২০২২ টি২০আই বলকান কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ টি২০আই বলকান কাপ
তারিখ৯ সেপ্টেম্বর ২০২২ – ১১ সেপ্টেম্বর ২০২২
স্থানরোমানিয়া
ফলাফল গ্রিস টুর্নামেন্টে জয়ী
দলসমূহ
 গ্রিস  রোমানিয়া  সার্বিয়া
অধিনায়কবৃন্দ
ইওয়ানা খিতিরি রেবেকা ব্লেক মাগদালেনা নিকোলিচ
সর্বাধিক রান
আংগেলিকি-ইওয়ানা আর্‌য়িরোপুলু (৮৮) রেবেকা ব্লেক (২১৭) স্লাজানা মাতিয়েভিচ (৩৩)
সর্বাধিক উইকেট
মারিয়া পলিমেরি (৭) এলেনা প্রেদেস্কু (৫) স্লাজানা মাতিয়েভিচ (২)

২০২২ টি২০আই বলকান কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রোমানিয়ায় অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টের সবগুলো ম্যাচ ইলফোভ কাউন্টির মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[২] ২০২০ সালে পুরুষদের বলকান কাপের পর এটি ছিল নারীদের জন্য বলকান কাপের প্রথম আসর।[১] এ টুর্নামেন্টেই গ্রিসসার্বিয়া নিজেদের প্রথম আনুষ্ঠানিক নারী টি২০আই ম্যাচ খেলে।[২] টুর্নামেন্টের ফাইনালে রোমানিয়াকে পরাজিত করে বিজয়ী হয় গ্রিস।

দলীয় সদস্য[সম্পাদনা]

 গ্রিস[৩]  রোমানিয়া[২]  সার্বিয়া[৪]
  • ইওয়ানা খিতিরি (অধি.)
  • মারিয়া সিরিওতি (সহ-অধি.)
  • আংগেলিকি সাভানি
  • আংগেলিকি-ইওয়ানা আর্‌য়িরোপুলু (উই.)
  • আইকাতেরিনি ইয়িসদাকি
  • আদামান্তিয়া মাকরি
  • এলেনি গ্রামেনু
  • খ্রিসুলা কান্তা
  • থেওদোরা পারিসি-মেসিমেরি (উই.)
  • থেওপুলা স্করদিলি
  • নেফেলি ইয়েওরগোতা
  • ভাসিলিকি মুলিনু
  • মারিয়া পলিমেরি
  • মারিয়া ভেরভিৎসিওতি
  • রেবেকা ব্লেক (অধি.)
  • অষানী এরন্দতী মুত্তুগল
  • আন্দ্রেয়া কাতালিনা স্তানুকা
  • আন্দ্রেয়া-কোস্তিনেলা ভাসিলেস্কু
  • আন্দ্রেয়া নাতালিয়া তোতোরা
  • আলিনা চুচুলিন
  • আলেক্সান্দ্রা চিরিচ
  • ইজাবেলা-স্তেফানিয়া সিংগুরান (উই.)
  • এমানুয়েলা বাওতা
  • এলেনা প্রেদেস্কু
  • ক্লারা পোপা
  • চামিলা প্রিয়দর্শিনী
  • মাদালিনা মারিন (উই.)
  • রোক্সানা চিরিচ
  • স্তেফানিয়া তুদোরাকে
  • স্তেফানিয়া লুদমিলা (উই.)
  • মাগদালেনা নিকোলিচ (অধি.)
  • আনা মিলেউসনিচ (উই.)
  • আনা ম্রাতিনকোভিচ (উই.)
  • ইয়েলেনা বাতোভাৎস
  • তামারা ত্রায়কোভিচ
  • তেওদোরা মার্তিচ
  • নাজা নোয়িচ
  • নাতালিয়া ইয়োভিচেভিচ
  • ভেরা বিসলিমোভিচ
  • মারিয়া ম্রাতিনকোভিচ
  • মিরসাদা বিসলিমোভিচ
  • মিরিয়ানা ম্রাতিনকোভিচ
  • স্লাজানা মাতিয়েভিচ

রাউন্ড-রবিন[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 গ্রিস +৩.০৫০
 রোমানিয়া +৩.০০৪
 সার্বিয়া −৬.৭৪৮

     ফাইনালে উত্তীর্ণ
     এলিমিনেটরে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

৯ সেপ্টেম্বর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
রোমানিয়া 
৮৫ (১৯.২ ওভার)
 গ্রিস
৮৬/২ (১৪ ওভার)
রেবেকা ব্লেক ৩৮ (৪০)
আংগেলিকি সাভানি ৩/৭ (৪ ওভার)
আংগেলিকি-ইওয়ানা আর্‌য়িরোপুলু ৩৪* (৪৭)
ইজাবেলা-স্তেফানিয়া সিংগুরান ১/১৪ (২ ওভার)
গ্রিস ৮ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অ্যান্ড্রু বেগ (রোমানিয়া) ও ইওয়ানিস আফথিনোস (গ্রিস)
ম্যাচ সেরা খেলোয়াড়: আংগেলিকি সাভানি (গ্রিস)
  • গ্রিস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রেবেকা ব্লেক, মাদালিনা মারিন (রোমানিয়া), আংগেলিকি সাভানি, আংগেলিকি-ইওয়ানা আর্‌য়িরোপুলু, আইকাতেরিনি ইয়িসদাকি, আদামান্তিয়া মাকরি, ইওয়ানা খিতিরি, থেওদোরা পারিসি-মেসিমেরি, থেওপুলা স্করদিলি, নেফেলি ইয়েওরগোতা, মারিয়া পলিমেরি, মারিয়া ভেরভিৎসিওতি ও মারিয়া সিরিওতি (গ্রিস)-এর টি২০আই অভিষেক হয়।

১০ সেপ্টেম্বর ২০২২
০৯:০০
স্কোরকার্ড
সার্বিয়া 
৩১/৭ (২০ ওভার)
 গ্রিস
৩২/০ (৫.৫ ওভার)
মিরিয়ানা ম্রাতিনকোভিচ ৮ (৩১)
মারিয়া পলিমেরি ২/২ (৪ ওভার)
আংগেলিকি-ইওয়ানা আর্‌য়িরোপুলু ১৩* (১৬)
গ্রিস ১০ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: ইওয়ানিস আফথিনোস (গ্রিস) ও বোগদান দুগিচ (সার্বিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মারিয়া পলিমেরি (গ্রিস)
  • সার্বিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এলেনি গ্রামেনু (গ্রিস), আনা মিলেউসনিচ, আনা ম্রাতিনকোভিচ, ইয়েলেনা বাতোভাৎস, তামারা ত্রায়কোভিচ, তেওদোরা মার্তিচ, নাজা নোয়িচ, নাতালিয়া ইয়োভিচেভিচ, মাগদালেনা নিকোলিচ, মারিয়া ম্রাতিনকোভিচ, মিরিয়ানা ম্রাতিনকোভিচ ও স্লাজানা মাতিয়েভিচ (সার্বিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১০ সেপ্টেম্বর ২০২২
১৩:০০
স্কোরকার্ড
রোমানিয়া 
১৯৪/৩ (২০ ওভার)
 সার্বিয়া
৪৯ (১৯.২ ওভার)
রেবেকা ব্লেক ১১০* (৬১)
স্লাজানা মাতিয়েভিচ ২/৩৬ (৪ ওভার)
তামারা ত্রায়কোভিচ ১০ (৩০)
এলেনা প্রেদেস্কু ৫/৯ (৪ ওভার)
রোমানিয়া ১৪৫ রানে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অ্যান্ড্রু বেগ (রোমানিয়া) ও বোগদান দুগিচ (সার্বিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রেবেকা ব্লেক (রোমানিয়া)
  • রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আন্দ্রেয়া নাতালিয়া তোতোরা (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
  • রেবেকা ব্লেক প্রথম রোমানীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।
  • এলেনা প্রেদেস্কু প্রথম রোমানীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

প্লেঅফ[সম্পাদনা]

বন্ধনী[সম্পাদনা]

এলিমিনেটর ফাইনাল
      
 রোমানিয়া ৭৭ (১৩.২)
 গ্রিস ৮১/০ (১২.১)
 সার্বিয়া ৯০/৬ (২০)
 রোমানিয়া ৯২/৩ (১২.৫)

এলিমিনেটর[সম্পাদনা]

১১ সেপ্টেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
সার্বিয়া 
৯০/৬ (২০ ওভার)
 রোমানিয়া
৯২/৩ (১২.৫ ওভার)
স্লাজানা মাতিয়েভিচ ৩০ (৪৩)
এমানুয়েলা বাওতা ৪/১৫ (৪ ওভার)
রেবেকা ব্লেক ২০* (১১)
তেওদোরা মার্তিচ ১/৭ (১ ওভার)
রোমানিয়া ৭ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অ্যান্ড্রু বেগ (রোমানিয়া) ও বোগদান দুগিচ (সার্বিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: এমানুয়েলা বাওতা (রোমানিয়া)
  • সার্বিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আলিনা চুচুলিন (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

ফাইনাল[সম্পাদনা]

১১ সেপ্টেম্বর ২০২২
১৬:০০
স্কোরকার্ড
রোমানিয়া 
৭৭ (১৩.২ ওভার)
 গ্রিস
৮১/০ (১২.১ ওভার)
রেবেকা ব্লেক ৪৯ (৩৪)
মারিয়া ভেরভিৎসিওতি ৩/৮ (২.২ ওভার)
আংগেলিকি-ইওয়ানা আর্‌য়িরোপুলু ৪১* (৪৩)
গ্রিস ১০ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অ্যান্ড্রু বেগ (রোমানিয়া) ও ইওয়ানিস আফথিনোস (গ্রিস)
ম্যাচ সেরা খেলোয়াড়: মারিয়া পলিমেরি (গ্রিস)
  • রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Women's Balkan Cup 2022 | Teams, Schedule, Squad, Timing, Rules"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২২ 
  2. "Cricket Romania to host inaugural edition of Women's Balkan Cup 2022 in September"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২ 
  3. "ΔΙΕΞΑΓΩΓΗ ΦΙΛΙΚΟΥ ΑΓΩΝΑ ΕΘΝΙΚΗΣ ΟΜΑΔΑΣ ΓΥΝΑΙΚΩΝ VS ANΔΡΙΚΗΣ ΟΜΑΔΑΣ ΔΕΚΑΘΛΟΥ ΤΟ ΣΑΒΒΑΤΟ 3/9/2022 ΣΤΗΝ ΚΑΤΩ ΠΛΑΤΕΙΑ"হেলেনীয় ক্রিকেট ফেডারেশন (গ্রিক ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  4. "Sasvim običan vikend u septembru #2022. Sasvim neobična ekipa provodi vikend u Bukureštu, Rumuniji"সার্বীয় ক্রিকেট ফেডারেশন (সার্বীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২২ – ইনস্টাগ্রাম-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]