২০২২ টি২০আই প্রশান্ত মহাসাগরীয় কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ টি২০আই প্রশান্ত মহাসাগরীয় কাপ
তারিখ৩ অক্টোবর ২০২২ – ৬ অক্টোবর ২০২২
তত্ত্বাবধায়কভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনদ্বৈত রাউন্ড-রবিন
আয়োজক ভানুয়াতু
বিজয়ী পাপুয়া নিউগিনি
রানার-আপ ভানুয়াতু
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১২
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়পাপুয়া নিউগিনি নাওআনি ভারে
সর্বাধিক রান সংগ্রহকারীপাপুয়া নিউগিনি নাওআনি ভারে (২২৫)
সর্বাধিক উইকেটধারীপাপুয়া নিউগিনি ইসাবেল তোউয়া (১১)

২০২২ টি২০আই প্রশান্ত মহাসাগরীয় কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের অক্টোবর মাসে ভানুয়াতুতে অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টে স্বাগতিক ভানুয়াতুর সঙ্গে অংশগ্রহণ করে পাপুয়া নিউ গিনি, ফিজিসামোয়া[২][৩] টুর্নামেন্টে নিজেদের প্রথম পাঁচ ম্যাচে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় পাপুয়া নিউ গিনি।[৪]

দলীয় সদস্য[সম্পাদনা]

 পাপুয়া নিউগিনি[৫]  ফিজি[৬]  ভানুয়াতু[৫]  সামোয়া[৫]
  • রুজি কাইওয়াই (অধি.)
  • ইলিসাপেজি ওয়াগাভাকাতোগা (সহ-অধি.) (উই.)
  • অলিভিয়া সেকিলেকুতু
  • আতেজা কাইনোজো
  • আনা গোনেরারা
  • এলিজাবেথ রোকোরো
  • কারালাইনি ভাকুরুইভালু
  • কিয়েরা আমোয়ে
  • তালেই জোলাচি
  • ভোলাউ মাতাকি
  • মায়েআভ্‌হানিসি এরাসিতো (উই.)
  • মেলাইয়া বিউ
  • লাগাকালি লোমানি
  • সুলিয়া ভুনি
  • সেলিনা সোলমান (অধি.)
  • আলভিনা চিলিয়া
  • তেরেসা মানসালে
  • নাসিমানা নাভাইকা
  • নেটি চিলিয়া
  • ভালেন্তা লাংইয়াতু
  • ভিকি মানসালে
  • মেইলিজ কার্লট (উই.)
  • রুথ কালতোংগা
  • রেইলিন ওভা
  • র‍্যাচেল অ্যান্ড্রু
  • লিজিং এনোখ
  • লেইমারা তাস্তুকি
  • লেইসাউ জেকব
  • কোলোতিতা নোনু (অধি.)
  • লাগি তেলেআ (সহ-অধি.)
  • আইলাওয়া আওইনা
  • আরিওতা কুপিতো
  • এলেনি ভাআয়েতাসি
  • কালালা তানুভাসা (উই.)
  • জ্যাসিন্তা সানেলে
  • তাআলিলি ইওসেফো
  • তাওফি লাফাই
  • তুআওলোয়া সেমাউ
  • ফ্লোরেন্স আগাইমালো
  • ভানেসি তালালেলেই
  • লেওফাও আপোলিনাসিও
  • সারিনা মোয়ে

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 পাপুয়া নিউগিনি ১১ +৬.২২৯
 ভানুয়াতু (H) +০.৮৯৩
 সামোয়া −০.৬০১
 ফিজি −৫.১৯০
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     চ্যাম্পিয়ন

সূচি[সম্পাদনা]

৩ অক্টোবর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ভানুয়াতু 
১৩৬/৮ (২০ ওভার)
 সামোয়া
১১৫ (১৯.১ ওভার)
ভালেন্তা লাংইয়াতু ৫৩ (৪৩)
জ্যাসিন্তা সানেলে ৪/৩৪ (৪ ওভার)
ফ্লোরেন্স আগাইমালো ২১* (১১)
নাসিমানা নাভাইকা ৪/২১ (৪ ওভার)
ভানুয়াতু ২১ রানে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ, পোর্ট ভিলা
আম্পায়ার: জুনিয়র কালতাপাউ (ভানুয়াতু) ও মেরিয়েল কেনি (ভানুয়াতু)
ম্যাচ সেরা খেলোয়াড়: ভালেন্তা লাংইয়াতু (ভানুয়াতু)
  • ভানুয়াতু টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নেটি চিলিয়া, রুথ কালতোংগা, রেইলিন ওভা (ভানুয়াতু), আইলাওয়া আওইনা, এলেনি ভাআয়েতাসি, জ্যাসিন্তা সানেলে, তুআওলোয়া সেমাউ, ফ্লোরেন্স আগাইমালো ও লেওফাও আপোলিনাসিও (সামোয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৩ অক্টোবর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
২১৯/৫ (২০ ওভার)
 ফিজি
৪১ (৯.৪ ওভার)
তানিয়া রুমা ৬৭ (৩৯)
কারালাইনি ভাকুরুইভালু ৩/৩৯ (৪ ওভার)
ইলিসাপেজি ওয়াগাভাকাতোগা ২৬ (২০)
হলান দোরিগা ৫/২ (১.৪ ওভার)
পাপুয়া নিউ গিনি ১৭৮ রানে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ ২, পোর্ট ভিলা
আম্পায়ার: পিয়ের চিলিয়া (ভানুয়াতু) ও ম্যাক মার্কিয়া (ভানুয়াতু)
ম্যাচ সেরা খেলোয়াড়: হলান দোরিগা (পাপুয়া নিউ গিনি)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অলিভিয়া সেকিলেকুতু, আতেজা কাইনোজো, কারালাইনি ভাকুরুইভালু, কিয়েরা আমোয়ে, তালেই জোলাচি, মায়েআভ্‌হানিসি এরাসিতো, মেলাইয়া বিউ, লাগাকালি লোমানি ও সুলিয়া ভুনি (ফিজি)-এর টি২০আই অভিষেক হয়।
  • হলান দোরিগা (পাপুয়া নিউ গিনি) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

৩ অক্টোবর ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
ভানুয়াতু 
১৭২/৬ (২০ ওভার)
 ফিজি
৯৪ (১৯.৫ ওভার)
সেলিনা সোলমান ৩৯ (২৯)
রুজি কাইওয়াই ১/২৪ (৪ ওভার)
ইলিসাপেজি ওয়াগাভাকাতোগা ২৪ (২১)
র‍্যাচেল অ্যান্ড্রু ২/১২ (৪ ওভার)
ভানুয়াতু ৭৮ রানে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ, পোর্ট ভিলা
আম্পায়ার: জুনিয়র কালতাপাউ (ভানুয়াতু) ও পিয়ের চিলিয়া (ভানুয়াতু)
ম্যাচ সেরা খেলোয়াড়: সেলিনা সোলমান (ভানুয়াতু)
  • ভানুয়াতু টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আনা গোনেরারা, এলিজাবেথ রোকোরো ও ভোলাউ মাতাকি (ফিজি)-এর টি২০আই অভিষেক হয়।

৩ অক্টোবর ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
সামোয়া 
৭৯ (১৯.১ ওভার)
 পাপুয়া নিউগিনি
৮৩/২ (৯.৪ ওভার)
তাআলিলি ইওসেফো ১২ (১৯)
গেউয়া তোম ২/১১ (৩ ওভার)
নাওআনি ভারে ২৮* (২৪)
এলেনি ভাআয়েতাসি ১/৮ (১ ওভার)
পাপুয়া নিউ গিনি ৮ উইকেটে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ ২, পোর্ট ভিলা
আম্পায়ার: ম্যাক মার্কিয়া (ভানুয়াতু) ও রোনাল্ড তারি (ভানুয়াতু)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাওআনি ভারে (ভানুয়াতু)
  • সামোয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ অক্টোবর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
সামোয়া 
১৪০/৭ (২০ ওভার)
 ফিজি
৬৫ (১৩.৫ ওভার)
তাআলিলি ইওসেফো ৩১ (১৬)
ইলিসাপেজি ওয়াগাভাকাতোগা ২/৩০ (৩ ওভার)
রুজি কাইওয়াই ২৭ (২৮)
আইলাওয়া আওইনা ৪/৯ (১.৫ ওভার)
সামোয়া ৭৫ রানে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ, পোর্ট ভিলা
আম্পায়ার: ম্যাক মার্কিয়া (ভানুয়াতু) ও রোনাল্ড তারি (ভানুয়াতু)
ম্যাচ সেরা খেলোয়াড়: আইলাওয়া আওইনা (সামোয়া)
  • ফিজি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আরিওতা কুপিতো (সামোয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৫ অক্টোবর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ভানুয়াতু 
১১৪/৯ (২০ ওভার)
 পাপুয়া নিউগিনি
১১৫/২ (১৩.৩ ওভার)
র‍্যাচেল অ্যান্ড্রু ৫০ (৪০)
কাইয়া আরুয়া ৫/১১ (৪ ওভার)
নাওআনি ভারে ৩৯* (৩৪)
আলভিনা চিলিয়া ১/৬ (১.৩ ওভার)
পাপুয়া নিউ গিনি ৮ উইকেটে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ ২, পোর্ট ভিলা
আম্পায়ার: পিয়ের চিলিয়া (ভানুয়াতু) ও মেরিয়েল কেনি (ভানুয়াতু)
ম্যাচ সেরা খেলোয়াড়: কাইয়া আরুয়া (পাপুয়া নিউ গিনি)
  • ভানুয়াতু টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ অক্টোবর ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
১৮৭/৩ (২০ ওভার)
 ফিজি
৬৩ (১৪.৫ ওভার)
নাওআনি ভারে ৮৮* (৫৮)
রুজি কাইওয়াই ১/১৮ (২ ওভার)
ইলিসাপেজি ওয়াগাভাকাতোগা ২৪ (৩৪)
হেনাও টমাস ৫/১৩ (৩.৫ ওভার)
পাপুয়া নিউ গিনি ১২৪ রানে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ, পোর্ট ভিলা
আম্পায়ার: ম্যাক মার্কিয়া (ভানুয়াতু) ও রোনাল্ড তারি (ভানুয়াতু)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাওআনি ভারে (পাপুয়া নিউ গিনি)
  • ফিজি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • হেনাও টমাস (পাপুয়া নিউ গিনি) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

৫ অক্টোবর ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
ভানুয়াতু 
৬৯ (১৪.২ ওভার)
 সামোয়া
৭০/৪ (১৩.৩ ওভার)
মেইলিজ কার্লট ১৫ (১৭)
লাগি তেলেআ ৩/১১ (৩ ওভার)
তুআওলোয়া সেমাউ ১৬* (১১)
আলভিনা চিলিয়া ২/২৭ (৪ ওভার)
সামোয়া ৬ উইকেটে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ ২, পোর্ট ভিলা
আম্পায়ার: জুনিয়র কালতাপাউ (ভানুয়াতু) ও পিয়ের চিলিয়া (ভানুয়াতু)
ম্যাচ সেরা খেলোয়াড়: তাওফি লাফাই (সামোয়া)
  • ভানুয়াতু টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তেরেসা মানসালে ও লেইসাউ জেকব (ভানুয়াতু)-এর টি২০আই অভিষেক হয়।

৬ অক্টোবর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
সামোয়া 
৪৯ (১৬.৩ ওভার)
 পাপুয়া নিউগিনি
৫০/০ (৪.২ ওভার)
তাওফি লাফাই ৮ (১৭)
ইসাবেল তোউয়া ৩/৭ (৪ ওভার)
নাওআনি ভারে ২৫* (১৬)
পাপুয়া নিউ গিনি ১০ উইকেটে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ, পোর্ট ভিলা
আম্পায়ার: পিয়ের চিলিয়া (ভানুয়াতু) ও মেরিয়েল কেনি (ভানুয়াতু)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইসাবেল তোউয়া (পাপুয়া নিউ গিনি)
  • সামোয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সারিনা মোয়ে (সামোয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৬ অক্টোবর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ভানুয়াতু 
১৫০/৬ (২০ ওভার)
 ফিজি
৮৬/৯ (২০ ওভার)
ভালেন্তা লাংইয়াতু ৫৫ (৪৯)
কারালাইনি ভাকুরুইভালু ২/৩৩ (৪ ওভার)
ইলিসাপেজি ওয়াগাভাকাতোগা ২০ (৪০)
নাসিমানা নাভাইকা ৩/১৩ (৪ ওভার)
ভানুয়াতু ৬৪ রানে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ ২, পোর্ট ভিলা
আম্পায়ার: জুনিয়র কালতাপাউ (ভানুয়াতু) ও ম্যাক মার্কিয়া (ভানুয়াতু)
ম্যাচ সেরা খেলোয়াড়: ভালেন্তা লাংইয়াতু (ভানুয়াতু)
  • ফিজি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • লিজিং এনোখ (ভানুয়াতু)-এর টি২০আই অভিষেক হয়।

৬ অক্টোবর ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
১৫৪/৪ (১৮.৪ ওভার)
তানিয়া রুমা ৪৮ (৪১)
সেলিনা সোলমান ১/২৬ (৪ ওভার)
ফলাফল হয়নি
ভানুয়াতু ক্রিকেট মাঠ, পোর্ট ভিলা
আম্পায়ার: পিয়ের চিলিয়া (ভানুয়াতু) ও মেরিয়েল কেনি (ভানুয়াতু)
  • ভানুয়াতু টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

৬ অক্টোবর ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
সামোয়া 
১২০/২ (১৭ ওভার)
কোলোতিতা নোনু ৫৭* (৫৪)
আনা গোনেরারা ২/১৮ (৩ ওভার)
ফলাফল হয়নি
ভানুয়াতু ক্রিকেট মাঠ ২, পোর্ট ভিলা
আম্পায়ার: জুনিয়র কালতাপাউ (ভানুয়াতু) ও রোনাল্ড তারি (ভানুয়াতু)
  • সামোয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Inaugural edition of Women's Pacific Cup T20 Tournament to take place in October 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২ 
  2. @vanuatu_cricket (২৭ সেপ্টেম্বর ২০২২)। "We are delighted to announce the Inaugural "Pacific Cup" will be held in Vanuatu with 4 T20I Women's teams taking part from Oct 3-6" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  3. "Stalled by the pandemic, first ever Women's Pacific Cricket Cup all set to go in Vanuatu"এবিসি প্যাসিফিক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২ 
  4. "Undefeated PNG crowned Pacific Cup champions as Vanuatu claim runners-up"ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২২ 
  5. "Vanuatu Cricket to host inaugural T20 Women's Pacific Cup next week"ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২ 
  6. "Twelve debutants for Pacific Cup"ফিজীয় সম্প্রচার কর্পোরেশন সংবাদ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]