হ্যাভারসীয় তন্ত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হ্যাভারসীয় তন্ত্র (অস্টিয়ন)
দীর্ঘাস্থির প্রস্থচ্ছেদ (কর্টিক্যাল অস্থি)
বিস্তারিত
শনাক্তকারী
লাতিনOsteon
মে-এসএইচD006253
শারীরস্থান পরিভাষা
দীর্ঘাস্থির প্রস্থচ্ছেদ (কর্টিক্যাল ও ক্যান্সেলাস অস্থি)
অস্টিয়ন বা হ্যাভারসীয় তন্ত্র

হ্যাভারসীয় তন্ত্র বা অস্টিয়ন /həˈvɜːr.ʒən/ (ইংরেজি: Haversian system/Osteon) হল দীর্ঘাস্থির কার্যগত একক। এটি স্তন্যপায়ীর অন্যতম বৈশিষ্ট্য। এগুলি আকৃতিতে প্রায় চোঙের ন্যায়, যার ব্যাস ০.২৫ মিমি থেকে ০.৩৫ মিমি ও দৈর্ঘ্যে কয়েক মিলিমিটার থেকে ১ সেন্টিমিটার পর্যন্ত হয়।[১][২][৩]

গঠন[সম্পাদনা]

হ্যাভারসীয় তন্ত্রের কলা বিন্যাস

প্রতিটি হ্যাভারসীয় তন্ত্র সমকেন্দ্রীয় আকারে সজ্জিত স্তর দ্বারা গঠিত যাদের ল্যামেলা/ল্যামেলি বলে, যার কেন্দ্রে হ্যাভারসীয় নালী থাকে। এতে আবার ল্যাকুনা নামক অংশের মধ্যে অস্থিকোশ বা অস্টিওসাইট থাকে, যারা ক্যানালিকুলি দ্বারা পরস্পর সংযুক্ত থাকে। এখানে ক্যালসিয়াম, ফসফেট প্রভৃতি খনিজ লবণের সঞ্চয় ঘটে যা অস্থিকে ভিতর থেকে সবল করে তোলে, এটাই অস্থি কলার ধাত্র বা ম্যাট্রিক্স। অস্টিওসাইট ও রক্তবাহের মধ্যে সক্রিয় পরিবহণ দেখা যায়। হ্যাভারসীয় তন্ত্র অস্থির বহিঃপর্দা অর্থাৎ পেরিঅস্টিয়ামের সাথে যুক্ত থাকে ও পরস্পরের সাথে ভল্কম্যানের নালী দ্বারা সংযোগ বজায় রাখে।

অনেক সময় মনে করা হয় যে, হ্যাভারসীয় তন্ত্রের ধাত্র নিজের স্থান পরিবর্তন করে ও কেন্দ্র বরাবর ঘুরতে থাকে। এদের ড্রিফটিং অস্টিয়ন বলে। যদিও বিষয়টি পুরোপুরি পরিষ্কার না।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Patterson, Janet C.; Firth, Elwyn C. (২০১৩-০৬-০৬)। The athletic horse : principles and practice of equine sports medicine (Second সংস্করণ)। আইএসবিএন 978-0-7216-0075-8 
  2. "Osteon," Encyclopædia Britannica Online (2009); retrieved 23 June 2009.
  3. Ross, Lawrence M.; Lamperti, Edward D., সম্পাদকগণ (২০০৬)। General Anatomy and Musculoskeletal System (Thieme Atlas of Anatomy)সীমিত পরীক্ষা সাপেক্ষে বিনামূল্যে প্রবেশাধিকার, সাধারণত সদস্যতা প্রয়োজন। Thieme। পৃষ্ঠা 35আইএসবিএন 978-1-60406-292-2 
  4. Robling, Alexander D.; Stout, Sam D. (১৯৯৯)। "Morphology or the Drifting Osteon"। Cells Tissues Organs164 (4): 192–204। এসটুসিআইডি 11335682ডিওআই:10.1159/000016659পিএমআইডি 10436327 

আরও পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]