জগন্নাথ সিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জগন্নাথ সিং (২৭ সেপ্টেম্বর ১৭৪৪ - ৫ এপ্রিল ১৭৯০) একজন ভারতীয় বিপ্লবী এবং চুয়ার বিদ্রোহের একজন মহান নেতা ছিলেন। তিনি ১৭৬৬ সালে বেঙ্গল প্রেসিডেন্সিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেন। অনেক ঐতিহাসিক তাকে জগন্নাথ পাতার বলে উল্লেখ করেছেন।[১] [২]

জগন্নাথ সিং

বিদ্রোহ[সম্পাদনা]

১৭৬৫ সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাংলার জঙ্গলমহল জেলায় রাজস্ব সংগ্রহ শুরু করে, তখন চুয়াররা (ভূমিজ) প্রত্যাখ্যান করে এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে। ১৭৬৬ সালে, জগন্নাথ সিংয়ের নেতৃত্বে জঙ্গলমহলের ধলভূম, মানভূম, মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় এই আদিবাসী বিদ্রোহ শুরু হয়। [৩] [৪] [৫]

জঙ্গলমহলের ভূমিজদের বলা হত চুয়ার (অর্থাৎ শূকর)। তাদের মধ্যে কেউ কেউ জমিদার হয়েছিলেন এবং নিজেদেরকে রাজা বা সর্দার বলে ডাকতেন। ব্রিটিশ শাসনামলে তাদের বিদ্রোহকে চুয়ার বিদ্রোহ বলা হয়।জগন্নাথ সিং ধলভূমের ঘাটশিলার দামপাড়ার জমিদার ছিলেন। তিনি তার ৫,০০০ অনুসারীদের নিয়ে ব্রিটিশ কোম্পানি কর্তৃক বর্ধিত রাজস্ব সংগ্রহের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। জগন্নাথ তার পুত্র বৈদ্যনাথ সিং সহ জঙ্গল মহলের অন্যান্য ভূমিজ জমিদারদের সাহায্যে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, যেমন সুবল সিং, শ্যাম গঞ্জাম সিং, লক্ষ্মণ সিং এবং অন্যান্য। পরে তার নাতি রঘুনাথ সিং বিদ্রোহের নেতৃত্ব দেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন। [৬] [৭] [৮]

ধলভূমের রাজা জগন্নাথ ধল ১৭৬৭ সালে ধল বিদ্রোহের সময়ও তিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Das, Binod Sankar (১৯৮৪)। Changing Profile of the Frontier Bengal, 1751-1833 (ইংরেজি ভাষায়)। Mittal Publications। 
  2. Mahto, Shailendra (২০২১-০১-০১)। Jharkhand Mein Vidroh Ka Itihas (হিন্দি ভাষায়)। Prabhat Prakashan। আইএসবিএন 978-93-90366-63-7 
  3. "भूमिजों ने किया था चुआड़ विद्रोह, कुड़मी श्रेय ना लें"Prabhat Khabar (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০১ 
  4. Journal of Historical Research (ইংরেজি ভাষায়)। Department of History, University of Bihar, Ranchi College। ১৯৫৯। 
  5. Singh, K. S. (২০১২)। Tribal Movements in India: Visions of Dr. K.S. Singh (ইংরেজি ভাষায়)। Manohar Publishers & Distributors। আইএসবিএন 978-81-7304-972-9 
  6. Das, Binod Sankar (১৯৭৩)। Civil Rebellion in the Frontier Bengal, 1760-1805 (ইংরেজি ভাষায়)। Punthi Pustak। 
  7. Pravīra (২০০১)। Jhārakhaṇḍa prophāila (হিন্দি ভাষায়)। Abhiyāna। 
  8. Jha, Jagdish Chandra (১৯৬৭)। The Bhumij Revolt, 1832-33: Ganga Narain's Hangama Or Turmoil (ইংরেজি ভাষায়)। Munshiram Manoharlal।