এলজিন স্ট্রিট, ব্যাকাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এলজিন স্ট্রিট
২০০৭ সালে এলজিন স্ট্রিট
দৈর্ঘ্য১৭ ফুট (ব্যাড রাউন্ডইং এখানে৫.২ মিটার)
ডাক কোডOL13 8GS
স্থানাঙ্ক৫৩°৪২′১০″ উত্তর ২°১২′০৬″ পশ্চিম / ৫৩.৭০২৭০° উত্তর ২.২০১৭২° পশ্চিম / 53.70270; -2.20172

এলজিন স্ট্রিট, ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের ব্যাকাপে অবস্থিত একটি অল্পদৈর্ঘ্যের সড়ক। এটি বিশ্বের সবচেয়ে ছোট রাস্তাগুলির মধ্যে একটি , এর দৈর্ঘ্য ১৭ ফুট (৫.২ মিটার) মাত্র। ২০০৬ সালের নভেম্বর পর্যন্ত সড়কটি সবচেয়ে ছোট সড়ক হিসেবে ব্রিটিশ ও বিশ্বরেকর্ড ধারণ করেছিল। গিনেস বিশ্ব রেকর্ড স্কটল্যান্ডের কেইথনেসে অবস্থিত, মাত্র ৬ ফুট ৯ ইঞ্চি (২.০৬ মিটার) দৈর্ঘ্যের এবিনেজার প্লেস, উইককে বিশ্বের সবচেয়ে ছোট রাস্তার স্বীকৃতি দিলে, এটি দ্বিতীয় অবস্থানে চলে আসে।[১]

গতায়ন[সম্পাদনা]

এলজিন স্ট্রিটে একটি মাত্র বাসস্থানের ঠিকানা আছে। সড়কটিতে ব্যাঙ্ক স্ট্রিট এবং লর্ড স্ট্রিটের মধ্য দিয়ে একটি পায়ে চলার পথ দিয়ে প্রবেশ করা যায়। এই পায়ে হাটা পথ এবং সিড়ি পরবর্তীতে নির্মাণের ফলে যানবাহনের গতায়ন বন্ধ হয়ে গেছে।[২] উপরের রেলিং থেকে রাস্তাটি দেখা যায়।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Street measures up to new record"বিবিসি। ১ নভেম্বর ২০০৬। ২৮ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০০৮ 
  2. Ron Freethy (২৯ মার্চ ২০১০)। "Tourist guide to Bacup"। Newsquest (North West) Ltd। ৭ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৩ 
  3. "Google StreetView"। Google। ৫ অক্টোবর ২০১৩। ৭ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৩