সিস্কিউ কাউন্টি, ক্যালিফোর্নিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাস্তা পর্বত,ক্যালিফোর্নিয়া

সিস্কিউ কাউন্টি হল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের উত্তরাঞ্চলের একটি কাউন্টি। ২০২০ সালের আদমশুমারি অনুসারে, জনসংখ্যা ৪৪,০৭৬ জন ছিল।[১] কাউন্টিটির কাউন্টি আসন হল ইরেকা ও সর্বোচ্চ বিন্দু হল মাউন্ট শাস্তা[২] এটি ক্যাসকাডিয়া জৈব-অঞ্চলের অন্তর্গত।[৩]

সিস্কিউ কাউন্টি অরেগন সীমান্ত বরাবর শাস্তা ক্যাসকেড অঞ্চলে রয়েছে। কাউন্টির বহিরঙ্গন বিনোদন, মাউন্ট শাস্তা, ম্যাকক্লাউড নদী ও গোল্ড রাশ যুগের ইতিহাসের কারণে, এটি রাজ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য।

ইতিহাস[সম্পাদনা]

সিস্কিউ কাউন্টি ১৮৫২ সালের ২২শে মার্চ শাস্তাক্লামথ কাউন্টির কিছু অংশ নিয়ে গঠন করা হয়েছিল এবং সিস্কিউ পর্বতশ্রেণীর নামে নামকরণ করা হয়েছিল। কাউন্টির অঞ্চলের কিছু অংশ ১৮৫৫ সালে মোডক কাউন্টিকে দেওয়া হয়েছিল।

ভূগোল[সম্পাদনা]

মার্কিন আদমশুমারি ব্যুরো অনুসারে, কাউন্টির মোট আয়তন হল ৬,৩৪৭ বর্গ মাইল (১৬,৪৪০ বর্গকিমি), যার মধ্যে ৬,২৭৮ বর্গ মাইল (১৬,২৬০ বর্গকিমি) ভূমিভাগ এবং ৬৯ বর্গমাইল (১৮০ বর্গকিমি) (১.১%) জলভাগ। এটি এলাকা অনুসারে ক্যালিফোর্নিয়ার পঞ্চম বৃহত্তম কাউন্টি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "State & County QuickFacts"। United States Census Bureau। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৬, ২০২১ 
  2. "Find a County"। National Association of Counties। সংগ্রহের তারিখ ২০১১-০৬-০৭ 
  3. "Boundaries"। Cascadia Institute। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]