লিন্ডা মারিয়া বারোস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিন্ডা মারিয়া বারোস

লিন্ডা মারিয়া বারোস (জন্ম ৬ আগস্ট ১৯৮১, বুখারেস্টে) একজন ফরাসি ভাষার কবি, অনুবাদক এবং সাহিত্য সমালোচক, আজকের কবিতার দৃশ্যে সবচেয়ে শক্তিশালী নতুন কণ্ঠের একজন। [১][২] তিনি বিখ্যাত ফরাসি সাহিত্য পুরস্কার প্রিক্স গুইলাম অ্যাপোলিনায়ার – ২০০৭ এবং দ্য পোয়েটিক্যাল কলিং প্রাইজ - ২০০৪ পেয়েছেন। তিনি ফ্রান্সের প্যারিসে থাকেন। [৩]

তিনি ২০১৩ সাল থেকে অ্যাকাডেমি ম্যালারমে -এর সদস্য। [৪]

তার কবিতা ২৫টি দেশে প্রকাশিত হয়েছে।

সাহিত্যিক কাজ[সম্পাদনা]

তিনি ১৯৮৮ সালে বুখারেস্ট থেকে একটি সাহিত্য পর্যালোচনায় প্রকাশিত একটি কবিতা দিয়ে আত্মপ্রকাশ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "une des voix les plus affirmées d'aujourd'hui, Linda Maria Baros"Texture Review। ২০১০। 
  2. "Linda Maria Baros, poète européenne"Combats magazine। ২০০৮। ২৫ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১০ 
  3. "France Culture"Radio। ২০১০-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "Member of the Académie Mallarmé" 

বহিঃসংযোগ[সম্পাদনা]