স্যার মোক্ষগুণ্ডাম বিশ্বেশ্বরায় টার্মিনাল–আগরতলা হামসফর এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্যার মোক্ষগুণ্ডাম বিশ্বেশ্বরায় টার্মিনাল–আগরতলা হামসফর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনহামসফর এক্সপ্রেস
প্রথম পরিষেবা৫ জানুয়ারি ২০১৮; ৬ বছর আগে (2018-01-05)
বর্তমান পরিচালকউত্তর-পূর্ব সীমান্ত রেল
যাত্রাপথ
শুরুস্যার মোক্ষগুণ্ডাম বিশ্বেশ্বরায় টার্মিনাল, বেঙ্গালুরু (এসএমভিটি)
বিরতি৩১
শেষআগরতলা (এজিটিএল)
ভ্রমণ দূরত্ব৩,৫৩৪ কিমি (২,১৯৬ মা)
যাত্রার গড় সময়৬৫ ঘন্টা ৩০ মিনিট
পরিষেবার হারসাপ্তাহিক [ক]
রেল নং১২৫০৩ / ১২৫০৪
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি ৩ টায়ার
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাউপলব্ধ
পর্যবেক্ষণ সুবিধাবড় জানালা
কারিগরি
গাড়িসম্ভারএলএইচবি হামসফর
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
পরিচালন গতি৬৫.৬৬ কিমি/ঘ (৪০.৮০ মা/ঘ)
পথের মানচিত্র
(আগরতলা–বেঙ্গালুরু) হামসফর এক্সপ্রেসের পথ মানচিত্র

স্যার মোক্ষগুণ্ডাম বিশ্বেশ্বরায় টার্মিনাল–আগরতলা হামসফর এক্সপ্রেস[১] ভারতীয় রেলওয়ের সবচেয়ে দীর্ঘ হামসফর এক্সপ্রেস এবং ষষ্ঠতম দীর্ঘতম ট্রেন পরিষেবা। এটি একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেন, যা কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরের স্যার এম. বিশ্বেশ্বরায় টার্মিনাল এবং ত্রিপুরার রাজধানী আগরতলার আগরতলা রেলওয়ে স্টেশনকে রেলপথে সংযুক্ত করে। এটি বর্তমানে সপ্তাহে একবার ১২৫০৩/১২৫০৪ ট্রেন নম্বরাঙ্কিত হয়ে পরিচালিত হচ্ছে। ট্রেনটি কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, আসামত্রিপুরার মধ্যে চলাচল করে। যাত্রাপথে ঝাড়খণ্ডের পাকুড় জেলায় কিছু পথ অতিক্রম করলেও এখানে ট্রেনটির কোন স্টপেজ নেই।[২][৩][৪] এটি পূর্বে ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট–কামাখ্যা হামসফর এক্সপ্রেস নামে পরিচিত ছিল, পরে অন্তিম স্টেশনগুলির সামান্য পরিবর্তন ও দীর্ঘকরন করা হয়।

কোচের বৈশিষ্ট্য[সম্পাদনা]

ট্রেনগুলি সম্পূর্ণরূপে ভারতীয় রেলওয়ে দ্বারা নকশা করা ৩-স্তরের (টায়ার) এসি স্লিপার ট্রেন এছাড়া রয়েছে স্টেশন, ট্রেনের গতি ইত্যাদির তথ্য দেখানোর জন্য ডিসপ্লের বৈশিষ্ট্য সহ এলইডি স্ক্রিন এবং সেই সাথে প্রতি কামরায় থাকবে ঘোষণার ব্যবস্থা, চা-কফি এবং দুধের ভেন্ডিং মেশিন, বায়ো টয়লেট ও অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা।

কোচে ষোলোটি এসি-৩ টায়ার, একটি প্যান্ট্রিকার ও দুটি জেনারেটর পাওয়ার কার রয়েছে।

যাত্রাবিরতি[সম্পাদনা]

স্টপেজের বিবরণ
# কোড স্টেশনের নাম অঞ্চল বিভাগ থামার সময় দূরত্ব দিন রাজ্য
এসএমভিবি স্যার মোক্ষগুণ্ডাম বিশ্বেশ্বরায় টার্মিনাল দ.প. রেল বেঙ্গালুরু রেল বিভাগ কর্ণাটক
ডব্লিউএফডি হোয়াইটফিল্ড দ.প. রেল বেঙ্গালুরু রেলওয়ে বিভাগ ২০ কর্ণাটক
কেপিডি কাটপাড়ি জংশন দ. রেল চেন্নাই রেলওয়ে বিভাগ ২২৮ তামিলনাড়ু
পিইআর পেরম্বুর দ. রেল চেন্নাই রেলওয়ে বিভাগ ৩৫২ তামিলনাড়ু
বিজেডএ বিজয়ওয়াড়া জংশন পূ.উপ. রেল বিজয়ওয়াড়া রেলওয়ে বিভাগ ১০ ৭৮২ অন্ধ্রপ্রদেশ
ডিভিডি দুব্বাড়া পূ.উপ. রেল ওয়ালটেয়ার রেলওয়ে বিভাগ ১১১৪ অন্ধ্রপ্রদেশ
ভিএসকেপি বিশাখাপত্তনম পূ.উপ. রেল ওয়ালটেয়ার রেলওয়ে বিভাগ ২০ ১১৩১ অন্ধ্রপ্রদেশ
ভিজেডএম বিজয়নগরম জংশন পূ.উপ. রেল ওয়ালটেয়ার রেলওয়ে বিভাগ ১১৯২ অন্ধ্রপ্রদেশ
সিএইচই শ্রীকাকুলাম রোড পূ.উপ. রেল ওয়ালটেয়ার রেলওয়ে বিভাগ ১২৬২ অন্ধ্রপ্রদেশ
১০ পিএসএ পলাসা পূ.উপ. রেল খুর্দা রোড রেলওয়ে বিভাগ ১৩৩৪ অন্ধ্রপ্রদেশ
১১ বিএএম ব্রহ্মপুর পূ.উপ. রেল খুর্দা রোড রেলওয়ে বিভাগ ১৪০৮ ওড়িশা
১২ কেইউআর খুর্দা রোড জংশন পূ.উপ. রেল খুর্দা রোড রেলওয়ে বিভাগ ১৫ ১৫৫৫ ওড়িশা
১৩ বিবিএস ভুবনেশ্বর পূ.উপ. রেল খুর্দা রোড রেলওয়ে বিভাগ ১৫৭৪ ওড়িশা
১৪ সিটিসি কটক জংশন পূ.উপ. রেল খুর্দা রোড রেলওয়ে বিভাগ ১৬০২ ওড়িশা
১৫ বিএইচসি ভদ্রক পূ.উপ. রেল খুর্দা রোড রেলওয়ে বিভাগ ১৭১৭ ওড়িশা
১৬ কেজিপি খড়্গপুর জংশন দ.পূ. রেল খড়্গপুর রেলওয়ে বিভাগ ১৮৯৮ পশ্চিমবঙ্গ
১৭ এডিএল আন্দুল দ.পূ. রেল হাওড়া রেলওয়ে বিভাগ ১৯৯৮ পশ্চিমবঙ্গ
১৮ ডিকেএই ডানকুনি জংশন পূ. রেল হাওড়া রেলওয়ে বিভাগ ২০১৪ পশ্চিমবঙ্গ
১৯ আরপিএইচ রামপুরহাট জংশন পূ. রেল হাওড়া রেলওয়ে বিভাগ ২২১৯ পশ্চিমবঙ্গ
২০ এমএলডিটি মালদা টাউন পূ. রেল মালদা রেলওয়ে বিভাগ ১০ ২৩৪০ পশ্চিমবঙ্গ
২১ কেএনই কিষাণগঞ্জ উ.পূ.সী. রেল কাটিহার রেলওয়ে বিভাগ ২৪৮৬ বিহার
২২ এনজেপি নিউ জলপাইগুড়ি জংশন উ.পূ.সী. রেল কাটিহার রেলওয়ে বিভাগ ১০ ২৫৭৩ পশ্চিমবঙ্গ
২৩ এনবিকিউ নিউ বঙাইগাঁও জংশন উ.পূ.সী. রেল রঙ্গিয়া রেলওয়ে বিভাগ ২৮২৪ আসাম
২৪ কেওয়াইকিউ কামাখ্যা জংশন উ.পূ.সী. রেল লামডিং রেলওয়ে বিভাগ ৩০২৬ আসাম
২৫ জিএইচওয়াই গুয়াহাটি উ.পূ.সী. রেল লামডিং রেলওয়ে বিভাগ ১৫ ৩০৩৪ আসাম
২৬ এনএইচএলজি নিউ হাফলং উ.পূ.সী. রেল লামডিং রেলওয়ে বিভাগ ৩২৫০ আসাম
২৭ বিপিবি বদরপুর জংশন উ.পূ.সী. রেল লামডিং রেলওয়ে বিভাগ ২৫ ৩৩২১ আসাম
২৮ এনকেএমজি করিমগঞ্জ জংশন উ.পূ.সী. রেল লামডিং রেলওয়ে বিভাগ ৩৩৩৯ আসাম
২৯ ডিএমআর ধর্মনগর উ.পূ.সী. রেল লামডিং রেলওয়ে বিভাগ ৩৪০৩ ত্রিপুরা
৩০ এবিএসএ আমবাসা উ.পূ.সী. রেল লামডিং রেলওয়ে বিভাগ ৩৪৭৫ ত্রিপুরা
৩১ এজিটিএল আগরতলা উ.পূ.সী. রেল লামডিং রেলওয়ে বিভাগ ৩৫৪২ ত্রিপুরা

অন্ধ্রপ্রদেশের এলুরু এবং নেল্লোর স্টেশনেও দুটি হল রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

লোকো লিংক[সম্পাদনা]

এই ট্রেনটি রায়পুরমের ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৭ বা‌‌ ইরোড়ুর ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৭ লোকোমোটিভ দ্বারা স্যার এম বিশ্বেশ্বরায় টার্মিনাল থেকে বিশাখাপত্তনম পর্যন্ত যায়। তারপরে বিশাখাপত্তনম থেকে নিউ কোচবিহার অবধি এটি হাওড়ার ইলেক্ট্রিক লোকো শেডের ডব্লিউএপি-৭ লোকোমোটিভের মাধ্যমে যায়। তারপরে নিউ কোচবিহার থেকে আগরতলা পর্যন্ত শিলিগুড়ির ডিজেল লোকো শেড ডব্লিউডিপি-৪ডি লোকোমোটিভ দ্বারা চলে।

পরিষেবা[সম্পাদনা]

১২৫০৩ নং স্যার মোক্ষগুণ্ডাম বিশ্বেশ্বরায় টার্মিনাল–আগরতলা হামসফর এক্সপ্রেস মঙ্গলবার যাত্রা শুরু করে ৬৪ ঘন্টা ৪০ মিনিটে ৩৫৪২ কিমি এবং ১২৫০৪ নং ট্রেনটি শনিবার থেকে শুরু করে ও ৬২ ঘন্টা ৩০ মিনিটে ৩৫৪২ কিমি অতিক্রম করে।[৫]

টীকা[সম্পাদনা]

  1. উভয় দিকে সপ্তাহে এক দিন

তথ্যসূত্র[সম্পাদনা]