বিএই সিস্টেমস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিএই সিস্টেমস পিএলসি (বিএই) হল ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি ব্রিটিশ বহুজাতিক অস্ত্র, নিরাপত্তা ও মহাকাশ সংস্থা।[১][২] এটি ইউরোপের বৃহত্তম প্রতিরক্ষা ঠিকাদার,[৩] এবং প্রযোজ্য ২০২১ রাজস্বের উপর ভিত্তি করে বিশ্বের সপ্তম-বৃহৎ স্থান অর্জন করেছে।[৪] এটি ২০১৭ সালের হিসাবে ব্রিটেনের বৃহত্তম প্রস্তুতকারক।[৫] সংস্থাটির বৃহত্তম কার্যক্রম যুক্তরাজ্যমার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, যেখানে বিএই সিস্টেমসের সহযোগী সংস্থা বিএই সিস্টেমস ইনক. হল মার্কিন প্রতিরক্ষা বিভাগের ছয়টি বৃহত্তম সরবরাহকারীদের মধ্যে একটি। অন্যান্য প্রধান বাজারের মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, সৌদি আরব, তুরস্ক, কাতার, ওমানসুইডেন রয়েছে, যেখানে সৌদি আরব নিয়মিতভাবে রাজস্বের শীর্ষ তিনটি উৎসের মধ্যে রয়েছে।[৬][৫] বিমান, যুদ্ধাস্ত্র ও নৌ ব্যবস্থা প্রস্তুতকারক ব্রিটিশ অ্যারোস্পেস ১৯৯৯ সালের ৩০শে নভেম্বর জেনারেল ইলেকট্রিক কোম্পানি পিএলসি-এর (জিইসি) প্রতিরক্ষা ইলেকট্রনিক্স ও নৌ জাহাজ নির্মাণের সহায়ক প্রতিষ্ঠান মার্কনি ইলেকট্রনিক সিস্টেমস-এর (এমইএস) সঙ্গে £৭.৭ বিলিয়নে ক্রয় ও একীভূতকরণের মাধ্যমে কোম্পানিটি গঠিত হয়েছিল।

বিএই বিভিন্ন বিমান, জাহাজ নির্মাণ, সাঁজোয়া যান, অস্ত্র ও প্রতিরক্ষা ইলেকট্রনিক্স কোম্পানির উত্তরসূরি। এর মধ্যে রেডিওর উন্নয়ন ও ব্যবহারে নিবেদিত প্রথম বাণিজ্যিক কোম্পানি দ্য মার্কনি; বিশ্বের প্রথম বিমান সংস্থাগুলির মধ্যে একটি এ.ভি. রো অ্যান্ড কোম্পানি; বিশ্বের প্রথম বাণিজ্যিক জেট বিমান কমেটের নির্মাতা ডি হ্যাভিল্যান্ড; বিশ্বের প্রথম ভিটিওএল আক্রমণকারী বিমান হ্যারিয়ারের নির্মাতা হকার সিডেলি; কনকর্ড সুপারসনিক পরিবহনের সহ-নির্মাতা ব্রিটিশ এয়ারক্রাফ্ট কর্পোরেশন; স্পিটফায়ার প্রস্তুতকারক সুপারমেরিন; রাজকীয় নৌবাহিনীর প্রথম ডেস্ট্রয়ারের নির্মাতা ইয়ারো শিপবিল্ডার্স; বিশ্বের প্রথম ব্যাটলক্রুজার নির্মাতা ফেয়ারফিল্ড শিপবিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি; ও রাজকীয় নৌবাহিনীর প্রথম সাবমেরিনের নির্মাতা ভিকার্স শিপবিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে।

বিএই ১৯৯৯ সালে গঠনের পর থেকে বেশ কয়েকটি অধিগ্রহণ করেছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড ডিফেন্সআর্মার হোল্ডিংস, এবং এয়ারবাস, অ্যাস্ট্রিয়াম, এএমএসঅ্যাটলাস ইলেকট্রনিকের শেয়ার বিক্রি করেছে। এটি লকহিড মার্টিন এফ-৩৫ লাইটনিং ২, ইউরোফাইটার টাইফুন, অ্যাসটিউট-শ্রেণির ডুবোজাহাজ ও কুইন এলিজাবেথ-শ্রেণির বিমানবাহী রণতরী সহ বেশ কয়েকটি বড় প্রতিরক্ষা প্রকল্পের সাথে জড়িত। বিএই সিস্টেমস লন্ডন স্টক এক্সচেঞ্জের এফটিএসই ১০০ সূচকে তালিকাভুক্ত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Company Information"BAE Systems | United Kingdom 
  2. "BAE SYSTEMS PLC - Overview (free company information from Companies House)"find-and-update.company-information.service.gov.uk 
  3. Defence IQ Press 06/12/2013 (১২ জুন ২০১৩)। "Top 10 Defence Companies: BAE Systems #3"। Defence IQ। ১০ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০২ 
  4. "Top 100 for 2021"Defense News। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২ 
  5. "BAE Systems sheds 2,000 jobs in Britain"The Economist। ১২ অক্টোবর ২০১৭। ১৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৭ 
  6. "Annual Report 2020" (পিডিএফ)। BAE Systems। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২১