গ্র্যামি হল অব ফেম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্র্যামি হল অফ ফেম হল একটি হল অব ফেম যাভ মাধ্যমে দীর্ঘস্থায়ী গুণগত বা ঐতিহাসিক তাৎপর্যের সঙ্গীত রেকর্ডিংকে সম্মানিত করা হ্য়। রেকর্ডিং শিল্পের সমস্ত শাখা থেকে বিশিষ্ট এবং জ্ঞানী পেশাদারদের একটি বিশেষ সদস্য কমিটি দ্বারা প্রতি বছর মনোনীতদের বাছাই করা হয়। ১৯৭৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য রেকর্ডিং অ্যাকাডেমি দ্বারা এটি সংকলিত এবং প্রতিষ্ঠিত হয়েছিল। ২৫ বছর বয়সোর্ধ সমস্ত জেনারে রেকর্ডিং (একক ও অ্যালবাম) এই নির্বাচনের জন্য যোগ্য। তালিকায় সংযোজিত রেকর্ডিং আর্ট পেশাদারদের একটি কমিটি দ্বারা প্রতিবছর নির্বাচন করা হয়।[১]

শিরোনাম অনুসারে বর্ণানুক্রমিক তালিকা:

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "GRAMMY Hall Of Fame"grammy.org। Santa Monica, California: The Recording Academy। ২০১৫-০৭-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২, ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]