চিকিৎসার ব্যবস্থাপত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিকিৎসার ব্যবস্থাপত্র প্রতীক, যা ফিলিপাইনে উৎপাদিত কেবলমাত্র চিকিৎসকের ব্যবস্থাপত্র সাপেক্ষে লভ্য একটি ঔষধের স্বচ্ছ মোড়কের (ব্লিস্টার প্যাক) উপর মুদ্রিত দেখা যাচ্ছে

চিকিৎসার ব্যবস্থাপত্র বা চিকিৎসকের ব্যবস্থাপত্র একজন চিকিৎসক বা অন্যান্য দক্ষ স্বাস্থ্যসেবা অনুশীলনকারী দ্বারা নির্দেশিত আকারে প্রয়োগ করা হয় এমন একটি স্বাস্থ্যসেবা কর্মসূচি যা কোনও নির্দিষ্ট রোগীর সেবার পরিকল্পনাকে পরিচালনা করে। [১] শব্দটি প্রায়শই একজন ঔষধ প্রস্তুতিবিদের কাছ থেকে কেবলমাত্র চিকিৎসকের ব্যবস্থাপত্র সাপেক্ষে লভ্য ঔষধ (প্রেসক্রিপশন ড্রাগ) কিনতে রোগীর পক্ষে স্বাস্থ্যসেবা সরবরাহকারীর লিখিত অনুমোদনের বিষয়টি বোঝায়।

ধরন এবং সংজ্ঞা[সম্পাদনা]

চিকিৎসার ব্যবস্থাপত্রের প্রতীক

একটি ব্যবস্থাপত্রের সাতটি অংশ থাকে। যাই হোক, আধুনিক ব্যবস্থাপত্রের অভ্যাসের অনুযায়ী, এর অনেকগুলোই নৈমিত্তিক আর প্রযোজ্য হয় না।

এই জাতীয় ব্যবস্থাপত্র মেডিকেল আইনে ব্যবস্থাপত্র হিসাবে স্বীকৃত পাবে, এটি যদি তা উপযুক্ত দন্তচিকিৎসক, ভেষজ বিশেষজ্ঞ, শুশ্রূষাকারী, ঔষধ প্রস্তুতি ও ব্যবহারবিদ, চিকিৎসক, পশুচিকিৎসক, ইত্যাদি দ্বারা পূরণ করা হয়ে থাকে, যা এই জাতীয় চিকিৎসাগুলি লিখতে তাদের প্রাতিষ্ঠানিই অনুমতি আছে। হতে পারে এগুলি নিয়ন্ত্রিত উপাদানগুলি অথবা ব্যবস্থাপত্র ছাড়া লভ্য ঔষধগুলির চিকিৎসা।

বিষয়বস্তু[সম্পাদনা]

একটি চিকিৎসার ব্যবস্থাপত্রে রোগীর নাম, বয়স, তারিখ, ক্ষেত্র বিশেষে শিশুদের ওজন লিখতে হয়। বামদিকে রোগীর রোগ সংক্রান্ত সমস্যাগুলো লিখতে হয়। এরপর চিকিৎসক রোগী পরীক্ষা করে কী কী অনুসন্ধান পেলেন সেগুলো লিখতে হয়। ডান দিকে আরএক্স চিহ্ন দিয়ে ওষুধের নাম লিখতে হয় এবং নিচে চিকিৎসকের স্বাক্ষর দিতে হয়। ওষুধ লেখার সময় ট্যাবলেট, ক্যাপসুল বা ইনজেকশন এটা লিখতে হয়। এটা কত মিলি, মাত্রা (ডোজ) কতটুকু, খাওয়ার আগে না পরে গ্রহণ করতে হবে, তা লিখতে হয়। সেইসঙ্গে ওষুধের নামটা অবশ্যই ইংরেজিতে লিখতে হয়। কেননা, ইংরেজিতে চিকিৎসার ব্যবস্থাপত্র লিখলে এটা বিশ্বের যেকোনও দেশের চিকিৎসক দেখতে পারবেন। রোগীর জন্য ব্যবস্থাপত্রের লেখা সহজবোধ্য করতে তা স্পষ্টভাবে এবং বড় হরফে লিখতে হয়।[২] বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা রয়েছে চিকিৎসাপত্রে ওষুধের ‘শ্রেণীগত (জেনেরিক নাম)’ উল্লেখ করতে হবে, কোনো বাণিজ্যিক নাম উল্লেখ করা যাবে না।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Belknap, SM; Moore, H. (২০০৮)। "Application of Software Design Principles and Debugging Methods to an Analgesia Prescription Reduces Risk of Severe Injury from Medical Use of Opioids": 385–392। ডিওআই:10.1038/clpt.2008.24পিএমআইডি 18388884 
  2. "হাতে লেখা প্রেসক্রিপশনে অস্পষ্টতা রয়েই গেছে, বাংলা ট্রিবিউন,"। ২৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১ 
  3. "ব্যবস্থাপত্রে ওষুধের বাণিজ্যিক নাম, নিষেধ থাকা সত্ত্বেও লিখছেন চিকিৎসকরা, ইত্তেফাক, ১৮ জুন ২০২১"। ১৮ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১