ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন, ২০১৭

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন, ২০১৭

← ২০১২ ৫ আগস্ট ২০১৭ ২০২২ →
ভোটের হার৯৮.২১
 
মনোনীত ভেঙ্কাইয়া নাইডু গোপালকৃষ্ণ গান্ধী
দল বিজেপি স্বতন্ত্র
জোট এনডিএ ইউপিএ
মূল রাজ্য অন্ধ্রপ্রদেশ দিল্লি
নির্বাচনী ভোট ৫১৬ ২৪৪
শতকরা ৬৭.৮৯% ৩২.১১%

নির্বাচনের পূর্বে উপরাষ্ট্রপতি

মহম্মদ হামিদ আনসারি
কংগ্রেস

নির্বাচিত উপরাষ্ট্রপতি

ভেঙ্কাইয়া নাইডু
বিজেপি

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন, ৫ আগস্ট ২০১৭-এ অনুষ্ঠিত হয়েছিল। ভারতের নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণাটি হয়েছিল।

রাজ্যসভার মহাসচিব শমসের কে. শেরিফ ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন।[১]

উপরাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারি ১০ আগস্ট ২০১৭-এ তার দ্বিতীয় মেয়াদ শেষ করেছেন।[২] ভেঙ্কাইয়া নাইডু নির্বাচনে জয়ী হন এবং ১১ আগস্ট ২০১৭ তারিখে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে ভারতের ১৩তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নেন।।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Election to the Office of the Vice-President, 2017 (15th Vice-Presidential Election)"। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-২৯ 
  2. "Terms of the Houses"eci.nic.inElection Commission of India/National Informatics Centre। সংগ্রহের তারিখ মে ২৩, ২০১৬