২০২১–২২ বেলজিয়াম নারী ক্রিকেট দলের অস্ট্রিয়া সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১–২২ বেলজিয়াম নারী ক্রিকেট দলের অস্ট্রিয়া সফর
 
  অস্ট্রিয়া বেলজিয়াম
তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ – ২৬ সেপ্টেম্বর ২০২১
অধিনায়ক গান্ধালি বাপাত নিকোলা ট্রুপ
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে অস্ট্রিয়া ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান আন্দ্রেয়া-মে ৎসেপেডা (২৫০) নিকোলা ট্রুপ (৯০)
সর্বাধিক উইকেট সৌজন্য ব্যাঙ্গালোর চামুণ্ডাইয়া (২)
আশমান সাইফি (২)
শ্বেতা সিনহা (৪)

বেলজিয়াম নারী ক্রিকেট দল ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য অস্ট্রিয়া সফর করে।[১] ম্যাচগুলো নিম্ন অস্ট্রিয়ার জিবার্ন এলাকার জিবার্ন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[২] এ সিরিজের ম্যাচগুলো ছিল বেলজিয়াম দলের খেলা প্রথম আনুষ্ঠানিক টি২০আই ম্যাচ।[৩] সিরিজে অস্ট্রিয়া দল ৩–০ ব্যবধানে জয়ী হয়।[৩]

দলীয় সদস্য[সম্পাদনা]

 অস্ট্রিয়া  বেলজিয়াম
  • গান্ধালি বাপাত (অধি.) (উই.)
  • আনিশা নূকল (উই.)
  • আন্দ্রেয়া-মে ৎসেপেডা
  • আশমান সাইফি
  • জো-অঁতোয়ানেত স্টিশলিৎস
  • তুচে কাজানজু
  • প্রিয়দর্শিনী পোনরাজ
  • প্রিয়া সাবু
  • বুসরা উজা (উই.)
  • ভালেন্টিনা আভদিলায়
  • মহাদেবা পাথিরান্নেহেলাগে
  • রাফায়েলা ট্রেবিংগার
  • শ্রিয়া কোমতি রেড্ডি
  • সৌজন্য ব্যাঙ্গালোর চামুণ্ডাইয়া
  • হরজীবন ভুল্লার
  • হরজোত ধালিওয়াল (উই.)
  • নিকোলা ট্রুপ (অধি.)
  • শ্বেতা সিনহা (সহ-অধি.)
  • অনন্যা আনন্দ সিং
  • অনিন্দিতা প্রামাণিক (উই.)
  • আনিয়া মে বেয়ারস্তো
  • জানি ম্যাকলিন
  • জারা জান্ডস
  • নিকিতা বর্মা
  • রোজম্যারি লিস্টার
  • শিরিন আনন্দ
  • শ্রদ্ধা ভান্ডারি
  • সুজান পার্কার
  • হিন্দুজা ভেনিগাল্লা

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

২৫ সেপ্টেম্বর ২০২১
১০:০০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১৯৭/২ (২০ ওভার)
 বেলজিয়াম
৭৯/৩ (২০ ওভার)
আন্দ্রেয়া-মে ৎসেপেডা ১০১ (৬৩)
নিকোলা ট্রুপ ১/২২ (৪ ওভার)
আনিয়া মে বেয়ারস্তো ১/২২ (৪ ওভার)
জারা জান্ডস ১৪ (৫২)
সৌজন্য ব্যাঙ্গালোর চামুণ্ডাইয়া ২/২৩ (৪ ওভার)
অস্ট্রিয়া ১১৮ রানে জয়ী
জিবার্ন ক্রিকেট মাঠ, জিবার্ন
আম্পায়ার: আল্লালা সন্তোষ (অস্ট্রিয়া) ও ধর্মেন্দ্র পাল রৌহিয়া (অস্ট্রিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আন্দ্রেয়া-মে ৎসেপেডা (অস্ট্রিয়া)
  • বেলজিয়াম টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অনন্যা আনন্দ সিং, অনিন্দিতা প্রামাণিক, আনিয়া মে বেয়ারস্তো, জানি ম্যাকলিন, জারা জান্ডস, নিকিতা বর্মা, নিকোলা ট্রুপ, রোজম্যারি লিস্টার, শ্বেতা সিনহা, সুজান পার্কার ও হিন্দুজা ভেনিগাল্লা (বেলজিয়াম)-এর টি২০আই অভিষেক হয়।
  • আন্দ্রেয়া-মে ৎসেপেডা প্রথম অস্ট্রীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।[৩]

২য় টি২০আই[সম্পাদনা]

২৫ সেপ্টেম্বর ২০২১
১৪:৩০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
২১২/৪ (২০ ওভার)
 বেলজিয়াম
১০০/৩ (২০ ওভার)
আন্দ্রেয়া-মে ৎসেপেডা ৬৫ (৪৬)
শ্বেতা সিনহা ২/৩২ (৪ ওভার)
নিকোলা ট্রুপ ৫০* (৫৯)
অস্ট্রিয়া ১১২ রানে জয়ী
জিবার্ন ক্রিকেট মাঠ, জিবার্ন
আম্পায়ার: আল্লালা সন্তোষ (অস্ট্রিয়া) ও ধর্মেন্দ্র পাল রৌহিয়া (অস্ট্রিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আন্দ্রেয়া-মে ৎসেপেডা (অস্ট্রিয়া)
  • অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শিরিন আনন্দ ও শ্রদ্ধা ভান্ডারি (বেলজিয়াম)-এর টি২০আই অভিষেক হয়।
  • এটি ছিল নারী টি২০আই ক্রিকেটে অস্ট্রিয়ার সর্বোচ্চ রানের ইনিংস।

৩য় টি২০আই[সম্পাদনা]

২৬ সেপ্টেম্বর ২০২১
১০:১৫
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১৮৮/২ (২০ ওভার)
 বেলজিয়াম
১১২/৫ (২০ ওভার)
আন্দ্রেয়া-মে ৎসেপেডা ৮৪* (৫৯)
শ্বেতা সিনহা ২/২৫ (৪ ওভার)
নিকোলা ট্রুপ ৩৫* (২৯)
আশমান সাইফি ২/১৭ (২ ওভার)
অস্ট্রিয়া ৭৬ রানে জয়ী
জিবার্ন ক্রিকেট মাঠ, জিবার্ন
আম্পায়ার: আল্লালা সন্তোষ (অস্ট্রিয়া) ও ধর্মেন্দ্র পাল রৌহিয়া (অস্ট্রিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আন্দ্রেয়া-মে ৎসেপেডা (অস্ট্রিয়া)
  • অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রিয়দর্শিনী পোনরাজ ও রাফায়েলা ট্রেবিংগার (অস্ট্রিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "🇦🇹 Austria vs. Belgium 🇧🇪"অস্ট্রীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে। 
  2. "Austria Cricket to host Belgium Women Team for T20I series in September"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২১ 
  3. "Global Game: Belgium Women make maiden T20I appearance"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]