মাল নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাল নদী হল একটি উত্তরবঙ্গের ছোট নদী। এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত। এই মাল নদীতে নাব্যতা বাড়ানোর চেষ্টা করার জন্য চ্যানেল তৈরি করা হয়েছিল এবং সেই সময় হড়পা বানের স্রোতে মালবাজারে ৫ অক্টোবর ২০২২ তারিখে দুর্গা বিসর্জনের সময় অনেক মানুষের প্রাণ চলে যায়।[১] সেদিন রাত ৮টায় প্রতিমা বিসর্জনের সময় নদীর উচ্চতা হাঁটু সমান ছিলো। হটাৎ করেই নদীতে প্রবল স্রোত বইতে শুরু করে এবং বিসর্জনে অংশরত মানুষ নদীর জলে ডুবে যায়। ঘটনায় ৮ জনের মৃতদেহ সহ ৫০ জনকে জীবিত উদ্ধার করে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞদের মতে বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক ঢালের ফলে এরকম ঘটনার সৃষ্টি হতে পারে।[২] জলপাইগুড়ি জেলা প্রশাসক এই দূর্ঘটনার জন্য ভূটানের বৃষ্টির আগাম তথ্য সময়মত না পাওয়াকে দায়ী করে বলেন ভূটান থেকে বৃষ্টির তথ্য সময়মত পাওয়া গেলে এরকম দূর্ঘটনাগুলো এড়ানো যাবে।[৩] তবে বিজেপির পাঠানো প্রতিনিধি দলের অভিযোগ যে মাফিয়াদের স্বার্থে নদীতে বাঁধ দেওয়া হয়েছিলো যার ফলে এই দূর্ঘটনা ঘটে। এর জন্য তারা কর্তৃপক্ষকে দায়ী করেছে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. দত্ত গুপ্ত, অপ্রমিয় (৭ অক্টোবর ২০২২)। "'‌মাল নদীর গতিপথ আটকানো হয়নি'‌, বিরোধীদের অভিযোগ নস্যাৎ করলেন জেলাশাসক"হিন্দুস্তান টাইমস। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২২ 
  2. "Mal River Harpa Ban: বিসর্জনের সময় যখন হড়পা বান মালবাজারে, হাড়হিম VIDEO"আজ তক। ৬ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২২ 
  3. কর, শান্তনু (৭ অক্টোবর ২০২২)। "হড়পা বিপর্যয়: 'কৃত্রিম বাঁধ নয়, মাল নদীতে করা হয়েছিল চ্যানেল', দাবি জলপাইগুড়ির জেলাশাসকের"সংবাদ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২২ 
  4. লাহিড়ী, ভেঙ্কটেশ্বর (৭ অক্টোবর ২০২২)। "'দুর্ঘটনাই' নয়...! মালনদীর ঘটনাস্থল পরিদর্শন করে 'বিস্ফোরক' অভিযোগ বিজেপি প্রতিনিধি দলের"নিউজ১৮ বাংলা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২২