গাভি (ফুটবলার)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গাভি
২০২২ সালে বার্সেলোনার হয়ে অনুশীলনে গাভি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম পাবলো মার্তিনেজ পায়েস গাভিরা[১]
জন্ম (2004-08-05) ৫ আগস্ট ২০০৪ (বয়স ১৯)[১]
জন্ম স্থান লস পালাসিওস য় ভিয়াফ্রাংকা, স্পেন
উচ্চতা ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বার্সেলোনা
জার্সি নম্বর ৩০
যুব পর্যায়
২০১০–২০১২ লা লিয়ারা
২০১৩–২০১৫ বেতিস
২০১৫– বার্সেলোনা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০২১ বার্সেলোনা আতলেতিক (০)
২০২১– বার্সেলোনা ৩৮ (২)
জাতীয় দল
২০১৮–২০২০ স্পেন অনূর্ধ্ব-১৫ (১)
২০১৯–২০২০ স্পেন অনূর্ধ্ব-১৬ (০)
২০২১ স্পেন অনূর্ধ্ব-১৮ (০)
২০২১– স্পেন ১০ (১)
অর্জন ও সম্মাননা
পুরুষ ফুটবল
 স্পেন-এর প্রতিনিধিত্বকারী
উয়েফা নেশনস লিগ
বিজয়ী ২০২৩
রানার-আপ ২০২১
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

পাবলো মার্তিনেজ পায়েস গাভিরা, যিনি গাভি নামে পরিচিত (জন্ম: ৫ আগস্ট ২০০৪) একজন স্পেনীয় পেশাদার ফুটবলার যিনি স্পেনের বার্সেলোনাস্পেন জাতীয় দল এর হয়ে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলেন।

গাভির ফুটবলার জীবনের হাতেখড়ি হয় স্থানীয় ক্লাব লা লিয়ারা তে। পরবর্তীতে তিনি পর্যায়ক্রমে বেতিসবার্সেলোনার যুব প্রকল্পে যুক্ত হন। ২০২১ সালে বার্সেলোনা আতলেতিক এর হয়ে গাভির পেশাদার ফুটবলার জীবন শুরু হয়। ২০২১-২২ মৌসুমের শুরু থেকেই তিনি বার্সেলোনা মূল দলের সাথে যুক্ত হন। ২০২১ সালের ২৯ আগস্ট তার বার্সেলোনা দলে অভিষেক হয়।

গাভি স্পেনের বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেন।২০২১ সালের ৬ অক্টোবর উয়েফা নেশনস লিগ এর সেমিফাইনালে ইতালির বিপক্ষে তার স্পেন জাতীয় দল এ অভিষেক হয়। স্পেনের হয়ে গাভি ২০২০-২১ উয়েফা নেশনস লিগের ফাইনাল খেলেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

ক্লাব[সম্পাদনা]

৩ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।[২]
ক্লাব মৌসুম লিগ কাপ ইউরোপীয় অন্যান্য মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
বার্সেলোনা আতলেতিক ২০২০–২১
২০২১–২২
মোট
বার্সেলোনা ২০২১–২২ ৩৪ ১১ ৪৭
২০২২–২৩
মোটl ৩৮ ১১ ৫১
সর্বমোট ৪১ ১১ ৫৪

জাতীয়[সম্পাদনা]

১২ জুন ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।[৩]
জাতীয় দল সাল উপস্থিতি গোল
স্পেন ২০২১
২০২২
মোট ১০

সম্মাননা[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

স্পেন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ওয়ার্ল্ডফুটবল.নেটে গাভি (ইংরেজি)
  2. "Gavi: Summary"Soccerway। Perform Group। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২২ 
  3. ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে Gavi (ইংরেজি)
  4. "Spain–France"। UEFA। ১০ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]