সম্মিলিত স্নাতক স্তরের পরীক্ষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন
ধরনঅনলাইনে মানসম্মত পরীক্ষা
পরীক্ষার বিষয়সমূহসাধারণ জ্ঞান, যুক্তি, পরিমাণগত যোগ্যতা, ইংরেজি।
উদ্দেশ্যসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিশ্চিত করা
প্রথম গ্রহণ১৯৭৫ (৪৯ বছর আগে) (1975)
যতবার হয়বার্ষিক
দেশ / অঞ্চলভারত
ভাষাইংরেজি
হিন্দি
পরীক্ষার্থীদের বার্ষিক সংখ্যা২৭ লাখ
যোগ্যতাস্নাতক ডিগ্রি
ফি ১০০ (US$ ১.২২)q
ওয়েবসাইটssc.nic.in

সম্মিলিত স্নাতক স্তরের পরীক্ষা (সংক্ষেপে 'সিজিএল পরীক্ষা' বা 'সিজিএলই' নামে পরিচিত) হল একটি পরীক্ষা যা স্টাফ সিলেকশন কমিশন দ্বারা ভারত সরকারের শীর্ষ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার বিভিন্ন পদে গ্রুপ বি ও সি কর্মকর্তাদের নিয়োগের জন্য পরিচালিত হয়। স্টাফ সিলেকশন কমিশন ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

রসদ[সম্পাদনা]

পরীক্ষাটি ২০১৬ সালে ৯৬ টি শহরে ৪৪ টি ব্যাচে অনুষ্ঠিত হয়েছিল।[১] পরীক্ষায় ৩৮ লাখ আবেদনকারী ছিল, যার মধ্যে ১৪.৮ লাখ টিয়ার-১ পরীক্ষা দিয়েছিল। ১,৪৯,৩১৯ জন পরীক্ষার্থী টিয়ার-১ পরীক্ষায়[২] ও ৩৫,০৯৬ জন প্রার্থী টিয়ার-২ পরীক্ষায় কৃতকার্য হয়েছিল।[৩] ২০১৬ সালের পরীক্ষার জন্য চূড়ান্ত পদ সংখ্যা প্রায় ১০,৬৬১ জন অনুমান করা হয়েছিল।[৪]

বিতর্ক[সম্পাদনা]

২০১৭ সালের এসএসসি টিয়ার-২ পরীক্ষার প্রশ্নপত্রের স্ক্রিনশটগুলি পরীক্ষা শুরু হওয়ার আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরার অভিযোগ ২০১৮ সালে ২১শে ফেব্রুয়ারি করা হয়েছিল।[৫][৬] এর ফলে ব্যাপক বিক্ষোভ হয়।[৫] কর্তৃপক্ষ পরীক্ষাটি বাতিল করেছিল, এবং সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন একটি তদন্ত পরিচালনা করেছিল, একটি প্রথম তথ্য প্রতিবেদন প্রকাশ বা এফআইআর প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত সিফাই টেকনোলজিসের কর্মচারী সহ বেশ কয়েকটি সংস্থার নাম প্রকাশ করেছিল।[৫][৭][৮] সেই বছরের জন্য তৃতীয় স্তরের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। এসএসসি সিজিএলই-২০১৮, যা ২০১৮ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা একাধিকবার বিলম্বিত হয়েছিল। প্রায় ৩ বছর বিলম্বের পরে ২০২১ সালের প্রথম দিকে সিজিএল-২০১৮ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "SSC CGL Tier II Results 2016: Declared at ssc.nic.in"ইন্ডিয়া টুডে। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২ 
  2. Ramball, Tripti (১৭ নভেম্বর ২০১৬)। "SSC CGL 2016 tier-1 results announced"। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২ – Business Standard-এর মাধ্যমে। 
  3. Khurana, Kanika (১ মার্চ ২০১৭)। "SSC CGL Tier II Exam 2016 Results Declared, 35,906 candidates shortlisted for Tier III, IV"india.com। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২ 
  4. Pioneer, The। ""Speed Up the Appointment Process of 10,661 SSC Qualified Candidates" Says Staff Selection Commission to the Government"dailypioneer.com। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২ 
  5. "What Is the SSC 'Scam' & Why Did it Lead to Massive Protests?"দ্য কুইন্ট। ৬ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২ 
  6. "'Malpractices' lead to cancellation of SSC CGL Tier II 2017: Important notice released at ssc.nic.in"ইন্ডিয়া টুডে। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২ 
  7. "CBI files case against 17 people on SSC paper leak"। ২৩ মে ২০১৮। 
  8. "CBI questions Sify COO in SSC paper leak case"দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ২৬ মে ২০১৮। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২