নাভাহো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাভাহো ( ব্রিটিশ ইংরেজি: Navaho ; বা Naabeehó ) হল দক্ষিণ-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী একটি আদিবাসী জাতি। ২০২১ সালের হিসাব অনুযায়ী ৩৯৯৪৯৪ জনেরও বেশি নথিভুক্ত উপজাতীয় সদস্যসহ নাভাহো জাতি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বীকৃত উপজাতি[১][২]

কয়েকজন নাভাহো নেতা

উপরন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে অন্যান্য উপজাতির তুলনায় নাভাহো জাতির সবচেয়ে বেশি সংরক্ষণ রয়েছে। নাভাহোরা অ্যারিজোনা, ইউটানিউ মেক্সিকোতে প্রায় ২৭৩২৭ বর্গমাইল ভূমি জুড়ে বসবাস করে। নাভাহো রিজার্ভেশন পশ্চিম ভার্জিনিয়া রাজ্যের চেয়ে সামান্য বড়। সমগ্র অঞ্চল জুড়ে নাভাহো ভাষায় কথা বলা হয় এবং বেশিরভাগ নাভাহো ইংরেজিতেও কথা বলতে পারেন। সর্বাধিক নাভাহো জনসংখ্যাসমৃদ্ধ রাজ্যগুলি হল, অ্যারিজোনা (১৪০২৬৩) এবং নিউ মেক্সিকো (১০৮৩০৬)। নথিভুক্ত নাভাহো জনসংখ্যার তিন-চতুর্থাংশেরও বেশি এই দুই রাজ্যে বাস করে। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Becenti, Arlyssa. Navajo Times 26 April 2021 (retrieved 26 April 2021)
  2. "Arizona's Native American Tribes: Navajo Nation."
  3. American Factfinder, United States Census Bureau