২০ ওভার)
জর্জ বারোজ ৬০ (৪৬)
আয়ো মেনে-এজেগি ৪/৩০ (৪ ওভার)
সিমো ইভেতিচ ২৯ (৩৫)
ম্যাথিউ অ্যানসেল ২/১০ (৪ ওভার)
আইল অব ম্যান ৬৮ রানে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: আদনান খান (স্পেন) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: জর্জ বারোজ (আইল অব ম্যান)
  • সার্বিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
তুরস্ক 
৬৭ (১৮.১ ওভার)
 সার্বিয়া
৬৮/৩ (১৪.৫ ওভার)
রোমিও নাথ ২০ (৩৪)
নিকোলাস জনস-উইকবার্গ ৩/৬ (৪ ওভার)
সিমো ইভেতিচ ২১ (৩২)
হাসান জাকির ১/৫ (১ ওভার)
সার্বিয়া ৭ উইকেটে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: নিকোলাস জনস-উইকবার্গ (সার্বিয়া)
  • সার্বিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • হাসান জাকির (তুরস্ক)-এর টি২০আই অভিষেক হয়।

১৫ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
রোমানিয়া 
১২০ (১৯.২ ওভার)
 আইল অব ম্যান
১২১/২ (১২.২ ওভার)
বসু সাইনি ৩১ (২৬)
জেকব বাটলার ২/১৯ (৩ ওভার)
নাথান নাইটস ৬৯ (৩১)
বসু সাইনি ২/৪ (২ ওভার)
আইল অব ম্যান ৮ উইকেটে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস) ও শ্রীহর্ষ কুচিমানচি (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাথান নাইটস (আইল অব ম্যান)
  • আইল অব ম্যান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৬ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
রোমানিয়া 
১৩৩/৬ (২০ ওভার)
 সার্বিয়া
১০২/৭ (২০ ওভার)
শিবকুমার পেরিয়ালওয়ার ৩৫* (৩৩)
ভুকাশিন জিমোন্‌য়িচ ৩/২৬ (৪ ওভার)
সিমো ইভেতিচ ২৭ (৩৮)
তরনজিৎ সিং ৪/১৭ (৪ ওভার)
রোমানিয়া ৩১ রানে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড) ও শ্রীহর্ষ কুচিমানচি (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: তরনজিৎ সিং (রোমানিয়া)
  • রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৬ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
সাইপ্রাস 
১৮৩/৮ (২০ ওভার)
 তুরস্ক
৪৮ (১৩.৩ ওভার)
রোমান মজুমদার ৩৬ (১৭)
ইলিয়াস আতাউল্লাহ ২/১৩ (২ ওভার)
জায়রি বেরকদার ১১ (৯)
চামাল মহামালাগে সদুন ৪/১ (১.৩ ওভার)
সাইপ্রাস ১৩৫ রানে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস) ও শ্রীহর্ষ কুচিমানচি (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: চামাল মহামালাগে সদুন (সাইপ্রাস)
  • সাইপ্রাস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দেনিজ মুতু (তুরস্ক), মোহাম্মদ ফারুক ও সৈয়দ হোসেন (সাইপ্রাস)-এর টি২০আই অভিষেক হয়।
  • চামাল মহামালাগে সদুন প্রথম সিপ্রিয়ট ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।

১৮ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
সাইপ্রাস 
১২৫ (১৯.১ ওভার)
 সার্বিয়া
১২৬/৬ (১৯.২ ওভার)
রোমান মজুমদার ২৭ (২৬)
মাতিয়া শারেনাৎস ৩/২৯ (৪ ওভার)
আলেকজান্ডার দিজিয়া ৬৮ (৬১)
তেজবিন্দর সিং ২/২৩ (৪ ওভার)
সার্বিয়া ৪ উইকেটে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: আলেকজান্ডার দিজিয়া (সার্বিয়া)
  • সাইপ্রাস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৮ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
আইল অব ম্যান 
১৭১/৯ (২০ ওভার)
 তুরস্ক
৯৭/৮ (২০ ওভার)
জর্জ বারোজ ৫৪ (৩৫)
ইসহাক এলেচ ৪/৩১ (৪ ওভার)
গোকখান আলতা ২৮ (২৭)
ক্রিস্টোফার ল্যাংফোর্ড ৩/১০ (৪ ওভার)
আইল অব ম্যান ৭৪ রানে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: জর্জ বারোজ (আইল অব ম্যান)
  • আইল অব ম্যান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৭ম স্থান নির্ধারণী[সম্পাদনা]

১৯ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
সার্বিয়া 
৯০ (২০ ওভার)
 ক্রোয়েশিয়া
৯৪/৭ (১৮.৪ ওভার)
সিমো ইভেতিচ ২৯ (৫০)
নিকোলা দাভিদোভিচ ৩/২২ (৪ ওভার)
জন ভুয়িনোভিচ ২০ (৪১)
নিকোলাস জনস-উইকবার্গ ৩/১৫ (৩ ওভার)
ক্রোয়েশিয়া ৩ উইকেটে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: নিকোলা দাভিদোভিচ (সার্বিয়া)
  • সার্বিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় স্থান নির্ধারণী[সম্পাদনা]

১৯ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
ফিনল্যান্ড 
১৫৯ (১৯.৩ ওভার)
 সাইপ্রাস
১৪৮/৭ (২০ ওভার)
আতিফ রশিদ ৪৩ (২৬)
গুরপ্রতাপ সিং ৪/৩৫ (৪ ওভার)
চামাল মহামালাগে সদুন ৫২* (৫০)
মহেশ তাম্বে ৩/২১ (৪ ওভার)
ফিনল্যান্ড ১১ রানে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: আদনান খান (স্পেন) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: আতিফ রশিদ (ফিনল্যান্ড)
  • ফিনল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম স্থান নির্ধারণী[সম্পাদনা]

১৯ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
রোমানিয়া 
১০৪ (১৯.৫ ওভার)
 সুইডেন
১০৬/২ (১৪.২ ওভার)
গৌরব মিশ্র ২৪ (১৭)
জাকির তাকাউই ৩/১৩ (৪ ওভার)
হামিদ মাহমুদ ৫১* (৪৩)
তরনজিৎ সিং ১/১৮ (৩ ওভার)
সুইডেন ৮ উইকেটে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও শ্রীহর্ষ কুচিমানচি (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: হামিদ মাহমুদ (সুইডেন)
  • রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল[সম্পাদনা]

১৯ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
আইল অব ম্যান 
১০১/৮ (২০ ওভার)
 ইতালি
১০২/৩ (১০.৫ ওভার)
কার্ল হার্টমান ৩০ (৩০)
হ্যারি মানেন্তি ৩/১৪ (৪ ওভার)
মার্কাস কাম্পোপিয়ানো ৩৫* (২১)
জোসেফ বারোজ ২/২৮ (৩ ওভার)
ইতালি ৭ উইকেটে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: মার্কাস কাম্পোপিয়ানো (ইতালি)
  • ইতালি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জশ ক্লো (আইল অব ম্যান)-এর টি২০আই অভিষেক হয়।

বাছাইপর্ব বি[সম্পাদনা]

২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্ব বি
তারিখ২৪ জুলাই ২০২২ – ৩১ জুলাই ২০২২
তত্ত্বাবধায়কইউরোপীয় ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ রাউন্ড-রবিন ও ফাইনাল
আয়োজক ফিনল্যান্ড
বিজয়ী অস্ট্রিয়া
রানার-আপ নরওয়ে
অংশগ্রহণকারী দলসংখ্যা১০
খেলার সংখ্যা২৪
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ফ্রান্স গুস্তাভ ম্যাককিওন
সর্বাধিক রান সংগ্রহকারীফ্রান্স গুস্তাভ ম্যাককিওন (৩৭৭)
সর্বাধিক উইকেটধারীঅস্ট্রিয়া সাহেল জাদরান (১২)

দলীয় সদস্য[সম্পাদনা]

 অস্ট্রিয়া[৩৩]  এস্তোনিয়া[৩৪]  গার্নসি[৩৫]  চেক প্রজাতন্ত্র[৩৬]  নরওয়ে[৩৭]  ফ্রান্স[৩৮]  বুলগেরিয়া[৩৯]  লুক্সেমবুর্গ[৪০]   সুইজারল্যান্ড[৪১]  স্লোভেনিয়া[৪২]
  • রাজমাল শিগিওয়াল (অধি.)
  • অমিত নাথওয়ানি
  • আকিব ইকবাল
  • আবদুল্লাহ আকবরজান
  • আরমান রন্ধাওয়া
  • আহসান ইউসুফ
  • ইকবাল হোসেন
  • উমাইর তারিক
  • জাভেদ জাদরান
  • মার্ক সিম্পসন-পার্কার (উই.)
  • মির্জা আহসান
  • মেহের চিমা (উই.)
  • সাহিল মুমিন
  • সাহেল জাদরান
  • হাবিব আহমদজাই
  • আর্সলান আমজাদ (অধি.)
  • আদিত্য সাভিও পাল
  • আলি মাসুদ
  • আলি রাজা
  • ইলিয়াস হাসান
  • কাল্লে ভিসলাপু
  • বিমল দ্বিবেদী
  • মাইদুল ইসলাম
  • মার্কো ভাইক (উই.)
  • মুরালি ওবিলি
  • রমেশ তান্না
  • সাকিব নাভিদ
  • স্টুয়ার্ট হুক (উই.)
  • হাবিব খান
  • অরুণ অশোকন (অধি.)
  • আবুল হোসেন মোহাম্মদ ফরহাদ
  • উশান গুণতিলক (উই.)
  • ঋত্বিক তোমর
  • ডিলান স্টেইন
  • ত্রিপুরারি কানহাইয়া লাল
  • দিব্যেন্দ্র সিং (উই.)
  • নাভিদ আহমেদ
  • শরণ রামকৃষ্ণন
  • সজীব ভূঁইয়া
  • সমীর বত্থগে
  • সাবাউন দাভিজি
  • সুদেশ বিক্রমসেকারা
  • স্মিত প্যাটেল
  • আলি সলিম (অধি.)
  • আনসার ইকবাল
  • আমিনুল্লাহ তানহা
  • আহমদউল্লাহ শিনওয়ারি
  • ইব্রাহিম রহিমি
  • উসমান আরিফ
  • কামার মুশতাক
  • কুরুগে অভয়রত্ন (উই.)
  • নৌমান শেহজাদ বাট
  • বিনয় রবি
  • মোহাম্মদ শাহবাজ বাট
  • মোহাম্মদ শের সাহাক
  • রাজা ইকবাল
  • রিস সন্ডারস
  • নোমান আমজাদ (অধি.)
  • আবদুর রহমান
  • আব্দুলমালিক জাবারখেল
  • ইব্রাহিম জাবারখেল
  • গুস্তাভ ম্যাককিওন
  • জাইন আহমদ
  • জুবাইদ আহমেদ
  • দাউদ আহমদজাই
  • প্রকাজন প্রভাকরন
  • রহমতউল্লাহ মংগল
  • রুহউল্লাহ মংগল
  • লিঙ্গেশ্বরন কানেসান (উই.)
  • সুবেন্দ্রন সন্ত্রকুমারন
  • হেভিট জ্যাকসন (উই.)
  • প্রকাশ মিশ্র (অধি.)
  • আসাদ আলি রহমতউল্লাহ
  • ইভায়লো কাতজারস্কি
  • ইশান অরবিন্দ দে সিলভা
  • ওমর রসুল (উই.)
  • কেভিন দ্‌'সুজা
  • জেকব অ্যালবিন (উই.)
  • ডেলরিক ভারগিজ
  • দিমো নিকোলোভ
  • মুকুল কাদিয়ান
  • রোহিত ধীমান
  • সায়েম হোসেন (উই.)
  • সুলায়মান আলি
  • হ্রিস্তো লাকোভ
  • ইয়োস্ত মেস (অধি.) (উই.)
  • বিক্রম বিঝ (সহ-অধি.)
  • অংকুশ নন্দ
  • অনুপ ওরসু
  • অমিত ধিংরা
  • আতিফ কামাল খান
  • উইলিয়াম কোপ (উই.)
  • গিরিশ ভেংকটেশ্বরন
  • জেমস বার্কার
  • টিমোথি বার্কার (উই.)
  • পঙ্কজ মালব
  • মোহিত দীক্ষিত
  • শিব করণ সিং গিল
  • সারাংশ কুলশ্রেষ্ঠ
  • ফাহিম নাজির (অধি.)
  • অর্জুন বিনোদ (সহ-অধি.)
  • অনিশ কুমার
  • অশ্বিন বিনোদ
  • আজিম নাজির
  • আনসার মাহমুদ
  • আলি নাইয়ার
  • আসাদ মাহমুদ
  • এইডান অ্যান্ড্রুস
  • ওসামা মাহমুদ
  • কেনার্দো ফ্লেচার
  • জয় সিং
  • নুরখান আহমদি
  • সত্য নারায়ণন (উই.)
  • আয়াজ আহমেদ কুরেশি (অধি.)
  • মার্ক ওমান (সহ-অধি.)
  • আওয়াইস ইকরাম
  • ওয়াকার খান (উই.)
  • দিলীপ কুমার পল্লীকোণ্টা
  • নীলেশ উজাওয়ে
  • প্রিমোশ পুস্তোস্লেমশেক
  • ভগবন্ত সিং সন্ধু
  • মাজহার খান (উই.)
  • মোহাম্মদ আকিল
  • মোহাম্মদ তাহের (উই.)
  • মোহাম্মদ শহিদ আরশাদ
  • মোহাম্মদ শোয়েব নাসিম সিদ্দিকি
  • রামানজোত সিং
  • সুধাকর কোপ্পোলু

গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ ১[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 অস্ট্রিয়া +৪.২৪৯
 গার্নসি +২.২০০
 লুক্সেমবুর্গ −০.৩৯১
 বুলগেরিয়া −৩.৩৪১
 স্লোভেনিয়া −৩.৪৫৭

     ফাইনালে উত্তীর্ণ
     ৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
     ৫ম স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
     ৭ম স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]
২৪ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১৩৯ (১৮.৪ ওভার)
 লুক্সেমবুর্গ
১০৩ (১৮ ওভার)
ইকবাল হোসেন ৩৪ (১৬)
সারাংশ কুলশ্রেষ্ঠ ৩/২০ (৪ ওভার)
টিমোথি বার্কার ৩২ (৩৪)
সাহেল জাদরান ৩/৭ (৩ ওভার)
অস্ট্রিয়া ৩৬ রানে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও মার্ক জেমসন (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাহেল জাদরান (অস্ট্রিয়া)
  • লুক্সেমবুর্গ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৪ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
গার্নসি 
১৩০/৮ (১৯ ওভার)
 বুলগেরিয়া
৭৮ (১৮ ওভার)
টম নাইটিংগেল ৪০ (২৪)
আসাদ আলি রহমতউল্লাহ ৪/২৪ (৪ ওভার)
হ্রিস্তো লাকোভ ২৮ (৩২)
ডেভিড হুপার ৩/২১ (৪ ওভার)
গার্নসি ৫২ রানে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: মার্ক জেমসন (জার্মানি) ও শানাকা ফের্নান্দো (ইতালি)
ম্যাচ সেরা খেলোয়াড়: টম নাইটিংগেল (গার্নসি)
  • বুলগেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৯ ওভারে খেলা হয়।
  • অ্যাডাম মার্টেল (গার্নসি) ও রোহিত ধীমান (বুলগেরিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

২৫ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
২১৪/৪ (২০ ওভার)
 স্লোভেনিয়া
৭৩ (১৭.১ ওভার)
মির্জা আহসান ৭০* (৩৩)
আওয়াইস ইকরাম ২/৩৪ (৩ ওভার)
মোহাম্মদ শোয়েব নাসিম সিদ্দিকি ১৮ (১২)
সাহেল জাদরান ৫/১৩ (৩.১ ওভার)
অস্ট্রিয়া ১৪১ রানে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: শানাকা ফের্নান্দো (ইতালি) ও শ্রীহর্ষ কুচিমানচি (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মির্জা আহসান (অস্ট্রিয়া)
  • স্লোভেনিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আওয়াইস ইকরাম, আয়াজ আহমেদ কুরেশি, নীলেশ উজাওয়ে, প্রিমোশ পুস্তোস্লেমশেক, মাজহার খান, মার্ক ওমান, মোহাম্মদ তাহের, মোহাম্মদ শহিদ আরশাদ, মোহাম্মদ শোয়েব নাসিম সিদ্দিকি, রামানজোত সিং ও সুধাকর কোপ্পোলু (স্লোভেনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
  • সাহেল জাদরান (অস্ট্রিয়া) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

২৫ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
গার্নসি 
১৩১/৫ (২০ ওভার)
 লুক্সেমবুর্গ
১১৪/৬ (২০ ওভার)
ম্যাথিউ স্টোকস ৩৫ (৩১)
সারাংশ কুলশ্রেষ্ঠ ২/১৮ (৪ ওভার)
শিব করণ সিং গিল ৪৭ (৩৮)
উইলিয়াম পিটফিল্ড ৩/২২ (৪ ওভার)
গার্নসি ১৭ রানে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: মার্ক জেমসন (জার্মানি) ও শ্রীহর্ষ কুচিমানচি (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: শিব করণ সিং গিল (লুক্সেমবুর্গ)
  • লুক্সেমবুর্গ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৭ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
গার্নসি 
১৩৯/৬ (২০ ওভার)
 অস্ট্রিয়া
১৪১/৮ (১৯.৪ ওভার)
লুক ল্য টিসিয়ের ৩৭ (২৮)
সাহেল জাদরান ১/২০ (৪ ওভার)
রাজমাল শিগিওয়াল ৪২ (২৯)
উইলিয়াম পিটফিল্ড ৩/২২ (৪ ওভার)
অস্ট্রিয়া ২ উইকেটে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: মার্ক জেমসন (জার্মানি) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাজমাল শিগিওয়াল (অস্ট্রিয়া)
  • গার্নসি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৭ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
স্লোভেনিয়া 
১৪০/৯ (২০ ওভার)
 বুলগেরিয়া
১৪৩/৭ (১৯.৫ ওভার)
মোহাম্মদ শোয়েব নাসিম সিদ্দিকি ৪৮ (৩৩)
আসাদ আলি রহমতউল্লাহ ৩/৩২ (৪ ওভার)
ইশান অরবিন্দ দে সিলভা ৫৫ (৪৯)
নীলেশ উজাওয়ে ২/১২ (৪ ওভার)
বুলগেরিয়া ৩ উইকেটে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: মার্ক জেমসন (জার্মানি) ও শানাকা ফের্নান্দো (ইতালি)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইশান অরবিন্দ দে সিলভা (বুলগেরিয়া)
  • বুলগেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ওয়াকার খান (স্লোভেনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

২৮ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
লুক্সেমবুর্গ 
১৬৪/৬ (২০ ওভার)
 বুলগেরিয়া
৭৩/৫ (৯ ওভার)
শিব করণ সিং গিল ৪৫ (৩৮)
কেভিন দ্‌'সুজা ২/২৯ (৪ ওভার)
ওমর রসুল ৩২ (১৬)
উইলিয়াম কোপ ১/৬ (১ ওভার)
লুক্সেমবুর্গ ২১ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: শানাকা ফের্নান্দো (ইতালি) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: শিব করণ সিং গিল (লুক্সেমবুর্গ)
  • লুক্সেমবুর্গ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে বুলগেরিয়ার লক্ষ্য ৯ ওভারে ৯৫ নির্ধারণ করা হয়।

২৮ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
স্লোভেনিয়া 
৫৫ (১৪.৫ ওভার)
 গার্নসি
৬০/১ (৫.৩ ওভার)
রামানজোত সিং ১৮ (১৭)
ম্যাথিউ স্টোকস ২/১১ (৩ ওভার)
লুক ল্য টিসিয়ের ২৯ (৯)
প্রিমোশ পুস্তোস্লেমশেক ১/১৫ (১.৩ ওভার)
গার্নসি ৯ উইকেটে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও শানাকা ফের্নান্দো (ইতালি)
ম্যাচ সেরা খেলোয়াড়: ম্যাথিউ স্টোকস (গার্নসি)
  • গার্নসি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ভগবন্ত সিং সন্ধু (স্লোভেনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৩০ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
২০৬/৪ (২০ ওভার)
 বুলগেরিয়া
৪৮ (১১.৩ ওভার)
আরমান রন্ধাওয়া ৭৮* (৪৫)
মুকুল কাদিয়ান ২/২৬ (৪ ওভার)
হ্রিস্তো লাকোভ ১৪ (১৭)
আকিব ইকবাল ৩/১০ (৩ ওভার)
অস্ট্রিয়া ১৫৮ রানে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও শানাকা ফের্নান্দো (ইতালি)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইকবাল হোসেন (অস্ট্রিয়া)
  • অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩০ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
লুক্সেমবুর্গ 
১২৯ (১৯.৩ ওভার)
 স্লোভেনিয়া
১২৪/৮ (২০ ওভার)
টিমোথি বার্কার ৩৬ (২৩)
মোহাম্মদ শোয়েব নাসিম সিদ্দিকি ৩/২১ (৪ ওভার)
রামানজোত সিং ৪৬ (৪২)
আতিফ কামাল খান ৩/১৫ (৩ ওভার)
লুক্সেমবুর্গ ৫ রানে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: ইয়েসপার ইয়েনসেন (ডেনমার্ক) ও শানাকা ফের্নান্দো (ইতালি)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ শোয়েব নাসিম সিদ্দিকি (স্লোভেনিয়া)
  • লুক্সেমবুর্গ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দিলীপ কুমার পল্লীকোণ্টা (স্লোভেনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

গ্রুপ ২[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 নরওয়ে +৩.১৯৭
 ফ্রান্স +১.১৩২
  সুইজারল্যান্ড −০.০০৬
 চেক প্রজাতন্ত্র −১.৪১৭
 এস্তোনিয়া −২.৪১৭

     ফাইনালে উত্তীর্ণ
     ৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
     ৫ম স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
     ৭ম স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]
২৪ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
এস্তোনিয়া 
১০১ (১৮.৪ ওভার)
 নরওয়ে
১০২/০ (১০ ওভার)
আলি মাসুদ ৪৪ (৩৮)
রাজা ইকবাল ৩/২৯ (৪ ওভার)
নরওয়ে ১০ উইকেটে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: ইয়েসপার ইয়েনসেন (ডেনমার্ক) ও শ্রীহর্ষ কুচিমানচি (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাজা ইকবাল (নরওয়ে)
  • এস্তোনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আদিত্য সাভিও পাল (এস্তোনিয়া), ইব্রাহিম রহিমি, কামার মুশতাক ও মোহাম্মদ শাহবাজ বাট (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।

২৪ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
ফ্রান্স 
১৫৩/৬ (২০ ওভার)
 চেক প্রজাতন্ত্র
১০২/৯ (২০ ওভার)
গুস্তাভ ম্যাককিওন ৭৬ (৫৪)
সমীর বত্থগে ১/১৪ (৩ ওভার)
ডিলান স্টেইন ২২ (১৭)
জাইন আহমদ ২/১৩ (৩ ওভার)
ফ্রান্স ৫১ রানে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: ইয়েসপার ইয়েনসেন (ডেনমার্ক) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: গুস্তাভ ম্যাককিওন (ফ্রান্স)
  • চেক প্রজাতন্ত্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আবদুর রহমান, গুস্তাভ ম্যাককিওন, জাইন আহমদ ও রুহউল্লাহ মংগল (ফ্রান্স)-এর টি২০আই অভিষেক হয়।

২৫ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
নরওয়ে 
১৮৬/৬ (২০ ওভার)
 চেক প্রজাতন্ত্র
৬৬ (১৫.২ ওভার)
রাজা ইকবাল ৫৩ (৪৩)
সমীর বত্থগে ২/৩৮ (৪ ওভার)
সাবাউন দাভিজি ২৩ (৩২)
মোহাম্মদ শাহবাজ বাট ৫/৮ (৪ ওভার)
নরওয়ে ১২০ রানে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ শাহবাজ বাট (নরওয়ে)
  • নরওয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মদ শাহবাজ বাট প্রথম নরওয়েজীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

২৫ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
ফ্রান্স 
১৫৭/৫ (২০ ওভার)
  সুইজারল্যান্ড
১৫৮/৯ (২০ ওভার)
গুস্তাভ ম্যাককিওন ১০৯ (৬১)
আলি নাইয়ার ২/২৬ (৩ ওভার)
ফাহিম নাজির ৬৭ (৪৬)
জাইন আহমদ ৪/২০ (৪ ওভার)
সুইজারল্যান্ড ১ উইকেটে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: আলি নাইয়ার (সুইজারল্যান্ড)
  • ফ্রান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আব্দুলমালিক জাবারখেল (ফ্রান্স), কেনার্দো ফ্লেচার, জয় সিং ও সত্য নারায়ণন (সুইজারল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
  • গুস্তাভ ম্যাককিওন প্রথম ফরাসি ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।[৪৩]

২৭ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
সুইজারল্যান্ড  
১৭৩/৪ (২০ ওভার)
 এস্তোনিয়া
১৪২/৩ (২০ ওভার)
ফাহিম নাজির ১০৭* (৬৮)
হাবিব খান ২/২১ (৪ ওভার)
আলি মাসুদ ৬৯* (৫৬)
ফাহিম নাজির ২/২৮ (৪ ওভার)
সুইজারল্যান্ড ৩১ রানে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও শ্রীহর্ষ কুচিমানচি (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফাহিম নাজির (সুইজারল্যান্ড)
  • সুইজারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আজিম নাজির (সুইজারল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
  • ফাহিম নাজির প্রথম সুইস ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।

২৭ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
ফ্রান্স 
১৫৮/৭ (২০ ওভার)
 নরওয়ে
১৪৭ (১৯.২ ওভার)
গুস্তাভ ম্যাককিওন ১০১ (৫৩)
উসমান আরিফ ২/১৩ (২ ওভার)
কুরুগে অভয়রত্ন ৪৫ (৩৭)
নোমান আমজাদ ৩/২৪ (৪ ওভার)
ফ্রান্স ১১ রানে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও ইয়েসপার ইয়েনসেন (ডেনমার্ক)
ম্যাচ সেরা খেলোয়াড়: গুস্তাভ ম্যাককিওন (ফ্রান্স)
  • ফ্রান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৮ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
নরওয়ে 
১৭৪/৭ (২০ ওভার)
  সুইজারল্যান্ড
২৫/১ (৫ ওভার)
আলি সলিম ৫৩* (৩৭)
অনিশ কুমার ২/১০ (৪ ওভার)
ফাহিম নাজির ১২ (৯)
আহমদউল্লাহ শিনওয়ারি ১/১৫ (৩ ওভার)
নরওয়ে ১২ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: ইয়েসপার ইয়েনসেন (ডেনমার্ক) ও মার্ক জেমসন (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: আলি সলিম (নরওয়ে)
  • নরওয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • রিস সন্ডারস (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।

২৮ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
চেক প্রজাতন্ত্র 
১৩৫/৯ (২০ ওভার)
 এস্তোনিয়া
৯৩/৯ (২০ ওভার)
সাবাউন দাভিজি ৪৭ (৩৬)
হাবিব খান ৪/১৬ (৪ ওভার)
আর্সলান আমজাদ ২৭ (২৬)
সুদেশ বিক্রমসেকারা ৪/১৪ (৩ ওভার)
চেক প্রজাতন্ত্র ৪২ রানে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: ইয়েসপার ইয়েনসেন (ডেনমার্ক) ও শ্রীহর্ষ কুচিমানচি (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সুদেশ বিক্রমসেকারা (চেক প্রজাতন্ত্র)
  • চেক প্রজাতন্ত্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রমেশ তান্না (এস্তোনিয়া) ও আবুল হোসেন মোহাম্মদ ফরহাদ (চেক প্রজাতন্ত্র)-এর টি২০আই অভিষেক হয়।
  • সুদেশ বিক্রমসেকারা প্রথম চেক ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।

৩০ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
সুইজারল্যান্ড  
১৮৩/৮ (২০ ওভার)
 চেক প্রজাতন্ত্র
১৮৪/৩ (১৭.৪ ওভার)
ফাহিম নাজির ১১৩ (৬৭)
অরুণ অশোকন ৩/৩২ (৪ ওভার)
সজীব ভূঁইয়া ৫১ (২৫)
কেনার্দো ফ্লেচার ১/২৭ (৩.৪ ওভার)
চেক প্রজাতন্ত্র ৭ উইকেটে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: মার্ক জেমসন (জার্মানি) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফাহিম নাজির (সুইজারল্যান্ড)
  • সুইজারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩০ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
ফ্রান্স 
১৮৩/৭ (২০ ওভার)
 এস্তোনিয়া
১২৪/৮ (১৬ ওভার)
গুস্তাভ ম্যাককিওন ৮৭ (৫১)
হাবিব খান ৩/৩১ (৪ ওভার)
হাবিব খান ৩৭ (২৩)
গুস্তাভ ম্যাককিওন ১/৭ (১ ওভার)
ফ্রান্স ২৫ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড) ও শ্রীহর্ষ কুচিমানচি (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: গুস্তাভ ম্যাককিওন (ফ্রান্স)
  • ফ্রান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে এস্তোনিয়ার লক্ষ্য ১৬ ওভারে ১৫০ নির্ধারণ করা হয়।
  • হাবিব খান প্রথম এস্তোনীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।

৭ম স্থান নির্ধারণী[সম্পাদনা]

৩১ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
বুলগেরিয়া 
১১৭ (১৯.১ ওভার)
 চেক প্রজাতন্ত্র
১১৮/৬ (১৮.৪ ওভার)
সায়েম হোসেন ৩৯ (৪২)
সুদেশ বিক্রমসেকারা ৫/১৫ (৩.১ ওভার)
ডিলান স্টেইন ৩৪ (৪৪)
প্রকাশ মিশ্র ২/২৫ (৪ ওভার)
চেক প্রজাতন্ত্র ৪ উইকেটে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: ইয়েসপার ইয়েনসেন (ডেনমার্ক) ও শ্রীহর্ষ কুচিমানচি (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সুদেশ বিক্রমসেকারা (চেক প্রজাতন্ত্র)
  • বুলগেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সুদেশ বিক্রমসেকারা প্রথম চেক ক্রিকেটার হিসেবে টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

৩য় স্থান নির্ধারণী[সম্পাদনা]

৩১ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
গার্নসি 
১৫৩/৬ (২০ ওভার)
 ফ্রান্স
৯৭ (১৯ ওভার)
আইজ্যাক ডামারেল ৫১ (৪৫)
ইব্রাহিম জাবারখেল ২/১২ (২ ওভার)
নোমান আমজাদ ২৭ (২১)
লুক বিশার ৪/২০ (৪ ওভার)
গার্নসি ৫৬ রানে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও মার্ক জেমসন (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: লুক বিশার (গার্নসি)
  • গার্নসি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম স্থান নির্ধারণী[সম্পাদনা]

৩১ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
লুক্সেমবুর্গ 
১১৫/৯ (২০ ওভার)
  সুইজারল্যান্ড
১০৮ (২০ ওভার)
শিব করণ সিং গিল ২৩ (২৬)
জয় সিং ৫/২৩ (৪ ওভার)
আজিম নাজির ৩৬ (৪০)
পঙ্কজ মালব ৩/২২ (৪ ওভার)
লুক্সেমবুর্গ ৭ রানে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: শানাকা ফের্নান্দো (ইতালি) ও শ্রীহর্ষ কুচিমানচি (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: জয় সিং (সুইজারলান্ড)
  • লুক্সেমবুর্গ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জয় সিং প্রথম সুইস ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

ফাইনাল[সম্পাদনা]

৩১ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
নরওয়ে 
৭৭ (১২.৪ ওভার)
 অস্ট্রিয়া
৭৭/১ (৮.১ ওভার)
রাজা ইকবাল ১৯ (১৭)
সাহেল জাদরান ৩/১০ (২.৪ ওভার)
ইকবাল হোসেন ৬৬ (৩৬)
কামার মুশতাক ১/১০ (২ ওভার)
অস্ট্রিয়া ৯ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতি)
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইকবাল হোসেন (অস্ট্রিয়া)
  • নরওয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৪ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে অস্ট্রিয়ার লক্ষ্য ১৪ ওভারে ৭৭ নির্ধারণ করা হয়।

বাছাইপর্ব সি[সম্পাদনা]

২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্ব সি
তারিখ২৮ জুন ২০২২ – ৪ জুলাই ২০২২
তত্ত্বাবধায়কইউরোপীয় ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ রাউন্ড-রবিনপ্লেঅফ
আয়োজক বেলজিয়াম
বিজয়ী ডেনমার্ক
রানার-আপ পর্তুগাল
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা২০
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ডেনমার্ক তরনজিৎ সিং ভরজ
সর্বাধিক রান সংগ্রহকারীডেনমার্ক নিকোলায় লেইসগর্ড (১৮৯)
সর্বাধিক উইকেটধারীডেনমার্ক নিকোলায় লেইসগর্ড (৯)

দলীয় সদস্য[সম্পাদনা]

 ইসরায়েল[৩৩]  জিব্রাল্টার[৪৪]  ডেনমার্ক[৪৫]  পর্তুগাল[৩৩]  বেলজিয়াম  মাল্টা  স্পেন[৪৬]  হাঙ্গেরি[৪৭]
  • জশ এভানস (অধি.)
  • আব্রাহাম আমাদো
  • ইওগেভ নাগাভকার
  • ইয়াইর নাগাভকার
  • এইতামার কাহামকার
  • এলান টকার
  • এলিআজার স্যামসন
  • এশকোল সোলোমোন
  • গাব্রিয়েল শাখাত
  • তোমের কাহামকার
  • নিভ নাগাভকার
  • মাইকেল কোহেন (উই.)
  • লেভি কামারলেকার (উই.)
  • শৈলেশ বাংগেরা (উই.)
  • বালাজি অবিনাশ পাই (অধি.)
  • কিরন ফেরারি (সহ-অধি.) (উই.)
  • ইয়ান ফ্যারেল
  • ইয়ান ল্যাটিন
  • কেইরন স্ট্যাগনো (উই.)
  • কেনরয় নেস্টর
  • চার্লস হ্যারিসন
  • জুলিয়ান ফ্রেয়োন
  • জেমস ফিৎসজেরাল্ড
  • জোসেফ মার্পলস (উই.)
  • ফিলিপ রেইকস
  • মার্ক খাউস
  • ম্যাথিউ হোয়েলান
  • রিচার্ড হ্যাচম্যান
  • লুই ব্রুস
  • সমর্থ বোধা
  • নাজাম শাহজাদ (অধি.)
  • অমনদীপ সিং
  • অ্যান্থনি চেম্বারস (উই.)
  • আজহার আনদানি
  • আমির জাইব
  • আর্সলান নাসিম
  • ইমরান খান
  • কুলদীপ গোলিয়া (উই.)
  • জুনায়েদ খান
  • জোহাইব সারওয়ার
  • পার্থ জুনজাত
  • ফখরুল হোসেন মোহন
  • ফ্রঁসোয়াজ স্তোমান (উই.)
  • শার্ন গোমেস
  • সিরাজউল্লাহ খাদেম
  • সৈয়দ আলি নাকি
  • সৈয়দ মাইসাম আলি
  • সিরাজ শেখ (অধি.)
  • আজিজ মোহাম্মদ
  • আলি রাজা (উই.)
  • আহমদ খালিদ আহমদজাই
  • ওমিদ মালিক খেল (উই.)
  • খালিদ আহমদি
  • ফাহিম ভাট্টি
  • মাকসুদ আহমদ
  • মুরিদ ইকরামি
  • মোহাম্মদ মুনিব
  • শাহরিয়ার বাট (উই.)
  • সাজাদ আহমদজাই
  • সাবের জাখিল
  • সিফাত শাঘারাই
  • বিক্রম অরোরা (অধি.)
  • অমর শর্মা
  • আফতাব আলম খান (উই.)
  • ইমরান আমির
  • ওয়াসিম আব্বাস
  • গোপাল চতুর্বেদি
  • জাস্টিন সাজু
  • জিতেশ প্যাটেল
  • জিশান খান
  • জেইসন জেরোম
  • বরুণ তমোতরম
  • বেসিল জর্জ
  • মুহাম্মদ বিলাল
  • স্যামুয়েল স্তানিসলাউস
  • হাইনরিখ গেরিকে (উই.)
  • ক্রিস্টিয়ান মুনিয়োস-মিলস (অধি.)
  • লর্ন বার্নস (সহ-অধি.)
  • আওয়াইস আহমেদ (উই.)
  • আতিফ মাহমুদ
  • ইয়াসির আলি
  • চার্লি রুমিস্তশেভিচ
  • জশ ট্রেমবিয়ার্থ-মোরো
  • জুলকারনাইন হায়দার
  • ড্যানিয়েল ডয়েল-কাইয়ে (উই.)
  • মোহাম্মদ আতিফ
  • মোহাম্মদ কামরান
  • রবি পাঞ্চাল
  • রাজা আদিল ইকবাল
  • হামজা দার
  • অভিজিত আহুজা (অধি.)
  • অভিষেক আহুজা (উই.)
  • অশঙ্কা ভেলিগামাগে
  • আকরামউল্লাহ মালিকজাদা
  • আলি ইয়ালমাজ
  • আলি ফরাসত
  • খাইবার দেলদার
  • জাহির সাফি মোহাম্মদ (উই.)
  • জিশান খান কুকিখেল
  • ভবানীপ্রসাদ আডপক
  • মার্ক দে ফোঁতেন
  • সত্যদীপ অশ্বত্থনারায়ণ (উই.)
  • সন্দীপ মোহনদাস
  • হর্ষবর্ধন মানধ্যান

ব্যক্তিগত কারণে আমজাদ খান দলের সঙ্গে সফরে যেতে অসমর্থ হওয়ায় ২০২২ সালের ২২ জুন তাঁর বদলে সউদ মুনিরকে ডেনমার্ক দলে যোগ করা হয়।[৪৮]

গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ ১[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 বেলজিয়াম (H) +১.৪৪৫
 ডেনমার্ক +৩.৪৬৭
 জিব্রাল্টার −৩.৫৬০
 হাঙ্গেরি −১.৬১৭
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     প্লেঅফে উত্তীর্ণ
     সান্ত্বনা প্লেঅফে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]
২৮ জুন ২০২২
১১:০০
স্কোরকার্ড
জিব্রাল্টার 
১৩৯/৫ (২০ ওভার)
 বেলজিয়াম
১৪২/৩ (১২ ওভার)
বালাজি অবিনাশ পাই ৭৬* (৫৮)
সিফাত শাঘারাই ২/৩১ (৪ ওভার)
আজিজ মোহাম্মদ ৭২ (২৯)
সমর্থ বোধা ১/৩ (১ ওভার)
বেলজিয়াম ৭ উইকেটে জয়ী
গেন্ট ওভাল, গেন্ট
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: আজিজ মোহাম্মদ (বেলজিয়াম)
  • বেলজিয়াম টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইয়ান ল্যাটিন ও কেইরন স্ট্যাগনো (জিব্রাল্টার)-এর টি২০আই অভিষেক হয়।

২৮ জুন ২০২২
১৬:০০
স্কোরকার্ড
ডেনমার্ক 
১৯০/৪ (২০ ওভার)
 হাঙ্গেরি
১০২ (১৫ ওভার)
তরনজিৎ সিং ভরজ ৬৩ (৩৩)
হর্ষবর্ধন মানধ্যান ২/৩২ (৪ ওভার)
খাইবার দেলদার ২৫ (১৭)
নিকোলায় লেইসগর্ড ৩/২১ (৩ ওভার)
ডেনমার্ক ৮৮ রানে জয়ী
গেন্ট ওভাল, গেন্ট
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস) ও বিনয় মালহোত্রা (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: তরনজিৎ সিং ভরজ (ডেনমার্ক)
  • ডেনমার্ক টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৯ জুন ২০২২
১১:০০
স্কোরকার্ড
ডেনমার্ক 
২৫৬/৫ (২০ ওভার)
 জিব্রাল্টার
১২৪/৮ (২০ ওভার)
নিকোলায় লেইসগর্ড ৯১ (৪২)
জেমস ফিৎসজেরাল্ড ২/৩০ (৩ ওভার)
ফিলিপ রেইকস ৩৫ (৩৫)
হামিদ শাহ ২/৫ (২ ওভার)
ডেনমার্ক ১৩২ রানে জয়ী
রাজকীয় ব্রাসেলস ক্রিকেট ক্লাব মাঠ, লান
আম্পায়ার: বিনয় মালহোত্রা (জার্মানি) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: নিকোলায় লেইসগর্ড (ডেনমার্ক)
  • ডেনমার্ক টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইয়ান ফ্যারেল (জিব্রাল্টার)-এর টি২০আই অভিষেক হয়।
  • এটি ছিল পুরুষ টি২০আই ক্রিকেটে ডেনমার্কের সর্বোচ্চ রানের ইনিংস।

২৯ জুন ২০২২
১৬:০০
স্কোরকার্ড
হাঙ্গেরি 
১২০/৯ (২০ ওভার)
 বেলজিয়াম
১২৩/৮ (১৯.৪ ওভার)
সত্যদীপ অশ্বত্থনারায়ণ ৫২ (৩৭)
সাজাদ আহমদজাই ৩/২২ (৪ ওভার)
সাবের জাখিল ৩৭ (২৫)
মার্ক দে ফোঁতেন ২/১৫ (২ ওভার)
বেলজিয়াম ২ উইকেটে জয়ী
রাজকীয় ব্রাসেলস ক্রিকেট ক্লাব মাঠ, লান
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস) ও বিনয় মালহোত্রা (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুরিদ ইকরামি (বেলজিয়াম)
  • হাঙ্গেরি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
হাঙ্গেরি 
১৩৪/৮ (২০ ওভার)
 জিব্রাল্টার
১৩৫/৬ (১৯.৪ ওভার)
সন্দীপ মোহনদাস ২৬* (২০)
ইয়ান ল্যাটিন ৪/২৫ (৪ ওভার)
বালাজি অবিনাশ পাই ৪৬ (৪৬)
জিশান খান কুকিখেল ২/১৮ (৪ ওভার)
জিব্রাল্টার ৪ উইকেটে জয়ী
রাজকীয় ব্রাসেলস ক্রিকেট ক্লাব মাঠ, লান
আম্পায়ার: মার্ক জেমসন (জার্মানি) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইয়ান ল্যাটিন (জিব্রাল্টার)
  • জিব্রাল্টার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
বেলজিয়াম 
১৬১/৯ (২০ ওভার)
 ডেনমার্ক
১৪৯/৯ (২০ ওভার)
সাবের জাখিল ২৭ (১৮)
নিকোলায় লেইসগর্ড ২/২৫ (৪ ওভার)
হামিদ শাহ ৫৮ (৪৮)
আহমদ খালিদ আহমদজাই ৩/৩০ (৪ ওভার)
বেলজিয়াম ১২ রানে জয়ী
রাজকীয় ব্রাসেলস ক্রিকেট ক্লাব মাঠ, লান
আম্পায়ার: রায়ান মিলনা (স্কটল্যান্ড) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুরিদ ইকরামি (বেলজিয়াম)
  • ডেনমার্ক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সউদ মুনির (ডেনমার্ক)-এর টি২০আই অভিষেক হয়।

গ্রুপ ২[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 স্পেন +২.৬৮২
 পর্তুগাল −০.২৮১
 মাল্টা −০.১১১
 ইসরায়েল −১.৮৮৯

     প্লেঅফে উত্তীর্ণ
     সান্ত্বনা প্লেঅফে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]
২৮ জুন ২০২২
১১:০০
স্কোরকার্ড
মাল্টা 
১৪৮/৮ (২০ ওভার)
 স্পেন
১৫০/৪ (১৮.৪ ওভার)
বেসিল জর্জ ৩৬ (২৩)
মোহাম্মদ কামরান ২/২০ (৪ ওভার)
ইয়াসির আলি ৬৫* (৬১)
বিক্রম অরোরা ১/১৪ (২ ওভার)
স্পেন ৬ উইকেটে জয়ী
রাজকীয় ব্রাসেলস ক্রিকেট ক্লাব মাঠ, লান
আম্পায়ার: জোনাথান কেনেডি (আয়ারল্যান্ড) ও রায়ান মিলনা (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইয়াসির আলি (স্পেন)
  • স্পেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৮ জুন ২০২২
১৬:০০
স্কোরকার্ড
পর্তুগাল 
১৫৫/৮ (২০ ওভার)
 ইসরায়েল
১০৮/৬ (২০ ওভার)
কুলদীপ গোলিয়া ৩৯ (২৯)
নিভ নাগাভকার ২/১৯ (৩ ওভার)
মাইকেল কোহেন ২৭* (২৯)
অমনদীপ সিং ৩/১১ (৪ ওভার)
পর্তুগাল ৪৭ রানে জয়ী
রাজকীয় ব্রাসেলস ক্রিকেট ক্লাব মাঠ, লান
আম্পায়ার: মার্ক জেমসন (জার্মানি) ও রায়ান মিলনা (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: অমনদীপ সিং (পর্তুগাল)
  • ইসরায়েল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আব্রাহাম আমাদো, ইয়াইর নাগাভকার, এইতামার কাহামকার, এলান টকার, এলিআজার স্যামসন, এশকোল সোলোমোন, গাব্রিয়েল শাখাত, জশ এভানস, নিভ নাগাভকার, মাইকেল কোহেন, শৈলেশ বাংগেরা (ইসরায়েল), কুলদীপ গোলিয়া ও সৈয়দ মাইসাম আলি (পর্তুগাল)-এর টি২০আই অভিষেক হয়।

২৯ জুন ২০২২
১১:০০
স্কোরকার্ড
পর্তুগাল 
১৫৪/৮ (২০ ওভার)
 মাল্টা
১৪৩/৮ (২০ ওভার)
আমির জাইব ৩৭ (৩৩)
বরুণ তমোতরম ৩/২৫ (৩ ওভার)
বরুণ তমোতরম ৫৭ (৪১)
নাজাম শাহজাদ ৩/২৫ (৪ ওভার)
পর্তুগাল ১১ রানে জয়ী
গেন্ট ওভাল, গেন্ট
আম্পায়ার: মার্ক জেমসন (জার্মানি) ও রায়ান মিলনা (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: বরুণ তমোতরম (মাল্টা)
  • পর্তুগাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শার্ন গোমেস (পর্তুগাল)-এর টি২০আই অভিষেক হয়।

২৯ জুন ২০২২
১৬:০০
স্কোরকার্ড
ইসরায়েল 
১১৪/৯ (২০ ওভার)
 স্পেন
১১৫/৩ (১৩.৩ ওভার)
এশকোল সোলোমোন ২৫ (২৬)
ইয়াসির আলি ২/১২ (২ ওভার)
হামজা দার ৩৯* (২৭)
এলিআজার স্যামসন ১/১২ (২ ওভার)
স্পেন ৭ উইকেটে জয়ী
গেন্ট ওভাল, গেন্ট
আম্পায়ার: জোনাথান কেনেডি (আয়ারল্যান্ড) ও মার্ক জেমসন (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: হামজা দার (স্পেন)
  • ইসরায়েল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তোমের কাহামকার (ইসরায়েল) ও মোহাম্মদ আতিফ (স্পেন)-এর টি২০আই অভিষেক হয়।

১ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
পর্তুগাল 
৭৭ (১৭.২ ওভার)
 স্পেন
৭৮/২ (৯ ওভার)
কুলদীপ গোলিয়া ১৯ (২০)
ইয়াসির আলি ৩/৮ (৪ ওভার)
ড্যানিয়েল ডয়েল-কাইয়ে ২৮ (১৮)
নাজাম শাহজাদ ১/১১ (২ ওভার)
স্পেন ৮ উইকেটে জয়ী
গেন্ট ওভাল, গেন্ট
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস) ও জোনাথান কেনেডি (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইয়াসির আলি (স্পেন)
  • পর্তুগাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
মাল্টা 
১৩৬ (১৯.৪ ওভার)
 ইসরায়েল
১২০/৭ (২০ ওভার)
হাইনরিখ গেরিকে ৪৮ (২৬)
জশ এভানস ৩/২২ (৪ ওভার)
ইওগেভ নাগাভকার ৩৯ (৪১)
বরুণ তমোতরম ৩/২২ (৪ ওভার)
মাল্টা ১৬ রানে জয়ী
গেন্ট ওভাল, গেন্ট
আম্পায়ার: জোনাথান কেনেডি (আয়ারল্যান্ড) ও বিনয় মালহোত্রা (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: হাইনরিখ গেরিকে (মাল্টা)
  • ইসরায়েল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইওগেভ নাগাভকার ও লেভি কামারলেকার (ইসরায়েল)-এর টি২০আই অভিষেক হয়।

সান্ত্বনা প্লেঅফ[সম্পাদনা]

২০২২ সালের ১ জুলাই টুর্নামেন্টের ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের মধ্যে তিন জন আকস্মিকভাবে সড়ক দুর্ঘটনার শিকার হওয়ায় সান্ত্বনা প্লেঅফের সূচিতে কিছু পরিবর্তন আনা হয়।[৪৯] ৫ম স্থান সেমিফাইনাল ম্যাচগুলো বাতিল ঘোষণা করা হয় এবং স্থান নির্ধারণী ম্যাচগুলো একদিন এগিয়ে আনা হয়।[৫০]

বন্ধনী[সম্পাদনা]

  ৫ম স্থান সেমিফাইনাল     ৫ম স্থান নির্ধারণী
                 
   জিব্রাল্টার  
   ইসরায়েল    
       জিব্রাল্টার ১৯০/৮ (২০)
       মাল্টা ১৯৬/৩ (১৬.৩)
   মাল্টা    
   হাঙ্গেরি   ৭ম স্থান নির্ধারণী
 
 ইসরায়েল ১৬৬/৬ (২০)
   হাঙ্গেরি ১৫৪/৯ (২০)

৫ম স্থান সেমিফাইনাল[সম্পাদনা]

২ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
ম্যাচ বাতিল
গেন্ট ওভাল, গেন্ট
  • ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাগণ সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার কারণে ম্যাচটি বাতিল করা হয়।[৫১][৫২]

২ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
ম্যাচ বাতিল
গেন্ট ওভাল, গেন্ট
  • ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাগণ সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার কারণে ম্যাচটি বাতিল করা হয়।[৫২]

৭ম স্থান নির্ধারণী[সম্পাদনা]

৩ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
ইসরায়েল 
১৬৬/৬ (২০ ওভার)
 হাঙ্গেরি
১৫৪/৯ (২০ ওভার)
গাব্রিয়েল শাখাত ৬৬ (৫৩)
হর্ষবর্ধন মানধ্যান ২/২৪ (৪ ওভার)
অশঙ্কা ভেলিগামাগে ৪৫ (৩৩)
তোমের কাহামকার ৩/১০ (২ ওভার)
ইসরায়েল ১২ রানে জয়ী
রাজকীয় ব্রাসেলস ক্রিকেট ক্লাব মাঠ, লান
আম্পায়ার: জোনাথান কেনেডি (আয়ারল্যান্ড) ও বিনয় মালহোত্রা (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: গাব্রিয়েল শাখাত (ইসরায়েল)
  • হাঙ্গেরি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম স্থান নির্ধারণী[সম্পাদনা]

৩ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
জিব্রাল্টার 
১৯০/৮ (২০ ওভার)
 মাল্টা
১৯৬/৩ (১৬.৩ ওভার)
লুই ব্রুস ৫৫ (৪৭)
মুহাম্মদ বিলাল ২/২৪ (৪ ওভার)
বেসিল জর্জ ৯৩* (৪৪)
মার্ক খাউস ১/১৬ (২ ওভার)
মাল্টা ৭ উইকেটে জয়ী
রাজকীয় ব্রাসেলস ক্রিকেট ক্লাব মাঠ, লান
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস) ও বিনয় মালহোত্রা (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেসিল জর্জ (মাল্টা)
  • জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

প্লেঅফ[সম্পাদনা]

বন্ধনী[সম্পাদনা]

  সেমিফাইনাল     ফাইনাল
                 
   বেলজিয়াম ১১৩ (১৮.৪)  
   পর্তুগাল ১১৪/২ (১৬.১)    
       পর্তুগাল ১১০/৯ (২০)
       ডেনমার্ক ১১১/১ (১৩.১)
   ডেনমার্ক ১৫৪/৭ (২০)    
   স্পেন ১১৩ (১৬.১)   ৩য় স্থান নির্ধারণী
 
 স্পেন ১৪৫/৯ (২০)
   বেলজিয়াম ১৪৯/৫ (২০)

সেমিফাইনাল[সম্পাদনা]

২ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
বেলজিয়াম 
১১৩ (১৮.৪ ওভার)
 পর্তুগাল
১১৪/২ (১৬.১ ওভার)
মোহাম্মদ মুনিব ৪০ (৩৫)
সৈয়দ মাইসাম আলি ৪/২৫ (৩.৪ ওভার)
শার্ন গোমেস ৫২* (৫০)
সিরাজ শেখ ১/১৬ (৩.১ ওভার)
পর্তুগাল ৮ উইকেটে জয়ী
রাজকীয় ব্রাসেলস ক্রিকেট ক্লাব মাঠ, লান
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস) ও জোনাথান কেনেডি (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: শার্ন গোমেস (পর্তুগাল)
  • বেলজিয়াম টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
ডেনমার্ক 
১৫৪/৭ (২০ ওভার)
 স্পেন
১১৩ (১৬.১ ওভার)
নিকোলায় লেইসগর্ড ৪৫ (৩২)
রাজা আদিল ইকবাল ২/২৭ (৩ ওভার)
ক্রিস্টিয়ান মুনিয়োস-মিলস ৩৩ (১৭)
হামিদ শাহ ৩/২০ (৩ ওভার)
ডেনমার্ক ৪১ রানে জয়ী
রাজকীয় ব্রাসেলস ক্রিকেট ক্লাব মাঠ, লান
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস) ও বিনয় মালহোত্রা (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: হামিদ শাহ (ডেনমার্ক)
  • স্পেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় স্থান নির্ধারণী[সম্পাদনা]

৪ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
স্পেন 
১৪৫/৯ (২০ ওভার)
 বেলজিয়াম
১৪৯/৫ (২০ ওভার)
লর্ন বার্নস ৪৭ (৩৯)
খালিদ আহমদি ৩/১৯ (৪ ওভার)
আলি রাজা ৫০ (২৯)
জুলকারনাইন হায়দার ২/২৬ (৪ ওভার)
বেলজিয়াম ৫ উইকেটে জয়ী
রাজকীয় ব্রাসেলস ক্রিকেট ক্লাব মাঠ, লান
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস) ও জোনাথান কেনেডি (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: শাহরিয়ার বাট (বেলজিয়াম)
  • স্পেন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল[সম্পাদনা]

৪ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
পর্তুগাল 
১১০/৯ (২০ ওভার)
 ডেনমার্ক
১১১/১ (১৩.১ ওভার)
ফ্রঁসোয়াজ স্তোমান ২৮ (৪১)
নিকোলায় লেইসগর্ড ২/১১ (৪ ওভার)
তরনজিৎ সিং ভরজ ৫৮* (৪৩)
জুনায়েদ খান ১/২০ (২ ওভার)
ডেনমার্ক ৯ উইকেটে জয়ী
রাজকীয় ব্রাসেলস ক্রিকেট ক্লাব মাঠ, লান
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস) ও জোনাথান কেনেডি (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: তরনজিৎ সিং ভরজ (ডেনমার্ক)
  • পর্তুগাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

আঞ্চলিক ফাইনাল[সম্পাদনা]

২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্ব আঞ্চলিক ফাইনাল
তারিখ২০ জুলাই ২০২৩ – ২৮ জুলাই ২০২৩
তত্ত্বাবধায়কইউরোপীয় ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক স্কটল্যান্ড
বিজয়ী স্কটল্যান্ড
রানার-আপ আয়ারল্যান্ড
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা২১
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়স্কটল্যান্ড রিচার্ড বেরিংটন
সর্বাধিক রান সংগ্রহকারীস্কটল্যান্ড অলিভার হেয়ারস (২৪৮)
স্কটল্যান্ড রিচার্ড বেরিংটন (২৪৮)
সর্বাধিক উইকেটধারীস্কটল্যান্ড ব্র্যাডলি কারি (১২)
আয়ারল্যান্ড মার্ক অ্যাডেয়ার (১২)

দলীয় সদস্য[সম্পাদনা]

 অস্ট্রিয়া[৫৩]  আয়ারল্যান্ড[৫৪]  ইতালি[৫৫]  জার্মানি[৫৬]  জার্সি[৫৭]  ডেনমার্ক[৫৮]  স্কটল্যান্ড[৫৯]
  • রাজমাল শিগিওয়াল (অধি.)
  • অমিত নাথওয়ানি
  • আকিব ইকবাল
  • আদিল তারিক
  • আবদুল্লাহ আকবরজান
  • আরমান রন্ধাওয়া
  • ইকবাল হোসেন
  • উমাইর তারিক
  • জাভেদ জাদরান
  • নবীন বিজয়শেখর
  • মার্ক সিম্পসন-পার্কার (উই.)
  • মির্জা আহসান
  • মেহের চিমা (উই.)
  • সাহিল মুমিন
  • সাহেল জাদরান
  • গ্যারেথ বার্গ (অধি.)
  • অ্যান্থনি মোস্কা
  • ওয়েন ম্যাডসেন
  • কৃশান কালুগামাগে
  • গ্র্যান্ট স্টুয়ার্ট
  • জসপ্রীত সিং
  • জান-পিয়েরো মিড (উই.)
  • জাস্টিন মোস্কা
  • বেনজামিন মানেন্তি
  • মনপ্রীত সিং (উই.)
  • মার্কাস কাম্পোপিয়ানো
  • সুখবিন্দর সিং
  • সৈয়দ জাইন আব্বাস নাকভি
  • স্তেফানো দি বার্তোলোমেও (উই.)
  • হ্যারি মানেন্তি
  • ভেংকটরমণ গণেশন (অধি.)
  • আবদুল-শুকুর রহিমজাই
  • গোলাম আহমদি
  • জশুয়া ফন হেরডেন
  • জাহিদ জাদরান
  • ডিটার ক্লাইন
  • ডিলান ব্লিগনট
  • তালহা খান
  • ফয়সাল বিন মোবাশির
  • বিজয়শংকর চিক্কানাইয়া
  • বিষ্ণু ভারতী
  • মাইকেল রিচার্ডসন (উই.)
  • মুসলিম ইয়ার আশরাফ
  • ম্যাথিউ মন্টগোমারি
  • শচীন গঙ্গারেড্ডি (উই.)
  • সাহির নাকাশ
  • হরমনজোত সিং

ডেনমার্ক দলে অনিক উদ্দিন, শাকিল জাইব ও সাইমন স্যরেনসেনকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[৬০] চোটের কারণে গ্যারেথ ডেলানি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে আয়ারল্যান্ড দলে থিও ফন ভুরকোমকে নেয়া হয়।[৬১] ক্রিস সোল চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে স্কটল্যান্ড দলে আদ্রিয়ান নিলকে অন্তর্ভুক্ত করা হয়।[৬২] টুর্নামেন্ট চলাকালে চোটের কারণে জার্মানি দল থেকে ছিটকে যান বিজয়শংকর চিক্কানাইয়া, যে কারণে জার্মানি দলে তালহা খানকে অন্তর্ভুক্ত করা হয়।[৬৩] টুর্নামেন্টের শেষভাগে চোটের কারণে আবদুল-শুকুর রহিমজাই জার্মানি দল থেকে ছিটকে যান, যে কারণে জার্মানি দলে ম্যাথিউ মন্টগোমারিকে নেয়া হয়।[৬৪] টুর্নামেন্টের শেষ দিনে জার্সি দলে প্যাট্রিক গুজকে অন্তর্ভুক্ত করা হয়।[৬৫]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 স্কটল্যান্ড (H) ১২ +৪.১১০
 আয়ারল্যান্ড +২.৭১৬
 ইতালি −০.৯৬৫
 জার্সি +০.৪৩১
 জার্মানি −০.৪৪০
 ডেনমার্ক −০.৮৯৪
 অস্ট্রিয়া −৫.৮৮৫
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     মূল প্রতিযোগিতায় উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

২০ জুলাই ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১০৪/৯ (২০ ওভার)
 জার্সি
১০৬/২ (৯.২ ওভার)
রাজমাল শিগিওয়াল ১৭ (১৩)
নিক গ্রিনউড ২/১০ (৩ ওভার)
নিক গ্রিনউড ৫০* (২৭)
আবদুল্লাহ আকবরজান ১/২৪ (২ ওভার)
জার্সি ৮ উইকেটে জয়ী
দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠ, এডিনবরা
আম্পায়ার: ইয়েসপার ইয়েনসেন (ডেনমার্ক) ও ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: নিক গ্রিনউড (জার্সি)
  • জার্সি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ জুলাই ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
১৫৮/৮ (২০ ওভার)
 ইতালি
১৫১/৯ (২০ ওভার)
গ্যারেথ বার্গ ২৬ (১৭)
মার্ক অ্যাডেয়ার ৩/৩৩ (৪ ওভার)
আয়ারল্যান্ড ৭ রানে জয়ী
গোল্ডেনএকর ক্রীড়া মাঠ, এডিনবরা
আম্পায়ার: অ্যালান হ্যাগো (স্কটল্যান্ড) ও মার্ক জেমসন (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড)
  • ইতালি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বেনজামিন মানেন্তি, সৈয়দ জাইন আব্বাস নাকভি ও স্তেফানো দি বার্তোলোমেও (ইতালি)-এর টি২০আই অভিষেক হয়।

২০ জুলাই ২০২৩
১৫:৩০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২৩৪/৫ (২০ ওভার)
 জার্মানি
৬৫/৭ (১১ ওভার)
অলিভার হেয়ারস ৭৩ (৩৬)
সাহির নাকাশ ২/৪৪ (৪ ওভার)
জশুয়া ফন হেরডেন ১৭ (১৮)
গ্যাভিন মেইন ২/৮ (২ ওভার)
স্কটল্যান্ড ৭২ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
গোল্ডেনএকর ক্রীড়া মাঠ, এডিনবরা
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও মার্ক জেমসন (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: অলিভার হেয়ারস (স্কটল্যান্ড)
  • জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে জার্মানির লক্ষ্য ১১ ওভারে ১৩৮ নির্ধারণ করা হয়।
  • ব্র্যাডলি কারি ও ব্র্যান্ডন ম্যাকমালেন (স্কটল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

২১ জুলাই ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
ডেনমার্ক 
১২২/৯ (২০ ওভার)
 আয়ারল্যান্ড
১২৩/১ (১৪.৩ ওভার)
আয়ারল্যান্ড ৯ উইকেটে জয়ী
দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠ, এডিনবরা
আম্পায়ার: ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যান্ড্রু ব্যালবার্নি (আয়ারল্যান্ড)
  • ডেনমার্ক টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইয়োনাস হেনরিকসেন (ডেনমার্ক)-এর টি২০আই অভিষেক হয়।

২১ জুলাই ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
৮৩ (১৮.৪ ওভার)
 জার্মানি
৮৬/১ (১০.১ ওভার)
মার্ক সিম্পসন-পার্কার ২৪ (২৯)
সাহির নাকাশ ২/১২ (৩ ওভার)
জশুয়া ফন হেরডেন ৪৭* (৩১)
সাহেল জাদরান ১/৩৪ (৩.১ ওভার)
জার্মানি ৯ উইকেটে জয়ী
গোল্ডেনএকর ক্রীড়া মাঠ, এডিনবরা
আম্পায়ার: অ্যালান হ্যাগো (স্কটল্যান্ড) ও নিতিন বাতি (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: জশুয়া ফন হেরডেন (জার্মানি)
  • অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২১ জুলাই ২০২৩
১৫:৩০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১৪৯/৬ (২০ ওভার)
 জার্সি
১৩৫/৯ (২০ ওভার)
রিচার্ড বেরিংটন ৩৪ (২৯)
এলিয়ট মাইলস ২/২৫ (৪ ওভার)
বেনজামিন ওয়ার্ড ৪৭* (২৯)
মার্ক ওয়াট ৪/২১ (৪ ওভার)
স্কটল্যান্ড ১৪ রানে জয়ী
দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠ, এডিনবরা
আম্পায়ার: ইয়েসপার ইয়েনসেন (ডেনমার্ক) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মার্ক ওয়াট (স্কটল্যান্ড)
  • জার্সি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৩ জুলাই ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
২২৬/৪ (২০ ওভার)
 অস্ট্রিয়া
৯৮ (১৮.৪ ওভার)
লরকান টাকার ৯৪* (৫১)
আকিব ইকবাল ২/৪৬ (৪ ওভার)
রাজমাল শিগিওয়াল ৩৩ (৩২)
মার্ক অ্যাডেয়ার ৪/১৩ (৩.৪ ওভার)
আয়ারল্যান্ড ১২৮ রানে জয়ী
দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠ, এডিনবরা
আম্পায়ার: ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড) ও মার্ক জেমসন (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: লরকান টাকার (আয়ারল্যান্ড)
  • অস্ট্রিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৩ জুলাই ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
ইতালি 
১৮৩/৮ (২০ ওভার)
 জার্সি
১৫৮ (২০ ওভার)
ওয়েন ম্যাডসেন ৫২ (৩০)
বেনজামিন ওয়ার্ড ৩/৩৮ (৪ ওভার)
নিক গ্রিনউড ৩২ (২৪)
গ্যারেথ বার্গ ৩/২৬ (৪ ওভার)
ইতালি ২৫ রানে জয়ী
গোল্ডেনএকর ক্রীড়া মাঠ, এডিনবরা
আম্পায়ার: অ্যালান হ্যাগো (স্কটল্যান্ড) ও ইয়েসপার ইয়েনসেন (ডেনমার্ক)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওয়েন ম্যাডসেন (ইতালি)
  • জার্সি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ওয়েন ম্যাডসেন (ইতালি)-এর টি২০আই অভিষেক হয়।

২৩ জুলাই ২০২৩
১৫:৩০
স্কোরকার্ড
ডেনমার্ক 
১২৪/৯ (২০ ওভার)
 জার্মানি
১২৬/৪ (১৬.৫ ওভার)
তরনজিৎ সিং ভরজ ৪৩ (৩৭)
গোলাম আহমদি ২/১৮ (৪ ওভার)
জশুয়া ফন হেরডেন ৪২ (৩৩)
আবদুল্লাহ মাহমুদ ৩/২২ (৪ ওভার)
জার্মানি ৬ উইকেটে জয়ী
দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠ, এডিনবরা
আম্পায়ার: ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: জশুয়া ফন হেরডেন (জার্মানি)
  • জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৪ জুলাই ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২৪৫/২ (২০ ওভার)
 ইতালি
৯০ (১২.৪ ওভার)
অলিভার হেয়ারস ১২৭* (৫৩)
গ্র্যান্ট স্টুয়ার্ট ১/২২ (৪ ওভার)
গ্র্যান্ট স্টুয়ার্ট ৪১ (২১)
গ্যাভিন মেইন ৫/২৬ (৩.৪ ওভার)
স্কটল্যান্ড ১৫৫ রানে জয়ী
দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠ, এডিনবরা
আম্পায়ার: মার্ক জেমসন (জার্মানি) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: অলিভার হেয়ারস (স্কটল্যান্ড)
  • ইতালি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অলিভার হেয়ারস (স্কটল্যান্ড) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[৬৬]
  • গ্যাভিন মেইন (স্কটল্যান্ড) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

২৪ জুলাই ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
৯৭/৯ (২০ ওভার)
 ডেনমার্ক
৯৮/২ (১২.৪ ওভার)
আরমান রন্ধাওয়া ২৮ (৪৫)
নিকোলায় লেইসগর্ড ৪/১৯ (৪ ওভার)
সাইফ আহমেদ ৫৩* (৪১)
অমিত নাথওয়ানি ১/১৯ (২ ওভার)
ডেনমার্ক ৮ উইকেটে জয়ী
গোল্ডেনএকর ক্রীড়া মাঠ, এডিনবরা
আম্পায়ার: ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড) ও নিতিন বাতি (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: নিকোলায় লেইসগর্ড (ডেনমার্ক)
  • ডেনমার্ক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৪ জুলাই ২০২৩
১৫:৩০
স্কোরকার্ড
জার্সি 
৭৮/৯ (২০ ওভার)
 আয়ারল্যান্ড
৮০/১ (১০.২ ওভার)
আসা ট্রাইব ২৬ (২৮)
ব্যারি ম্যাকার্থি ৩/৭ (৪ ওভার)
পল স্টার্লিং ৩৫* (২৬)
বেনজামিন ওয়ার্ড ১/২৩ (৩.২ ওভার)
আয়ারল্যান্ড ৯ উইকেটে জয়ী
গোল্ডেনএকর ক্রীড়া মাঠ, এডিনবরা
আম্পায়ার: ইয়েসপার ইয়েনসেন (ডেনমার্ক) ও নিতিন বাতি (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: ব্যারি ম্যাকার্থি (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৫ জুলাই ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
ইতালি 
১৫০/৮ (২০ ওভার)
 ডেনমার্ক
১২৪ (১৯.৩ ওভার)
হ্যারি মানেন্তি ৫১ (৩৫)
সাইফ আহমেদ ২/১৯ (৩ ওভার)
ইতালি ২৬ রানে জয়ী
দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠ, এডিনবরা
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: হ্যারি মানেন্তি (ইতালি)
  • ডেনমার্ক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এহসান করিমি (ডেনমার্ক)-এর টি২০আই অভিষেক হয়।

২৫ জুলাই ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২৩২/২ (২০ ওভার)
 অস্ট্রিয়া
৬৬ (১৬.৩ ওভার)
জর্জ মানসি ১৩২ (৬১)
আবদুল্লাহ আকবরজান ২/২২ (৪ ওভার)
জাভেদ জাদরান ১৫ (১৪)
মাইকেল লিস্ক ৩/১১ (৪ ওভার)
স্কটল্যান্ড ১৬৬ রানে জয়ী
গোল্ডেনএকর ক্রীড়া মাঠ, এডিনবরা
আম্পায়ার: অ্যালান হ্যাগো (স্কটল্যান্ড) ও ইয়েসপার ইয়েনসেন (ডেনমার্ক)
ম্যাচ সেরা খেলোয়াড়: জর্জ মানসি (স্কটল্যান্ড)
  • অস্ট্রিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • টমাস ম্যাকিনটশ (স্কটল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

২৫ জুলাই ২০২৩
১৫:৩০
স্কোরকার্ড
জার্সি 
১৯০/৫ (২০ ওভার)
 জার্মানি
১৩৯/৮ (২০ ওভার)
নিক গ্রিনউড ৮৬* (৫৬)
সাহির নাকাশ ৩/৩৭ (৪ ওভার)
ফয়সাল বিন মোবাশির ৫৭* (৫০)
জুলিয়াস সুমেরাউয়ার ৪/২২ (৪ ওভার)
জার্সি ৫১ রানে জয়ী
দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠ, এডিনবরা
আম্পায়ার: ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড) ও নিতিন বাতি (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: নিক গ্রিনউড (জার্সি)
  • জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৭ জুলাই ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১৫৯/৭ (১৮ ওভার)
 ডেনমার্ক
১২৬/৭ (১৮ ওভার)
রিচার্ড বেরিংটন ৬০ (৩২)
নিকোলায় লেইসগর্ড ৩/২৩ (৪ ওভার)
হামিদ শাহ ৫৬ (৪২)
ব্র্যাডলি কারি ৩/১৮ (৪ ওভার)
স্কটল্যান্ড ৩৩ রানে জয়ী
দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠ, এডিনবরা
আম্পায়ার: ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: রিচার্ড বেরিংটন (স্কটল্যান্ড)
  • ডেনমার্ক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৮ ওভারে খেলা হয়।

২৭ জুলাই ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
গোল্ডেনএকর ক্রীড়া মাঠ, এডিনবরা
আম্পায়ার: অ্যালান হ্যাগো (স্কটল্যান্ড) ও মার্ক জেমসন (জার্মানি)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

২৭ জুলাই ২০২৩
১৫:৩০
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
গোল্ডেনএকর ক্রীড়া মাঠ, এডিনবরা
আম্পায়ার: ইয়েসপার ইয়েনসেন (ডেনমার্ক) ও মার্ক জেমসন (জার্মানি)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

২৮ জুলাই ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
জার্মানি 
১৪১ (২০ ওভার)
 ইতালি
১৪৭/৬ (১৮.৫ ওভার)
জশুয়া ফন হেরডেন ৩৫ (২১)
স্তেফানো দি বার্তোলোমেও ৫/১৪ (৪ ওভার)
অ্যান্থনি মোস্কা ৭০* (৫১)
ডিটার ক্লাইন ২/১৮ (৪ ওভার)
ইতালি ৪ উইকেটে জয়ী
দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠ, এডিনবরা
আম্পায়ার: অ্যালান হ্যাগো (স্কটল্যান্ড) ও মার্ক জেমসন (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্তেফানো দি বার্তোলোমেও (ইতালি)
  • ইতালি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ম্যাথিউ মন্টগোমারি (জার্মানি)-এর টি২০আই অভিষেক হয়।
  • স্তেফানো দি বার্তোলোমেও প্রথম ইতালীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।[৬৭]

২৮ জুলাই ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
জার্সি 
১৫৯ (২০ ওভার)
 ডেনমার্ক
১৩১/৭ (২০ ওভার)
নিক গ্রিনউড ৪৩ (১৭)
নিকোলায় লেইসগর্ড ৩/২৩ (৩ ওভার)
সাইফ আহমেদ ৪৬ (৩৬)
রিস পামার ২/২১ (৪ ওভার)
জার্সি ২৮ রানে জয়ী
গোল্ডেনএকর ক্রীড়া মাঠ, এডিনবরা
আম্পায়ার: ইয়েসপার ইয়েনসেন (ডেনমার্ক) ও নিতিন বাতি (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: নিক গ্রিনউড (জার্সি)
  • ডেনমার্ক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্যাট্রিক গুজ (জার্সি)-এর টি২০আই অভিষেক হয়।
  • নিকোলায় লেইসগর্ড (ডেনমার্ক) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক লাভ করেন।

২৮ জুলাই ২০২৩
১৫:৩০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২১৩/৬ (২০ ওভার)
 আয়ারল্যান্ড
২০৫/৯ (২০ ওভার)
ব্র্যান্ডন ম্যাকমালেন ৬৮ (৩৫)
ব্যারি ম্যাকার্থি ২/৪২ (৪ ওভার)
মার্ক অ্যাডেয়ার ৭২ (৩৬)
ব্র্যাডলি কারি ৫/১৩ (৪ ওভার)
স্কটল্যান্ড ৮ রানে জয়ী
দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠ, এডিনবরা
আম্পায়ার: অ্যালান হ্যাগো (স্কটল্যান্ড) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ব্র্যাডলি কারি (স্কটল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ব্র্যাডলি কারি (স্কটল্যান্ড) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৬৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. @icc_europe (১৬ ডিসেম্বর ২০২১)। "It's great to be able to share that 2⃣8⃣ of our Members in Europe will begin their T20 World Cup journey next year in Finland and Belgium, more than ever before" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  2. "Qualification for ICC Men's T20 World Cup 2024 commences with pathway events launching in Europe"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২২ 
  3. "Three men's T20 World Cup 2022 qualifying events called off because of Covid-19"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১ 
  4. "Three ICC Men's T20 World Cup 2022 European Qualifiers cancelled due to COVID-19"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১ 
  5. "The Andrew NIxon Column: 24 October"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২৪ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২১ 
  6. "Europe Qualifier C – Denmark advance despite Belgium scare"ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২২ 
  7. "Denmark, Italy one step from T20 World Cup 2024 as Europe qualification continues"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২২ 
  8. "European Associates to hit the road to 2024 T20 Cup"ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২১ 
  9. "First European sub-regional tournament marks start of 2024 T20 WC Qualifying"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২২ 
  10. "Gibraltar cricket will be heading for Belgium next summer"জিব্রাল্টার ক্রনিকল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২১ 
  11. "Finland and Belgium to host ICC 2024 Men's T20 WC Europe Sub-Regional Qualifier events next summer"ক্রিকেট ফিনল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২১ 
  12. "Qualification pathway for ICC Men's T20 World Cup 2024 announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২২ 
  13. "Johnson, Madsen, Manenti sign up for Berg's Italian Job"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৩ 
  14. "Everything you need to know about the ICC Men's T20 World Cup Europe Qualifier"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৩ 
  15. "Cricket Scotland to host 2024 Men's T20 World Cup Europe Finals in July 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩ 
  16. "Denmark reach European qualifying final"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৪ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২ 
  17. "Cricket: Isle of Man lose to Italy in Euros final"আইল অব ম্যান টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২২ 
  18. "Azzurri T20: primo obiettivo centrato verso i Mondiali 2024"ইতালীয় ক্রিকেট ফেডারেশন (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২২ 
  19. "Austria stun field to steal third T20 World Cup 2024 Europe Sub-Regional Qualifier"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২২ 
  20. "Austria through to European regional final"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৬ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২২ 
  21. "Ireland and Scotland seal their place in 2024 Men's T20 World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৩ 
  22. "Watch: T20 World Cup Qualifier - Reaction as Scotland beat Ireland by eight runs"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৩ 
  23. "Island squad named for World Cup qualifiers"আইল অব ম্যান টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২২ 
  24. "Nazionale maschile T20: inizia la strada per i mondiali 2024"ইতালীয় ক্রিকেট ফেডারেশন (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২২ 
  25. @CroatianCricket (২৬ জুন ২০২২)। "Croatian Cricket Federation are proud to announce the 14 man squad to represent Croatia in the ICC Sub-Regional T20 World Cup Qualifying Group A tournament in Helsinki, Finland 🇭🇷🏏💪" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  26. "GREECE NATIONAL CRICKET TEAM"হেলেনীয় ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  27. "10-20 Temmuz 2022 tarihleri arasında Finlandiya'da gerçekleşecek olan ICC Erkekler T20 Dünya Kupası Avrupa Alt Bölge Elemeleri müsabakaları Kriket Erkekler A Milli Takımı Sporcularımız"ক্রিকেট তুরস্ক (তুর্কি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  28. "The Finnish Bears' squad for the World Cup Sub-Regional Qualifiers is announced – Finland's first game is on 12 July"ক্রিকেট ফিনল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২ 
  29. "Romania's squad for ICC Men's T20 World Cup Qualifiers"ক্রিকেট রোমানিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  30. "2022–23 ICC Men's T20 World Cup Europe Qualifier - Group 2"সাইপ্রাস ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  31. "Sastav reprezentacije Srbije za predstojeće kvalifikacije za Svetsko Prvenstvo koje će se održati u Finskoj 12-19. jula"সার্বীয় ক্রিকেট ফেডারেশন (সার্বীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  32. "Herrlandslagets spelartrupp för i sommar"সুইডীয় ক্রিকেট ফেডারেশন (সুইডীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  33. "Countries name squads for Men's T20 World Cup Europe Sub-regional qualifier"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২ 
  34. "We are pleased to announce the Estonian Squad for the ICC Men's T20 World Cup Sub Regional Europe B Qualifier taking place in Finland from July 24-31"এস্তোনীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  35. @guernseycricket (২১ জুলাই ২০২২)। "Our @DarwinEscapes National Men's Squad head off to @CricketFinland today for the @icc_europe Qualifier B on the road to @ICC Men's T20 W/Cup 2024 We know they will wear the Green shirt with pride & represent their Island famously💪" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  36. "Announcing the Squad for the ICC Men's T20 World Cup Sub Regional Europe B Qualifier (Finland)"চেক-মোরাভীয় ক্রিকেট সংঘ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  37. "Team Norge ICC T20 WCE"নরওয়েজীয় ক্রিকেট ফেডারেশন (নরওয়েজীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২ 
  38. @francecricket (১১ জুলাই ২০২২)। "France Cricket annonce les 14 joueurs de l'équipe de France pour le ICC T20 qualification coupe du monde, zone Europe, (groupe B) qui aura lieu en Finlande du 24 juillet au 01 août 2022" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  39. "🇧🇬🇧🇬🇧🇬 Представяме ви състава на националния отбор, който ще играе в предварителните квалификации в зона Европа за Световното първенство по крикет ICC 2024 Men's T20 World Cup. Българският тим е разпределен в Група В и ще се изправи срещу о-в Гърнси, Австрия, Люксембург и Словения. Мачовете ще се играят във Финландия, на Kerava National Cricket Ground и Tikkirula Cricket Ground. Първата среща на България е с о-в Гърнси на 24 юли от 16 часа. Гледайте на живо тук https:/‌/welcome.icc.tv/"বুলগেরীয় ক্রিকেট ফেডারেশন (বুলগেরীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  40. "Squad Announcement!"লুক্সেমবুর্গ ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  41. "Cricket Switzerland has officially announced the squad for the ICC World Cup qualifier to be held in Finland in July"ক্রিকেট সুইজার‍ল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  42. "Cricket Slovenia would like to announce"স্লোভেনীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  43. "টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড এখন ম্যাকিয়ানের"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২২ 
  44. "Cricket squad announced for Belgium"জিব্রাল্টার ক্রনিকল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২২ 
  45. "Holdet til Belgien T20"ডেনীয় ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২২ 
  46. "SPAIN SQUAD NAMED FOR THE ICC SUB-REGIONAL QUALIFIERS IN BELGIUM"ক্রিকেট এস্পানিয়া (ইংরেজি ভাষায়)। ৬ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২ 
  47. "Hungarian cricket Association is happy to announce the final 14 representing Hungary at the Sub Regional T20 WCQ in Belgium from June 26th - Jul 5th"হাঙ্গেরীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে। 
  48. "Belgien T20 – sidste nyt"ডেনীয় ক্রিকেট ফেডারেশন (ডেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২২ 
  49. "ICC Men's T20 World Cup SRQ Europe C updated match schedule confirmed"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২২ 
  50. "ICC Men's T20 World Cup SRQ Europe C updated match schedule confirmed"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২২ 
  51. @Gibraltar_Crick (২ জুলাই ২০২২)। "Due to unforeseen circumstances today's game versus Israel will not be going ahead…" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  52. "Two ICC Men's T20 World Cup SRQ C Qualifier Matches postponed"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২২ 
  53. @OeCV_ACA (২০ জুলাই ২০২৩)। "Austrian Squad for ICC Men's T20 World Cup Europe Qualifier" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  54. "Ireland Men's T20 World Cup Europe Qualifier squad named"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। ৬ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৩ 
  55. "La Nazionale maggiore pronta per il Torneo di Qualificazione ai Mondiali T20 2024"ইতালীয় ক্রিকেট ফেডারেশন (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৩ 
  56. @Cricket_Germany (১৭ জুলাই ২০২৩)। "Here are the 15 fine men who will carry our hopes in Scotland from Thursday at the ICC T20 World Cup Qualifiers 🇩🇪🏏" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  57. @cricketinjersey (১৭ জুলাই ২০২৩)। "🔴 ANNOUNCEMENT:" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  58. "Squad named for European T20 World Cup Qualifiers"ক্রিকেটইউরোপ (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৩ 
  59. "SCOTLAND SQUAD NAMED FOR ICC MEN'S T20 WORLD CUP EUROPE QUALIFIER"ক্রিকেট স্কটল্যান্ড (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২৩ 
  60. "Holdet til T20 World Cup Qualifier udtaget"ডেনীয় ক্রিকেট ফেডারেশন (ডেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৩ 
  61. "T20 World Cup Qualifier squad change; van Woerkom receives first call-up"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। ১৪ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৩ 
  62. @CricketScotland (২০ জুলাই ২০২৩)। "🔄 𝗦𝗤𝗨𝗔𝗗 𝗨𝗣𝗗𝗔𝗧𝗘:" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  63. @Cricket_Germany (২১ জুলাই ২০২৩)। "Unfortunately our batsman Vijay Shankar has picked up an injury and will be replaced in the squad by Talha Khan. Get well soon Vijay. 🏏🇩🇪" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  64. @Cricket_Germany (২৬ জুলাই ২০২৩)। "Unfortunately we have another injured player in our squad and Abdul Shakoor will be replaced by Matthew Montgomery for the last two matches in Scotland 🏏🇩🇪" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  65. @cricketinjersey (২৮ জুলাই ২০২৩)। "Todays sees @goujon24 make his T20i debut replacing injured Ben Ward. Congratulations Paddy 👏" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  66. "T20 World Cup Europe Qualifier: Scotland crush Italy on record-breaking day for Oli Hairs"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩ 
  67. @Emerging_96 (২৮ জুলাই ২০২৩)। "Italy T20I Men's Record: Best bowling figures for Stefano di Bartolomeo, as he picked up 5/14 against Germany in #T20WCEuropeQ in Edinburgh. This is also the first time an Italian bowler has picked a 5-wicket haul in their overall T20 Internationals played with ranking points" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  68. "Adair's brilliance not enough as Ireland lose a thriller in Edinburgh"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। ১৮ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]