আলাপ:মানুষের নামানুসারে অজৈব যৌগের তালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম সংশোধনের অনুরোধ[সম্পাদনা]

শিরোনামটি মানুষের নামানুসারে অজৈব যৌগের তালিকার পরিবর্তে বিজ্ঞানীর নামানুসারে অজৈব যৌগের তালিকা রাখার প্রস্তাব রাখছি। Salil Kumar Mukherjee (আলাপ) ১২:৩০, ২৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Salil Kumar Mukherjee এখানে পাতাটির ইংরেজি উইকিপিডিয়ায় নাম হলো List of inorganic compounds named after people যার বাংলা অনুবাদ করলে দাড়াঁয় মানুষের নামানুসারে অজৈব যৌগের তালিকা। যদিও নামগুলো বিজ্ঞানীর নামানুসারে রাখা হয়েছে, কিন্তু ইংরেজি উইকিপিডিয়ায় সে কথা স্পষ্ট করে বলা নেই। তাই বাংলা উইকিপিডিয়ায়ও বিষয়টি ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১৩:০৬, ৩০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
বিজ্ঞানে ধোঁয়াশা ঠিক নয়। স্পষ্ট করে লেখা উচিত। শিরোনামটি পড়তে কেমন যেন খটকা লাগছে। আসলে বিজ্ঞানীরা মানুষ তবে সব মানুষই বিজ্ঞানী নন। Salil Kumar Mukherjee (আলাপ) ১৪:০৪, ৩০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]